![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মানুষ,এই পরিচয়ে জন্ম নিয়েছি,তাছাড়া পরিচয় দেয়ার মত বিশেষ কোন গুনাবলি আমার মধ্যে নেই...!এখনো বলার মত কিছু অর্জন করতে পারিনি, আর করতে যে পারব, সে সম্ভাবনাও নেই_______
যেমন সুখে আছিস এমন সুখেই
থাকিস সুখের অট্টালিকাপাড়ে!
এদিকে ফিরেও তাকাবিনা, ভুলেও
আসিসনা এইদিকে,সইতে পারবিনা!!
.
এখানে ভালবাসারা এখনো আছে,
তবে আগের মত সতেজ না!
বিছিন্ন পালকের মত ছিন্ন বিন্ন হয়ে
বড় অনাদরে লুটিয়ে পড়ে আছে
যেথায় সেথায়!!
.
বিষাদি স্মৃতিরা লেপ্টে আছে দেয়াল
জুরে, রক্তের দাগ এখনো শুকোয়নি!
এখানো এখনো রক্ত ক্ষরন হয়ে চলছে
অবিরত,আদৌ বন্ধ হবেকিনা জানিনা!
.
এখানে আলো আসেনা বহুদিন হলো,
কেমন থক থকে, স্যাঁত স্যাঁতে লোনা
ধরা হয়ে নিস্তব্ধ পড়ে আছে মেঝেটা!!
.
তবে হ্যাঁ এখানের আকাশটা এখনো
নিল, তবে শরতের নিল নয়, বেদনার
নিলে একদম পুরো নিল হয়ে আছে!!
.
দেখলেই মনে হবে এখানে হাজার
বছর ধরে বিষাদের নহর বয়ে চলছে!
এখানে এখনো বাতাস বয়ে চলে,
তবে ফাগুনের বিকেলে মাতাল
করা দক্ষিনা সমীরনের মত নয়!!
.
এখানে বাতাসের সাথে উড়ে বেড়ায়
অগ্নিস্ফুলিঙ্গেরা, আর পুড়ে খাক
করে চলে প্রতিটি সকাল, প্রতিটি
বিকেল প্রতিটি রাতকে .....!!
©somewhere in net ltd.