নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফজল মাহমুদ

ফজল মাহমুদ

ফজল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

প্রত্যুত্তরে কঠোর নিরাপত্তার মধ্যেও জামায়াত শিবিরের তাণ্ডবলীলার হরতাল। হামলার নীতি ও রক্তের নেশায় পাগল একদল নরপিশাচ।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫

কঠোর নিরাপত্তার মধ্যেও জামায়াত শিবিরের তাণ্ডবলীলার হরতাল। হামলার নীতি ও রক্তের নেশায় পাগল একদল নরপিশাচ।



শিরোনামটির লেখক বলেছেনঃ

আজ সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল চলছে।

শিবিরিয় কুত্তাদের মতে আজকের হরতালের দাবী সমূহঃ



১) বিতর্কিত ট্রাইব্যুনাল বাতিল করে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দসহ বিরোধী দলের আটক সকল নেতা-কর্মীর মুক্তি,

২) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল,

৩) বিরোধীদলের উপর জুলুম-নির্যাতন বন্ধ,

৪) শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাস বন্ধ ও শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ,

৫) শিবিরের আটক সকল নেতা কর্মীর মুক্তি,

৬। “শিবির কর্মীদের দেখামাত্র গুলি”- ডিএমপি কমিশনার বেনজির আহমেদের এই বক্তব্যের প্রতিবাদ ও

৬) জনদুর্ভোগ লাঘবের দাবী

(উল্লেখ্য, গতকাল দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশের অনুমতি চাইলে পুলিশ তা না দেয়ায় আজকের এ হরতাল কর্মসূচী দেয়া হয়)



যুক্তি ও যুক্তির খন্ডন হিসাবে লেখক ও পাঠক অনেক মন্তব্য করেছেন। এমনকি যুক্তি হিসাবে কেউ কেউ অনৈতিক ও আক্রমনাত্বক গালিও দিয়েছেন। আসলে সত্যবাদীরা সর্বদা অশ্লীলতা পরিহার করে।

আসুন প্রথমে লিংকগুলো পড়ি ও শালীন মন্তব্য করি।



যশোরে সংঘর্ষ চলাকালে হার্টঅ্যাটাকে পুলিশ সদস্যের মৃত্যু

http://www.dailynayadiganta.com/new/?p=105650

যশোরে শিবির-পুলিশ সংঘর্ষ চলাকালে কনস্টেবলের মৃত্যু

Click This Link



এবার আসুন ব্লগার ও তার ব্লগ প্রসঙ্গে-

১) যুদ্ধপরাধিদের মুক্তিঃ

উত্তরঃ বাংলাদেশে কোন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে না। যদি আওয়ামীলীগের সে ক্ষমতা থাকত তবে তারা তৎকালীন পাকিস্তান সামরীক ও আধাসামরীক বাহিনীর ১৯৫ জন প্রকৃত যুদ্ধাপরাধীকে অভিযুক্ত করে আন্তর্যাতিক আদালতের মাধ্যমে বা আন্তর্যাতিক বিচারক নিয়োগের মাধ্যমে আদালতের উপর কোন হস্তক্ষেপ ছাড়াই তার সমাধান করত। এটি রাজনৈতিক প্রহসনমূলক ও আইন ব্যবস্থর উপর নগ্ন ও অনৈতিক হস্তক্ষেপ। তারা আইন সংশোধন করে ( আসল কথা হলো "যে আইন সংশোধন করা যায় তা কোন আইনই নয়" বরং "যিনি মানবের স্রষ্ঠা তার আইনই প্রকৃত গ্রহনযোগ্য আইন"।) মানবতাবিরোধী অপরাধের বিচার নাম দিয়ে নিজেরাই মানবতা বিরোধী অপরাধ করে বসেছে। বিচারপতির স্কাইপি সংলাপ তার দিপ্ত প্রমান।





‘গভর্নমেন্ট গেছে পাগল হইয়া তারা একটা রায় চায়’

Click This Link

বিচারপতির স্কাইপি সংলাপ : ‘ড. কামাল ক্রিমিনাল বোঝে না, আমীর উল গ্যানজাম করে ওয়ালিউর চোর’

Click This Link

বিচারপতির স্কাইপি সংলাপ : ‘সাহারাকে সরিয়ে দেয়াটা গুড নিউজ’

Click This Link

বিচারপতির স্কাইপি সংলাপ : ‘মালুম ভাই হায়দার আলীরে স্ট্রংলি সন্দেহ করতেছে’

Click This Link

বিচারপতি নিজামুল হকের পদত্যাগ

Click This Link

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন : যুদ্ধাপরাধ বিচারের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে : আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনা, আইসিসিতে যাওয়ার পরামর্শ

Click This Link

ফেনসিডিল ও অস্ত্রসহ গ্রেফতার বিচারক জাবেদ ইমাম কারাগরে

Click This Link

৫ পুলিশ কর্মকর্তাকে আদালতে তলব : বিচারক জাবেদকে গ্রেফতার করে মিডিয়ার সামনে নেয়া হলো কেন

Click This Link



২) ক্ষমতার লোভ, দেশের লাভ ক্ষতি ভাবার সময় নাই।


উত্তরঃ আসলে ক্ষমতার লোভ কার? যারা দির্ঘ ৫ বছর মন্ত্রিত্বের আসনে থেকেও কোন চুরি বা দুর্নীতি করেনি তার নাকি ৭০ লাখ নগদ অর্থ চোর, পদ্মা সেতুর দুর্নীতিবাজ, হলমার্কের সাথে জড়িত থেকে অর্থ আর্তসাৎকারী, "৪০০ কোটি টাকার দুর্নীতি আর এমনকি" উল্লেখকারী? কারা?

দুর্নীতিতে ২৪ ধাপ অবনতি

Click This Link

টিআইবি’র রিপোর্ট : দুর্নীতিতে বাংলাদেশ ২৪ ধাপ পিছিয়েছে

Click This Link

দুদকের প্রতিবেদনে নাখোশ বিশ্বব্যাংক! : ড. মসিউর রফিকুলকে সাক্ষী করার সুপারিশ : আজ আবার বৈঠক, আগামী সপ্তাহে মামলার সম্ভাবনা

Click This Link

দুদকের মামলা প্রত্যাহারের এখতিয়ার কব্জায় নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবে হঠাত্ তত্পর আইন মন্ত্রণালয়

Click This Link

ব্যবসা-বাণিজ্য সরকারি দলের পকেটে

Click This Link



৩) গুন্ডাবাহিনির মত অতর্কিতে পুলিশ ও জনগনের উপরে হামলা এবং আশা সবাই চুপ করে মার খাবে।

উত্তরঃ গুন্ডাবাহিনি আসলে কারা? যাদের হাতে অস্ত্র না যরা নিরস্ত্র? রাবি'তে অস্ত্রবাজ তাকিমকে দেখতে গেলেন মন্ত্রী ও পুলিশ! ইবি'তে শিক্ষকদের পেটাল ছাত্রলীগ, কিন্তু তারা সন্ত্রাশী নয়! আযব মূল্যায়ন।



পলিটেকনিকে ছাত্রলীগ পুলিশের ভয়াবহ সংঘর্ষ : গুলি ককটেলে কম্পিত পটুয়াখালী

Click This Link

রাবিতে সাংস্কৃতিক জোট সভাপতিকে পেটাল সেই ছাত্রলীগ নেতা

Click This Link

মিরসরাই ও বরিশালে ছাত্রলীগের দুই গ্রুপসহ বিভিন্ন স্থানে সংঘর্ষে আহত ২৭ : পাথরঘাটায় ছাত্রদলের ওপর ছাত্রলীগ ক্যাডারদের হামলা

Click This Link

ধরাছোঁয়ার বাইরে অভিযুক্ত ছাত্রলীগ ক্যাডাররা সিলেট এমসি কলেজ ছাত্রাবাস পুনঃনির্মাণ কাজ আজ উদ্বোধন

Click This Link



৪) শিক্ষাঙ্গনে ত্রাস সৃষ্টি করতে ব্যর্থ হবার প্রতিবাদ।

উত্তরঃ বিশ্ববিদ্যালয়গুলো বর্তমানে ত্রাশমুক্ত হওয়ার কারনে যদি সাধারন শিক্ষার্থীরা আন্দোলন করে, ক্যাম্পাস মাসের পর মাস বন্ধ থাকে, আর শিক্ষকরা বেধরক পিটুনি খাই, তবে তো শিবিরের ত্রাশযুক্ত ক্যাম্পাসই ভালো, তাইনা?

পবিপ্রবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা বি.বাড়িয়া কোটালীপাড়া ও সরিষাবাড়ীতে সংঘর্ষ রাজশাহীতে ছাত্রলীগ কর্মী, হিজলা বাজিতপুরে মা ও বাবাকে কুপিয়ে জখম

Click This Link

যশোর এমএম কলেজে ছাত্রলীগ কর্মীরা থেঁতলে দিল ছাত্রের শরীর

Click This Link



৫) যুদ্ধপরাধিদের বাঁচাতে গিয়ে ও সন্ত্রাসী কর্মকাণ্ড করতে গিয়ে ধরা পরা শিবির সন্ত্রাসীদের মুক্তি।

উত্তরঃ শুরুতেই বলেছি এটি যুদ্ধাপরাধের বিচার নয়। যাদের আজ যুদ্ধাপরাধী বলছেন তা সত্য হলে আইন সংশোধন করা লাগত না। স্বরণ করেন যাদের যুদ্ধাপরাধী সাব্যস্ত্য করে আজ অবধি বিচারপ্রহসন চলছে তাদের গ্রেপ্তার করা হয়েছিল ধর্মীয় অনুভূতিতি আঘাত হানার কথিত অপরাধে। কিন্তু তা প্রমান করতে না পেরে পরবর্তীতে ৭১-এর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে গ্রেপ্তার দেখানো হয়।



৬) পুলিশকে খুন যখন করা হবে, এবং পুলিশ চুপ করে থাকবে।

উত্তরঃ আসলে কেউ যদি মাতাল হয় তবে সে আবোল-তাবোল বলতেই পারে। তবে কেউ যদি সুস্থ ও সাবাভাবীক হয়ে সত্য উপলব্ধি না করতে পারে, আফসোস! সে তো মিথ্যা বলে। অবস্থা এমন যে, কেউ আপনাকে চর মারলো, আপনি প্রতিবাদ করলেন যখন তখনই সে আপনাকে দেখিয়ে তৃতীয় পক্ষকে বললো-দেখলেন তো কেমন সন্ত্রাশী আচরণ করছে!

রাজশাহীতে ছাত্রলীগের হাতে সহকারী কমিশনারসহ দুই পুলিশ জখম

Click This Link

পুলিশের গুলিতে নিহত মুজাহিদের দাফন : দিনাজপুরে আজ সকাল-সন্ধ্যা শিবিরের হরতাল

Click This Link

বাজার থেকে সাঈদীর ওয়াজের সিডি তুলে নিচ্ছে পুলিশ

Click This Link



সরকারের মানবতা বিরোধী অপরাধ ৭১কে হার মানিয়েছে। গুম-খুনের গন্ধে আজ আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে। চারিদিকে যেন মৃত্যুপূরী ও লাশখেকো হায়েনাদের উৎসব।



এ নশ্বর পৃথিবীর সীমীত সময়ে সককিছুতো তুলে ধরা সম্ভব নয়। তবে আল্লাহ একজন আছেন। যিনি সব কিছু পর্যবেক্ষন করছেন। তিনার হাতে অসীম ক্ষমতা আর সীমাহীন সময় অবশিষ্ট আছে। তিনি তো রাজাধিরাজ। তাই আমাদের বলা এটুকই যথেষ্ঠ যে,



"তুমি বলো, হে রাজাধিরাজ, তুমি যাকে ইচ্ছা তাকে সম্রাজ্য দান করো, আবার যার কাছ থেকে চাও তা কেড়ে নিয়ে যাও, যাকে ইচ্ছা তুমি সন্মানিত করো, যাকে ইচ্ছা তুমি অপমানিত কর; সব রকমের কল্যান তো তোমার হাতেই নিবদ্ধ; নিশ্চয় তুমি সব কিছুর উপর একক ক্ষমতাবান।"



জনগন আজ অনিরাপত্তার অন্ধকার প্রকোষ্টে মহান আল্লাহর কাছে অশ্রূশিক্ত নয়নে প্রার্থনা করছে- "হে আমাদের প্রভূ, এ জালেম সরকারকে মোকাবেলার জন্য তোমার পক্ষ্য থেকে সাহায্যকারী পাঠাও"।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৮

তন্দ্রামোহ বলেছেন: যুদ্ধাপরাধী তথা মানবতাবিরোধীদের বিচার শুধু বাংলাদেশেই নয় সব দেশেই হওয়া উচিত। কিন্তু আর্ন্তজাতিক নামধারী দেশীয় ট্রাইবুনাল এ আবার কেমন বিচার। আজকের হরতালে ফুটে উঠেছে ভিন্ন চিত্র। বিভিন্ন স্থানে দেখা গিয়েছে পুলিশি সহয়তায় হরতাল!!! তাহলে কি হরতাল সমর্থনে সঠিক কাজটিই করেছে বি.এন.পি নাকি তাদের উদ্দেশ্য যুদ্ধাপারধী হিসাবে পরিচিত সাকা চৌধুরির মুক্তিতে জামায়াতকে ব্যবহার?

২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

ফোকাস-০০৭ বলেছেন: একটি তথ্যবহুল পোষ্টের জন্য আটা দিয়া পিলাস +++++ লাগাই দিলাম :p :D

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫০

দিকদর্শন বলেছেন: @ফোকাস: একটি তথ্যবহুল পোষ্টের জন্য আটা দিয়া পিলাস +++++ লাগাই দিলাম

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

হুমায়ুন তোরাব বলেছেন: ভাই সালাম ।
জামায়াত - শিবির এতো ভালো, তাদের মধ্যে এতো ইসলাম.......!!

এই পোস্ট এ আমার কমেন্টস ফিল্টার করা হইছে ।আমার ২ তা কমেন্টস ডিলিট করা হইসে ।



ভাই আমি এখনো পুরনাঙ্গ মুসলিম হতে পারিনি । তবে চেষ্টাই আছি ।ইনশাল্লাহ আল্লাহ্‌ আমাকে একজন পুরনাঙ্গ মুসলিম হিসেবে মৃত্যুবরণ করার তওফিক দিবেন ।
আমি জামায়াত,বি ন পি ,আওয়ামেলিগ এর রাজনীতির সাথে কুনু ভাবেই জড়িত নই ।আমি একজন মুসলিম হিসেবে মরতে চাই । আমি কি দোষ করছি আমি মুসলিম হয়ে।আমি দারি রখসি এটা আমার দোষ ।কেন আমার বাবা মা ভয় পাই যে আমাকে পুলিশ ধরবে শিবির কর্মী বলে ???
আমি তো শিবির,হিজবুত তাহরির,ছাত্রলিগ,ছাত্রদল করিনা ।তবে আমার মত ইসলামের পথে চলতে চাওয়া মানুষ কেন ভুক্ত ভুগি হবে এই দুষিত রাজনিতির ????????

বাকিটা আপনার কাছে,ভাল থাকবেন ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩২

ফজল মাহমুদ বলেছেন: আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

ভাইজান, আপনার কি মনে পরে ইসলাম প্রচার করতে গিয়ে আমাদের প্রিয় রাসুল(সাঃ) সহ যুগে যুগে সকল নবী-রাসুলগন কিভেবে অবর্ণণীয় জুলম-নিপিড়ণের শিকার হয়েছিলেন? মনে পড়ে কি তায়েফের পথে আমাদের প্রিয় রাসূল(সাঃ) কিভাবে নির্যতিত হয়েছিলেন? আপনার কি মনে পড়ে বদর, উহুদ, খন্দকের যুদ্ধের কথা?

আপনার কি স্বরণে আছে আল্লাহর শ্বাশ্বত বানী-
তোমরা কি মনে কর তোমরা (এমনি এমনি) বেহেশতে প্রবেশ করে যাবে, অথচ আল্লাহ তায়ালা এ কথা যেনে নেবেন না, কে জেহাদ(পবিত্র কোরআনের সমাজ, আইন ও রাষ্ট্র প্রতিষ্টার প্রানন্ত প্রচেষাটা) করতে প্রস্তুত হয়েছে এবং তোমাদের মধ্যে কে (বিপদে) কঠোর ধৈর্যধারণ করতে পেরেছে! সূরা আল ইমরান(৩)১৪২

(হে নবী), তুমি বল, হে রাজাধিরাজ, তুমি যাকে ইচ্ছা তাকে সম্রাজ্য দান করো, আবার যার কাছ থেকে চাও তা কেড়ে নিয়ে যাও, যাকে ইচ্ছা তুমি সন্মানিত করো, যাকে ইচ্ছা তুমি অপমানিত কর; সব রকমের কল্যান তো তোমার হাতেই নিবদ্ধ; নিশ্চয় তুমি সব কিছুর উপর একক ক্ষমতাবান। সূরা আল ইমরান(৩)২৬

আপনার কি মনে আছে মদিনা সনদের কথা যেখানে আমাদের প্রিয় রাসুল(সাঃ) একটি ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন? তারপর আনেক রক্তের বিনিময়ে ধিরে ধিরে মক্কা বিজয় করে বিশ্বব্যাপী ইসলামী সম্রজ্যের বিস্তার ঘটিয়েছিলেন? সুতরাং ইসলাম থেকে রাজনীতিকে আলাদা করার কোন সুযোগ নেই।

আপনিকি প্রাণের ভয় করেন? তবে জেনে রাখেন আল-কোরআনে সর্বশক্তিমান আল্লাহর ঘেষনা-
কোন প্রাণীই আল্লাহর অনুমতি ছাড়া মরবে না, (আল্লাহ তায়ালার কাছে প্রতৌকটি প্রাণীরই মৃত্যুর) দিন-ক্ষণ সুনির্দিষ্ট (হয়ে আছে), যে ব্যাক্তি পার্থিব পুরষ্কারের প্রত্যাশা করে আমি তাকে (এ দুনিয়াতেই) তার কিছু অংশ দান করবো, আর যে ব্যাক্তি আখেরাতের পুরষাকারের ইচ্ছা পোষণ করবে আমি তাকে সে (চিরন্তন পাওনা) থেকেই এর প্রতিফল দান করব এবং অচিরেই আমি (আমার প্রতি) কৃতজ্ঞের (যথার্থ) প্রতিফল দান করবো।

(পৃথিবীতে) আরও অনেক নবীই ছিল, সে নবী (আল্লাহর পথে) যুদ্ধ করেছে, তার সাথে (আর ও যুদ্ধ করেছে) অনেক সাধক (ও জ্ঞানবান) ব্যাক্তি, আল্লাহর পথে তাদের পথে যত বিপদ-মছিবতই এসেছে তাতে (কোন দিনই) তারা হতাশ হয়ে পড়েনি, তারা দুর্বলও হয়নি, (বাতিলের সামনে তারা) মাথাও নত করেনি, (এ ধরনের) ধৈর্যশীল ব্যাক্তিদেরই আল্লাহ তায়ালা ভালোবাসেন। সূরা আল ইমরান-(৩)১৪৫-১৪৬

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

দায়িত্ববান নাগরিক বলেছেন: ফজল ছাগু, হুমায়ুন তোরাবকে চিনস? ফাইজলামি মারাও? ওর কমেন্ট ডিলেট করছস ক্যান?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯

ফজল মাহমুদ বলেছেন:
আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

ভাই, ভালো আছেন তো? আপনারে না হয় চিনলাম, কিন্তু হুমায়ুন তোরাবকে তো চিনলাম না?

হুমায়ুন তোরাব ভাই, প্লিজ ডিলিটকৃত মন্তব্য দুটি পুনরায় দিয়ে দেন। সত্য বলতে কি, কমেন্ট যে কিভাবে ডিলিট করা যায় আমিতো তাই জানতামনা। তবে আমার পোষ্টটি দু'বার এডিট করেছি।

আল্লাহ সকলের কল্যান করুণ।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬

দায়িত্ববান নাগরিক বলেছেন: তোরাব@

কার কাছে কি কও? এইটা একটা ছাগু। দেখো এখানে কি করছে-

Click This Link

৫ নং কমেন্ট।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪

হুমায়ুন তোরাব বলেছেন: আমার ভাই থেকা পরেনাই ।
বাই

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬

ফজল মাহমুদ বলেছেন: সত্যের জবাব গলাবাজি আর গালিবাজিতে হয় না ভাই তোরাব ও ভাই হুমায়ন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.