![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জন্মেছি একটা নষ্ট সমাজে। আমার পরিচয় কিইবা আর দিবো।
রাত যত গভীর হয়। নিস্তব্ধ তত বাড়তে থাকে। জনমানবশূন্য। একটি সুনসান শশানের পাশ দিয়ে। চাঁদের ক্ষীণ আলোতে পথ চলতে থাকি। চারপাশ নিশ্চুপ হয়ে আছে। আমি একা। এক হাতে মোবাইল আর অন্য হাতে জ্বলন্ত সিগারেট। এক উদ্ভট পোড়া মাংসের গন্ধ বাতাসে ভেসে আসতেছে নাকে। গাটা শীতল হয়ে যাচ্ছে।
সামনে কদ্দুর এগুতে একটি প্যাঁচা ঝাঁপ করে কোথায় উড়িয়ে গেছে। পায়ের তলায় একটি ইঁদুর তিলি বিলি করে যাচ্ছে। ভয়ে আমার সিগারেট মুখে যায়না। মোবাইলটা হাত ফসকে পড়ে গেছে। খোজার আর চেষ্টা করেনি। কমদামী ফোন। নেতাবাবুজি দিয়েছিল। ঘরে আজকাল থাকা যায় না। ঘরের দুয়ারে পুলিশের কড়া প্রতিদিন। প্রতি গ্রামে।
২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১২
ফোয়ারা বলেছেন:
ধন্যবাদ। সেই চেষ্টা থাকবে।
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:০৬
কালীদাস বলেছেন: চেষ্টা করলে এটাকে একটা ভাল ছোট গল্প বানানোর সুযোগ আছে।
২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৩
ফোয়ারা বলেছেন: ।
ধন্যবাদ। চেষ্টা কেন করবনা
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৪
রাজীব নুর বলেছেন: হে প্রভু আর কতদিন টিনের চশমা পড়ে থাকবে? একটু নড়াচড়া দাও।
২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৪
ফোয়ারা বলেছেন:
তুমি মিয়া আর কতদিন ব্লগে থাকবা সেটা কও।
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬
আর্কিওপটেরিক্স বলেছেন: চলুক না..
২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৬
ফোয়ারা বলেছেন:
রেল গাড়ি চলুক।
৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৮
কাজী ফররুখ আহমেদ বলেছেন: এটি কি গল্পের প্লট/ট্রেইলার ?
তাহলে আগামীতে সম্পূর্ণ লেখা পাবো কি ?
০৭ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৩৮
ফোয়ারা বলেছেন:
আহা নিয়া আসবোই সামনে।
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:২৫
অপু দ্যা গ্রেট বলেছেন:
পল্টাকে বড় করে ফেলুন
দারুন একটা গল্প হবে