নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ও আমার ব্লগ

পরিচয় দিতে আগ্রহী নই।

ফয়সাল আহমেদ সোহেল

অতিরিক্ত মাত্রায় সাধারন

ফয়সাল আহমেদ সোহেল › বিস্তারিত পোস্টঃ

শেষ রাতের আমার কিছু আবোল তাবোল!!!

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৯

বাংলায় লেখাটা কেমন জানি আমার কাছে মজার একটি বিষয় হয়ে দাড়িয়েছে। খানিক টা তাল ও লয়ের মিশ্রনে কিছু বের করার চেস্টা করে বটে, কিন্তু শেষ মেষ লেখাটায় এমন পেজগি মেরে যায় যে পরের লাইনে কি লিখবো তা নিয়েই চিন্তায় পড়ে যাই।



যা হোক, প্রেমিকার সাথে ঝগড়া করে যদিও সকল সোশাল নেটওয়ার্কের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে একেবারে নিরামিষ জীবন যাপন শুরু করেছি, তবে তা একেবারেই খারাপ লাগছে না বৈকি। ঝুটঝামেলা অনেক কম হয়ে গেছে।



যাক বাপু, কিছু লিখতে পারছি তাহলে , তাহলে একটা গল্পই ফেদে দেওয়া যাক! কি বলেন?



থাক , তবে আজ তোলাই থাক। রাত অনেক হলো, কাল নাহয় কিছু বলি। আজি এক ঘুমের প্রস্তুতি নেই। দোয়া করেন যেন কাল আবার এসে আপনাদের কানের সামনে ঘ্যানর ঘ্যানর করার সুযোগ পাই। কি করবো বলেন, দেশের বাতাসের যে অবস্থা, কাল পর্যন্ত যদি আয়ুটাই না থাকে।



মাঝে মাঝে বুজছেন, খুব কষ্ট হয়, আমাদের পরের প্রজন্ম কে আমরা যা দিচ্ছি, তাতে তারা ১০ বছর বাচবে তো?



কি জানি বাপু। ভয় পাই চিন্তায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.