নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যিই! আমি বিশেষ কিছু....

রাশেদুল ইসলাম রুশো

পরিচয় দেয়ার মত বিশেষ কিছু নেই তো ...

রাশেদুল ইসলাম রুশো › বিস্তারিত পোস্টঃ

তেলসমাচার

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৫

আজব দুনিয়া!

এখানে এতই তেলের সংকট দেখা দিয়েছে আমি আর ভবিষ্যতে তেলের আশা করি না!

তেলের দেশ সৌদি আরব তেল মারে আমেরিকারে!
পাকিস্তান তেল মারে চায়নারে, যেমনি ইরান তেল মারে রাশিয়ারে!

এম.পি তেল মারে মন্ত্রীরে! মন্ত্রী তেল মারে প্রধানমন্ত্রীরে(যিনি যখন ক্ষমতায়)।

অফিসের কর্মচারী তেল মারে বসরে!
ঘরের কাজের বুয়া তেল মারে গৃহকত্রীরে!
প্লেয়ার তেল মারে কোচরে!
দালাল তেল মারে খদ্দেররে!

একেক জনের তেল মারার কৌশল আলাদা।
এই তেল সহজলভ্য হওয়ায় অধিকাংশ গ্রাহক এই তেলে আছাড় খায়!

এই আজব তেলের কৃত্রিম সংকট এডাতে দুটি কাজ করা যায়।
★১. তেলের বিকল্প হিসাবে লুবরিকেন্ট ব্যাবহার করা যেতে পারে!
★২. এই বিশেষ ধরনের তেলের উপর চাপ কমাতে আমাদের "ট্যাক্সোমন্ত্রী মালের সাথে রুদ্ধদ্বার বৈঠক করে লিটার প্রতি ১০০% ভ্যাট দিতে প্রশাসন দিয়া বাধ্য করলে এটার নিরাময় সম্ভব!

যদি বিশ্বের সর্বাধিক তেল রপ্তানিককারক দেশ সৌদিআরব হয়,আমদানিকারক দেশ আমেরিকা হয় তবে আমরা হইলাম তৃতীয় বিশ্বের সবচাইতে তেল নষ্টকারী দেশ! তবে গর্বের বিষয় আমরা দেশের বাইরের কাউরে তেল সাপ্লাই দেই না! হোক সেটা ইন্ডিয়া কিনবা পাকিস্তান!

আমি তারপরে ও তেল নিয়ে সংঙ্কিত!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৮

সচেতনহ্যাপী বলেছেন: পৃথিবীটাই তেলতেলে =p~ ।।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৩৭

রাশেদুল ইসলাম রুশো বলেছেন: হ্যা রে ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.