![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারা জীবন শুধু পথের সন্ধানে ছুটে চলেছি আমি, সত্যের সন্ধান আর মেলেনা। পথ অনেক দূরের। মানুষের দেয়া কষ্টগুলো জমিয়ে এখন ভীষণ একলা চলি আমি। অন্যের কাছে আশা করি না। শুধু বিশ্বাস করি নিজের বাবা-মাকে। পৃথিবীর মানুষগুলো শুধু কষ্ট দেয় আমায়। তাই এখন আর অন্যের ওপর ভরসা না করে নিজের যোগ্যতায় এগিয়ে চলা। আসলেই কি যোগ্য আমি। কোথাও কোন বন্ধু নেই। সহযোগীর চেয়ে শত্রু বেশী। যেখানে যাই শত্রু কুড়াই। কর্মক্ষেত্রে, নিজ জীবনে সব জায়গায়। মানুষের মুখ দেখে মানুষ সত্যি চেনা দায়। মানুষ ক্ষণে ক্ষণে গিরগিটির মতো রং বদলায়। আমি মানুষকে সত্যি বিশ্বাস করতে চাই। কিন্তু বিশ্বাস করা বড়ো দায় হয়ে দাড়ায়। পিছন থেকে ছুরি মারা সদা প্রস্তুত মানুষগুলো বড়ো ভাবায়। একটু আগের সবচেয়ে বড় বন্ধু ক্ষণিকের মাঝে অচেনা হয়ে যায়। সবাই যার যার মতো আখের গোছায়। আর আমি চেয়ে থাকি। নাকি ওরাই ঠিক। আর আমি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে জানি না। চোখের পলকে নিজের চেহারা পাল্টাতে পারি না। আমি আসলে বোকার দলে। সময় থেকে পিছিয়ে পড়েছি। আমার মধ্যে আজকাল অবিশ্বাস গুলো আনাগোনা করে। অথচ মানুষের উপর বিশ্বাস হারানো পাপ।তারপরও মনে হয় আলোর সন্ধান আমি পাবোই।ফারজানা
তোমার জন্য পুষে রাখা অনুভূতি গুলো
ধীরে ধীরে ভোতা হয়ে যায়
অনুভবের বসত বাড়িরা
দমকা হাওয়ায় কোথায় যেন মিলিয়ে যায়
মিলিয়ে যায় অনেক চাওয়া পাওয়া
হৃদয়ে এক ঘোরের সৃষ্টি হয়
যেখানে শুধু পুরোনো তুমি বাস করো
পুরোনো তুমি আমার কপালে চিবুক ছোয়াও
আমার চুলে তোমার আঙ্গুল খেলা করে
যেখানে তুমি আমার প্রতিটা কথা
বিশ্বাস করো, শুধু আমাকেই প্রাধান্য দাও
আমি তোমার হাত ধরে ছুটে চলি
ছুটে চলি ভরা বরষায়
চাঁদের আলোর বসন্ত রাতে
আবার কখনো বা স্বপ্নের মাঝে
তারপরেও
তোমার জন্য পুষে রাখা অনুভূতি গুলো
ধীরে ধীরে ভোতা হয়ে যায়
অনুভবের বসত বাড়িরা
দমকা হাওয়ায় কোথায় যেন মিলিয়ে যায় ।।
ফারজানা কবীর খান (স্নিগ্ধা)
১১ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৮
ফারজানা৯৯ বলেছেন: ধন্যবাদ
২| ০৮ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৮
ইখতামিন বলেছেন: সুন্দর
১১ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৮
ফারজানা৯৯ বলেছেন: Thank you
৩| ১৬ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর হয়েছে বাসন্তী কবিতা ।
০২ রা আগস্ট, ২০১৫ রাত ৩:৪১
ফারজানা৯৯ বলেছেন: ধন্যবাদ
৪| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: nice
০২ রা আগস্ট, ২০১৫ রাত ৩:৪১
ফারজানা৯৯ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৪ রাত ২:৪৮
এহসান সাবির বলেছেন: যেখানে শুধু পুরোনো তুমি বাস করো
পুরোনো তুমি আমার কপালে চিবুক ছোয়াও
আমার চুলে তোমার আঙ্গুল খেলা করে.......
ভালোলাগা......