নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বড়ই অদ্ভুত জীবন, খেয়ালী মায়ার প্রতিক্ষণ।

ফোয়ারা

আমি জন্মেছি একটা নষ্ট সমাজে। আমার পরিচয় কিইবা আর দিবো।

ফোয়ারা › বিস্তারিত পোস্টঃ

ধুর খোদা, সবি গেছে

০৭ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৫২



কিছু নিয়ম না হয় উল্টো হয়ে চলুক, কে বাধা দিবে।
বার্ধক্য জীবনের কাটাটাও যদি পিছনে গিয়ে যৌবনের মহামারী সুখে ডুবে থাকা যায়।

কেউ বাধা দেওয়ার মত থাকবেনা,
সব সমান্তরাল হয়ে গেছে।
ভার্চুয়ালের উছিলায় সবাই এগিয়ে গেছে,
উল্টো হয়ে পড়ছে।

বার্ধক্য বয়সটা যৌবনে পরিণত হয়েছে,
আর যৌবনের সময়গুলো কৈশোরে মাড়িয়েছে।

ফুটফাটের মাদি কুকুরটাও লজ্জায় আড়ালে চলে যায়।
আর অসভ্য দু পায়েগুলো দ্বিধাহীন রাস্তার উপর গড়াগড়ি খায়।
হেয় শরম কে ত্যাগ করে।
ঘরের চার দেয়ালের ভিতর আর কত লেপ্টে থাকা যায়।
তার চাইতে বাহিরের রাস্তায় নির্দ্বিধায় কাম খায়েশ করে যাক।

কেউ মানা করার নাই। নিজেই তো অনিয়মের দুয়ারের দরজা খুলে বসে আছি। সব পাল্টে গেছে।

ধর্মের নামে স্বার্থান্ধ দু পায়েগুলো বিসমিল্লাহ বলে কিশোরীর গায়ে হাত দিলে হারাম না।
দুজনের অনুমতিক্রমে কাপলরা রাস্তায় দরাদরি করে হাঁটলেই তারা অসভ্য হয়ে যায়। জাহান্নামি হয়ে যায়।

আর বিসমিল্লাহ বলে জোর করে হাত দিলে জান্নাতের সুবাস পাওয়া যায়।
হাজার হাজার হুরের সাথে শুয়া যাবে,
সেই মাহিন্দ্র ক্ষণ আশায়।

সব তো পাল্টে গেছে।
ধর্মটাও পাল্টে দিই।
অসুবিধা নাই।

এই সব নষ্টামি খোদা আর কতই দেখবে
সহ্যশক্তির ব্যাপারস্যাপার আছে বটে।







মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: এসব উল্টা নিয়মই চলছে এখন দেশে, মুসলিম নামধারী মানুষগুলোর মনে আর পাপের ভয় নাই

১০ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:২৮

ফোয়ারা বলেছেন:

কবি ও লেখিকা, এসব উল্টো নিয়মই চলছে, চলবে। কারণ আমাদের বিবেক মারা গেছে। ধর্মের অপব্যবহার করতে কুণ্ঠাবোধ করিনা।

শ্রদ্ধা ও কৃতজ্ঞ আপনার প্রতি। মুল্যবান মন্তব্য রাখার জন্য।

২| ০৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৩১

জুনায়েদ বি রাহমান বলেছেন: খবিশ, স্বার্থান্বেষীরা ধর্মের মুখোশ পড়েছে। এবং নিজেদের আকামগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে।

১০ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৩২

ফোয়ারা বলেছেন:

লেখক ও কবি বন্ধু। খবিশ, স্বার্থান্বেষীরা ধর্মের মুখোশ পড়েছে। সত্যিইকার কথায় বলেছেন। চোখ থাকতেও এরা অন্ধ আজ। তাইতো নিজেদের আকামগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে।

শ্রদ্ধা ও ভালবাসা। ধন্যবাদ ও কৃতজ্ঞ জানাই।

৩| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৩৩

অন্তরা রহমান বলেছেন: ধর্মের মুখোশ পড়া শয়তানগুলো সত্যিকার ও খাঁটি ধর্মের উপরও আম-জনতার মন বিষিয়ে তুলছে।

১০ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৪৩

ফোয়ারা বলেছেন:
গল্পকার অন্তরা রহমান। ধর্মের মুখোশ পড়া শয়তানগুলো সত্যিকার ও খাঁটি ধর্মের উপরও আম-জনতার মন বিষিয়ে তুলছে। আসলেই।

ধন্যবাদ

৪| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৩৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

১০ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৪৪

ফোয়ারা বলেছেন: তাই নাকি।

৫| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৩৬

ইসিয়াক বলেছেন: চমৎকার

১০ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৪৫

ফোয়ারা বলেছেন:
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.