![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শোন নিল আকাশ.....
একদিন আমার ও রোদ্রজ্জল বিকেল ছিলো।
ছিলো পাখিদের কলকাকলি, দখিনা বাতাস ছিলো। আর ছিলো একঝাক বাধনহারা বন্ধুত্ব।
বকুল তলার জোৎস্নাবিহার মনে পডে কি?
যেখানে আদো আদো কবিদের মেলা বসতো। আউলা কিছু বাউলা বেসুরা গলায় গান ধরতো।
হুমম। ঠিক পাশের পুকুর পাডে কবর দিয়েছি বন্ধুত্ব।প্রতি সোমবারে এখানে একা একা কোরাস গাইতে আসি।
তুমিতো সেদিনো ছিলে, যেদিন সুখপাখি ছেডে গেলো নিরবে। যখন বাতিগুলো হঠাৎ মিটিমিটি করতে লাগলো! আনমনে সিগ্রেটে হাত পুড়েছি কতবার! কত বার হাতের চাগুলো ঠান্ডা হয়ে যেত।
মনে পডে.....
যেদিন তুমি খুব বিবর্ন ছিলে, যখন তোমার কষ্টগুলো বৃষ্টি হয়ে ঝরছিলো অঝরে.....সেদিন আমিও তোমার একাকিত্ব ভাগাভাগি করেছিলাম...... যখন তুমি বিকট শব্দে চিল্লিয়ে উঠতে আমি মৌন হয়ে রইতাম।
দেখ.... আজ তোমার পাডায় চাঁদ সূর্য তারামালা সবই আছে।
আর আমার আছে সপ্তাহে একটা সোমবার!!!
©somewhere in net ltd.