![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জন্মেছি একটা নষ্ট সমাজে। আমার পরিচয় কিইবা আর দিবো।
কিছু রুক্ষ্ম ভাবনা। অন্তর্দহন। জীবনের মাঝে লেগে থাকে আঁটার মতন। পৌষের মিষ্টি রোদের স্নিগ্ধ তাপে জ্বলসে থাকা মৃত্তিকার শীতল দেহ। আমার পাপিষ্ঠ পায়ের তীক্ষ্ণ স্পর্শ। মৃত্তিকা হাহাকার করে উঠে।
বেশকিছুদিন আগে প্রিয়তমার নিকট অল্প টাকা ধার নিয়েছি। একটা বই নিব বলে। সেই টাকাগুলো সিগারেটের ধূয়ায় প্রকৃতির নিকট মিশে গেছে। আমি জানি নির্ঘাত এটা প্রিয়তমার জন্য বিশ্বাসঘাতকতা করে গেছি। নিস্তব্ধ প্রতরণা।
দিনান্তের শেষ প্রহরে আবছা ছায়া। উন্মাদের আর্তনাদ। পাখিদের বিমর্ষ ডাক। প্রকৃতির অমোঘ নিয়মতান্ত্রিকতা। দু'পায়ের মানব গুলো বড়ই স্বার্থপরায়ন। যে যার কর্মে ব্যস্ত। রাস্তার প্রহেলিকাদের দেখার কেউ নাই। উন্মাদ শীতে কাঁপতে থাকে নিগৃহ দুপায়ে গুলো।
রাতদিন পেরিয়ে সময়গুলো ধীরে ধীরে অনন্তকালের দিকে ধেয়ে যাচ্ছে। প্রকৃতিও কি তার দিকে নুয়ে পড়ছে। হাজার হাজার রহস্যকে অমিমাংশিত রেখে।
০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৫
ফোয়ারা বলেছেন:
ধন্যবাদ। ঠিক করে দিয়েছি।
২| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২১
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ। কিন্তু এখনও তো আগের মতই অনন্ততের যাত্রীরা দেখাচ্ছে।
০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৬
ফোয়ারা বলেছেন:
ওহ... সরি। এখন নিশ্চয়ই ঠিক আছে।
আপনাকে অনেক ধন্যবাদ।
৩| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৬
পবিত্র হোসাইন বলেছেন: মাথাটা ঝিম ঝিম করছে
০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৭
ফোয়ারা বলেছেন:
ধন্যবাদ। মাথাটা ঝিম ধরে আছে।
৪| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩২
আর্কিওপটেরিক্স বলেছেন:
০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৯
ফোয়ারা বলেছেন:
৫| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রকৃতি তার নিজস্ব নিয়মে এগিয়ে যাবে। কিন্তু আমরা দু'পেয়ে মানুষরা শুধুই অনিয়মের বেড়াজালে নিজেদেরকে আটকে ফেলতে থাকব।
০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৬
ফোয়ারা বলেছেন:
ধন্যবাদ।
৬| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৯
হাবিব বলেছেন:
০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৭
ফোয়ারা বলেছেন:
HNY19
৭| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৫
রাজীব নুর বলেছেন: =Happy New Year=
০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৭
ফোয়ারা বলেছেন:
HNY19
৮| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৯
অপু দ্যা গ্রেট বলেছেন:
আমি তো ধার নিতেই পারলাম না
উলটো অনেক টাকা খসে গেছে ।
০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৫
ফোয়ারা বলেছেন:
হা হা সবার কপাল এক নাযে।
ধন্যবাদ।
৯| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৭
রাকু হাসান বলেছেন:
কাব্যিক লাগছে । আপনি আরেকটু বেশি লিখলে আমার অনন্ত ভালো থাকতো বেশি । শুভকামনা ।
২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৫
ফোয়ারা বলেছেন: ধন্যবাদ পরে কোনবার চেষ্টা করব।
১০| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০২
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: লিখাটি ভালো লেগেছে
২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৮
ফোয়ারা বলেছেন: ধন্যবাদ।
১১| ২৮ শে জুলাই, ২০২১ দুপুর ১২:২০
খায়রুল আহসান বলেছেন: বছরের প্রথম দিনের সকালে এমন ভাবনাটা ভাল লেগেছে। + +
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৪
নতুন নকিব বলেছেন:
শিরোনামটা কি 'অনন্তের যাত্রীরা' হবে?