নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বড়ই অদ্ভুত জীবন, খেয়ালী মায়ার প্রতিক্ষণ।

ফোয়ারা

আমি জন্মেছি একটা নষ্ট সমাজে। আমার পরিচয় কিইবা আর দিবো।

ফোয়ারা › বিস্তারিত পোস্টঃ

যাপিত জীবনের অল্প গল্পঃ মুসলিম তীর্থক্ষেত্রের ভাঙা ও গড়া এবং সঙ্কট মুসল্লি

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২২




একটি পুরানো মসজিদ। শিল্পীর হাতে মসজিদে কংক্রিটের কারুকাজ যে কাউকে মুগ্ধ করত। উপরে ছোট ছোট গম্বুজ। পূর্বের উত্তরে একটি মিনার। মসজিদের চারপাশে গাছ ভর্তি। মসজিদে ঢুকলেই একটা ঠাণ্ডা অনুভূতি হয় গরমের কালে। আর শীতে পাটের চট বিছিয়ে নামাজ পড়া হতো।

এমন একটা পুরনো মসজিদ ভেঙে নতুন করে বাধানো হলো। টাইস-টুস লাগিয়ে আধুনিক সৌন্দর্য বৃদ্ধি করা হলো। গরমের কারণে এসি লাগানো হলো। আর শীতের জন্য চওড়া ওমের কার্পেট বিছানো হলো। অজুখানা তৈরী করা হলো। বসে বসে অজু করার সুবিধা জুটে গেল কপালে মুসল্লিদের। সেই সিঁড়ি বেয়ে পুকুরে নেমে দু'পায়ের উপর বসে কষ্টসাধ্য অজু করা বন্ধ হলো। বলাবাহুল্য, মুসল্লিরা আজ সুখের তরীতে ভাসতেছে।

এতকিছুর পরেও আমাদের মনে আক্ষেপ থেকে যায়। পুরনো মসজিদ ভেঙে নতুন করে বানানো হলো। কিন্তু মসজিদের সেই মুসল্লিগণ আর নাই। জুম্মাবারের জোহর নামাযে মসজিদ ভর্তি মুসল্লী হলেও। আর সপ্তাহের বাকি দিনগুলোর জন্য প্রথম কাতারেই মুসল্লিদের শোভা বর্ধিত। আমি মাঝেমধ্যে ভাবি সেই পুরাতন মসজিদগুলো কতই না সুন্দর ছিল। আর এখন নতুন করে মসজিদ প্রশস্ত করে মুসল্লিদের হারালো। হায়রে মুসলিম আমরা।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

রাজীব নুর বলেছেন: আজকাল ধর্ম-কর্ম থেকে মানুষের মন উঠেই গেছে।

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৭

ফোয়ারা বলেছেন:
ধন্যবাদ।

শুভকামনা।

২| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫১

অপু দ্যা গ্রেট বলেছেন:



সত্যি । আমি চেষ্টা করি এলাকায় থাকলে আমাদের মসজিদে যেতে আলাদা একটা প্রশান্তি চলে আসে । যদিও সে ভাঙ্গা মসজিদ আর নেই । আগে যারা ছিলেন তারাও আর আসে না ।

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৮

ফোয়ারা বলেছেন:

বড়ই আফসুসের ব্যাপার।

ধন্যবাদ

শুভকামনা

৩| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমরা লাখ লাখ টাকা খরচ করে মসজিদ করছি কিন্তু নামায পড়ছি না। বিরাট সমস্যা...:(

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৯

ফোয়ারা বলেছেন:

বিরাট সমস্যা মুসলমানদের কপালে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.