![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জন্মেছি একটা নষ্ট সমাজে। আমার পরিচয় কিইবা আর দিবো।
জানালার পাশে বসে আছি। আজ ভরা পূর্ণিমা।
কত সুন্দর। ফকফকা জ্যোৎস্না।
সাদা মেঘের ভেলারা উড়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে।
নীলাভ গহীনে। ব্যথা নিয়ে।
একরাশ বুকের ব্যাথা নিয়ে। না।
আকাশের ব্যাথা নাই। ব্যথা আছে আমাদের হৃদয়ের মাঝারে।
হারানোর ব্যথা। না পাওয়ার ব্যথা।
হাজার রকমের ব্যথা। লুকিয়ে থাকা সুপ্ত ব্যথা।
কত ব্যথা জমিয়ে আছে মনের গহীনে। হৃদির খেয়ালের ডোঙায়।
একদিন সব ব্যথা, ফেরি করে পাড়ি দিব অপার পাড়ে।
কেউ এসে খোঁজ নিবেনা। কেউ না।
তাদের এখান আসতে হলে। পৃথিবীর মায়া ত্যাগ করে আসতে হবে।
আমার মত।
আমার চলে যাওয়ার শোকে। কেউ পৃথিবীর বুকে।
কালো ব্যানারে সমবেদনা জানাবে। কেউ কান্নায় ভেঙে পড়বে।
কেউ তাদের সান্ত্বনা দিবে। প্রিয় মানুষের হারানো ব্যথা নিয়ে।
সেই ব্যথা তাদের কুড়িয়ে খাবে।
২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭
ফোয়ারা বলেছেন:
কবিতার মত একখান মুগ্ধতা রেখে গেলেন। মন্তব্যে।
ধন্যবাদ
২| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৩
বিজন রয় বলেছেন: ব্যাদনা কি?
২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮
ফোয়ারা বলেছেন:
দুঃখিত। বেদনা হবে।
ধন্যবাদ।
৩| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৬
আরোগ্য বলেছেন: ভালো হয়েছে।
২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮
ফোয়ারা বলেছেন:
ধন্যবাদ জানবেন।
৪| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৩
সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা
২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯
ফোয়ারা বলেছেন:
ধন্যবাদ
৫| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৩৩
রাফা বলেছেন: ব্যাদনা নাকি বেদনা-অর্থাৎ ব্যাথা।যদি তাই হয় তা‘হলে শিরোণাম ঠিক করে নিন।
২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯
ফোয়ারা বলেছেন:
বেদনা।
ধন্যবাদ।
৬| ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০১
রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
মাঝরাতে ঘুম ভেঙ্গে গেল। দেখি পুরো ঘর চাঁদের আলো দিয়ে ভরে গেছে। এত সুন্দর লাগছে! আমি মুগ্ধ হয়ে গেলাম।
যদি কবিতা লিখতে পারতাম তাহলে একটা কবিতা লিখে ফেলতাম।
২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪০
ফোয়ারা বলেছেন: ধন্যবাদ
৭| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৪
হাবিব বলেছেন: খুব ভালো লাগলো............
২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪০
ফোয়ারা বলেছেন:
ধন্যবাদ
৮| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৪
আহমেদ জী এস বলেছেন: ফোয়ারা,
মোটামুটি লাগলো ।
বেশ কিছু টাইপো আছে ---- ব্যাথা < ব্যথা । পারি দিব < পাড়ি দিব। ডোঙায়ে < ডোঙায়।
হৃদয়ের মাজারে শব্দটি মনে হয় হৃদয়ের মাঝারে হবে।
২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪১
ফোয়ারা বলেছেন:
ধন্যবাদ। ভুল গুলো এডিট করে দিছি।
৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৩
ল বলেছেন: অসাধারণ প্রকাশ।
কেউ এসে খোজ নিবে না--- কেউ না ---
বাস্তব জীবন থেকে উঠে আসা কথামালা।
ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৩
কবীর বলেছেন: কবিতার মত একখান কবিতা পড়লাম।
ভালো লিখেছেন++