![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জন্মেছি একটা নষ্ট সমাজে। আমার পরিচয় কিইবা আর দিবো।
চারিদিকে নির্বাচনী হাওয়া বয়ে বেড়াচ্ছে। দলীয় কার্যালয়ের আশেপাশের চায়ের দোকানগুলোতে ভীড় জমে আছে সারাদিন। দোকান মালিক খুশি। আবার ভিতরে ভিতরে ভয়ের বরফ হয়ে আছে। মাঝে মধ্যে কিছু কিছু নেতা-কেতা আসে। জমজমাট দোকান তখন। যে দোকানে দুই তিনটির বেশি লাইট জ্বলে না। সে দোকানে দশবারটা লাইট দিব্যি জ্বালিয়ে রেখেছে। কাপের পর কাপ চায়ের সাথে নির্বাচন পর্যন্ত বিয়ের কথা বার্তা চলতেছে। এখন জমিয়ে প্রেম করতেছে দেশের পবিত্র নেতাদের হাতে মুখে লেগে লেগে।
দোকান মালিক রাত শেষে হিসাব নিকাশ করতে গিয়ে কপালে ডান হাত। আর বাম হাতে সিগারেট দিব্যি সুখে জ্বলিয়ে যাচ্ছে। নেতার পকেট থেকে টাকা আসেনি দোকানের কেশে। মালিক তার হিসেব খাতা দেখে আফসোসে ফেটে পড়ে। হায় কি করলাম। তবু মালিক স্বপ্ন দেখে। তিনি ভোটে জয়ি হবেন। টাকা তখন নিয়ে নেবে। এখন আফসোসের ভারটা মনে মনে পুষে রাখে।
কিন্তু নেতার পরাজিত হলে তো মালিক শেষ। যদি ভাগ্যে জয়ি হয়ে যায়। তাহলে কি মালিক তার নেতার বাকি টাকা গুলো পাই। পাই না। কিন্তু একটা বড় সুযোগ পাই। গদির তলা বাবা ট্যাবলেটের স্তুপ গড়ে তুলতে পারে। প্রশাসন সামনে দিব্যি মাদক, অনিয়মের ব্যবসা করে যায়।
২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৫
ফোয়ারা বলেছেন:
ভাল কাজ করেছেন। এক কাপ চা খেয়ে নেতার উপর চেপে দিয়ে আসেন।
পড়লাম। এমন মন্তব্য না করলেই চলত। পড়ে কি লাভ হবে, যদি না পোস্টের ব্যাপারে কিছু না বলেন।
নেক্সট টাইম এমন মন্তব্য নিয়ে আমার ব্লগে আসবেন না।
২| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বেশ
২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৬
ফোয়ারা বলেছেন:
এখানেই কি শেষ।
৩| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৩
সেলিম৮৩ বলেছেন: অার একটু লিখলে কি হতো?
২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২১
ফোয়ারা বলেছেন:
অত লিখার প্রয়োজন মনে করিনা।
৪| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩১
রাজীব নুর বলেছেন: আসলে এরকম'ই হয়।
২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫
ফোয়ারা বলেছেন:
Thanks
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫২
আর্কিওপটেরিক্স বলেছেন: পড়লাম