![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০০
রাশেদুল ইসলাম রুশো বলেছেন: আমি মাঝে মধ্যেই চলে আসি!
৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৫
ডার্ক ম্যান বলেছেন: আমার বাসা থেকে খুব একটা দূরে নয় তারপরেও যাওয়া হয়ে উঠে না। আপনি বোধহয় ঘুরতে পছন্দ করেন
৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৫
রাশেদুল ইসলাম রুশো বলেছেন: আমার বাড়ি বহদ্দার হাট।
সময় পেলেই চলে আসি!
কিন্তু আমার নেভাল এরিয়াটাই বেশি ভালো লাগে!
৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৭
কাক ??? বলেছেন: ্লগ কি ফেসবুক হইয়া গিয়াসে নাকি বুঝি তে পারিলাম না.।.।।
৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:১১
রাশেদুল ইসলাম রুশো বলেছেন: হাহাহা !!!
নারে কাক ভাই!
হঠাত মনে কি হইলো কে জানে!
৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪০
তিক্তভাষী বলেছেন: এতো উদাস চেহারা করেছেন কেনো? পরের বার বান্ধবীকে সাথে নিয়ে যাবেন। দেখবেন চেহারা হাস্যোজ্বল হবে!
৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:১৭
সুমন কর বলেছেন: এসব ছবি ফেবুতে দিতে হয়, ব্লগে দিতে হয় প্রকৃতির ছবি....বাংলার ছবি।
৯| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪২
রাশেদুল ইসলাম রুশো বলেছেন: তিক্তভাষী ভাই, বান্ধবী থাকলে কি আর কেউ একলা একলা আসে!
দেউলিয়া টাইপের লোকদের আপন কেউ থাকে কি?
১০| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৩
রাশেদুল ইসলাম রুশো বলেছেন: সুমন দা, মাথায় থাকলো বিসয়টি!
ছবির পকৃতি টি খুব মন্দ নাকি?
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৪
ডার্ক ম্যান বলেছেন: প্রায় ২ বছর আগে সর্বশেষ গিয়েছিলাম।