নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বড়ই অদ্ভুত জীবন, খেয়ালী মায়ার প্রতিক্ষণ।

ফোয়ারা

আমি জন্মেছি একটা নষ্ট সমাজে। আমার পরিচয় কিইবা আর দিবো।

ফোয়ারা › বিস্তারিত পোস্টঃ

পথপ্রান্তের খোশগল্পঃ আনিস মিয়ার জিজ্ঞাসু দৃষ্টিতে রঙ বেরঙ ছোট্ট পৃথিবী

১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯



পৌষের হিম শীতল হাওয়া। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। রোদের দেখা পাওয়া কষ্টসাধ্য। ঝরাপাতার বিমর্ষ চেহারা। সুন্দর আকাশটাও গম্ভীর ভাব নিয়ে বসে আছে। ধরার বুকে এক নির্মল বেদনার আর্তনাদ। সব পাখিদের গোমড়া মুখ। যেন ক্ষণিকে মহাপ্রলয় ঘটে যাবে। সব কিছু ভেঙেচোড়ে চুর্মার হয়ে যাবে একাকার।

তবুও পৃথিবীর প্রাণীগুলো সুখে আছে। সুখ-শান্তির প্রাচীর গড়ে তুলতেছে প্রতিনিয়ত। কিন্তু এত কিছুর পরও। সংঘাত, হানাহানি, হিংসাত্মক নৈরাজ্য সৃষ্টি হয় প্রতি সেকেন্ডে সেকেন্ডে। কেন! কেন! কেন?

এমনি প্রশ্নের ব্যাখ্যা খুঁজে বেড়াই চায়ের দোকানী সহজসরল আনিস মিয়া। এলাকার লোকজন তার দোকানে আসে। বসে। চা খাই। সিগারেট কিনে। কিছুক্ষণ বসে টেলিভিশন দেখে। আনিস মিয়ার দোকানে সারাদিন খবর আর চ্যানেলগুলোর বিজ্ঞাপন চলে। দুপুর বেলা বাংলা ছায়াছবির দুমদাম চলতে থাকে। কিছু কিছু সময় জীবজন্তুর চ্যানেল চলে। লোকে চায়ের কাপে চুমুক দিয়ে হা করে টিভির দিকে তাকিয়ে থাকে। এভাবেই দিন যায় আনিস মিয়ার।

আনিস মিয়া টিভিতে সব কিছু বুঝে না। দেখে তাকে শুধু। আর চ্যানেল পাল্টাতে পাল্টাতে বেচাকেনা করে। টিভি টাভি থাকলে বেচাকেনা বাড়ে দোকানের। ইহাতে ভারতি লাভ যেন দোকানের। তার সংসারে তার বউ। বিয়ে করে ছয় বছর হয়ে গেল বাচ্চা কাচ্চা নাই। আনিস মিয়ার সংসারে। দোকানের পিছনে ছোট্ট একটা রুমেই আনিস মিয়ার সংসার দিব্বি সুখে কেটে যাচ্ছে।

কিন্তু আনিস মিয়া সুখে আসলে কি আছেই। দেশে নির্বাচনী হাওয়া বয়ে বেড়াচ্ছে। লোকেমুখে নির্বাচনের উল্লাস। আনিস মিয়া দোকান থেকে দুপা বের করেনা। বাহিরে তার বউ সব কাজ করে। দোকানের কিছু প্রয়োজন হলে বউটাই নিয়ে আসে।

দেশে নির্বাচন আসলেই সব পোলাপান রাজনীতির চামচা হয়ে যায়। নেতার পিছনে লেগে থাকে। নেতার নামে দোকানে দোকানে গিয়া টাকাকড়ি না দিয়ে খেয়ে আসে। আনিস মিয়ার দোকানও এদের হাত থেকে রেহাই পাইনা।

এভাবেই কি আনিস মিয়ার সুখে থাকা হই আর। তার দোকানের সামনেই রাজনীতির মিছিল মিটিং। মারামারি। হাতাহাতি। কিংবা মাইকে একে অপরের উপর গালাগালি। কেন! কেন! কেন?


পুনশ্চঃ আনিস মিয়া দোকান থেকে কেন পা বাহির করে না। তা অন্য একদিন বলব।

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: আনিস মিয়া যুদ্ধে পা হারিয়েছে।

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫

ফোয়ারা বলেছেন:

ধন্যবাদ। পরে পর্বের জন্য অপেক্ষা করিয়েন।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১০

চাঁদগাজী বলেছেন:


এরপর, আরো একদিন আনিস মিয়ার কথা লিখবেন? মনে হয়, এটাই যথেস্ঠ

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬

ফোয়ারা বলেছেন:

না। এটাই যথেষ্ট নই। ধন্যবাদ।

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯

প্রবালরক বলেছেন: কিনতু আনিস মিয়ার বিয়ের বয়স যদি মাত্র ৬ বছর হয় তবে ‘যুদ্ধে পা হারানোর’-র সমীকরন মিলে না।

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬

ফোয়ারা বলেছেন:
হা হা, আপনি ঠিকই ধরেছেন। আর হ্যাঁ কেন তিনি পা হারিয়েছেন সেটা বলেনি। পরে বলব বলছিলাম। পরের পর্বেই খোলাসা হবে।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

কালীদাস বলেছেন: দুঃখজনক। এবং আসলেই কিছু বলার উপায়ও নেই এই চন্ডালদের।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:২১

ফোয়ারা বলেছেন:
দুঃখজনক বটে.....
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.