![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মানুষ,এই পরিচয়ে জন্ম নিয়েছি,তাছাড়া পরিচয় দেয়ার মত বিশেষ কোন গুনাবলি আমার মধ্যে নেই...!এখনো বলার মত কিছু অর্জন করতে পারিনি, আর করতে যে পারব, সে সম্ভাবনাও নেই_______
"হুট করে একদিন আবিষ্কার করবা তোমার আশেপাশে কেউ নাই ... তুমি খুব করে চাচ্ছো কেউ একজন তোমার 'কথাগুলো' মনোযোগ দিয়ে শুনুক কিন্তু তুমি সেই কেউ একজনকে খুঁজে পাবে না !!
যে একটা মানুষ এত দিন তোমার কথা শুনে আসছে, সেই মানুষটাকেও তুমি আর তোমার পাশে খুঁজে পাবে না ... অথচ একটা সময় তুমি তোমার এই ভালবাসার মানুষটার সাথে, তোমার 'আবেগ', 'সুখ-দুঃখ', 'হাসি-কান্না' শেয়ার করতে !!
তুমি খুব করে চাইবে তোমার কথাগুলোকে অন্তত কেউ একজন মূল্য দিক ... কেউ একজন তোমাকে বুঝুক ... কিন্তু এত দিনে তুমি বুঝে যাবে তোমার কথা শোনার মতো সময় কারো কাছে নাই ... প্রচন্ড ডিপ্রেশন তোমাকে আস্তে আস্তে গিলে খেয়ে ফেলতে শুরু করবে ... ঐ সময়টাতে কাউকে যে তুমি তোমার 'মনের অব্যক্ত কথাগুলো' বলে একটু 'হাল্কা' হবে তারও কোন সুযোগ থাকবে না !!
এ জগতে বিশাল সংখ্যক মানুষের সব আছে, শুধু তোমার 'কথা শোনার' কেউ নাই ... দিন শেষে দেখবা 'হাতেগোণা' অল্প কয়েকজন মানুষই তোমার আপন !!
ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, একটা সময়ে দিনের পর দিন যে মানুষটাকে আমি সময় দিতাম সে এখন 'কোথায় আছে', 'কেমন আছে' জানি না ... সে আমায় যেভাবে সময় দিয়েছিলো এখন হয়তো অন্য কাউকে সময় দিচ্ছে ... আমি তাকে খুব কাছের আপন কেউ ভেবে বসেছিলাম ... কিন্তু সে আমাকে টাইম পাস ভেবেছিলো !!
ঐ সময়টাতে আমি টুপ করে মাঝ নাদীতে ডুবে গিয়েছিলাম ... আমাকে টেনে তোলার মতোও কেউ ছিলো না ... তখন আমি কালবৈশাখী ঝড়ের মতো ছিন্নভিন্ন হয়ে গিয়েছিলাম ... ডিপ্রেশন আমাকে গিলে খাচ্ছিলো !!
'তীব্র অবহেলা' একটা সময়ে আমাকে পাথর বানিয়ে দিয়েছিলো ... তখন কোন কিছুই আমার ভালো লাগতো না ... 'সুস্বাদু' খাবার টাও 'তিতা' মনে হতো ... ভালো কোন 'মিউজিক'ও 'বিশ্রী' মনে হতো ... 'প্রাকৃতিক সৌন্দর্যে' সজ্জিত জায়গাটাও আমার কাছে 'হন্টেড প্লেস' মনে হতো !!
কাছের মানুষের অবহেলা যে কতটা ভয়ংকর তা শুধুমাত্র 'ভুক্তভোগী' ছাড়া কেউ অনুভব করতে পারবে না ... 'আত্মহত্যা' করার কষ্টের চেয়েও কাছের মানুষের অবহেলার কষ্ট বেশি 'যন্ত্রণাদায়ক' !!
হুট করে চলে আসা 'অল্প সময়ে আপন হওয়া' মানুষগুলো একটা সময় ঠিকই হারিয়ে যাবে কিন্তু 'হাতেগোণা' আপন মানুষগুলো কখনও হারায় না ... তোমাকে সত্যিকারের আপন মানুষকে চিনে রাখতে হবে
©somewhere in net ltd.