নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যিই! আমি বিশেষ কিছু....

রাশেদুল ইসলাম রুশো

পরিচয় দেয়ার মত বিশেষ কিছু নেই তো ...

রাশেদুল ইসলাম রুশো › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুভয়

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৯

মৃত্যু কতটা নির্মম আর বেরসিক হয়।
কেউ অসুখে মরে, কেউ এক্সিডেন্টে মরে, লাফ ঝাপ দিয়ে মরে কেউ কেউ। আর কেউ করে আত্মহত্যা।
কিন্তু এ কেমন মৃত্যু একজন জলজ্যান্ত মানুষকে গুলি করে মারা, চাপাতি দিয়ে মারা, কিনবা পুড়িয়ে মারা। আমি আমার কোন চিরশত্রু থাকতো, আমি কখনো তার  এমন অপমৃত্যু আশা করতাম না!
এ কেমন সমাজে বাস করছি আমরা যেখানে ক্ষমতার লোভে দিন দাহারে মানুষ খুন হয়। নিজের বাক স্বাধিনতা প্রকাশের ফল হয় চাপাতির আঘাতে ফালিফালি, অতপর মৃত্যু! এ কেমন মৃত্যু....একজন রাজন কে চোর বানিয়ে পিটিয়ে মারা, একজন  রাকিবকে পাশবিক ভাবে হত্যা করা? আমরা দিনদিন নতুন নতুন জাতের সৃষ্টি করছি। সর্বশেষ সংযোজন "ব্লগার"। কে জানে পরবর্তিতে আসতে পারে "ফেসবুকার,টুইটার ইউজার" ইত্যাদি ইত্যাদি!
কি হচ্ছে এইখানে?
নিসন্দেহে মানুষ খুন অমার্জনীয় অপরাধ। এটার একমাত্র শাস্তি হওয়া উচিত মৃত্যুদন্ড!
দিনদিন সভ্য সমাজে অসভ্য কিট বাসা বাধছে। আইনের বিশাল বিশাল বাইলজের ফাকফোকর দিয়ে ঐ সকল আদমখোর বেরিয়ে যায়। মাথায় যে বড় বড় কুতুবের ছায়া আছে। রাজনীতিটা এক্কেবারে গিলে খেয়েছে এই নরখাদকগোষ্ঠী! ভালো পরিবারের সন্তানেরা টম এন্ড জেরি ফেলে রাজনীতিতে কেন যাবে?  এই মাটির রাজনীতিতো এমন ছিলো না। এই মাটি আমাদের বঙ্গবন্ধু দিয়েছে। এই জাতি দিয়েছে তাজউদ্দীন,নজরুল ইসলাম, এম. মনসুরকে। এই জাতির কাছে পেয়েছি জাহানারা ইমাম, সুফিয়া কামাল।
আজ বীরের জাতি কেন একজন আরেকজনের রক্তে হোলি খেলছে?

আমরা জানি মৃত্যু অনিবার্য। আজরাইল ডেফিনেটলি আসবে। আর আমার দেশের প্রকৃতি বলছে,এখানে অপচিকিৎসায় মানুষ মরবে(প্রমানিত), এখানে "কিরনমালার জামার" জন্য মরবে(প্রমানিত),এখানে গোল্ডেনএ+ এর জন্য মরবে(প্রমানিত)।মৃত্যু মানে টম এন্ড জেরি নয়! আরে ভাই আজরাইলকে আসার একটু টাইম দিলে কি অসুবিধা? তাকে ঘর থেকে ডেকে আনার কোন মানে হয় না।

আমরা তাই বিশ্বাস করতে শিখেছি, চাইলে আমরাও মরতে পারি।

কিন্তু খোদার কসম কারো চাপাতির তলে কিনবা বন্দুকের নলে,পেট্রোল বোমায় কিনবা কারো বিশ্বাসঘাতকতায় আমার যাতে মৃত্যু না হয়।

তাই পরিশেষে বলবো.... " স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.