![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জন্মেছি একটা নষ্ট সমাজে। আমার পরিচয় কিইবা আর দিবো।
প্যাকেটের গায়ে ছবি সমন্বিত লিখা আছে ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তা সত্ত্বেও বেনসন সিগারেট এক প্যাকেট কিনে পকেটে ভরলাম। আমরা মনুষ্য জাতিরা এক অদ্ভুত প্রাণী। নিষিদ্ধের প্রতি প্রবল আগ্রহশীল। নিয়মের উপর সিগারেট পান করা আমার জন্য অভ্যাস বটে। খুচরা এক দুইটা সিগারেট নিলে দুইএক টাকা বেশি হয়ে যায়। তাই এক প্যাকেট কিনে টাকা বাঁচিয়ে রাখা আমার নিত্যদিনের রুটিন।
দোকানের বেঞ্চে কয়েকজন সমাজ কর্তা বসে আছে। এরা সমাজের দেখাশোনা করে। দোকানের এক কোণে টেলিভিশনে সুন্দরী মেয়েদের বিজ্ঞাপন চলতেছে। আর মুরব্বিরা লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। মুখ থেকে কিঞ্চিৎ আকারে শব্দ বের হচ্ছে। "আহ আহা! কি সুন্দর মেয়েগু। যদি পাইতাম।" সমাজের কর্তাদের এমন আচরণের কারণেই তো যুবকরা আজ ইভটিজারে উৎসাহ পাচ্ছে।
দোকানে বসে থাকা একটা লোক সিগারেট ফুঁকছে। মুখে ছাগল দাঁড়ি শোভা পাচ্ছে। গায়ে কুর্তাপরিহিত। হুজুর টাইপের। মাথায় টুপি নাই। উসখুস চুল। মনে হয় বেচারা নারিকেল ⛽ সাথে পরিচয় হয়নি কোনদিন। ও লোকটা আমার দিকে তাকিয়ে আছে সেই সিগারেট কেনার সময়। আমাকে ডাকল। গম্ভীরমুখে আমাকে উপদেশ দিতে লাগল। " বাবা, সিগারেট তুমি খাওয়ার জন্য নিচ্ছ না। সিগারেট খাওয়া ভাল না। এই যে আমি খাচ্ছি। কত টাকার ঔষধ খেতে হয় তুমি জান। তুমি এইসব ছেড়ে ভাল পথে পা দাও। তোমার বাবা কত ভাল ছিল। আর তুমি কিনা, ছিঃ ছিঃ ছিঃ।
১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯
ফোয়ারা বলেছেন: ভাইজান এত সুন্দর মুচকি ☺ দিলেন। ইহাতো ভালা না।
মন দিয়া কাঁদেন। মন ভরে কাঁদেন। সব উল্টোপাল্টা চলতেছে।
২| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৪
ওমেরা বলেছেন: উপদেশ দিতে পয়সা লাগে না ।
১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯
ফোয়ারা বলেছেন:
উপদেশ দিতে পয়সা লাগে না । তাতো বটেই। সেই উপদেশ কোন পরিবেশে দিচ্ছে। তা কি ভাবছেন। তিনি নিজে সিগারেট হাতে নিয়ে আমাকে বলতেছে সিগারেট না খেতে। এই পরিস্থিতিতে কোন যুবক কি ভাল পথে আসবে।
মন্তব্য রেখে যাওয়ায় ধন্যবাদ।
শুভকামনা।
৩| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫
নজসু বলেছেন:
ভূতের মুখে রাম নাম।
তা উনাকে জবাবে কিছু বললেন না?
প্রুফ রিডার কি কাজ করবে এখন?
১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮
ফোয়ারা বলেছেন:
না, আমার মায়ের আদেশ, সমাজে কর্তাদের মুখেমুখে কথা না বলতে। আর আমিও এদের এড়িয়ে চলার চেষ্টা করি।
প্রুফ রিডার, অবশ্যই ভাইজান।
৪| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০
ইয়োডা বলেছেন: ফ্রি উপদেশ দিতে বাঙালী সেরা।
১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯
ফোয়ারা বলেছেন:
জ্বি ভাইজান। ফ্রি উপদেশ এর জন্য নোবেল দেওয়া দরকার বাঙলাদেশীদের।
৫| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪
নজসু বলেছেন:
আমরা মনুষ্য জাতিরা এক অদ্ভুত প্রাণী।
বাক্যটির দুইস্থানে বহুবচন ব্যবহার করা হয়েছে। যা ব্যাকরণ সমর্থন করেনা।
বাক্যটি যদি আমরা আমরা মনুষ্য জাতি এক অদ্ভুত প্রাণী। এভাবে লিখি তাহলে যথার্থ হবে।
২য় অনুচ্ছেদে সমাজকর্তা এক শব্দ হলে কেমন হবে?
সুন্দরী মেয়েদের বিজ্ঞাপন চলতেছে।
চলতেছে শব্দটা চলছে লিখলে কেম হতো?
আপনি লিখেছেন কি সুন্দর মেয়েগু
টাইপ দ্রুত করেছেন মনে হয়। সম্ভবত শব্দটা হতো মেয়েগুলো
যুবকেরা আজ ইভটিজারে উৎসাহ পাচ্ছে।
যদি বাক্যটা লিখতাম যুবকেরা আজ ইভটিজিংয়ে উৎসাহ পাচ্ছে।
শব্দ দুটোর অর্থ আলাদা আলাদা।
আমি আমার প্রিয় ব্লগারদের প্রুফ রিডার হিসেবে কাজ করতে চাই।
তবে কেউ যদি মন খারাপ করেন তাহলে চাকুরীতে ইস্তফা দেবো।
১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১
ফোয়ারা বলেছেন:
না না, মন খারাপের কিছু নাই। এ তো লেখকরা উৎসাহ পাবেন।
আপনার ধরে দেওয়া ভুল সময় করে ঠিক করে দিব৷
৬| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫
নজসু বলেছেন:
আপনার মা একজন আদর্শ মায়ের ভূমিকাই পালন করেছেন।
১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২
ফোয়ারা বলেছেন:
প্রত্যেক মায়েরাই ভাল।
ধন্যবাদ।
শুভকামনা।
৭| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯
রাজীব নুর বলেছেন: সেদিন একটা মুভি দেখলাম ক্লকাতার। নাম সমান্তরাল।
সেই মুভিতে একজনের নাম থাকে ফোয়ারা।
১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩
ফোয়ারা বলেছেন:
তো কি হইছে......৷
৮| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১
কিশোর মাইনু বলেছেন: নিজে যে অপরাধ নিয়মিত করি, সে অপরাধের কারণে আরেকজনকে দোষী সাব্যস্ত করা ঠিক নয়।
কিন্তু আমরা সেই কাজটাই বেশী করি।
১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪
ফোয়ারা বলেছেন:
আমরা বাঙালীরা এই কাজ বেশি পটু। সেই জন্যই তো দেশটা রসাতলে যাচ্ছে।
ধন্যবাদ।
শুভকামনা।
৯| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনি একটু মজা নিতে পারতেন। বলতেন চাচা সিগারেট আমার জন্য না।এটা এক বড়ভাই এর জন্য।তারপর তার ছেলের নাম বলে দিতেন। তাইলে দেখতেন কি বলে। ফিউজ হয়ে যেতো।
১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৫
ফোয়ারা বলেছেন:
না না ভাইজান। এই আমার দ্বারা সম্ভব না। আমার মায়ের আদেশ। মই মুরব্বিদের সাথে সম্মান সহিত কথা বলতে।
১০| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৫
হাবিব বলেছেন: লাইক দিলাম.........
১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৬
ফোয়ারা বলেছেন:
তো কি হইছে৷
১১| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯
করুণাধারা বলেছেন: ১) আমরা মনুষ্যজাত নিষিদ্ধের প্রতি প্রবল আগ্রহশীল।
২) বাঙালির জাত অন্যকে উপদেশ দিয়ে বেড়াবে যে কাজটি করার জন্য, নিজে ঠিক তার উল্টো কাজটি করবে।
আপনার পর্যবেক্ষণ এবং লেখার ক্ষমতা, দুটোই ভালো। লিখতে থাকুন, শুভকামনা রইল।
১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৩
ফোয়ারা বলেছেন:
ধন্যবাদ।
শুভকামনা নিরন্তর
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫২
আর্কিওপটেরিক্স বলেছেন: