![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত বারটা ছুই ছুই। আমার গাড়ি থেমে থেমে ছুটছে। কি ভ্রু কুচকে উঠলো আমার গাড়ি শুনে! আরে না পাবলিক বাস! গন্তব্য ঘরে ফিরা। সারাদিন প্রচন্ডরকম ব্যাস্ত ছিলাম,অফিস থেকে ফিরছি! বাসায় ফিরে মা আর ভাগনীর মুখটা দেখলেই প্রতিদিনকার মত ক্লান্তির অবসান হবে! জানি এতে হয়তো বাবার কিছুটা রাগ থাকতে পারে! কারন এখনো বাবার অতোটা কাছে ঘেসতে পারি নি। যেমন বাবার সাথে সবকিছু সহজে শেয়ার করা, একটু রাগ দেখানো, এমনকি ঘর থেকে বের হবার সময়"বাবা আমি যাচ্ছি" সেটাও না যেটা মাকে না বলে আমি কোনদিন বের হই নি!
আমি জানি আমি পরিনত হচ্ছি, যদিও আজো আবেগটা সংবরন করতে শিখি নি! কেউ যদি বলে তার ভেতর আবেগ কাজ করে না, তবে সে মানুষ নয় অন্যকিছু! বাস্তবতা কে কিভাবে অস্বীকার করি তবে?
দিনদিন পরিবারে অপরিহার্য হয়ে উঠেছি। আমার মতামত গুরুত্ববহন করে।জানি না মা কেন আমায় স্পেশাল ওয়ান মনে করছে? আমার মায়ের আরো তিন ছেলে আছে! সবাইকে সমান গুরুত্ব দেয়া উচিত,এটলিস্ট আমাদের সামনে। সরি মা... আমরা চার ভাই, তোমার সম্পদ।তুমি খুশিতো?
বাবা, বেশ কয়েকটা চাকরির অফার পেয়েছি ভাল মাইনে! যে চাকরি করছি সেটা তোমার পছন্দ নয়। রাত বিরাতে ঘরে ঢুকি,খাওয়ায় অনিয়ম,ঘুমের ঠিক নেই! অসুস্থ হলে ডাক্তার দেখাই না! বাবা...একটু ধর্য্য ধরো প্লিজ। আমার বেলা বারোটায় ঘুম থেকে উঠার অভ্যাস ছিলো!চা নিয়ে মার ডাকাডাকি! ভুলি নি বাবা... ভুলি নি!
ভাল একটা চাকরি পেলে দেখবে সব ঠিক!
বাস থেমে থেমে ছুটছে......
পৃথিবীতে সবছেয়ে কষ্টকর হলো বদভ্যাস ছাড়া। ইদানিং কাশিটা খুব বেড়েছে। আমার দাদি বলে"যা না আরেকটা খেয়ে আয়"
হা হা হা! আরেক চমৎকার অধ্যায় আমার দাদি। বুড়িটা আমায় খুব দেখতে পারে! জানি এখনো না খেয়ে বসে আছে। আমার সিগ্রেটের প্যাকেট লুকিয়ে রাখে কেউ দেখবে ভেবে! তবে মা কে নিয়ে আর পারলাম কই।
গত আট বছরে ১০বার শপত পাঠ করালো!
আর সিগ্রেট খাবি না! আমি বারবার ভুলে যায়। এইতো কিছুদিন আগে মহা ঝাড়ি মারলো! যেই লাউ সেই কদু! সরি মা.. আমি চেষ্টা করছি, হয়তো কোনদিন পারবো!
মা, তোমার ছেলে এটলিস্ট তোমায় মিথ্যে বলে না! দাও না একটু সময়।
আমিতো যেমন, তেমনি!
কোন কৃত্রিমতা নেই!
©somewhere in net ltd.