![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বরাবরেই ভারতীয় টিভি চ্যানেল স্পেশালি ★জলসা,★প্লাস,জি বাংলা। কারনটা অবশ্যই ব্যাক্তিগত নয়। বাংলার বাকি সব পরিবারের অবহেলিত পুরুষের মত আমিও।
----- আম্মু, রেসলিং শেষ হয়ে যাচ্ছে তো, এবার একটু দাও না।
আম্মুঃ এই তো শেষ! আরেক সিন.... আরেক সিন।
অনেক কষ্টে রিমোর্ট ঘুরে হাতে আসলে, বাবা বলে "খবর" দে! গোটা বিশেক চ্যানেলের খবর উল্টেপাল্টে দেখার পরও মন ভরে না! তাই আল জাজিরা, এনডিটিভি, সিএনএন দেখার পর বিরক্ত লাগলে তবেই রিমোট ছাডবে। টিভি দেখছি দেখছি হঠাৎ ভাবী এসে বলে "রাশেদ লাইফ ওকে টা দাওতো! আবারো শান্তি নাই! কি আর করা দিতে হলো। বড়ভাই একটা আছে, খালি ইংলিশ মুভি দেখে!
....... ভাই তুমি এগুলা কি দেখো। আমি তোমার মত ইংলিশ বুঝি না! ফালাও এটা আরেকটা দ্যাও! না... নাছোড়বান্দা,ইতা এটাই দেখবে!
আমার ফুফুঃ না না আমার এসব সিরিয়াল মিরিয়াল ভাল্লাগে না!
..... ভাবলাম আরেকটা সচেতন নাগরিক পেলাম। গিয়া দেখি ভিতরের রুমে তিনি ঠিক ওই সিরিয়াল গুলোই দেখছেন! আজব......
আমার দাদিঃ তুই কি মনে করিস আমি এগুলো বুঝি?
...... আররে দাদি না বুঝলে গোপী বউয়ের মাঝে রেসলিং ঢুকাইলে কেমনে বুঝ?
আবার রিমোট ঘুরে মায়ের হাতে।
যে সিরিয়ালটি উনি এখন দেখছেন। এটা সারাদিনে তিনবার দেখাবে, মার মিস করা চলবে না। আর বাবা খালি বাসি স্পোর্টস গুলো দেখে!
ইদানিং কমেডি আর স্টেজ শো গুলা ছাড়াও একটা সিরিয়াল দেখি, কিন্তু গত কয়েকদিন ধরে সেটাও দেখতে ইচ্ছে করে না, কারন ভিন্ন ধারা থেকে বের হয়ে আবারো গতানুগতিক মাত্রা।
তাই ইদানিং আমিও বাবার মত বাসি রুটি খাচ্ছি।
২| ১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২০
রাশেদুল ইসলাম রুশো বলেছেন: ভাই, তিনটা টিভিতে কি হবে?
৩| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ২:১৫
প্রলয়শিখা বলেছেন: আর আমি দেখি ডিসকভারী, ন্যাশনাল জিওগ্রাফিক। এগুলা দেখলে সবাই বলে আমি নাকি পাগল। তাদের বাসি রুটি খেয়েও পেটে অসুখ হয়না ক্যান!!!!!!
৪| ১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৩
রাশেদুল ইসলাম রুশো বলেছেন: হা হাহা!
প্রলয়শিখা, আমি কিন্তু কারো অসুস্থতা কামনা করি না!
শুধু আমাকে আমার সময়মত রিমোট হাতে দিলে চলবে!
৫| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৩৩
রুদ্র জাহেদ বলেছেন: আপনাকে সবার সাথে মানিয়ে নিতে হবে।আরতো উপায় দেখতেছিনা ভাই
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৬
প্রামানিক বলেছেন: হা ভাই এখন যে অবস্থা তিনজনের জন্য তিনটা টিভি দরকার।