![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মানুষ,এই পরিচয়ে জন্ম নিয়েছি,তাছাড়া পরিচয় দেয়ার মত বিশেষ কোন গুনাবলি আমার মধ্যে নেই...!এখনো বলার মত কিছু অর্জন করতে পারিনি, আর করতে যে পারব, সে সম্ভাবনাও নেই_______
"তুমি এই মূহুর্তে যে মানুষটাকে খুব করে চাচ্ছো, সেই মানুষটার তোমাকে এখন দরকার নেই ...
তোমার তীব্র কেয়ার এর বিপরীতে সে তোমাকে তীব্র অবহেলা করছে !! মানুষটা তোমার ডাকে সাড়া দিচ্ছে না ...
'
তুমি যখন খুব করে তার সাথে কথা বলতে চাইছো, সে তখন দায়সারা জবাব দিচ্ছে ... তুমি যখন তার সাথে দেখা করতে চাইছো, সে তোমাকে এড়িয়ে চলছে .....কারন মানুষটার আসলে তোমাকে দরকার নেই ...
'
কারণ সে তোমাকে চায় না !! এই 'চাওয়া' আর 'দরকার' এর হিসাব মেলে না দেখেই মানুষের অনেক ইচ্ছা পূরণ হয় না, পূরণ হবেনা !!
'
তারপর অনেকগুলো বছর পরে তুমি খেয়াল করে দেখবে, হয়তো সেই মানুষটাই তোমাকে চাইছে,
কিন্তু কোনকিছুই আর আগের মত নেই ......
'
তোমার চাওয়াও বদলে গেছে ... তোমার দরকারও বদলে গেছে ... ভুল সময়ে তুমি তাকে চেয়েছিলে ... এখন ভুল সময়ে সে তোমাকে চাইছে !!তোমার সবকিছু মনে পড়ে যাবে ......
'
কতটা জিদ নিয়ে তুমি তার পেছনে হন্যে হয়ে ঘুরেছিলে একটা সময় ... সে পেছন ফিরেও তাকায়নি সেদিন ... আজকে সেই মানুষটাই তোমার ঘরের দরজায় কড়া নাড়ছে ... তোমার দরজা খুলতে ইচ্ছে হচ্ছে না !!
'
পৃথিবীটা অদ্ভূত ... সময় তার চেয়েও বেশি অদ্ভূত ... ঠিক সময়ে ভুল মানুষটা জীবনে এসে পড়ে ... ভুল সময়ে ঠিক মানুষটা আসে ... কেউ কেউ চলে যায় ... কেউ কেউ ফেরত আসে !!
'
একটাসময় পরে ... মানুষগুলো আগের মতই থাকে ... অনুভূতিগুলো বদলে যায় ... এমনভাবে বদলে যায়, যেন চেনা মানুষটাকে অনেক বেশি অচেনা মনে হয় !!
©somewhere in net ltd.