নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বড়ই অদ্ভুত জীবন, খেয়ালী মায়ার প্রতিক্ষণ।

ফোয়ারা

আমি জন্মেছি একটা নষ্ট সমাজে। আমার পরিচয় কিইবা আর দিবো।

ফোয়ারা › বিস্তারিত পোস্টঃ

পথপ্রান্তের খোশ গল্পঃ ছুটির দিন

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৪



জুম্মাবার, শুক্রবার, ছুটির দিন। যে যাই বলুক। আমার জন্য আজকের দিনটা শোকের দিন। চাচারা ও বড় ভাই সবাই আজকের দিনে বাড়িতে আসে। প্রতি শুক্রবারও আসে। এরা আসলেই আমি স্বাধীন না। তাদের চোখে চোখে থাকতে হয় সারাদিন। যার কারণে আমার আর সিগারেটের দিকে নজর যায় না। প্রচণ্ড নেশা ধরলেও খাইতে পারিনা। না খাইতে পারার কষ্টটা চেপে ধরে রাখতে হয় পরের দিনের জন্য। কিন্তু আমার চোখের সামনে বড় চাচা মেজো চাচা দিব্বি খেয়ে বেড়াচ্ছে।

টঙওয়ালার কাছে গেলাম এককাপ চা খাওয়ার জন্য। এগারোটা বেজে যাওয়ার কারণে সে আর চা বিক্রি করবেনা। আজ জুম্মাবার। গোসল করতে হবে। আগে আগে মসজিদে যেতে হবে। রাসুলের (সঃ) নিয়ম। যারা জুম্মাবারে মসজিদে আগে আগে যাবে। সোয়াবের খাতায় তাদের নাম আগে উঠবে। এই কথাটা টঙওয়ালা প্রত্যেক শুক্রবার এগারোটা বেজে যাওয়ার পর কোন ক্রেতা আসলেই তাকে বলবে। লাগামহীন বলে থাকবে। সাড়ে এগারোটা পর্যন্ত। তারপর টঙটা ❎ করেদে। কিন্তু লোকে তাকে এই কথাটি বলতেও দ্বিধা করে না একটুও। সপ্তাহে, আনিস মিয়া তুমি একবারও মসজিদের দুয়ারে পা দিয়েছিলে। আজকে এত ভকভক কর কেন। তখন আর আনিস মিয়া আর কথা বলে না। হায়রে মুসলমান।


............পাঠক আজ এইটুকু, সবাই ভাল থেকো।...................

মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫০

রাজীব নুর বলেছেন: যাই জুম্মার নামাজটা পড়ে আসি।

১৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৭

ফোয়ারা বলেছেন:

:#)

২| ১৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর।

১৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৩

ফোয়ারা বলেছেন:

ধন্যবাদ।

৩| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬

হাবিব বলেছেন: সুন্দর গল্প লিখেছেন

১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭

ফোয়ারা বলেছেন:
ধন্যবাদ

৪| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯

ফোয়ারা বলেছেন:
ধন্যবাদ

৫| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৮

ব্লগার_প্রান্ত বলেছেন: তা সে যায় কোথায়?

১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩

ফোয়ারা বলেছেন:

ধন্যবাদ।

প্রশ্নটা কোথায় থেকে আনছেন।

৬| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি পড়লাম । ভালোই। বাস্তব

১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪

ফোয়ারা বলেছেন:

ধন্যবাদ।

বাস্তব। জ্বি বাস্তবতায়। আজকের ঘটানা।

৭| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪

ব্লগার_প্রান্ত বলেছেন: না মানে আনিস মিয়া মসজিদে না গিয়ে কোথায় যায়?

১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭

ফোয়ারা বলেছেন:
সে শুক্রবার ছাড়া আর মসজিদে যায় না। দোকানেই থাকে। একটা বউ আছে বাড়িতে। তার এটাই সংসার। বিয়ে করছে ছয় বছর হয়ে গেছে।

ধন্যবাদ আবার আসার জন্য।

৮| ১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! আত্মকথন বেশ ভালো লাগলো ।

ভালোবাসা জানবেন।

১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫

ফোয়ারা বলেছেন:
ধন্যবাদ ।

ভালবাসা ও শুভকামনা নিরন্তর।

৯| ১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

সাইয়িদ রফিকুল হক বলেছেন: রম্যভাবটা আরেকটু বড় হলে ভালো হতো।

১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৭

ফোয়ারা বলেছেন:
আমার দৈনন্দিন জীবনের কথাগুলো লিখেছি ভাইয়া।

ধন্যবাদ পড়ার জন্য।

১০| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪২

অপু দ্যা গ্রেট বলেছেন:



গল্পটার অর্থ বুঝলাম না ।

এখানে কি বিড়ি খাওয়াকে কেন্দ্র করা হয়েছে নাকি একদিন মসজিদে যায় সেটা ।

লেখাটা আমার কাছে খাপ ছাড়া লেগেছে ।

১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯

ফোয়ারা বলেছেন:
এটাতো ভাইয়া দৈনন্দিন জীবনের গল্প। এখানে দুটি বিষয় তুলে ধরার চেষ্টা করেছি।

ধন্যবাদ পড়ার জন্য।

১১| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫১

ন্যািন্স েদওয়ান বলেছেন: ভালো লাগলো....

১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯

ফোয়ারা বলেছেন:
ধন্যবাদ পড়ার জন্য।

১২| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৬

খায়রুল আহসান বলেছেন: বিড়ি খাওয়া ভাল নয়।
আযান শোনার সাথে সাথেই মসজিদের দিকে রওনা হওয়া উচিত। আর এজন্য ওযু করে আগে আগেই তৈরি হয়ে থাকা একান্ত কাম্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.