নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যিই! আমি বিশেষ কিছু....

রাশেদুল ইসলাম রুশো

পরিচয় দেয়ার মত বিশেষ কিছু নেই তো ...

রাশেদুল ইসলাম রুশো › বিস্তারিত পোস্টঃ

পরিবর্তনের প্রয়াস

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৭

সবসময় একটা কথা চিন্তা করি আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে কতটুকু আমার নাগরিক দায়িত্ব পালন করে থাকি?কোথাও কোন ঘটনা হলেই সাথে সাথে বলি সরকারের দোষ,প্রশাসনের দোষ,মিডিয়ার দোষ ইত্যাদি ইত্যাদি।কিন্তু একবারও কি কখনো নিজেদের কে আয়নার সামনে দাড়িয়ে নিজেকে দেখেছি দেশের প্রতি,সমাজের প্রতি,প্রতিবেশির প্রতি, নিজ পরিবারের প্রতি আমাদের যে দায়িত্ব ছিল তা কি পালন করছি? প্রথমেই বলি দেশের প্রতি,প্রতি ৫বছর পর পর যে নিবার্চন হয় সে নির্বাচনে কি আমি যোগ্য লোককে ভোট দিয়েছি,যে আমার দেশের উন্নয়ন করবে?নাকি দলের ভালোবাসা আর টাকার মোহে দেশ গঠনের মূল হাতিয়ার সে ভোট অযোগ্য কাউকে দিয়ে এসেছি।নিজের এলাকায় সচরাচর যে ঘটনা গুলো ঘটে তার মূল কি তা কি আমরা খতিয়ে দেখেছি একবার ও।কিংবা যারা ঘটাচ্ছে তারা কারা তা চিহ্নিত করে তাকে বুঝানো অথবা প্রতিকারের কোন ব্যবস্হা কি করেছি?বাড়ির আশেপাশে অপরিচ্ছন্ন এলাকাগুলো কেন দিনের পর দিন অপরিচ্ছন্ন তা ভেবেছি।কারা করছে দেখেছি?বাসার চাকর ছেলেমেয়েগুলো ময়লা কোথায় ফেলেছে তা কখনো প্রশ্ন করেছি,কখনো বলেছি নিদির্ষ্ট ডাস্টবিনে ফেলতে অথচ শহর গুলো জলবদ্ধতায় ডুবে থাকে আর নিজেরা সেই জলে সাঁতার কাটি।নিজেরা যখন খাল দখল করে ঘরের সাইজটা একটু বড় করি তখন ঐ খালের পানি যে আরামে আমাকে থাকতে দিবে না সেটা চিন্তা করেছি?যারা সন্ত্রাসী কর্মকান্ড চালাই তারা কারা?নিশ্চয় কোন না কোন বাবা মায়ের সন্তান।এই সন্তান কেন কিভাবে কার সাথে মিশে সন্ত্রাসী হয়েছে সে খবর কি রেখেছিলাম?তাকে কখনো ভালোবাসার দুহাত বাড়িয়ে বুঝানোর চেষ্টা করেছিলাম ভালো মানুষ হওয়ার জন্যে। নিজেদের ছেলেমেয়ে নিয়মিত স্কুল কলেজে যাচ্ছে কিনা,লিখাপড়া ঠিক মতো করছে কিনা অথবা পড়ার রুমে কম্পিউটার মোবাইলে কি করছে কিংবা কি দেখেছে তা কি কখনো খবর নিয়েছি?খাবারে ভেজালের কথা বলি অথচ যাচাই করি না কোন খাদ্যে ভেজাল?ভেজাল যারা করছে তাদেরকে বলছি যে এই ভেজালের স্বীকার তোমার পরিবার,তোমার ছেলেমেয়েও হতে পারে?ভেজাল হচ্ছে জেনেও যামেলা হবে মনেকরে নীরবে ভেজাল কিনে নিয়ে আসি।যানজটে বসে থাকি কিন্তু যে বাসে চড়েছি সে বাসের ড্রাইভারকে কখনো কি বলেছি যে বাসটা পার্কিং স্হানে পার্ক করাও?যে রিক্সা, অটো রিক্সা তে বসি তার চালককে কখনো সর্তকতার সাথে গাড়ি চালাতে বলেছি?না আমরা এগুলো কখনো করেছি বলে মনে হয় না করলেও ১৬কোটির মধ্যে হাতে গনা কয়েকজন।অথচ একটু চিন্তা করে,একটু সচেতনতা পারে আমাদের দেশকে,আমাদের শহরকে, আমাদের সমাজকে বাসযোগ্য করতে পারি।আজাদী পত্রিকায় সুযোগ পেয়েছি তাই দুটি কথা বলার সুযোগ পেলাম।ভালো লাগতো আরো বেশি লিখার সুযোগ দিতেন।ধন্যবাদ সমাজ সংস্কারের একটি সুযোগ আপনাদের পত্রিকায় জায়গা করে দেওয়ার জন্যে।--আবদুর রশীদ লোকমান।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৬

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো বলেছেন ।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৪০

রাশেদুল ইসলাম রুশো বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.