নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাগর-রুনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই

ফারজানা৯৯

সারা জীবন শুধু পথের সন্ধানে ছুটে চলেছি আমি, সত্যের সন্ধান আর মেলেনা। পথ অনেক দূরের। মানুষের দেয়া কষ্টগুলো জমিয়ে এখন ভীষণ একলা চলি আমি। অন্যের কাছে আশা করি না। শুধু বিশ্বাস করি নিজের বাবা-মাকে। পৃথিবীর মানুষগুলো শুধু কষ্ট দেয় আমায়। তাই এখন আর অন্যের ওপর ভরসা না করে নিজের যোগ্যতায় এগিয়ে চলা। আসলেই কি যোগ্য আমি। কোথাও কোন বন্ধু নেই। সহযোগীর চেয়ে শত্রু বেশী। যেখানে যাই শত্রু কুড়াই। কর্মক্ষেত্রে, নিজ জীবনে সব জায়গায়। মানুষের মুখ দেখে মানুষ সত্যি চেনা দায়। মানুষ ক্ষণে ক্ষণে গিরগিটির মতো রং বদলায়। আমি মানুষকে সত্যি বিশ্বাস করতে চাই। কিন্তু বিশ্বাস করা বড়ো দায় হয়ে দাড়ায়। পিছন থেকে ছুরি মারা সদা প্রস্তুত মানুষগুলো বড়ো ভাবায়। একটু আগের সবচেয়ে বড় বন্ধু ক্ষণিকের মাঝে অচেনা হয়ে যায়। সবাই যার যার মতো আখের গোছায়। আর আমি চেয়ে থাকি। নাকি ওরাই ঠিক। আর আমি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে জানি না। চোখের পলকে নিজের চেহারা পাল্টাতে পারি না। আমি আসলে বোকার দলে। সময় থেকে পিছিয়ে পড়েছি। আমার মধ্যে আজকাল অবিশ্বাস গুলো আনাগোনা করে। অথচ মানুষের উপর বিশ্বাস হারানো পাপ।তারপরও মনে হয় আলোর সন্ধান আমি পাবোই।ফারজানা

ফারজানা৯৯ › বিস্তারিত পোস্টঃ

নীল বিষ

০৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৩

যহন তহন ডাকো কেন মাঝি?

জানো না আমার শেকল বান্ধা

আমি কি আর তোমার মতন

উড়াল দিতে পারি?

বিষের শেকলে টান পড়ে যে

আর তুমি ডাকলে পরানে আমার

উথাল পাথাল ঢেউ উঠে

মনে হয় দেই ঘরে লাগায়ে আগুন

সব ফালাইয়া তোমার গায়ের

শীতের কাথা হই

তুমিও বা কেমন পুরুষ?

পারো না আমারে লইয়া

দূর তেপান্তরে উড়াল দিতে

মনে যদি এতই শরম তাইলে,

যহন তহন ডাকো কেনে মাঝি?



রমলা গো তোমারে না দেখলে

দিন যে আমার দিন রয় না

সারা দুইন্নাডারে তিতা তিতা লাগে

তুমি ছাড়া আমার আছে কে কও!

কারেই বা ডাকুম যহন তহন?

কেউ শোনে না আমার কথা

সেই ছুডবেলা থেইক্কা তোমারে ভালবাসি

যেদিন ভাইয়ে তোমারে

লাল শাড়ী দিয়া পেচায়া

আনলো ঐ ছোট্ট ঘরে ঠিক সেইদিন থেইক্কা।

যখন ভাইয়ে তোমার হাতটা ধরে

আমার বুকটা যদি তোমায় দেহাইতে পারতাম

দেখতা কেমনে খান খান

কইরা এই মনডা জ্বইলা যায়

সেই কবে থাকি তোমারে লইয়া

দেশান্তরী হইতে চায় মন

কিন্তু সমাজ!!

সমাজ তো তোমার আমার প্রেমরে

নষ্টামি গন্য করে।

এই তুমি একবার তেপান্তরী হইতে চাও

সেই তুমিই আবার কুসুমের মুখে তাকাইয়া

শুধু মা হইয়া যাও

আমার কি দোষ?

কও না পাখি, তোমারে ছাড়া আমি কেমনে বাঁচি?

এমনি ভাবে দিন চলি যায়, রাত চলি যায়

সমাজের বৈধতা আর অবৈধতায়

তোমার আমার ভালবাসা

ভাসি যায় বিষের নীল দরিয়ায়।।





ফারজানা কবীর খান স্নিগ্ধা

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৮

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: এই তুমি একবার তেপান্তরী হইতে চাও
সেই তুমিই আবার কুসুমের মুখে তাকাইয়া
শুধু মা হইয়া যাও
আমার কি দোষ?

অসাধারণ :)

০৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৬

ফারজানা৯৯ বলেছেন: ধন্যবাদ

২| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর অনেক সুন্দর। ভাল লাগা রইল।

০৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৬

ফারজানা৯৯ বলেছেন: অনেক ধন্যবাদ

৩| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগা রইল

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৬

ফারজানা৯৯ বলেছেন: অনেক ধন্যবাদ

৪| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:১১

এম এ কাশেম বলেছেন: অনেক ভাল লাগা।

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৩

ফারজানা৯৯ বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.