![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিরচেনা পথ ইদানিং ইচ্চা করেই ভুলে যায়।
পঁচা শামুক, কন্টকবিহিন, পদে পদে চোরাবালি আর অবিশ্বাসে ঘেরা!
তাই ঐ পথের শেকড ছেড়েছি কবে, সত্যি শিখরের লোভে!
আমি অনুভব করছি জীবনের লোপ পাওয়া গতিময়তা,
আলোর ছটায় যেটি খুব স্পষ্ট এই মধ্য গগনে।
©somewhere in net ltd.