![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমংগলে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশেই পাঁচ তারকা মানের ‘’গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ’’গড়ে উঠেছে। যার যাত্রা শুরু হয়েছে ২০১৩ সালের ২৫শে ডিসেম্বর। যাত্রার প্রথম বছরেই এই গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ ‘’ওয়ার্ল্ড লাক্সারি হোটেল এওয়ার্ড ২০১৪’’ অর্জন করে ফেলেছে।
এতদিন শুধু ‘’গ্র্যান্ড সুলতান হোটেল আর গলফ’’ এর নাম শুনেছি, বিভিন্ন ছবি দেখেছি। বিভিন্ন দেশে তো কত রকমের হোটেলে থাকার অভিজ্ঞতা অর্জন করেছি, করছি কিন্তু নিজের দেশের এই হোটেলে থাকার এবং অভিজ্ঞতা অর্জনের সুযোগ থেকে বঞ্চিত হতে চাইনি, তাই দেশে আসার পর একদিন হাজির হয়ে গেলাম সুলতানের দরবারে।
সুলতানের দরবারে প্রবেশের রাস্তা
সুলতানের দরবারে প্রবেশের রাস্তা
হোটেল লবি
হোটেল লবি
হোটেল রুমে এসে জানালার পর্দা সরিয়ে হোটেলের পেছনে দিকের এই সৌন্দর্য মন কাড়বেই। চারদিকে যেন সবুজের হাতছানি
আমরা কত দেশ ঘুরি, কতকিছু দেখি কিন্তু মা বাবাকে কিছুই দেখাতে পারিনা, তাই আমাদের সফর সঙ্গী হিসাবে মা বাবাকে অনেকটা জোর করেই রাজি করিয়েছি। গ্র্যান্ড সুলতানে প্রবেশ করার পর মনে হচ্ছিল যেন অন্য এক জগতে প্রবেশ করেছি। বিভিন্ন তারকা মানের হোটেলে থাকার অভিজ্ঞতা থাকলেও এই গ্র্যান্ড সুলতানের আলাদা যা ভালো লেগেছে তা হচ্ছে এই হোটেলের বাইরের বিশাল ক্যাম্পাস। হোটেলের বাইরের সামনে, পেছনে, ডানে, বামে বিশাল জায়গা,যেখানে চা বাগান থেকে শুরু করে হিলি প্যাড পর্যন্ত করা আছে। চারদিকে সবুজ আর সবুজ, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। নিজের দেশে এত উন্নত মানের আর এত সুযোগ সুবিধাসহ এই হোটেল দেখে আসলেই অনেক বেশি আনন্দিত ও গর্ব অনুভব করেছি। অনেক বিদেশী পর্যটকও দেখলাম আছে।
রুম থেকে তোলা বাইরের ভিউ। এই পুরা এলাকা গ্র্যান্ড সুলতানের
এই হোটেলে সবচেয়ে বড় যে সুবিধা আছে তা হচ্ছে রুমের ভাড়ার সাথেই তিন বেলার ব্যুফে খাবার ব্যবস্থা। যে আমি আর কোন দেশের হোটেলে পাইনি, শুধুমাত্র সকালের নাস্তাটা কমপ্লিমেন্টারি হিসাবে অন্য দেশের হোটেলে পেয়েছি।
দেশের ঐতিহ্যের সাথে মিল রেখে আছে নানা রকম পিঠা পুলি
গ্র্যান্ড সুলতান প্রথম বাংলাদেশী ব্যবস্থাপনায় পরিচালিত পাঁচ তারকা মানের হোটেল। ২০১৪ সালের ৬ ডিসেম্বর সাউথ আফ্রিকার কেপটাউনে ‘’বিশ্বের সেরা গলফ রিসোর্ট’’ হিসেবে এই গ্র্যান্ড সুলতানকে আন্তর্জাতিক এওয়ার্ড প্রদান করা হয়। ১৩.২ একর জায়গার উপর সকল সুবিধাসহ ৮তলা এই ভবনে রয়েছে ১৩৫টি কক্ষ। এরমধ্যে ৪৫টি কিং আর ৪৭টি কুইন সাইজ কক্ষ রয়েছে। এখানে আছে একটি নাইট হোল গলফ কোর্স, লং টেনিস, ব্যাডমিন্টন, বিলিয়ার্ড, টেবিল টেনিস ও বাস্কেট বল কোর্ট।বাচ্চাদের জন্য আছে আলাদা খেলার জোন। আরো আছে ৩টি সুইমিংপুল, আছে মুভি থিয়েটার, যেখানে একসাথে ৪৪জন একসাথে বসে মুভি দেখতে পারে। আছে একটি বিশাল লাইব্রেরি।
এবার একটু হোটেলের আশেপাশে ঘুরা যাক
বাচ্চাদের খেলার জায়গা
সিঁড়ি বেয়ে উঠে যাওয়া যায় পাহাড়ের উপর, উপর থেকে তাকালে চতুর্দিকে শুধু চা বাগান আর পাহাড় দেখা যায়।
হোটেলের সামনে লেকের মত করা আছে, তার উপর ব্রিজ।
লেকের উপর কাঠের ব্রিজ
আছে দোলনার ব্যবস্থা
হোটেলের ভেতর আছে বিশাল লাইব্রেরী
এখানে বসে কফি হাতে যারা বই পড়তে ভালোবাসেন তাদের সময় চলে যাবে।
গ্র্যান্ড সুলতানে থেকে এবং এর ক্যাম্পাসে ঘুরে ফিরে বার বার এটাই মনে হচ্ছিল আমার দেশও পিছিয়ে নেই।
উপরের দুইটা ছবি নেট থেকে নিয়েছি আর বাকিসব আমার তোলা
০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১
ফেরদৌসা রুহী বলেছেন: অনেক ভালো লেগেছে আমাদেরও।
ভাবছি আরেকবার দেশে এলে ওখানে থাকতে যাবো।
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
২| ০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৯
নিয়াজ সুমন বলেছেন: আসলে দৃষ্টিনন্দন ! ধন্যবাদ ছবিসহ বিস্তারিত জানানোর জন্য।
০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪
ফেরদৌসা রুহী বলেছেন: এর সবচেয়ে বড় আকর্ষন হচ্ছে হোটেলের বাইরের প্রাকৃতিক সবুজ পরিবেশ।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৩| ০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২০
নূর-ই-হাফসা বলেছেন: ছবি গুলো দুর্দান্ত হয়েছে । তথ্যগুলো জেনে যাওয়ার ইচ্ছে বেড়ে গেল বহু গুন ।আর চোখ আটকে গেল ছবি গুলো তে ।
০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮
ফেরদৌসা রুহী বলেছেন: একরাত থেকে আসুন। অসাধারণ জায়গা। ভালো লাগবে অবশ্যই।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
৪| ০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অসাধারণ।
০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১
ফেরদৌসা রুহী বলেছেন: নিজের এত এত সুন্দর অর্গানাইজ করা পাঁচ তারকা মানের হোটেল আছে ভাবতেই ভালো লাগে।
পাঁচ তারকা হোটেল তো আরো অনেক আছে আমাদের দেশে কিন্তু এটার স্পেশালিটি হচ্ছে এর বাহিরের প্রাকৃতিক সৌন্দর্য।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
৫| ০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫২
মোস্তফা সোহেল বলেছেন: সত্যি খুব সুন্দর জায়গা। বাংলাদেশে এমন সুন্দর হোটেল আছে আগে জানা ছিল না।
ছবি গুলো সবই ভাল হয়েছে।
আরেকটু বিস্তারিত লিখতে পারতেন।মানে ওখানে রাত্রি যাপনের জন্য কেমন ব্যায় হয় এই সব আর কি।
০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭
ফেরদৌসা রুহী বলেছেন: পাঁচ তারকা হোটেল হলেও হয়ত আমাদের দেশের মানুষের কথা চিন্তা করে দাম কম রেখেছে, কারন এরচেয়ে অনেক বেশি টাকায় আমরা অন্য দেশের চার তারকা, তিন তারকা হোটেলে থাকি।
এটার প্রতি রাতে ভাড়া তিন বেলার ব্যুফে খাবার সহ ২৪ হাজার। আবার সারা বছরই বেশ কয়েকবার ছাড় থাকে এই হোটেলে। তখন প্রতিরাতে তিন বেলার খাবার সহ এর ভাড়া ১৩ হাজার।
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৬| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০১
ভুয়া মফিজ বলেছেন: ওয়াও....... অসাধারন!!! এমন একটা দারুন হোটেল দেশে আছে, ভাবাই যায় না। তবে সবচেয়ে চ্যালেন্জিং হচ্ছে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, বিশাল এলাকার কারনে আরও বেশী! একটা খারাপ ঘটনা ঘটলেও ইমেজ ধ্বসে পড়বে। অনেক ধন্যবাদ সুন্দর বর্ননা আর ছবির জন্য।
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১:২৭
ফেরদৌসা রুহী বলেছেন: নিরাপত্তা সমস্যা নাই ওখানে। নিজের দেশে এত ভালো ব্যবস্থাপনার হোটেল তাও সম্পূর্ন দেশীয় লোকজনের তত্তাবধানে এটা বিশাল ব্যাপার।
বিভিন্ন দেশের হাই কমিশনাররাও এই হোটেলে থাকে। এই হোটেল সার্ক সম্মেলনের জন্যও প্রস্তুত।
তাও সচেতনতার বিকল্প নাই।
৭| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৩
এম আর তালুকদার বলেছেন: তথ্যগুলো জেনে যাওয়ার ইচ্ছে বেড়ে গেল। আর একটু বিস্তারিত জানতে চাই। প্রিয় মানুষটাকে নিয়ে ঘুরে আসতে চাই এই সুন্দর জায়গাটি...
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৩২
ফেরদৌসা রুহী বলেছেন: প্রিয় মানুষ নিয়ে যেতে পারেন যেকোন সময়। যাওয়ার আগে ফোনে বুকিং দিয়ে গেলেই হবে।
তাদের এক রুমের প্রতিরাতের ভাড়া তিনবেলার খাবার সহ ২৪ হাজার, আবার বছরের নানা সময় এই হোটেলে ছাড় থাকে, ছাড়ের সময় তিন বেলার ব্যুফে খাবার সহ ১৩ হাজার।
ইন্টারনেটে সার্চ দিলেই জানতে পারবেন কখন ছাড় দেয়।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৮| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৯
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কখনো যাওয়া হয়নি তবে শুনেছি খুবই চমৎকার একটি হোটেল।
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৩৬
ফেরদৌসা রুহী বলেছেন: হোটেলের বাইরের পরিবেশটা খুবই সুন্দর যা অন্য কোন দেশের পাচ তারকা মানের হোটেলেও তা নাই।
সময় করে ঘুরে আসুন, আশা করি ভালো লাগবে।
৯| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৬
মনিরা সুলতানা বলেছেন: খুব খুব সুন্দর সব ছবি ;
এত চমৎকার রিভিউ ওরা প্রফেশনাল দিয়ে ও পেত কিনা সন্দেহ ।
অনেক অনেক ভালোলাগা !!
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৪৬
ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা আপু আসলেই তো তাদের হোটেলের প্রচার করে দিলাম।
ভাবছি এটা তাদের ইমেইলে পাঠাবো, তারাও জানুক আমরা তাদের ওখানে থেকে, খেয়ে সবকিছু দেখে সন্তুষ্ট।
অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের জন্য।
১০| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০২
খালিদ আহসান বলেছেন: বাহ, খুবই সুন্দর জায়গা। যাওয়ার ইচ্ছে হল আপনার পোস্টটি পড়ে।
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ২:০০
ফেরদৌসা রুহী বলেছেন: অবশ্যই যাবেন ঘুরতে, নিজের দেশে এত সুন্দর জায়গা সবারই দেখা উচিত। ওখানে না থাকলেও যেকেউ ভেতরে গিয়ে ক্যাম্পাস ঘুরে আসতে পারে, নিচের লবিতে বসতে পারে, রেষ্টোরেন্টে খেতে পারে।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
১১| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: খুব সুন্দরভাবে সুলতানকে উপস্থাপনের জন্য ধন্যবাদ।
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ২:১৩
ফেরদৌসা রুহী বলেছেন: আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য।
শুভেচ্ছা জানবেন।
১২| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অসাধারণ! দেশীয় ব্যবস্থাপনায় এমন সুন্দর পাঁচ তারকা মানের টি রিসোর্ট এ্যান্ড গলফ-এর কথা ভাবাই যায় না। এই হোটেলটি সত্যিই আমাদের গর্ব।
আপনার তোলা ছবিগুলোও অসাধারণ। ধন্যবাদ বোন ফেরদৌসা।
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ২:২৫
ফেরদৌসা রুহী বলেছেন: দেশীয় ব্যবস্থাপনায় এত সুন্দর সব কিছু চলছে সত্যিই ভালো লাগে।
আমার মা এই হোটেলে রুমের কেবিনেটে ফেলে আসছিল। একমাস পর শাড়ির কথা মনে পরছে তারপর ফোন দেওয়ার পর হোটেল থেকে খুঁজে শাড়ি একমাস পর কুরিয়ার করে মায়ের কাছে পাঠাইছে।
অনেক ধন্যবাদ হেনা ভাই সুন্দর মন্তব্যের জন্য।
১৩| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২১
ফকির আবদুল মালেক বলেছেন: এক কথায় অসাধারণ।
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ২:২৭
ফেরদৌসা রুহী বলেছেন: বাহিরের ঘুরেফিরে দেখতেও সারাদিন পার করে দেওয়া যাবে।
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
১৪| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
অসাধারন।
অবশ্যই যাবো।
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৩০
ফেরদৌসা রুহী বলেছেন: অবশ্যই যাবেন। বুক ভরে নিশ্বাস নেওয়ায় জন্য এত সবুজের সমারোহ যে কাউকে মুগ্ধ করবে।
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
১৫| ০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭
লক্ষণ ভান্ডারী বলেছেন: অসাধারণ সুন্দর উপস্থাপনা।
অনিন্দ্য সুন্দর চিত্রগুলি।
শুভেচ্ছা জানাই।
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৩২
ফেরদৌসা রুহী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
শুভেচ্ছা জানবেন, ভালো থাকবেন।
১৬| ০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
যাযাবর চখা বলেছেন: দারুন হোটেল, যাওয়া লাগবে একবার।
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৩৬
ফেরদৌসা রুহী বলেছেন: ঘুরে আসুন একবার।
কেউ কেউ না থাকলে এই হোটেলের রেষ্টোরেন্টে খেতে যায়।
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
১৭| ০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১
নীল-দর্পণ বলেছেন: এর আগেও এই ব্লগেই ছবি পোষ্ট দেখেছিলাম এটার। আজ আপনারটায় আবার অন্যভাবে দেখা হল। সুবই সুন্দর ছবি ।
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৪১
ফেরদৌসা রুহী বলেছেন: আমিও দেখেছি এই ব্লগে এই হোটেল নিয়ে কয়েকটা পোস্ট।
আসলে যখন ব্লগের কেউ ওখানে ঘুরতে যাই তখন সবাই কিছু লেখার চেষ্টা করে।
অনেক ধন্যবাদ আবারো আপনাকে এই পোস্ট দেখে মন্তব্যের জন্য।
১৮| ০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০২
তামান্না তাবাসসুম বলেছেন: বাহ্ ! বেড়াতে যেতে হবে এখানে
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৪৭
ফেরদৌসা রুহী বলেছেন: সময় আর সুযোগমতো অবশ্যই যাবেন বেড়াতে।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
১৯| ০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬
মলাসইলমুইনা বলেছেন: প্রথম এরিয়াল ফটোটা দেখেতো মনে করলাম এটা না জানি আবার কোথায় ! জেনে খুবই ভালো লাগছে দেশে এমন সুন্দর একটা হোটেল আছে | এটা ওউন করে কারা বা এর ম্যানেজমেন্ট চালাচ্ছে কারা ? ভালো লাগলো দেশের সুন্দর একটা হোটেল নিয়ে আপনার লেখা | অনেক ধন্যবাদ |
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০২
ফেরদৌসা রুহী বলেছেন: এই হোটেলের মালিক, ব্যবস্থাপনা সবই বাংলাদেশী।
ইচ্ছা করলে বাংলাদেশী ব্যবস্থাপনায় কত সুন্দর ভাবে সব চলতে পারে, এটা তারই উদাহরণ।
এটা হওয়ার পর আরেকটা হয়েছে বছর খানেক যাবত আরো বিশাল জায়গা নিয়ে।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
২০| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৬
প্রামানিক বলেছেন: অসাধারণ ছবি এবং বর্ণনা। এই হোটেল আমাদের দেশের জন্য গর্ব।
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৭
ফেরদৌসা রুহী বলেছেন: আসলেই নিজের দেশে এত সুন্দর ব্যবস্থাপনায় পরিচালিত এই পাঁচ তারকা হোটেল আমাদের দেশের গর্ব।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
২১| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৫
আলআমিন১২৩ বলেছেন: what is the costing for accommodation and food per day?
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৯
ফেরদৌসা রুহী বলেছেন: প্রতি রাতের ভাড়া তিন বেলা খাবার সহ ২৪ হাজার টাকা। প্রায় সময়ই এই হোটেল ছাড় দেয়, তখন তিন বেলা খাবারসহ ১৩ হাজার পার নাইট।
২২| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মুগ্ধ হলাম আবার গর্বিতও হলাম নিজের দেশের এমন একটি প্রতিষ্ঠান দেখে। আশা আছে বেড়াতে যাওয়ার। আপনার সুন্দর ছবি আর উপস্থাপনাও উল্লেখ করার মত।
ধন্যবাদ ও শুভকামনা।
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৩
ফেরদৌসা রুহী বলেছেন: নিজের দেশের এত সুন্দর জায়গা আর ব্যবস্থাপনা দেখে দেশী বিদেশি সব পর্যটকই মুগ্ধ।
ঘুরে আসবেন অবশ্যই। আগে নিজের দেশ দেখা উচিত সবার। এরপর অন্য কিছু।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
২৩| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৯
জাহিদ অনিক বলেছেন:
ওরে বাবা ! এলাহী ব্যাপার স্যাপার !
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৯
ফেরদৌসা রুহী বলেছেন: এলাহী ব্যাপার স্যাপারের অংশীদার হয়ে আসুন একবার।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
২৪| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫০
ডঃ এম এ আলী বলেছেন:
ধন্যবাদ, খুবই সুন্দর হয়েছে
সুলতানকে নিয়ে রচিত ছবি ব্লগ
শুভেচ্ছা রইল
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪১
ফেরদৌসা রুহী বলেছেন: সুলতানে গেলে মনে হয় আমার দেশ তারকা খচিত হোটেলের দিক থেকে পিছিয়ে নেয়।
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
২৫| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০০
আহমেদ জী এস বলেছেন: ফেরদৌসা রুহী ,
সত্যিই গর্ব করার মতো গ্র্যান্ড সুলতান । এতো বিশাল জায়গা নিয়ে হোটেল রিসোর্ট খুব বেশি নেই মনে হয় ।
আগেও কে একজন এই ব্লগে "গ্র্যান্ড সুলতান" নিয়ে লিখেছিলেন । আপনার ছবির সংগ্রহ কিন্তু গ্র্যান্ড সুলতানের মতোই বিশাল এবং ভয়ঙ্কর সুন্দর ।
শুভেচ্ছান্তে ।
১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৪
ফেরদৌসা রুহী বলেছেন: এই বিশাল জায়গা নিয়ে করার জন্যই এই হোটেল বেশি ভালো লাগে। হোটেলের কম্পাউন্ডেই চা বাগান, পাহাড় সব আছে।
দেশে তো ফাইভ স্টার হোটেল কতই আছে কিন্তু এত বিশাল জায়গা নিয়ে নাই, এমনকি বিদেশের কোন হোটেলেরও সম্ভব না এত বড় জায়গা নিয়ে করা।
আসলে ছবি তোলার সময় ব্লগের কথা ভাবিনি, ভাবলে আরো সুন্দর ছবি তোলার চেষ্টা করতাম।
অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
২৬| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৩
পুলক ঢালী বলেছেন: আপনার ছবিগুলি খুব সুন্দর হয়েছে। তাহলে কথামত ঠিকই এলেন গ্র্যান্ড সুলতানে আমি রাতের কিছু ছবি তুলেছিলাম। আপনার ছবির হাত ভাল আপনিও কিছু ছবি তুলে এ্যাড করে দিতেন
ভাল থাকুন।
১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪০
ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা আসলে আমার চেয়ে বেশি ইচ্ছা ছিল মা বাবাকে এনে ফাইভ স্টার হোটেলে রাখা।
আমরা তো কতই ঘুরি বিভিন্ন জায়গায়, থাকি কিন্তু মা বাবাদের সেই সময় নাই, সুযোগ নাই ঘুরাঘুরির। উনাদের সাথে নিয়ে গেছি, নিজের দেশের মধ্যে এত সুন্দর হোটেল দেখে উনারাও খুশি। রাতে প্রচুর বৃষ্টি ছিলো তাই বাইরে বের হয়ে রাতের ছবি তোলা হয়নি।
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
২৭| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৭
ওসেল মাহমুদ বলেছেন: ধন্যবাদ সুন্দর উপস্থাপনার জন্যে ! যাবার ইচ্ছে রইল !
১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৩
ফেরদৌসা রুহী বলেছেন: অবশ্যই ঘুরে আসবেন।
যে কারোরই ভালো লাগবে। দেশে এরচেয়ে শান্তির, ভালোলাগার আর কিছু আছে বলে মনে হয়না।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
২৮| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৩
আমি তুমি আমরা বলেছেন: চমতকার ফটো ব্লগ।
গ্র্যান্ড সুলতানে যাওয়ার ইচ্ছা আছে। দেখি কবে সুযোগ হয়।
১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৫
ফেরদৌসা রুহী বলেছেন: যদি দেশে থাকেন তাহলে যেকোন বন্ধের দিন চলে যেতে পারেন। বেশি থাকার দরকার নাই, এক রাত থাকলেই সব ঘুরে দেখা যায়।
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
২৯| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৪৪
সচেতনহ্যাপী বলেছেন: অপূর্ব সব দৃশ্য।। প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য্যের সাথে মিশে গেছে আধুনিকতা।।
১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৮
ফেরদৌসা রুহী বলেছেন: প্রকৃতি আর আধুনিকতার মিশেলে অসম্ভব সুন্দর একটা জায়গা।
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৩০| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫২
জাহিদ হাসান বলেছেন:
১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫১
ফেরদৌসা রুহী বলেছেন: আসলেই জটিল।
ঘুরে আসুন, ভালো লাগবে অবশ্যই।
৩১| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৪৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: খুবই ভালো লেগেছে। আমার দেশ, আমার অহংকার...
১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৪
ফেরদৌসা রুহী বলেছেন: আমাদের দেশে বহু কিছুই আছে আমাদের গর্ব করার মত কিন্তু দেশের রাজনৈতিক অবস্থা, কিছু মানুষের অপরাধ প্রবনতার জন্য সব ঢাকা পরে যায়।
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৩২| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৩
পলক শাহরিয়ার বলেছেন: চমৎকার তো! আপনার ছবিগুলোও সুন্দর হয়েছে। যাওয়ার আগ্রহ বাড়িয়ে দিলেন।
নিশ্চয়ই যাব একদিন।
১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৮
ফেরদৌসা রুহী বলেছেন: অবশ্যই যাবেন ঘুরতে।
নিজের দেশের এত সুন্দর জায়গায় সবারই ঘুরা উচিত।
ছবি ব্লগে দেওয়ার চিন্তা তখন করিনি, করলে আরো ভালো ছবি তোলার চেষ্টা করতাম।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
৩৩| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৫
কামরুননাহার কলি বলেছেন: ওয়াও অনেক সুন্দর । হুমম ভেবে রাখলাম একটা কথা......। তাহলে.... হয়েই যাক ন........ কি বলেন সবাই।
১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৪
ফেরদৌসা রুহী বলেছেন: অনেক সুন্দর।
ঘুরে আসুন ভালো লাগবে।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
৩৪| ০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৪
উচ্ছল বলেছেন: আমি গেছিলাম একবার তবে থাকা হয়নি বেশিক্ষণ। আসলেই অনেক সুন্দর।
১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৮
ফেরদৌসা রুহী বলেছেন: এই হোটেলের রেষ্টোরেন্টে খেয়ে এমনি পুরা কোম্পাঊণ্ড ঘুরে আসা যায়, না থাকলেও চলে।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৩৫| ০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৯
তারেক ফাহিম বলেছেন:
দেশীয় সৌন্দর্য্য
চমৎার ছবি ব্লগ দেখে কৃতজ্ঞ।
১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১১
ফেরদৌসা রুহী বলেছেন: আপনার ভালো লেগেছে দেখে আমিও আনন্দিত।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৩৬| ০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫১
সামিয়া বলেছেন: গ্র্যান্ড সুলতানে আরজু পনি আপু ও গিয়েছিলো সেও অনেক অনেক ছবি পোস্ট করেছিলো তখনি দেখেছি গ্র্যান্ড সুলতান অনেক সুন্দর।। আপনার ছবি দেখে আরও ভাললাগছে,
আমি প্যালেস রিসোর্ট বেড়াতে গিয়েছিলাম, ওটার ভিউ ও অনেকটা এরকম।।
আসলেই আমাদের দেশ যে কত সুন্দর কেন যে অনেকেই বোঝে না, খালি দোষ দোষ করে অনেকেই।।
খুব সুন্দর লাগলো পোস্টটি +++++++++++++++
১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২০
ফেরদৌসা রুহী বলেছেন: প্যালেস রিসোর্ট এর অনেক ছবি দেখেছি যারা গিয়েছে তাদের ফেইসবুকে। আপনিও মনে হয় ব্লগে একটা পোস্ট দিয়েছিলেন।
এগুলি আসলেই অনেক বেশি সুন্দর আর ব্যবস্থাপনাও অনেক ভালো।
নিজের দেশে এত সুন্দর আর বিশাল ক্যাম্পাস নিয়ে করা এই হোটেলগুলি আমাদের দেশের গর্ব।
অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
৩৭| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৭
কামরুন নাহার বীথি বলেছেন:
আসলে দৃষ্টিনন্দন !
অনেক অনেক ধন্যবাদ ফেরদৌসা, ছবিসহ বিস্তারিত জানানোর জন্য।
অনেক অনেক ভাল থেকো!!
১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪১
ফেরদৌসা রুহী বলেছেন: আপা আপনি আগে গিয়েছেন কিনা জানিনা যদি না গিয়ে থাকেন তাহলে অবশ্যই যাবেন একবার।
আমরা সবটা ঘুরে দেখতে পারিনি, সময় ছিলোনা।
অনেক ধন্যবাদ আপা মন্তব্যের জন্য।
৩৮| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৪
সুমন কর বলেছেন: চমৎকার এবং দারুণ একটি জায়গা কোন সন্দেহ নেই। যেতে পারবো কিনা জানি না............
আপনার পোস্ট ভালো লেগেছে।
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৪২
ফেরদৌসা রুহী বলেছেন: অবশ্যই যেতে পারবেন। চলে যান প্ল্যান করে একদিনের জন্য।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
৩৯| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৩
ফাহমিদা বারী বলেছেন: বাঃ দারুণ! চমৎকার পোস্ট!
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৪৫
ফেরদৌসা রুহী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
চারিদিকে এত সবুজ যে চোখ জুড়িয়ে যাই।
৪০| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৮
অপু তানভীর বলেছেন: এই খানে চাকরি করার আমার অনেক দিনের শখ
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৪৮
ফেরদৌসা রুহী বলেছেন: চাকরি পেলে আমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট এর ব্যবস্থা কইরেন।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
৪১| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১০
নীলসাধু বলেছেন: চমৎকার ছবি পোষ্ট এবং সাবলীল কথামালায় মুগ্ধতা রইলো।
শুভেচ্ছা ফেরদৌসা।
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫০
ফেরদৌসা রুহী বলেছেন: ভালোলাগার মত একটা চমৎকার জায়গা।
ধন্যবাদ নীলদা মন্তব্যের জন্য।
৪২| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪১
কথাকথিকেথিকথন বলেছেন:
অসাধারণ । সুন্দর ছবির সাথে সুন্দর বর্ণনা । আমরা তাহলে বড় লোক হয়ে যাচ্ছি !
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫৩
ফেরদৌসা রুহী বলেছেন: আমাদের দেশীয় ব্যবস্থাপনায় একটা ফাইভ স্টার হোটেল যে সুন্দর ভাবে চলতে পারে, এটা তারই উদাহরণ।
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৪৩| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫
আমি ইহতিব বলেছেন: সিলেট ভালোই ঘুরলেন আপু। কয়দিন আগে দেখলাম রাতারগুলের ছবি আর আজ গ্র্যান্ড সুলতান এর।
মাধবপুর লেকে গিয়েছেন আপু?
অনেক সুন্দর জায়গাটা।
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ২:২৭
ফেরদৌসা রুহী বলেছেন: একই সাথে রাতারগুল, এই হোটেল, মাধবপুর লেক, জ্বলা পাহাড়, লাউয়াছড়া, সাত রং চা সবই কমপ্লিট করে এসেছি।
মাধবপুর লেক আর জ্বলা পাহাড় নিয়ে পরে পোস্ট দিবো।
সিলেটের সব পর্যটন জায়গাগুলিই সুন্দর।
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৪৪| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২১
আখেনাটেন বলেছেন: চমৎকার। প্রিয়তে রাখলাম।
ইস্পাহানী টি এস্টেটের বাংলোতে একবার থাকার অভিজ্ঞতা হয়েছিল। তখন অবশ্য এর কাজ চলছিল। নাম শুনেছি অনেক। আপনার চমৎকার ছবিগুলো রাতযাপনের উৎসাহ বাড়িয়ে দিলো।
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৪৩
ফেরদৌসা রুহী বলেছেন: এই হোটেলের পুরা এলাকা ঘুরে দেখতে, সময় কাটাতে একরাত থাকলেই যথেষ্ঠ।
সময় করে ঘুরে ঘুরে আসুন, ভালো লাগবে নিশ্চিত।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৪৫| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৫
জুন বলেছেন: গ্রান্ড সুলতানে থাকাটাই উপভোগ্য । সবুজ সবুজ চারিদিক মনকে সজীব করে তোলে। আপনার ছবিগুলোও চমৎকার ফেরদৌসী রুহা।
+
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৪৭
ফেরদৌসা রুহী বলেছেন: হোটেলের খাওয়াও দারুণ। কন্টিনেন্টালের সাথে দেশীয় খাবারও থাকে, এটা খুব ভালো লেগেছে।
চারিদিকে এত সবুজ যে মনে হয় ওখানেই যদি কাটিয়ে দেয়া যেত বাকী জীবন।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৪৬| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:১৭
কালীদাস বলেছেন: বেশ সুন্দর, আপনার ছবিগুলোও চমৎকার এসেছে। তিনবেলা খাবারের বান্ডলটা আনকমন, সকালের নাস্তা অনেক হোটেলেই রাখে। বাইদ্যাওয়ে, বাংলাদেশের হোটেলগুলোর স্টার নিয়ে আমার ডাউট আছে, যতদূর জানি স্টার রেটিং আসে হোটেল রিলেটেড কোন একটা সেন্ট্রাল এজেন্সি থেকে, বাংলাদেশ এবং সাউথ এশিয়ার আরও কয়েকটা দেশে দেখা হোটেলের স্টার রেটিং আর বাকি দুনিয়ার হোটেলের স্টার রেটিং এর স্ট্যান্ডার্ডে আকাশ-পাতাল ফারাক।
অফটপিক: ফিরলাম কেপ টাউন থেকে, নিরাপদে সহীসালামতে। ন্যাচারাল বিউটি খুবই সুন্দর, তবে সোশ্যাল ইন্যোয়াকিলিটি খুবই চোখে পড়ে। অনেক ধন্যবাদ আপনার টিপসের জন্য রুহী আপা
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ২:২২
ফেরদৌসা রুহী বলেছেন: তিনবেলা ব্যুফের খাবার দেয়াটা আসলেও সম্পূর্ন ভিন্ন এখানে।
ভাড়াও কিন্তু অনেক কম রেখেছে এরা।
বাহ কেপ টাউন ভ্রমণ তাহলে কমপ্লিট। কোথায় কোথায় গেলেন, কি কি দেখলেন আশা করি জানাবেন।
আমার আরো একবার কেপ টাউন যাওয়ার ইচ্ছা আছে।
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৪৭| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩১
বুলবুল ৩৩৩ বলেছেন: আপনার লেখা ও ছবি সত্যিই আসাধারণ
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ২:২৮
ফেরদৌসা রুহী বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৪৮| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৩
পুলক ঢালী বলেছেন: হা হা হা জুন ম্যাডামের মন্তব্য পড়ে হাসবো না কাঁদবো ভাবছিলাম যাইহোক হেসেই ফেললাম
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৩০
ফেরদৌসা রুহী বলেছেন: হাসির কি কারন আমি কিছুই বুঝিনি
৪৯| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫১
পার্থ তালুকদার বলেছেন: সিলেট আসলেন .. এককাপ চা খেয়ে যেতে পারতেন
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৩২
ফেরদৌসা রুহী বলেছেন: নাম ধাম, ঠিকানা ছাড়া কিভাবে চা খাবো তাতো জানিনা।
পরের বার আশা করি ঠিকানা জানাবেন।
৫০| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনিন্দ সুন্দর
১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৩৪
ফেরদৌসা রুহী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৫১| ১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৫
ইফতেখার আহমেদ রিয়াদ বলেছেন: অসাধারণ ছবি এবং ধারুন লিখনি।ধন্যবাদ আমাদের দেশের সৌন্দর্য সুন্দর ভাবে ফুটিয়ে তুলার জন্যে।
যারা যারা রুম প্রাইজ বা বিস্তারিত জানতে চান, তারা গ্র্যান্ড সুলতান এর অফিসিয়াল ওওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন।এই ওয়েবসাইট এ আপনাদের প্রয়োজনিয় সকল তথ্য পাবেন।
এই হল ওওয়েবসাইট এর লিংক।
www.grandsultanresort.com
২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৩:১২
ফেরদৌসা রুহী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য ও সুলতানের প্রাইজ লিংক দেওয়ার জন্য।
৫২| ১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:১০
ইফতেখার আহমেদ রিয়াদ বলেছেন: http://www.grandsultanresort.com/
৫৩| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যাত্রার প্রথম বছরেই এই গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ ‘’ওয়ার্ল্ড লাক্সারি হোটেল এওয়ার্ড ২০১৪’’ অর্জন করে ফেলেছে। গর্ব করার মত বিষয় !!!
২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৩:১৪
ফেরদৌসা রুহী বলেছেন: আসলেই এটা আমাদের দেশের জন্য বিরাট গর্বের বিষয়।
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৫৪| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪১
ব্যর্থ সৈনিকের দিনলিপি বলেছেন: ধন্যবাদ এত সুন্দর পোস্টের জন্যে। টাকা আর সময় মিলে গেলে ইনশাআল্লাহ বাবা-মাকে নিয়ে সেখানে ঘুরে আসার ইচ্ছে
৫৫| ০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৪:৩৭
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: গ্র্যান্ড সুলতান হোটেলের এলাকাটা সত্যি খুব সুন্দর, সবুজটাকে বেশ ভালভাবে সংরক্ষণ করেছে ওরা। ধন্যবাদ শেয়ার করার জন্য।
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১০
নতুন নকিব বলেছেন:
অসাধারন এক কথায়!
ভাল থাকুন।