নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অত্যন্ত সহজ কিসিমের মানুষ...জীবনটাকে সহজভাবে দেখতেই পছন্দ করি...

ফুয়াদের বাপ

সাদা মনের মানুষ...

ফুয়াদের বাপ › বিস্তারিত পোস্টঃ

পাঠান

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩৭

পাঠান
=====

নান্টু - ভাই, লিংক পাঠান
পল্টু - কিসের লিঙ্ক রে নান্টু
নান্টু - পাঠান
পল্টু - থাকলে পাঠাবো; কিন্তু কিসের লিংক?
নান্টু - পাঠান মুভির লিংক পাঠান
পল্টু - আচ্ছা, মুভির লিংক পাঠাবো? কিন্তু কোন মুভির বলবি তো?
নান্টু - ভাই, শারুখের মুভির লিংক; পাঠান
পল্টু - ওরে নান্টু, শাহরুখের তো অনেক মুভি, কোন মুভিটার লিংক পাঠাবো?
নান্টু - পল্টু ভাই, পাঠাইলে পাঠান, না পাঠাইলে না পাঠান, তিড়িংবিড়িং কইরেন না।
পল্টু - আরে তুই দেখি হুদাই চেতস, মুভির নাম বললেই তো লিঙ্ক খুঁজে পাঠাইতাম
নান্টু - ওকে, তাইলে পাঠান মুভির লিংক পাঠান
পল্টু - আহারে, আমাকে এতো বার লিংক পাঠাতে বলা লাগবে না, তুই যাস্ট মুভির নামটা বল
নান্টু - ভাইরে ভাই, কেমনে বুঝাই, ছবির নামই পাঠান
পল্টু - মানে কি? নাম পাঠাবো কিভাবে? ঠিক করে বল, তুই কিসের নাম চাস অথবা শাহরুখের কোনো মুভির লিংক চাস?
নান্টু - পল্টু ভাই, মাফ চাই, দোয়াও চাই, লিঙ্ক চাই না আর.., শাহরুখ-দীপিকার নতুন মুভী আসছে, The movie name “Pathan”!!
পল্টু - Ok my bro, I will send you all the movie list name of Shahrukh and Dipika. Take Care.

- কৌতুকটি ফেবু থেকে পাওয়া। কিছুটা নিজের মতো করে উপস্থাপন করলাম।
- ছবি গুগল মামা

মন্তব্য ২৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৪২

মহাজাগতিক চিন্তা বলেছেন: মজা পেলাম।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৪৫

ফুয়াদের বাপ বলেছেন: গুরুগম্ভীর ভাবনার ভিড়ে মনের মাথায় কিছুটা ফান-গান-কৌতুক প্রশান্তি প্রয়োজন। হাসিতে মন হালকা হয়, গুরুজনে কয়।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫৪

জ্যাক স্মিথ বলেছেন: হা হা! কৌতুকটি মজার ছিলো। :D

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭

ফুয়াদের বাপ বলেছেন: ফেবুতে পড়ে মজা পেলাম তাই ব্লগেও শেয়ার করলাম...

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:০০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
পাঠান ভাই পাঠান।
বোঝা যাচ্ছে পাঠান নিয়ে এক্সাইটেড।

আপনি আমাকে শাহরুখ খানের 'পাঠান' সিনেমার লিঙ্কটা দেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৩

ফুয়াদের বাপ বলেছেন: টরেন্ট থেকে ডাউনলোড করে দেখেছি। প্রিন্ট কোয়ালিটি ভালো ছিলনা বলে ভিএফএক্স এর কাজগুলো তত ভালো বুঝা যায় নাই। গল্পের প্লট, সবার অভিনয় ছিল দূর্দান্ত ভালো, দুবাইয়ের স্পটগুলো বেশ ভালো ছিল। অনেকদিন পর ভালো একটা হিন্দি মুভি দেখলাম।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:০২

রানার ব্লগ বলেছেন: ফুয়াদের বাপ এই কৌতুক ফেইসবুকের গলি গলিতে ভাসছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৩

ফুয়াদের বাপ বলেছেন: হ, রানা ভাই ঠিকই কইছেন। ফেবুতে পড়ে ভালো লাগছিল তাই হালকা ঘষামাজা করে ব্লগেও শেয়ার করলাম।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: Inverted কমায় রাখলে এই ঝামেলা হতো না।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৪

ফুয়াদের বাপ বলেছেন: কৌতুকের রস রাখার জন্যই ইনভার্টেট কমা রাখে নাই...

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৩

শাহ আজিজ বলেছেন: মজা পেলাম B-)

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১৭

ফুয়াদের বাপ বলেছেন: ব্লগের গম্ভীর পোষ্টগুলোর মাঝে এমন রসালো পোষ্ট মজা লাগে...

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৩

অধীতি বলেছেন: পাঠান ভাই পাঠান :#) :#) :#)

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১৮

ফুয়াদের বাপ বলেছেন: ঠিক আছে পাঠাইতাছি...

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
:)

এক রেস্টুরেন্টে ঢুকে এক পাবলিক জানতে চাইলো, ওয়াইফাই-এর পাসওয়ার্ডটা বলুন তো। উত্তর দিল - have a pepsi first :)

বুঝতে পারছেন তো ব্যাপারটা?

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১৯

ফুয়াদের বাপ বলেছেন: হুম বুজতাম পারছি। পাসওয়ার্ড দেওয়া আর পন্য বিক্রি দুইটাই হলো এক বাক্য...

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
হ মজাক হইছে =p~

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১৯

ফুয়াদের বাপ বলেছেন: মজারু...

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:১৭

নাহল তরকারি বলেছেন: সুন্দর।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২০

ফুয়াদের বাপ বলেছেন: সুন্দর-মুগ্ধকর পাঠান মুভি...

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩৬

বাকপ্রবাস বলেছেন: পাঠান দেখতে ফুয়াদের মাকে সিনামা হলে পাঠান

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২০

ফুয়াদের বাপ বলেছেন: টরেন্ট থেকে ডাউনলোড করে দেখে। হলে গিয়ে মুভি দেখে না যুগ পার হয়েছে।

১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:০১

নেওয়াজ আলি বলেছেন: পাঠান পাঠান :D

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২১

ফুয়াদের বাপ বলেছেন: আপনি যেখানে ছিলেন সেখানেই ঠাঁয় থাকেন, পাঠান পাঠাইতাছি...

১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: ওকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.