নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যিই! আমি বিশেষ কিছু....

রাশেদুল ইসলাম রুশো

পরিচয় দেয়ার মত বিশেষ কিছু নেই তো ...

রাশেদুল ইসলাম রুশো › বিস্তারিত পোস্টঃ

সোজা সাপ্টা

১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১৩

বাসে কথা হচ্ছিলো একজন বড ভাইয়ের সাথে !ছিলেন একসময়ের তুখোড় ছাত্রনেতা ,করতেন বামধারার রাজনীতি !সস্ত্রিক ঢাকায় থাকেন,ভোটাধিকার প্রয়োগ করতে চট্টগ্রাম এসেছেন। হুমম!সচেতন নাগরিকও বটে!

জিজ্ঞেস করলাম ...ভাই পলেটিক্স এর খবর কি?

---- তোর ভাবির একমাত্র জামাই আমি,আমার একটা ফুটফুটে মেয়েও আছে! তোদের এই রুটি হালুয়ার লোভে আমার একমাত্র বউরে সাদা শাড়ি পড়াতে চাই না !

তো ভাই, গণজাগরণ মঞ্চে কি এখন যাওয়া আসা হয় ?

----আররে না! আমি শাহবাগে হাজার কাজ থাকলেও যাই না !ওটা এখন ঋতু বিশেষে জাগরিত হয় কেন সেটা মাথায় আসে না !যেমন , কামরুজ্জামানের ফাসি বিলম্বিত হবার কারণে আবার খারাইয়া গেলো !আমরা সাধারণ মানুষ ,একজন আরেকজনের বিরক্তির কারণ ! ড: নাম্য সরকার (ইমরান এইচ সরকার ) পুরা মিডিয়া ব্যক্তিত্ব হইয়া গেসে,ক্যামরার সামনে আসার জন্য সবসময় মুখিয়ে থাকে ! কিযে জালাতন ! তাই আমি নাম দিসি "গনজালাতন মঞ্চ "

না হেসে পারলাম না ভাই, ভোট কারে দিবেন ?

----মহিউদ্দিন ভাই দাড়ায় নাই ,তাই "নাসির" আলটিমেট চয়েস !লোকটার যোগ্যতা আছে!

ভাই, কামরুজ্জামান তো প্রাণ ভিক্ষা চাইবেন না! আজ রাতে যে কোন সময় তার ফাসি কার্যকর হইতে পারে!(যখন আমি পোস্ট টি লিখছি এর মধ্যে কামরুজ্জামানের ফাসি সম্পাদন করা হয়েছে) . তার পরিবারের লোকজন তার সাথে সাক্ষাত করে "V" চিহ্ন দেখায় বাহির হইসে!

----ধুরর ভাই বাদ দে ওসব, না হয় আবার "গনজালাতন মঞ্চে " দৌড় মারতে হবে! তুই কোথায় নামবি?

কাটগড।

----আমি একটু হালিশহর যাবো, একটু খাড়া, তোর ভাবির ফোনটা একটু পিক করি! ... হ্যালো। হে বল. কি বাবুর জন্য ডায়পার? অর কি কাশি কমছে? জ্যামে পড়ছিলাম! ..... কি বললা বুঝি নাই, আবার বল! "কামরুজ্জামানের ফাসি হইয়া গেসে!!! রাস্থাঘাটের পরিস্থিতি একদম নরমাল! আমি গাড়ি থেইকা নামতাসি! রাখো!

রাশেদ, কামরুজ্জামানের ফাসি হইয়া গেসে! বেশিক্ষণ রাস্থাঘাটে বেশিক্ষণ ঘুরিস না! অন্যদিন দেখা হবে. বাই!

আমি এতটাই মুগ্ধ হয়ে তার কথা শুনছিলাম যে, ফোন নাম্বারটাও চাইতে ভুলে গেলাম! "সেতু ভাই" আবারো দেখা হবে কোন একদিন, সেদিন আর ফোন নাম্বার নিতে ভুলবো না!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১:১৯

সচেতনহ্যাপী বলেছেন: বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বড়ভাইটি কি খুব বড় অন্যায় বলেছেন বা করে ফেলেছেন??

২| ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৩৪

রাশেদুল ইসলাম রুশো বলেছেন: অবশ্যই না! একজন ত্যাগী দলের জন্য নিবেদিত কর্মী কত সহজেই যে রয়েসয়ে থাকা বাঙালি হয়ে যায় সেটাই বুঝতে চেয়েছি ভাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.