![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বছর, দিন, মাস এসবের হিসাব নিকাশ করিনা আমি খুব একটা। কি লাভ এসব করে। চলছে সময় তার গতিতে, চলুক। সময়ের সাথে আমাকেও চলতে হয়, তাই চলা। ৩১শে ডিসেম্বর রাতে আমার বাসায় পারিবারিক বারবিকিউ পার্টি করেছিলাম। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করেছি, ফায়ার ওয়ার্ক দেখেছি। আমার বাসার সামনেই অনেক হোটেল, বার। তারা ১২টার পর পর ফায়ার ওয়ার্ক শুরু করেছিল।
নতুন বছরের শুরুর দিন আমাদের দাওয়াত ছিল সকাল ১০টাই। কিন্তু ঘুম থেকে উঠেছি আমরা ১১টাই। উঠেই দেখি আমাদের ড্রাইভার ম্যাসেজ দিয়ে রেখেছে সে আসতে পারবেনা, তার শরীর খারাপ। মন খারাপ হয়ে গেল দাওয়াতে যেতে পারব না ভেবে। দাওয়াত খাওয়া বড় কথা না, আমি কারো বাড়ি গেলে তাদের লাইফ স্টাইল দেখি, বাড়ি দেখি, খাবার দেখি, ভিন্ন কালচার দেখি। এসব দেখাতেই আমার আনন্দ।আর এই দাওয়াত হচ্ছে আমার বরের অফিসের হেড অফ ফিন্যান্স এর দুই জমজ বাচ্চা হয়েছে তার বাচ্চাদের নামকরণের উপলক্ষে।আমরা যেখানে থাকি তারা নাকি এই স্ট্যেট এর শ্রেষ্ঠ ধনীদের একজন। তাই আমার আগ্রহ একটু বেশিই ছিল, কেমন করে তারা এই অনুষ্ঠান করে তা দেখার, কেমন তাদের বাড়ি তা দেখার।
আমার বর বলল তুমি কি যেতে চাও? আমি বললাম অবশ্যই চাই।তখন আমার বর এক পুলিশ কমিশনারকে ফোনে বলল সে যাওয়ার সময় যেন আমাদের নিয়ে যায়। সে লোক ২০ মিনিটের মধ্যেই চলে এল। আমরাও তাড়াতাড়ি রেডি হয়ে তাদের সাথেই রওনা দিলাম। একেতো ক্রিস্টমাস সিজন আবার নিউ ইয়ার, তাই জায়গা জায়গাতেই পুলিশ গাড়ি আটকায় বকশিস দেওয়ার জন্য। কিন্তু সাথে পুলিশ কমিশনার থাকাতে এক পয়সাও কোথাও দিতে হয়নি।
অবশেষে গেলাম সেই বাড়িতে যেখানে দাওয়াত। গেইটের সামনেই বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে কয়েকজন। তারপর পরিচয় জেনে বাড়ির ভেতর যেতে দিল। গেটের ভিতর ঢুকে তো মাথা খারাপ, আরে বাবা এ কোথায় এলাম? সুন্দর সুন্দর বাড়ী অনেক দেখিছি কিন্তু এতো দেখি অন্য আরেক দুনিয়া। গেইটের ভেতর ঢুকার পর বিভিন্ন দিকে রাস্তা চলে গেছে বাড়ি দিকে, আমরা কোন রাস্তা দিয়ে যাব তাই বুঝতে পারছিনা। এক ফটোগ্রাফার দেখি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, যারা বাড়িতে যাচ্ছে তাদের ছবি তুলছে, হয়ত নিরাপত্তার জন্য। সে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা দেখিয়ে দিল। তার দেখানো রাস্তা দিয়ে আমরা আন্ডারগ্রাউন্ডে চলে গেলাম। সেখান থেকে দেখি বিভিন্ন দিকে সিঁড়ি, কোন সিড়ি দিয়ে আমরা উঠব তাও বুঝতে পারছিলাম না। তারপর আমার বর সেই লোককে ফোন দিল। তিন চারজন লোক এসে আমাদের ভেতরে নিয়ে গেল।
গেইটের ভেতর এসে এই পথ দিয়ে বাড়িতে ঢুকতে হয়। একপাশে পায়ে হাঁটার আরেকপাশে গাড়ি ঢুকার রাস্তা।
মূল বাড়ি পার হয়ে একটু দূরে এই বাড়ি। এটার নিচের তলায় বয়েজ কটেজ আর উপরে তারা বিভিন্ন পার্টি করে।
তাদের বাড়ির কম্পাউন্ড থেকে দূরের বাড়িঘর দেখা যায়।
আমরা অনেক দেরিতে গিয়েছিলাম। তার আগেই তাদের মূল অনুষ্ঠান শেষ। সবার সাথে পরিচিত হলাম, শুভেচ্ছা বিনিময় করে খাবার খেয়ে বাচ্চাদের দেখে কোলে নিলাম। সময়ের অভাবে গিফট কিনতে পারিনি তাই খামে করে কিছু টাকা নিয়ে গিয়েছিলাম, তাই দিলাম। মনে মনে বাড়ি দেখার জন্য তাড়া অনুভব করছিলাম। এত বড় বাড়ি, একা একা দেখতে গেলে আমি নিশ্চিত হারিয়ে যাব। তাই আমার বরকে বললাম কাউকে বল যে আমরা তাদের বাড়ি দেখতে চাই। আমার বর বলার পর দুইজন লোক আমাদের নিয়ে নিচে নামল বাড়ি দেখাতে। বাড়ির ভেতরে দেখার আমার আগ্রহ নাই, আমি শুধু তাদের বাইরের কম্পাউন্ড দেখতে চাই। তাই নিচে নেমে যেদিকেই তাকাই আর অবাক হই। ছবি তোলার চাইতে চোখে দেখাই যেন বেশি আনন্দের। কারো ব্যক্তিগত বাড়ি এতবড় হতে পারে আমার ধারনা ছিলনা।
আমি এদিক ওদিক ঘুরে দেখছি আর হঠাত দেখি আমার সাথে কেউ নেই। আমি একা। ভয় পেয়ে গেলাম, কোনদিকে যাব, কি করব বুঝতে পারছিনা। বুঝলাম সত্যি সত্যি হারিয়ে গেছি। বাড়ির কম্পাউন্ডে বিভিন্ন দিকে অনেক রাস্তা, অনেক গেইট। আমি এদিক ওদিক হাঁটতে লাগলাম। পরে একটা গেট দিয়ে উঁকি দিয়ে দেখি আমার লোকজন অনেক দূরে দাঁড়িয়ে কি যেন দেখছে, দৌড়ে তাদের কাছে গেলাম। অন্য একজন তাদের বাড়ির বিভিন্ন দিক দেখাচ্ছে।
বছরের প্রথমদিনেই পথ হারিয়ে মন খারাপ হয়ে গেল। তারপর এদিক ওদিক দেখে বাসায় ফিরে এলাম। রাতে বাইরে খাওয়ার পরিকল্পনা ছিল আগেই কিন্তু ড্রাইভার আসেনি বলে সেই পরিকল্পনা বাদ দিতে হল। সব মিলে বছরের প্রথমদিন এভাবেই গেল।
বাড়ি থেকে বের হওয়ার রাস্তা। উপরে এসে আবার কয়েকভাগ হয়ে গেছে। কোনটা সরাসরি ঘর থেকে বের হওয়ার আবার কোনটা নিচের থেকে উপরে যাওয়ার।
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবার ভাল কাটুক নতুন বছর।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১১
ফেরদৌসা রুহী বলেছেন: চোখে যা দেখেছি তার কিছুই আমি বর্ণনা করতে পারিনি।
কত্ত বাড়ি বাড়ি যে আমি নিজেই হারিয়ে গেলাম। আর বাড়ি দেখে তো হা করে ছিলাম।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
২| ০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
হাবীব কাইউম বলেছেন: দারুণ। কিন্তু কনে?
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১২
ফেরদৌসা রুহী বলেছেন: পাব্লিক প্লেসে এসব কওন যাইব না
মন্তব্যের জন্য ধন্যবাদ
৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: মাছ গুলোর নাম কি? ফ্রাইটা দেখে খেতে ইচ্ছে করছে কিন্তু
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৪
ফেরদৌসা রুহী বলেছেন: মাছের নাম কুকার ফিস।
অনেক মজা খেতে। আমরা এটাই খাই বেশি।
৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০০
সাদা মনের মানুষ বলেছেন: আপনি এমন বাড়ি কবে বানাবেন আপু?
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৪
ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা এমন বাড়ি তো পয়সাওলারা বানাই।
আমি গরিব মানুষ , এমন বাড়ি কি আর আমি বানাতে পারব
বানাতে পারলে তো ভালই হত।
৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৪
সুমন কর বলেছেন: আপনার নতুন বছরের প্রথম দিনের কাহিনী পড়ে ভালো লাগল।
কিন্তু এতো দামী বাড়ি দেখে মাথা ঘুরছে......
নতুন বছরের শুভেচ্ছা।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৯
ফেরদৌসা রুহী বলেছেন: আমারও মাথা ঘুরছে। তবে তাদের রুচির প্রশংসা করতে হয়।
কি সুন্দর বাড়ি। কয়েক বিঘার উপর হবে বাড়িটা। টাকা থাকলেই সবাই এসব করতে পারেনা।
আর আমার মত অনেকেই এই বাড়ি গেলে হারিয়ে যাবে নিশ্চিত ।
নতুন বছরের শুভেচ্ছা
৬| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৯
তামান্না তাবাসসুম বলেছেন: আপনার কথা শুনে আমারো এখন দেখাতে ইচ্ছা করছে বাড়ীটা। লেখা ভাল লাগলো। নতুন বছরে আরো নতুন নতুন লেখা উপহার দিন এই কামনায়।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৫
ফেরদৌসা রুহী বলেছেন: আমাদের এখানকার সব বাড়িই সুন্দর।
আমরা যে বাড়িতে থাকি তাও অনেক সুন্দর। কিন্তু কারো ব্যক্তিগত বাড়ি এত বিশাল হয় আর এত জায়গা নিয়ে হয় তা এই প্রথম দেখলাম।
চেষ্টা থাকবে নতুন নতুন লেখা উপহার দেওয়ার। আমার লেখা বলতে প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
৭| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৬
অভ্রনীল হৃদয় বলেছেন: বাহ, চমৎকার! হ্যাপি নিউ ইয়ার! নতুন বছর ভাল কাটুক...
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩১
ফেরদৌসা রুহী বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।
ভাল কাটুক নতুন বছর।
৮| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল আপু । খাবারা গুলো অনেক মজাদার হবে । আপনাকে ও নতুন বছরের শুভেচ্ছা।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯
ফেরদৌসা রুহী বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হয়েছি।
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।
৯| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩০
সাদা মনের মানুষ বলেছেন: কুকার ফিস! নামই শুনি নাই খাইমু কোথ্থেকে??
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭
ফেরদৌসা রুহী বলেছেন: এটার স্বাদ আমাদের দেশের রুই মাছের মত অনেকটা।
১০| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৩
কালীদাস বলেছেন: থার্টফার্স্ট উদযাপনের আগ্রহ পাইনি কখনই, এখন যেখানে আছি, এখানেও দেখলাম লোকজন রিজার্ভেশন নিচ্ছিল বার/পাব/ক্লাবগুলোতে। রাত বারোটায় ব্যাপক পটকাবাজির সাউন্ড পেলাম, হোটেলে পাশের রুমগুলোতে সেলিব্রেটের সাউন্ড শুনলাম, তারপর কাৎ হয়ে ঘুমিয়ে পড়লাম। দিনের বেলায় এক ফ্রডের পাল্লায় পড়ে বেশ ভাল এমাউন্টের টাকা হারালাম, টের পাওয়ার পর আমার নতুন বছর শুরু হওয়ার যতটুকু আগ্রহ ছিল সেটাও হারিয়ে ফেললাম। এরউপর ঠান্ডা, কালকে সারাদিনই -৬ ~ -৯ ছিল, আজকে (২তারিখ) দেখি -১৪। কাজেই, বুঝতেই পারছেন আমার নতুন বছরের ঠেলা......
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৫
ফেরদৌসা রুহী বলেছেন: আমার কাছেও তেমন কিছুনা।
ছেলে একটু আনন্দ করতে চাই তাই তার জন্য একটু চেষ্টা করি।
দিনের বেলায় এক ফ্রডের পাল্লায় পড়ে বেশ ভাল এমাউন্টের টাকা হারালাম, টের পাওয়ার পর আমার নতুন বছর শুরু হওয়ার যতটুকু আগ্রহ ছিল সেটাও হারিয়ে ফেললাম।
আহা তাহলে তো আপনার বছরের শুরুতেই খারাপ গেল।
শীতের দেশে এই এক সমস্যা।
নতুন বছরের শুভেচ্ছা।
১১| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বড়লোকের বিরাট কারবার!!!
বছর তো তাহলে ভালোই কাটবে মনে হচ্ছে।
প্রথমেই খাবারের ছবি দেওয়াতে লেখায় মনোযোগ দিতে দেরি হয়েছিল।
থার্টিফার্স্ট আর পহেলা জানুয়ারি বলতে কিছু নাই... সবই সমান। জাস্ট একটা মাস পরিবর্তন হলো। বাড়িতে গিয়েছিলাম... ফিরেও আসলাম। আগামিকল্য হইতে মাসমুজুরি শুরু। কুনু বেতি্ক্রুম নাই...
হ্যাপি নিউ ইয়ার, ভান্দবি
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬
ফেরদৌসা রুহী বলেছেন: বছরের পয়লা দিনই হারাই গেছি, তাইলে সারা বছর আর ভাল যাইব কেম্নে
আমার কাছে প্রতিদিনই সমান।
বাড়ি যাওয়া তো ভাল কাজ। আমারও বাড়ি যাইতে মন চাইতাচে কিন্তু করার কিছু নাই।
দেশে আইলে খাওয়ামুনে
নতুন বছরের শুভেচ্ছা
১২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ফিশ ফ্রাইটা বেশ লোভনীয় মনে হচ্ছে।
বাড়ি টারি ছাড়ুন তো। পার্থিব কিছুতে মোহ নাই। তার থেকে আসুন আমরা ফ্রাইটাতে মনোনিবেশ করি। এটা পার্থিবভাবে অপার্থিব।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৩:২৭
ফেরদৌসা রুহী বলেছেন: মাছ তো দেয়াই আছে
আসুন আমরা খাওয়া শুরু করি।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ রাজপুত্র।
১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:০৬
কামরুন নাহার বীথি বলেছেন: এ কী দেখালে ফেরদৌসা!! পথ হারাবার মত বাড়ি, আহা -------!!!
দেখেও শান্তি! আসলে ভিনদেশীদের যে কোন বিষয়ই আমাদের দেখার মত!!!
সে যতই ক্ষুদ্র হোক বা হোক যতি বিশাল!!
অজানাকে জানার আগ্রহটা সব সময় বেশি থাকে!!!
তোমায় বার্বিকিউ পার্টি খুব ভাল লেগেছে!!
ভাল থেক, শুভ ইংরেজি নববর্ষ!!!
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৩:৩১
ফেরদৌসা রুহী বলেছেন: আমাদের এখানের বেশির ভাগ বাড়ি বিশাল বড় বড়।
কিন্তু কারো ব্যক্তিগত বাড়ি এত্ত বড় হতে পারে তা এই প্রথম দেখলাম।
হুম আপা সব মিলে ভালই হয়েছে আমাদের পার্টি।
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা আপা।
১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:০৯
তানজির খান বলেছেন: আপনার দারুণ অভিজ্ঞতা জানলাম। ছবি দেখে খুব ভাল লাগলো। এটা কোন দেশ?
শুভ কামনা রইল আর যেন হারিয়ে না যান।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৩:৩৫
ফেরদৌসা রুহী বলেছেন: আমি তো নিজের দেশেই হারিয়ে যায়। এখনো হারাই। রাস্তা ঘাট আমার মনে থাকেনা। তাই সাথে কাউকে নিয়েই বের হই।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৪৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: নববর্ষের শুভেচ্ছা আপু
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৩:৩৭
ফেরদৌসা রুহী বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা
১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৬
অগ্নি সারথি বলেছেন: বড় বড় লোক, বড় বড় বাড়ি।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪০
ফেরদৌসা রুহী বলেছেন: মানুষের এত টাকা ভাবলে অবাক লাগে। অথচ কেউ খেতেই পাইনা, এমন মানুষের সং্খ্যাও কম না।
নতুন বছরের শুভেচ্ছা।
১৭| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৯
রিকি বলেছেন: হ্যাপি নিউ ইয়ার আপু। জায়গাটা কোথায় একটু হিন্ট প্লিজ !!!!
ধাঁধাঁ হলেও চলবে !!!!
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৫
ফেরদৌসা রুহী বলেছেন: হ্যাপি নিউ ইয়ার।
ছবিতে কিন্তু হাল্কা বুঝা যাচ্ছে কোন মহাদেশের ছবি। আপনি ধরতে পারেননি। তাই আপনি ফেইল।
১৮| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২০
সুলতানা রহমান বলেছেন: সবকিছুই আগের মত ছিল।
আপনার বর্ণনা শুনেই মনে হলো নতুন কিছু।
শুভেচ্ছা নতুন বছরের।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬
ফেরদৌসা রুহী বলেছেন: হুম সব কিছুই আগের মত থাকে
মাঝে শুধু কিছু অভিজ্ঞতা জমা হয়।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
নতুন বছরের শুভেচ্ছা
১৯| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বাহ! আপনার দিনটা তো খুব খারাপ যায়নি।
বাড়িটার ছবি দেখে মোহিত। বড়লোকদের ব্যাপারস্যাপারই আলাদা।
আপনার ও আপনার পরিবারের জন্য অনেক শুভেচ্ছা রইলো।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১০
ফেরদৌসা রুহী বলেছেন: ভাল দিয়ে তো শুরু হয়নি
বাইরের খাওয়ার পরিকল্পনা ভেস্তে গেল।
আবার এমন এক বাড়ি গেলাম আগা মাথা কিছুই খুঁজে পাইনি। হারানো দিয়ে যাত্রা শুরু।
আপনার পরিবারের সবার প্রতি রইল নতুন বছরের শুভেচ্ছা
২০| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা রইল।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১১
ফেরদৌসা রুহী বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা
২১| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৭
সাকিব আনোয়ার কণক বলেছেন: নয়া বছরের শুভেচ্ছা রইল ,আপনাদের প্রতি
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১২
ফেরদৌসা রুহী বলেছেন: ধন্যবাদ
আপনাদের প্রতিও নতুন বছরের শুভেচ্ছা
২২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিতো বিরাট স্বার্থপর !
এত সুন্দর বর্ণনা দিলেন বাড়িটার , অথচ ঠিকানা টিকানা কিছুই দিলেন না !
বর্ণনার ছেয়ে ছবি ভাল লেগেছে ।
শুভ কামনা জানবেন ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৩
ফেরদৌসা রুহী বলেছেন: কেউ তো আর এত টাকা খরচ করে বেড়াতে আসবে না তাই ঠিকানা দিয়ে আর কি লাভ।
আপনার ভাল লেগেছে শুনে খুশি হয়েছি।
নতুন বছরের শুভেচ্ছা
২৩| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৬
ধমনী বলেছেন: আমার কাছে খুব একটা আকর্ষণীয় কিছু মনে হয়নি। তবে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
নতুন বছর আনন্দময় হোক আপনার।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৫
ফেরদৌসা রুহী বলেছেন: আমি তো বাড়ির ছবি তুলতে পারিনি। এত বড় বাড়ি দেখেই অবাক, ছবি তুলব কি?
যা তুললাম তাতো বাড়ীর কোনা কানা।
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা
২৪| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৭
কালীদাস বলেছেন: নর্দার্ন আফ্রিকা অথবা মেডিটোরিয়ান কোন দেশ মনে হচ্ছে। নাম বলতে না চাইলে বলার দরকার নেই, আমার গেস কাছাকাছি গেছে কি?
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৮
ফেরদৌসা রুহী বলেছেন: বাব্বাহ আপনি তো ভালই অনুমান করতে পারেন?
অবশ্য ছবিতে কিছু মানুষ দেখা যাচ্ছে, খেয়াল করলে যেকেউ ই ধরতে পারবে।
২৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৯
ফেরদৌসা রুহী বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা
২৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৭
কল্লোল পথিক বলেছেন: ভাল লেগেছে
নতুন বছরের শুভেচ্ছা।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৯
ফেরদৌসা রুহী বলেছেন: ধন্যবাদ
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা
২৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০১
জুন বলেছেন: আমি নিশ্চিত হারিয়ে যেতাম এখানে।
বর্ননায় তুলে একেবারে জীবন্ত হয়ে উঠেছে যেন।
তা স্পেনে কি ফেরদৌসা রুহী
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৩
ফেরদৌসা রুহী বলেছেন: ব্যক্তিগত কারো বাড়ি এত বড় হতে পারে এই প্রথম আমি দেখলাম।
আমিও হারিয়ে গিয়েছিলাম, লজ্জায় কাউকে বলিনি।
আমার বরের ইউরোপে থাকা এখন পর্যন্ত পছন্দ না। বলে ওখানে নাজি জীবন রোবটের মত। সে এখন রোবটের জীবন চাইনা।
তারচেয়ে যেখানে আছে তাই ভাল। অবশ্য তার হেড অফিস ন্যাদারল্যান্ড।
নতুন বছরের শুভেচ্ছা
২৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৫
গেম চেঞ্জার বলেছেন: জাম্বয়া নদী প্রবাহিত যেকোন দেশ। কি ঠিক হলো? আনসার?
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৪
ফেরদৌসা রুহী বলেছেন: আমি তো এখানে কি কি নদী আছে জানিনা
তবে আমাদের তিনঅদিকে আটলান্টিক আছে।
২৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪০
ইমরাজ কবির মুন বলেছেন:
baah, comotkar.
apnakeo shuveccha!
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৩
ফেরদৌসা রুহী বলেছেন: ধন্যবাদ
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা
৩০| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৩
আবু শাকিল বলেছেন: পোষ্টে গুতা দেয়ার আগেই দেখলাম খানা-পিনার ফটুক ।ভাবলাম ভিত্রে যাই -খেয়ে-দেয়ে আসি ।
হতাশ হইছি ।খানা-পিনা নাই ।
বিলম্বিত শুভেচ্ছা জানবেন
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:১০
ফেরদৌসা রুহী বলেছেন: শুরুতেই তো কত্ত খানাপিনা, চুপিচুপি খেয়ে নিন।
আপনাকেও শুভেচ্ছা
৩১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৪০
অর্বাচীন পথিক বলেছেন: এত দিনে পাইলাম আপনারে ফেরদৌসা আপ্পি
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:১১
ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা আমি তো এই ব্লগে শিশু।
যাক খুঁজে পেয়েছেন দেখে আনন্দিত।
৩২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৯
আরমিন বলেছেন: বাড়িটা সুন্দর , আপনার পোস্টটিও সুন্দর! নতুন বছরের অনেক শুভেচ্ছা আপনাকে !
৩৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৬
এহসান সাবির বলেছেন: দেরিতে হলেও নতুন বছরের শুভেচ্ছা রইল।
৩৪| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯
মিঃ এলিয়েন বলেছেন: বড় লোকের বিরাট কারবার..। তাই না ভাই??
৩৫| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৪
ইমরান আশফাক বলেছেন: কোন স্টেট? ভদ্রলোকের নাম কি?
৩৬| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩২
মনিরা সুলতানা বলেছেন: অকারনেই বাড়ি বাড়ি করছেন রে আপু
এত মহল ,প্রাসাদ আমি সিড়ি দেখে কিছুই ঠাহর করতে পারলাম না
৩৭| ২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৯
খায়রুল আহসান বলেছেন: লেখার শুরুটা বেশ ভাল করেছেন।
লেখাটা এখানে প্রকাশিত হবার দুই বৎসরাধিক পরে এসে পড়ে গেলাম। ইতোমধ্যে আরো দুট নিউ ইয়ার পার হয়ে গেছে। তবুও, ২০১৬ এর বিলম্বিত "হ্যাপী নিউ ইয়ার" শুভেচ্ছাটুকু এখানে রেখে গেলাম।
সে দেশেও ক্রিস্টমাসের সময় পথের জায়গায় জায়গায় পুলিশকে পয়সা দিতে হয়? তা'হলে আর আমাদের চেয়ে ভাল কোথায় হলো?
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
প্রামানিক বলেছেন: ধনী লোকের বাড়ির বর্ননা শুনেই তো চোখ কপালে উঠে গেল। নতুন বছরের শুভ্চেছা রইল।