নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিটি মুহূর্তেই কিছু না কিছুর শুরু হচ্ছে; শেষ বলে কিছু নেই, তবু শেষটাকে যে খুঁজি আমি!

আমি মুক্তবাতাস

চলতে চলতে হারিয়ে যাওয়া, সে থেকেই নতুন পথের শুরু!...

আমি মুক্তবাতাস › বিস্তারিত পোস্টঃ

কবিতা-ছায়া শরীর । উৎসর্গ: প্রয়াত ইমন জুবায়ের কে ।

২৪ শে মার্চ, ২০১৪ রাত ১:১৫

শুক্রবার রাতে নির্ঘুম স্টাডি শেষ করে বরাবরই একজন প্রয়াত মানুষ সম্পর্কে জ্ঞান আহরণে নামলাম । যার অন্ধভক্ত ছিলাম সেই ২০০৭ সাল থেকে । তার লেখা কবিতা, গান, জীবন দর্শন, ব্যক্তি জীবন আরও নানা বিষয়ে জানলাম টানা ৫ ঘণ্টা । অতঃপর, নিজেকে এতোটা তুচ্ছ মনে হল তার কবিতা, ভাবনা, দর্শনের কাছে যে ভেবেছিলাম আর আমি লিখবই না বরং সারা জীবনটা তাকে নিয়ে শুধু স্টাডি করে যাবো । সর্বশেষ তার লেখা যে কবিতাটা পড়ছিলাম হঠাৎ মাথায় কড়া নাড়ল যে তাকে উৎসর্গ করে একটি কবিতা না লিখলেই নয় নতুবা আমার সারাজীবনের লেখা গুলো অশুদ্ধই থেকে যাবে!



ছায়া শরীর

`````````````

জমে থাকা বিষাদের কান্না, গড়িয়ে গলে গলে ফোঁটা কয়েক

কুয়াশা কালো ভোঁর নাকি আকাশের নীল?

বিষাদের গল্পটা কে বা কারা লিখল?

বেঁচে থাকা প্রাণ মৃত্যুর আহবান

কেন, কি প্রায়শ্চিত্তে?



সময়ের শরীরে লেগে থাকা গোপন

স্মৃতি চরকা হাওয়া হয়, গা স্পর্শ করে ।



জানার বাহিরে অজানার অনেক কিছু

শহীদ সরণীর অস্পষ্ট গল্পের রেষ

আছে লালনের অমৃত গানের সুর ।



আমার এই এক্কা-দোক্কা

মুছে যাওয়া সুদীর্ঘ এক নদী কবিতা,

মুখাচ্ছদন মনের ডান পাশে এক ক্যান্সার

মৃত্যুর খুব কাছাকাছি মৃত এক অবয়ব ।



উৎসর্গ: প্রয়াত ইমন জুবায়ের কে (Lyricist of BLACK band) ।

(তুমি স্মৃতির শহরে থাকবে ধ্রুব তারা প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ!)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ৮:০৭

আমিনুর রহমান বলেছেন:




কবিতায় +++

ইমন ভাই সকল ব্লগারের হৃদয়ে ছিলো, আছে এবং থাকবে।
ইমন ভাই এর প্রতি বিনম্র শ্রদ্ধা।

২| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:১৮

রাবার বলেছেন: ইমন ভাই এর প্রতি বিনম্র শ্রদ্ধা।

৩| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:৫৬

সকাল রয় বলেছেন:
অনেক সুন্দর। অনেক ধন্যবাদ ভা ই

৪| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ১:৫১

আমি মুক্তবাতাস বলেছেন: ইমন ভাইয়ের প্রতি এতোটা শ্রদ্ধাশীল জেনে সত্যি ভাল লাগল অনেক ।
ধন্যবাদ অনেক, অবিরাম... সত্য ভালবাসার এলকোহল মাতাল করুক প্রতিটি হৃদয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.