নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ও আমার ব্লগ

পরিচয় দিতে আগ্রহী নই।

ফয়সাল আহমেদ সোহেল

অতিরিক্ত মাত্রায় সাধারন

ফয়সাল আহমেদ সোহেল › বিস্তারিত পোস্টঃ

(নাম হীন লেখা)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৬

তবে কি তুমি বলবে না কথা আমার দিকে চেয়ে?

তবে কি তুমি আমায় রেখে চলে যাবে বহু দূরে?

আমার চোখের দিকে তুমি কি একবারও তাকাবে না?

এতো অভিমান, এতো রাগ,যে আমাকেই চিনলে না?



কেন তুমি বল করছো এ সব, দোষ টা কি ছিলো আমার?

পারিনি কি ভালোবাসতে তোমায়? বুঝিনি কি আমি তোমায়?

বলবো না যে মন ভরে গেছে তোমার, কখনোই তা নয়।

তোমার ভালোবাসায় আমার যে কোন সন্দেহই নাই।

চলে যাচ্ছো বলে বাধা দিবো না, সেই অধিকার নাই।

চলে গেলে তুমি কি হবে আমার, সেই ভয়ি যে পাই।



ওমা, তুমিও যে দেখি কাদছো! তবে কেন ই বা দূরে যাচ্ছো?

সত্যি বলছি আর আমি তোমায় কষ্ট দিবো না।

সত্যি বলছি আর আমি তোমায় কখনো কাদাবো না।

দরকারে এ প্রান নিঃশেষ হবে, দুঃখ দিবে না!

বাচি বা মরি, যাই করি,তোমায় ছাড়বে না।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২২

শুঁটকি মাছ বলেছেন: সুন্দর কবিতা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.