নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অগোছালো জীবনে কিছু সুখ পেয়ে ভেবেছিলাম বুঝি সব পেয়ে গেছি!কিন্তু ভুলে গিয়েছিলাম যে জলের উপর রাতের চাঁদটা কেবল ক্ষণীকের!বহু বসন্ত এসে চলে গেছে জীবন থেকে, নিজেকে চেনার বা বোঝার সময় হয়নি!আজ কেউ একজন চোখে আঙ্গুল দিয়ে ভুল গুলো ধরিয়ে দিলো!আর না, শুধরে ফেলব

Fokroul Hasan

আমি একজন মানুষ,এই পরিচয়ে জন্ম নিয়েছি,তাছাড়া পরিচয় দেয়ার মত বিশেষ কোন গুনাবলি আমার মধ্যে নেই...!এখনো বলার মত কিছু অর্জন করতে পারিনি, আর করতে যে পারব, সে সম্ভাবনাও নেই_______

Fokroul Hasan › বিস্তারিত পোস্টঃ

সবচেয়ে বেশি ভালবাসার মানুষ

০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৮

সবচেয়ে বেশি ভালবাসার মানুষ গুলোকে
হারানোর মাধ্যমেই আল্লাহ্ বুঝিয়ে দেন যে,
সবচেয়ে বেশি ভালবাসা পাবার যোগ্যতা
একমাত্র আল্লাহ্ তা'আলা ছাড়া আর কেউ
রাখেনা!!

ভালবাসার সঠিক মুল্যায়ন করতে কেউ
পারুক আর না পারুক, তিনি ভালবাসার
সঠিক মুল্যায়ন করতে পারেন,এবং তিনিই
সব কিছু বুঝার ক্ষমতা রাখেন!!

আমাদের ভালবাসার মানুষ গুলো তাদের
প্রতি ভালবাসার গভীরতা মাপতে না পারলেও,
আল্লাহ্ ঠিকই পৌছে যান আমাদের অন্তরের
একেবারে গভীরে!!

ভালবাসার মানুষগুলো তাদের প্রতি আমাদের
অনুভূতি গুলো উপলব্ধি করতে না পারলেও,
সেকেন্ডের যদি মাইক্রো, নেনো ও হয়, তবে
আল্লাহ্ তা'আলা আমাদের অনুভূতির সেই
নেনো মুহূর্তাট উপলব্ধি করতে পারেন!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.