নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বড়ই অদ্ভুত জীবন, খেয়ালী মায়ার প্রতিক্ষণ।

ফোয়ারা

আমি জন্মেছি একটা নষ্ট সমাজে। আমার পরিচয় কিইবা আর দিবো।

ফোয়ারা › বিস্তারিত পোস্টঃ

সেফ হওয়া মানে ব্লগের প্রতি আরো দায়িত্ব বেড়ে যাওয়া

২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩০



আজ রাত ঠিক বারোটায় ঘুম যাওয়ার আগে হঠাৎ একটা ইমেইল আসলো। ইমেইল টা দেখতে গিয়ে চক্ষু ছানাবড়া। আরে এইতো সামু থেকে আসছে। দেখলাম আমি নিরাপদ। হাহাহাহা বাহির এমনি বৃষ্টি পরতেছে খুশিতে কাঁথা মুড়িয়ে ঘুমিয়ে পড়লাম।

ঘুম থেকে সকালে উঠলাম। ব্লগে ঢুকলাম। এদিকসেদিক উঁকিঝুঁকি মারলাম। ভাবলাম একটা পোস্ট দিয়েদি। এমনি ব্লগারদের সাথে তেমনি পরিচিতি হয়নি। তাই হয়ত আমার ব্লগটা ঝিমিয়ে আছে। ব্লগ খুলিবার পর দুইটা পোস্ট দিয়েছিলাম। যেখানে পাঁচজনে মন্তব্য করেছিল। দুটি শব্দ দিয়ে মাত্র, হ্যাপি ব্লগিং । কষ্ট করে একটা লিখা দিলাম। সেটার আলোচনা না করে দুইটা শব্দ বসে দিয়ে চলে গেল।

মাথাটা একেবারে খারাপ হয়ে গেল। একটা লিখা দিলাম। সেটা কেমন জানতে পারলাম না। তাই পোস্ট দুইটি ডেক্সে ঢুকিয়ে রাখলাম। ব্যস খালাস। আমিও আর কোন ব্লগারদের দুয়ারে হাত পাতালাম না।

কয়েকদিন আগে একটা পোস্ট দিলাম। সেটা দেখি বাবার পায়ে পড়ে জিকির ধরছে। মানে বুঝিয়াছেন তো। থাক, ঐসবে আমি অত ভেঙে পড়িনি। ব্লগে নিরবে চোখ বুলিয়া দর্শক হইয়া আঙুল চুষিতে লাগিলাম। আর কিছুতো করার নাই আমার, ব্লগার সাহেবগণ।

আজ নিরাপদ হলাম। এটা শুধু খুশির খবর না। ব্লগের প্রতি দায়িত্ব আরো বেড়ে যাওয়া। সেই দায়িত্বটুকু যেন আপনাদের সুন্দরভাবে উপহার দিতে পারি। এটা আমার লক্ষ্য। সেই লক্ষ্যে পৌঁছাতে আপনাদেরকে নিঃসন্দেহে পাশে থাকা চাই।

ব্লগের ব্লগারদের একটা অনুরোধ। দয়া করে আপনারা নতুন ব্লগারদের পোস্টে দুটি শব্দ বসিয়ে চলে আসবেন না।

তো অনেক বকবকানি করলাম। এবার সুস্থভাবে ব্লগিং উৎযাপন করি।

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৯

আখেনাটেন বলেছেন: শুভ ব্লগিং।

ভালো লিখেছেন। উপরের ঐ দুটি শব্দ দিয়ে ব্লগিং হয় না। তবে নতুন হিসেবে কোনো ব্লগার যদি ব্লগ না পড়ে; না মন্তব্য করে তাহলে ইন্টারেকশনটাও ভালো হয় না।

অনেক নতুন ব্লগার মনে করে (জানার অভাব) পোস্ট করলেই বুঝি সুন্দর সুন্দর কমেন্টে পোস্ট ভরে উঠবে। না, এটা ঘটবে না; যতক্ষণ না ঐ নতুন ব্লগার পুরাতন ব্লগারদের পোস্ট পড়ছে, মন্তব্য রাখছে। এটাই ব্লগিং।

তবে ব্যতিক্রমও আছে। কেউ অতি ভালো লেখা লিখলে সেই নতুন ব্লগাররাও অনেকের দৃষ্টি অাকর্ষন করতে সমর্থ হয়।

অাশা করি আপনি পূর্বের ব্লগিং এর হতাশা ঝেড়ে নব উদ্যোমে ব্লগিং করবেন। অন্যদের পোস্ট পড়ুন, মন্তব্য রাখুন।

শুভকামনা সেফ ব্লগার ফোয়ারা।

২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৫

ফোয়ারা বলেছেন:

প্রথম মন্তব্যে অনেক ধন্যবাদ এবং লিখার প্রশংসায় অনুপ্রাণিত হলাম

উপরের ঐ দুটি শব্দ দিয়ে ব্লগিং হয় না। তবে নতুন হিসেবে কোনো ব্লগার যদি ব্লগ না পড়ে; না মন্তব্য করে তাহলে ইন্টারেকশনটাও ভালো হয় না।....... আপনার এই কথাগুলোর উপর সহমত। কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। এই উদ্বৃতিই আপনার কথা সাথে মিলে যায়।
কিন্ত ভাই দেখেন আমি তো আর ব্লগারদের ব্লগে যায়নি তা না। গেছি অনেকের ব্লগে। হয়ত তাদের ব্লগে মন্তব্য করা হয়নি আমার।
আমার কথা হচ্ছে, আমার ব্লগে এসে যখন মন্তব্য করল। তাহলে কেন এইটুকু কষ্ট করতে পারলনা তারা। আমার লিখার উপর কিছু আলোচনা। যদি পুরাতন ব্লগাররা নবিনদের লিখাগুলো নিয়ে পর্যালোচনা না করে। তাহলে নবীন ব্লগার কিভাবে বুঝবে তার লিখা ভাল হচ্ছে।

অনেক নতুন ব্লগার মনে করে (জানার অভাব) পোস্ট করলেই বুঝি সুন্দর সুন্দর কমেন্টে পোস্ট ভরে উঠবে। না, এটা ঘটবে না; যতক্ষণ না ঐ নতুন ব্লগার পুরাতন ব্লগারদের পোস্ট পড়ছে, মন্তব্য রাখছে। এটাই ব্লগিং।......
এটা আমার ধারণার সাথে মিললনা। হ্যাঁ, এই যে বললেন জানার অভাব। তাহলে কি করতে হবে। নবীনরা কি বসে বসে আঙুল চুষবে। তাদের কি জানাতে হবেনা।

তবে ব্যতিক্রমও আছে। কেউ অতি ভালো লেখা লিখলে সেই নতুন ব্লগাররাও অনেকের দৃষ্টি অাকর্ষন করতে সমর্থ হয়।..... রাইট ভাইজান। রাইট।


পরিশেষ..... অনেক কথা বলে পেললাম। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


নিরন্তর শুভকামনা..........।









২| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: সামুতে আপনার পথচলা সুন্দর হোক।
অনেক শুভকামনা রইল আপনার জন্য।

২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৭

ফোয়ারা বলেছেন:


ধন্যবাদ........


অনেক শুভকামনা আপনার প্রতিও........





৩| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৩

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
ভালো নিউজ।
আসলেই দায়িত্ব বেড়ে গেছে।

২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৯

ফোয়ারা বলেছেন:

জ্বি ভাই, আসলেই দায়িত্ব বেড়ে গেছে....... এই দায়িত্ব যেন পালন করতে পারি ঠিক মত। তাই দেখবেন।


অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এবার ফোয়ারার মতই ব্লগে লিকে আনন্দে ভাসিয়ে দিন।

অভিনন্দন।

২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫০

ফোয়ারা বলেছেন:

তাই হোক, ভাইজান।

অনেক ধন্যবাদ আপনা। ভাল থাকবেন।

৫| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৮

নতুন নকিব বলেছেন:



শুভকামনা অশেষ।

২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫১

ফোয়ারা বলেছেন:

ধন্যবাদ বিশেষ........



৬| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৬

টিয়া রহমান বলেছেন: অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা

২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৩

ফোয়ারা বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ........


শুভকামনা ভাল থাকবেন৷

৭| ২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

প্রশ্নবোধক (?) বলেছেন: আমার লেখাগুলো বোধ হয় সামুর ভাল লাগেনি। তাই ২ বছর লেগে গেছে।

২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৫

ফোয়ারা বলেছেন:

হইত। সামুই ভাল জানে.........


অনেক ধন্যবাদ। শুভকামনা......

৮| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৩

আরোগ্য বলেছেন: আপনার সাথে সাথে সেই পাঁচজনকেও অভিনন্দন যারা আপনার পোস্টে শুধু দুটি শব্দ বসিয়ে দিয়েছিল। আপনি খুব অল্প সময়ে সেফ হয়েছেন তাই আনসেফ থাকার কষ্টটা বুঝতে পারেন নি। আনসেফ ব্লগে একটি শব্দের মন্তব্যও অনেক বড় প্রেরণা। আমার প্রথম পোস্টে ঐ দুটি শব্দতো আমাকে খুব হ্যাপি করেছে।
আশা করি ব্লগে আপনি সমৃদ্ধ পোস্ট উপহার দিবেন। শুভ কামনা রইলো।

২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৪

ফোয়ারা বলেছেন:

আপনার সাথে সাথে সেই পাঁচজনকেও অভিনন্দন যারা আপনার পোস্টে শুধু দুটি শব্দ বসিয়ে দিয়েছিল।...... অনেক অনেক কৃতজ্ঞতা নেবেন ভাইজান।

আপনি খুব অল্প সময়ে সেফ হয়েছেন তাই আনসেফ থাকার কষ্টটা বুঝতে পারেন নি। আনসেফ ব্লগে একটি শব্দের মন্তব্যও অনেক বড় প্রেরণা।..... সেটা অবশ্যই। কিন্তু ভাই আপনার এই দুটি শব্দে প্রেরণা হলেও, বুঝতে কি পারতেছেন আপনার লিখার মান কেমন। আপনি যে লিখলেন এত কষ্ট করে, তা যদি মুল্যায়ন না হয়। তাহলে কি আপনার শুদ্ধ সাহিত্য চর্চা হচ্ছে।


অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

৯| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৭

রাকু হাসান বলেছেন:




অভিনন্দন :) :) । দারুণ খুশির খবর তো । :)


আপনার পোস্টে যেন একজন দায়িত্ববান ব্লগারকে দেখলাম । ঠিক আপনার দায়িত্ব বেড়ে গেছে । এই উপলব্ধিটা অনেকের হয় না । ব্লগে পোস্টের অভাব নেই কিন্তু মানহীন পোস্টের খুব খুব অভাব । আপনার সুন্দর লেখা উপহার দিতে চাচ্ছেন সেটা তো খুব ভালো । কেউ থাকুক আর না থাকুক ,আমি আামার মতো করে পাশে থেকে আপনার গর্বিত পথের সাক্ষী হতে চাই । অনেক শুভকামনা ও দোয়া । লিখুন .... :)

২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৯

ফোয়ারা বলেছেন:

ধন্যবাদ আপনাকে ...... :-0


কতদিন হলো শিউলির দেখা পাইনা। X( শিউলির ঘ্রাণ নিচ্ছি না কতদিন। :(( মনে হচ্ছে হাজার হাজার দিন হলো। শিউলির ঘ্রাণ থেকে বঞ্চিত। :||
আপনার শিউলির ছবিতে আমাকে বিমোহিত করে তুলল। :) এই ঋণ শোধ করতে পারব কি..... =p~

ব্লগে পোস্টের অভাব নেই কিন্তু মানহীন পোস্টের খুব খুব অভাব ।..... আসলেই কি তাই। আমার মনে হচ্ছে না। ব্লগে এই যে আসলাম। দেখা যাচ্ছে। কিছু কিছু ব্লগার আছে যারা নির্দিষ্ট কারোর ব্লগেই মন্তব্য করতেছে। নতুন কিংবা বসে থাকা ব্লগারদের পোস্ট ভাল হলেও সেই পোস্টে মন্তব্য দেখা যায় না। আশা করি বুঝতে পারতেছেন।

কেউ থাকুক আর না থাকুক ,আমি আামার মতো করে পাশে থেকে আপনার গর্বিত পথের সাক্ষী হতে চাই । vaijan.... এত এত ঋণ কিভাবে শোধ করব। সব তো মাথায় বুঝা করে দিলেন,,, =p~


অনেক ধন্যবাদ নিবেন। ভাল থাকবেন।

১০| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৬

নজসু বলেছেন: ‌আপনার সুন্দর সুন্দর লেখায় আমরা বিমোহিত হবো এই প্রত্যাশা রইল।
ব্লগীয় সময় আনন্দে কাটুক।

ভালো থাকবেন।

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৭

ফোয়ারা বলেছেন:

অবশ্যই তাই চাই.....৷

ধন্যবাদ...... আপনিও ভাল থাকবেন।

১১| ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৬

রাকু হাসান বলেছেন:



হাহাহা ঋণ শোধ লেখা দিয়ে করে নিলেই হবে । :) বাহ শিউলি ফুল দেখছি আপনার দারুণ পছন্দ । যে কেউ শিউলি ফুল দিয়ে মন জয় করে নিতে পারবে ;) ।আন্তরিক ,গঠনমূলক মন্তব্যে আবার আসা । :-B

. আসলেই কি তাই। আমার মনে হচ্ছে না।--আমার দ্বিমতে আমি সহনশীল । বিষয়টা পরিষ্কার হয়ে যাবার কথা কিছু দিনপর । বিগত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি পঠিত হয়েছে অপু ভানভীর নাম নিকের একটি পোস্ট । আমার পর্যবেক্ষণে তিনি অন্যের পোস্ট পড়ে মন্তব্য খুব রাখেন । বিগত দুই ,মাসে ২ টি মন্তব্য করে থাকবে । তাই তো নিজে পেয়েছেন
৩৭০৩৪টি এবং করেছেন ২০৪১১টি । এমন আরও অনেক উদাহারণ টানা যাবে । তার মানে কি দাঁড়াচ্ছে অন্য ব্লগার মন্তব্য করে অন্যের পোস্টে যদি সেই পোস্টের মান ভালো হয় । হ্যাঁ,তা সংখ্যায় কম । উনার পোস্টটি প্রায় ৭০০ বার পঠিত হয়েছে । বাকী চাঁদগাজী স্যার,আখেননাটেন ও পদাতিক ভাইয়ার পোস্ট পাঁচ শত অতিক্রম করেছে । কয়েকটা আছে ২০০ পার হয়েছে । বাকীগুলো দুই'শ এর নিচে । কোনো টা আবার ১০০ অতিক্রম করতে পারেনি । পোস্ট কিন্তু কম আসেনি । অনেক পোস্ট হয়েছে । কম পাঠ হওয়ার কারণ কী? বলতে পারেন যারা সবার পোস্ট পড়ে মন্তব্য রাখে তাদরে পোস্ট বেশি পঠিত হচ্ছে । কথাটি অনেকাংশে ঠিক হবে । আবার আংশিক ঠিক বলা যায় । তাহলে ব্লগার অপু তানভীর ভাইয়ের পোস্ট এতবার পাঠ হওয়ার কারণ কী? নিশ্চয় উত্তর ভালো মান সম্মত লেখা । পাঠক কিন্তু ব্লগে প্রচুর আসে । তিনহাজার ক্রস ও করে । এঁদের মধ্যে ব্লগার কয়জন হবে ! ১০০ ? বা ১০০০ ধরলাম । কিছু আছে ব্লগের পুরাতন পোস্ট পড়ে । নতুন পোস্ট পড়ার ও পাঠক অনেক । কেন তাঁরা আসছে পাঠ করতে ! সেপ্টাম্বর মাসে গুণী মাহের ভাইয়ের ভূমি দখলের নতুন কৌশল: পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালী বিতাড়নের নীল নকশা পোস্টটি ৪৩৬৩ বার পাঠ হয়েছে । ড: এম এ আলী স্যারের পোস্টটি প্রায় ১৫০০ বার পঠিত হলো । তিনি খুব কম মন্তব্য করেন । মনিরা আপুর এই পোস্টটিও হাজারের ঘরে ।
আমার প্রশ্ন তাঁদের পোস্টে এত পাঠক কেন ? আর এমন মানের কয়টা পোস্ট আমি বা আমরা লিখতে পেরেছি ? আপনি কয়টা পড়েছেন অল্প কয়দিনেই ।আশাকরি কি যা বলতে চেয়েছি তা বুঝেছেন । আপনার লজিক শো করতে পারেন ।
কিছু কিছু ব্লগার আছে যারা নির্দিষ্ট কারোর ব্লগেই মন্তব্য করতেছে। নতুন কিংবা বসে থাকা ব্লগারদের পোস্ট ভাল হলেও সেই পোস্টে মন্তব্য দেখা যায় না।
--এখানে আমি আপনার সাথে একেবাড়ে দ্বিমত পোষণ করবো না । কিছুটা একমত । এমনটা হয় ,দেখে আসছি । বাস্তবতা আছে । আমার কাছে এমন হওয়াটা স্বাভাবিক । মনে করুক একজন নতুন বা পুরাতন ‘ক’ একজন ব্লগার । তিনি খালি পোস্ট করেই যাচ্ছেন । মন্তব্য করেন না । সহব্লগাররা তাঁর পোস্ট পড়ে মতামত জানাবে । কিছু দিনপর দেখা যাবে ভালো লিখলেও মন্তব্য কম পাচ্ছে । যদি সে নতুন হয় ,কি এমন ঠেকা তাঁর পোস্ট পড়ে মন্তব্য রাখতেই হবে । পোস্টের অভাব! এখন বলবেন পুরাতনদের একটা দায়িত্ব আছে ,সেখানে আমি একমত । সবাই যে দায়িত্ব পালন করে নতুনদের প্রতি সেটা হবে না । কেউ কেউ উদারমনা হয় । সবাই হবে না । তবে পুরাতনদের এ বিষয়ে একটু নজর দেওয়া দরকার বলে মনে করি । বিষয়ে আখেননাটেন ভাইয়ের সাথে পুরোপুরি একমত । তিনি সুন্দর বলেছেন । নতুনদের আঙুল চুষার দরকার নেই । তাঁদের পোস্ট কেউ না কেউ পড়ছে এবং পড়বে । নবীনদের কমেন্ট করে মতামত জানানো খুব জুরুরী মনে করি । আপনার কিছু কমেন্ট আমি দেখলাম ,যা গঠনমূলক হয়েছে । পোস্টকর্তা আপনার মন্তব্য দেখে ঠিক উঁকি মারবে ব্লগে ,পড়েও যাবে । না বললেও হবে । নিজেকে তো জানাতে হবে ,আমি লিখছি ,তা কমেন্টের মাধ্যমে জানানোই বেটার অপশন । কেননা গঠনমূলক কমেন্ট কম আসে ,যে কেউ সহজে গঠনমূলক কমেন্ট করে নজরে আসলে পাঠক বা মন্তব্য পাওয়া নিয়ে সমস্যা হবার কথা না ।
পুরাতনরা অনেক দিন ব্লগে আছে ,তাঁরা পরিক্ষীত এবং জনপ্রিয় । সবার সাথে সম্পর্ক গড়ে উঠেছে । পরিচিতির ও একটি ব্যাপার আছে । স্বাভাবিক ভাবে তাঁরা বেশি মন্তব্য পাবেই । হয়ে আসছে ,আজীবন হবেও । চাইবো নতুনরা তাদের কাজ ঠিক ঠাক মত করুক ,সেই সাথে পুরাতনরাও তাঁদের দায়িত্ব পালন করুক । নতুন-পুরাতনে সেতু বন্ধন হোক ।

শেষ কথা ।আপনি আন্তরিক একটি প্রতি উত্তর করলেন । এবং আমি আবার মন্তব্যে আসলাম । এটা অনেকে করে না । আপনি যদি কয়েক কথায় নিছক একটা দ্বায় থেকে মন্তব্য করতেন ,আমি আসতাম না স্বাভাবিক ভাবেই । অনেকে প্রতি উত্তর দেন না ,দিলেও দ্বায়সাড়া ভাবে ,যার ফলে কমেন্টকারী হয়তো সন্তুষ্ট হতে পারে না । মন্তব্য করে না ।

আহ,অনেক কথা বললাম । ভুল ক্ষমা করবেন । ভালো থাকবেন ।

৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৪

ফোয়ারা বলেছেন:


হাহাহা ঋণ শোধ লেখা দিয়ে করে নিলেই হবে ইহাত আমার রীতিমত মুসিবত ফেলে দিলেন। ইনশাআল্লাহ ভাইজানের কথা অবশ্যই রাখার চেষ্টা করব।



হু ;) শিউলি ভাল লাগার মত একটি ফুল।


প্রথমেই বলে রাখি, আপনার এমন চুলচেরা বিশ্লেষণের উপর কিছু বলার যোগ্যতা আমার নাই। তবুও কিছু বলার চেষ্টা করি। আপনি প্রথমে বিগত ২৪ ঘন্টার আলোচিত পাতার একটা পর্যবেক্ষণ করেছেন। হ্যাঁ, তা নজর এড়ায়নি আমার। এবং সেইসব পোস্ট আমি পড়েছি। অপু তানভীর, আখেনাতেন, পদাতিক চৌধুরী'র পোস্টগুলো আমার ভাল লেগেছে। চাঁদগাজী স্যারের পোস্টটা কেমন জানি লাগল। আসলে আমি রাজনৈতিক একটু কম ভাবি। তাই হয়ত তাঁঁর পোস্ট আমার পছন্দ হয়নি।
এরপরে আসি, সব পোস্টের ব্যাপারে কিন্তু আমি এবার আপনার সাথে একমত না হয়ে পারছিনা। আপনার এই মন্তব্যটি দেওয়ার পর আমি দেখেছি আসলেই অনেক পোস্ট পঠিত পঞ্চাশও পারেনি। তাদের নিকে গিয়ে যা দেখেছি। অবাক করার মতই বিষয়, অন্যের পোস্টে মন্তব্য করেছে সেই আদিম আমলে। আর এখনোই বুঝতে পারতেছি তা। কেন বা পঠিত হচ্ছেনা কিংবা লিখার কোন রেস্পন্স পাচ্ছেনা।

আপনার দেওয়া তিনটি লিংকে গেছিলাম। মাহের ভাইয়ের টা সংশয়ে আছি৷ মনে হচ্ছে, তিনি নিজেকে ধ্বংসের দিকে নিয়ে গেলেন। ডাঃ এম আলী স্যারের পোস্টটা যুগোপযোগী। এটা যার প্রয়োজন পড়বেনা। তারও প্রয়োজনে আসবে মনে করি। মনিরা আপুর টা দেখলাম, ভালই লিখেছেন। তাঁর শব্দের বিন্যাস অপূর্ব। এবং তিনি মনে হয় নিয়মিত একজন ব্লগার। আপনাকে বিশেষভাবে ধন্যবাদ লিংক দিয়ে উপকার করার জন্য।

অর্থাৎ সামুতে পরিচিত হওয়ার জন্য মানের লিখা আর প্রত্যেক ব্লগারদের প্রতি মিথষ্ক্রিয়া থাকাটাই বাঞ্চনীয়। যা আপনার কথায় পাই।


ঠিক ভাই। আপনার এই মন্তব্যটির কারণে আমার অনেক কিছু জানার হয়ে গেল। ধাপেধাপে ব্লগিং জীবন কে সাজাতে হবে।


নতুনরা অনেক কিছু জানেনা, তাদেরকে জানানোর দায়িত্ব মনে করি প্রবীণদের অবশ্যই পালনীয়। যদিও নতুনদের এই কথাটা মনে রাখতে হবে, পরিচিতি হতে চাইলে পুরাতনদের ধারেকাছে পাতপেতে বসতে হবে। তা না হলে নতুন যেভাবে আছে সেভাবে পড়ে থাকবে। আপনার প্রতিটি কথায় আমার একেকটা জ্ঞানের দুয়ার যেন খুলে যাচ্ছে।


অনেক বলে পেললাম। জানি না ভুল হলো না শুদ্ধ হলো। আমার কোন কিছু ভুল থেকে থাকলে আশা করি জানাবেন।



আপনার এমন আন্তরিক মন্তব্য যে কাউকে অভিভুত করবে। আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

১২| ৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: দায় কর্তব্য সব ই আছে। পাওনা, দেনা কত কিছু বেড়ে চলেছে।



যাই হোক আপনাকে পেয়ে ভালো লাগলো আশা করি ব্লগে আপনার সাথে সফর ভালো যাবে। আপনার সুন্দর লেখা পড়া যাবে।


স্বাগতম

৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৮

ফোয়ারা বলেছেন:
=p~ জ্বি জ্বি, অনেক বেড়ে গেল দেনাপাওনা। দায়দায়িত্বতো আছেই৷

হু। জানিনা। কত সুন্দর লিখা দিতে পারব না। কিন্ত কমতির চেষ্টা থাকবেন।

আপনাকে অনেক ধন্যবাদ৷ ভাল থাকবেন৷

১৩| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১০:২৮

অপু দ্যা গ্রেট বলেছেন: আমিও যখন প্রথম ব্লগে আসলাম তখন কাউকেই চিনতাম না । তখন অনেকেই আমাকে এড়িয়ে চলেছে । পোস্ট করতাম কিন্তু উতসাহ পেতাম না ।

তারপর নিজেই নিজেকে উতসাহ দিতাম এভাবেই চলে আসলাম । তবে এখনো নিয়মিত ব্লগে আসতে পারি না । তবে সিদ্ধান্ত নিয়েছি । ব্লগে নিয়মিত হবো ।

সামুতে স্বাগতম ।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৯

ফোয়ারা বলেছেন:
প্রথমেই দুঃখিত প্রকাশ করতেছি, দেরীতে প্রতিমন্তব্য হয়ে যাওয়ায়।

আমি ব্লগে এসেই যতটুকু বুঝেছি। প্রত্যেক ব্লগারদের প্রতি মিথষ্ক্রিয়াতা থাকতে হবে। তা না হলে ব্লগে পরিচিত হওয়া যায়না। যদিও লিখায় পুরাতন ব্লগারদের না ফেলে একটা শূণ্যতার অনুভব হয়। তখন লিখার মন বসে না।

কিংবা শেষপর্যন্ত হয়ত নিজেকে নিজে উৎসাহিত হতে হয়।

অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

১৪| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩০

নজসু বলেছেন:



সেফ হওয়ার পর আপনার কোন পোষ্ট পেলাম না কিন্তু।
আশা করি ব্যস্ততা কমলে আমাদের সময় দেবেন।

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৬

ফোয়ারা বলেছেন:
আপনার এমন আন্তরিকতায় মুগ্ধ হলাম।

ধন্যবাদ। ভাল থাকবেন।

১৫| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৪

রাকু হাসান বলেছেন:

আপনার নামে সন্দিহান । ভাই নাকি আপু বলবো বুঝতেছিনা । যাক ব্লগে আপনার স্বাধীনচেতা মন্তব্য ভাল লাগছে দেখে।নতুন কিছু দিন পড়ি।

১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৪

ফোয়ারা বলেছেন:
কি ডাকবেন সেটা আপনার ব্যাপার। ☺


ভাইজান, নতুন কিছু দিছি, পড়তে পারেন।

খঁজ নেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

১৬| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১১

বিজন রয় বলেছেন: অভিনন্দন ও শুভকামনা।

আপনার পদচারণায় ব্লগ মুখরিত হয়ে উঠুক।

শুভকামনা।

১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১১

ফোয়ারা বলেছেন:

আমার পদচারণায় ব্লগ মুখরিত হোক। আপনাদের আশীর্বাদে।

ধন্যবাদ, শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.