নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফজল মাহমুদ

ফজল মাহমুদ

ফজল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

বর্তমান সরকার কেন ইসলাম, গনতন্ত্র ও দেশরক্ষায় ব্যর্থ কিংবা ব্যর্থ নয়ঃ আসুন মতামত ও পর্যলোচনায় অংশগ্রহণ করি

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

আমার মতামতঃ

বর্তমান সরকার সংবিধান থেকে "মহান আল্লাহর উপর পূর্ন আস্থা ও বিশ্বাস" মুছে ফেলার মধ্য দিয়ে ইসলাম, জনগন ও সংসদের সাথে ইভটিজিং শুরু করেছিল।বর্তমানে তাদের এই ইভটিজিং চরম ইর্ষায় পরিনত হয়েছে।এ জন্য প্রথমেই তারা দেশের রক্ষক সেনাবাহিনীর চৌকাশ অফিসারদের হত্যার মধ্যদিয়ে দেশের নিরাপত্তার মেরুদন্ড ভেঙ্গে ভারতের "র" এর দালাল দেশের শত্রূ ফখরুদ্দিন-মইনুদ্দিনের সহোযোগিতায় তাদের একান্ত তাবেদার উচ্চাভিলাশী রাজনৈতিক দালালদের নেতৃত্বের চেয়ারে বসিয়ে বর্তমানের গুম, হত্যা, ডাকাতি, সন্ত্রাসী, লাম্পট্য, ধর্ষণ, রাজনৈতিক প্রহসণ ও জনগনের সম্পদ লুন্ঠনের অভয়ারন্য প্রতিষ্ঠিত করেছে।



এ জন্য তারা স্তুল পরিকল্পনার সমন্বয় ঘটিয়েছে টার্গেটকৃত বিভাগসমূহে।



তারা বাংলাদেশের গর্ব অতন্ত্র সিমান্তপ্রহরী বিডিআরকে ভেঙ্গে ভারতের "র" এর সিদ্ধাস্ত নিয়ে (বাংলাদেশ জিরো দন্ত-নখর বাঘ) বিজিবি গঠন করেছে।





তারা পুলিশ বাহিনীতে দলীয় ক্যাডারদের সমাবেশ ঘটিয়ে আইন-শৃঙ্খলা ব্যবস্থা পুরো ভেঙ্গে ফেলেছে।



বিচার বিভাগে বিচারিক জ্ঞান বিবর্জিত মিথ্যুক, প্রতারক, দলীয় আজ্ঞাবাহক, আইন ও সংবিধান লঙ্ঘক সর্বোপরি আর্থিক ও রাজনৈতিক অপক্ষমতার সুবিধাপ্রত্যাশী ব্যক্তিবর্গদের বিচারকের চেয়ারে বসিয়েছে।



সম্ভ্রান্ত মুসলিম পর্দানশীলা নারীদের(গর্ভবর্তী সহ) বিনা উস্কানীতে গ্রেপ্তার করে পুরুষ পুলিশদের দিয়ে চুল ধরে টেনে নির্যাতন ও জোরপুর্বক বোরখা ছাড়াই আদালতে হাজির হতে বাধ্য করেছে, এমনকি আদালত অবলিলায় ৫৪ ধারায় বন্দি এ সকল নারীদের রিমান্ড মুন্জুর ও জেল হাযতে বন্দি রাখতে সহোযোগিতা করেছে।



দুদক-কে সরকারের বিভিন্ন পর্যায়ের দুর্নিতি ও অপরাধের আরাল করার হাতিয়ার হিসাবে ব্যবহার করার জন্য সরকার দুদক চেয়াম্যানের মস্তিত্বে "লেমন পাওয়ার হোয়াইট ক্লিন আ্যান্ড ক্লিয়ার সার্টিফিকেশান সফটওয়ার" ইন্সষ্টল করেছে যার বাস্তব প্রমান অনিশ্চিত পদ্মা সেতু, হলমার্ক কেলেঙ্কারী, রেল মন্ত্রনালয়ের পাহারসম দুর্ণিতি ও নিয়োগবানিজ্য।

Click This Link



শিক্ষাঞ্জন সমূহে ছাত্রলীগ নামধারী সন্ত্রশীদের খুণ, গুম, ছিনতায়, চাঁদাবাজি, ধর্ষন ও শিক্ষকদের লাঞ্ছনার কোন বিচার এমনকি গ্রেপ্তারও করেনি পুলিশ কিংবা সরকারী আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।



আর জনগনকে তারা এতটাই নিপিরণ-নির্যাতন করেছে যে, তারা ভেবেই নিয়েছে নির্বাচন যদি সুষ্ঠু ও স্বাভাবীক হয় তবে জনগন তাদের প্রত্যাক্ষান করবে। তাই তারা বিরোধী জোটকে নেতাশুণ্য করতে লেজে কামর দিয়ে ঝগড়া বাধাচ্ছে, প্রথমে গ্রেপ্তার করে পরবর্তীতে বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও লজ্জাহীন মিথ্যাচার করে একের পর এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাবন্দী করে রাখছে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি কি শুধু সূচিপত্র টুকু লিখেছেন?


তাদের ব্যর্থতা, অত্যাচার, গণতন্ত্র হত্যা, প্রশাসন-আদালত দলীয়করন, লুটপাট, সবকিছুতে ৭২-৭৫ কে ছাড়িয়ে গেছে!!!!!!!

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

ফজল মাহমুদ বলেছেন: আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

ভাইজান, শুধু সুচিপত্রই তো ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। তাই শুধু শুচিপত্রের সারাংশ বলা যেতে পারে।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: মৌ মাছির চাকে ডিল পড়লে মউয়েরা যেভাবে সাঁড়াশি আক্রমন
চালায় , তেমনি জনগণের অধিকার লুন্টন করে দেশের বৃহত্তম
গনতান্ত্রিক দল গুলুকে যরযন্ত্র মুলক স্বৈর শাসন দিয়ে প্রতিহত করার
যে আগ্রাসি ভুমিকা ক্ষমতাসিন দলের । তা একসময় ব্যর্থ তার পরিচয়
বহন করবে এবং দেশের ভাবমূর্তি অনেক ক্ষতিসাধিত হবে যা কল্পনা
করাও স্বাধীনতা হারানোর ভয় ।

উচিত গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং স্বাধীন তত্ত্বাবধায়ক কমিটি
তাও সকল দলের আলোচনার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন
নিরপ্রেক্ষ করা তবেই জাতীর মুক্তি নয়ত গৃহ যুদ্ধের দিকে দেশ এগিয়ে
যাবে এবং ইরাক ও আফগান পরিস্থিতি ধারন করা মোটেও অযুক্তিক
কিছু নয় । তাই সময় থাকতে ভেবে দেখা বুদ্ধিমানের পরিচয় ।
ধন্যবাদ

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯

ফজল মাহমুদ বলেছেন: জামায়াতকে অন টেস্ট সভার অনুমতি : চট্টগ্রামে সভা না করে বিক্ষোভ, খুলনায় জনসভা
Click This Link

বগুড়ায় ছাত্রলীগের পৃথক হামলায় নিহত ২
Click This Link

বগুড়ায় ২ মৃত্যুর জের
জামায়াত-পুলিশ সংঘর্ষে সাতমাথা রণক্ষেত্র


বগুড়ায় জামায়াত-শিবিরের ২ কর্মী নিহত : বিজিবি তলব
Click This Link

বগুড়ায় ছাত্রলীগের হামলায় জামায়াত-শিবিরের দুই নেতা নিহত
http://www.dailynayadiganta.com/new/?p=105691

গোপালগঞ্জে দুই জামায়াত নেতাসহ গ্রেফতার ৫
Click This Link

জামায়াত-শিবির ধরতে বিশেষ অভিযান : নোয়াখালী সিলেট না.গঞ্জ কুমিল্লা যশোরসহ বিভিন্ন স্থানে আটক শতাধিক
Click This Link

জামায়াত-শিবির পেলেই পুলিশে দিন : যে কোনো অপরাধীকে গ্রেফতারের ক্ষমতা জনগণের আছে - স্বরাষ্ট্রমন্ত্রী
Click This Link

যেখানে জামায়াত-শিবির সেখানেই গণধোলাই : মায়া
http://www.dailynayadiganta.com/new/?p=105635

মসজিদ ব্যাংক বাসে ঢুকে পাইকারি গ্রেফতার
http://www.dailynayadiganta.com/new/?p=105315

রাজনৈতিক প্রচারণায় পুলিশ
http://www.dailynayadiganta.com/new/?p=105318

আ’লীগের কঠোর নির্দেশ
জামায়াত-শিবিরের মিছিল বের হলে স্থানীয় কমিটির বিরুদ্ধে ব্যবস্থা
http://www.dailynayadiganta.com/new/?p=105317

ঢাবিতে ছাত্রলীগের তাণ্ডব
http://www.dailynayadiganta.com/new/?p=105354

বেপরোয়া পুলিশ কর্মকর্তার কাণ্ড
http://www.dailynayadiganta.com/new/?p=105576

নারী নির্যাতন : আশুগঞ্জে বিধবাকে ধর্ষণ করেছে আওয়ামী লীগ নেতা ও সহযোগী : ডুমুরিয়ায় কিশোরী ধর্ষিত
Click This Link

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

অল্পভাষী বলেছেন: শিবির যে পুলিশকে মেরেছে সেই ছবি কোথায়??? পোস্টের ধরনে বুঝা যাচ্ছে, তুই যুদ্ধাপরাধীর উত্তরসুরী!!

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬

ফজল মাহমুদ বলেছেন: আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

ভাইজান, একটা গল্প বলি, কাইনডলি ভেবে দেখবেন।

"একদনি এক পিপাসার্ত মেষ সাবক পাহারের এক শ্রোতজ ঝরণার পাদদেশে পাণি পাণ করছিল। আকস্মাৎ হুংকারে ভীত সন্ত্রস্ত সাবকটি দেখতে পেল ঝরনা ধারার উৎসের দিকে এক ভয়ংকর বাঘ। বাঘটি মেষ সাবককে ডেকে বলল- ওই, তুই আমার পানি ঘোলা করছিশ কেন?

মেষ সাবকটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল হুজুর, পানি তো আপনার দিক থেকে আমার দিকে আসছে। তখন বাঘটি হুংকার ছেড়ে বলল তবেরে, মুখে মুখে কথা, তুই না করিস তোর বাপ করেছিল।"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.