![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওহহ খোদা..... আরো একটা "লীগ"!!!!!
এবার একটু বাড়াবাড়ি হয়ে গেল। যে কেউ দেখি নাম সর্বস্ব সংগঠন একটা করে পেছনে লীগ লাগিয়ে দিচ্ছে। এরা কেন বুঝতে চাইছে না মুল ধারাগুলো এতে কেমন বিব্রত হচ্ছে!
যারা আওয়ামীলীগ কে ভালবাসে সবাই স্বাধিনতাবিরোধী এবং জঙ্গীবাদীদের বিচারের পক্ষে। আপনার দেশপ্রেম নিয়ে আমি কিছু বলতে চাই না। কারন আপনাকে আমি চিনি না। আমার প্রশ্ন হলো.....
জনাব, কেন আপনি স্বাধিনতা পরবর্তি কঠিন সময়গুলোতে রাজাকার নিপাত যাক স্লোগান নিয়ে এই "বাঙ্গালীলীগ" টি করেন নাই?
আজ সময়ের বিবর্তনে কিছু অসাধু বাঙ্গালী ব্যাক্তিস্বার্থ হাসিলের জন্য "বাংলাপ্রেমী" বুঝিয়ে মুল সংগঠনগুলোর বারোটা বাজিয়ে ছাড়ছে।
তাই একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসাবে আওয়ামী লীগের নীতিনির্ধারকদের নিকট আবেদন করবো যাতে ব্যাঙের ছাতার মত গজে উঠা এই ধরনের নামসর্বস্ব সংগঠনগুলোর প্রজনন এবং বংশবিস্তার রোধ করা হয়। অন্যথায় ভবিষ্যতে "বীরবাঙ্গালী লীগ,দেশরত্ন লীগ,নৌকা লীগ,ফকির লীগ,বেকার লীগ,আওয়ামীপ্রেমী লীগ, সর্বহারা লীগ,আত্মত্যাগী লীগ" টিক অনেকটা কাছাকাছি এই রকম সংগঠনের আবির্ভাব ঘটবে।
প্লিজ প্রাণপ্রিয় সংগঠনটিকে বাচাঁতে এগিয়ে আসুন।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২০
রাশেদুল ইসলাম রুশো বলেছেন: এই ধরনের প্রজনন ঠেকাতে সরকার কেই উদ্যেগী হতে হবে।
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪
নূর আলম হিরণ বলেছেন: ঠিক বলেছেন! এখনি এর যথাযথ ব্যবস্থা নেয়া দরকার।