নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফুলকাম বাদশাহ

ফুলকাম বাদশাহ › বিস্তারিত পোস্টঃ

অসাধারণ প্রতিযোগীতা

০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৬

এখন আমরা সবাই অসাধারণ হবার  প্রতিযোগীতায় চলছি অবিরাম।কিন্তু অসাধারণ হবার পরে আবার সাধারণ হবার জন্য প্রাণান্ত চেষ্টাও করি। এটা অনেকটা রবীন্দ্রনাথের সেই সার্বজনীন উক্তি স্মরণ করিয়ে দেয়,"নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস ওপাড়েতেই সর্বসুখ আমার বিশ্বাস "। রবীঠাকুরের কথা বিফলে যাওয়ার কথা না।
অসাধারণএকটা গানের জন্য অপেক্ষা মানুষ  বেশী অপেক্ষায় থাকবে ,সাধারণ গানের জন্য থাকবে না। বিশেষ গানের আবেদনের জন্যই এরকম হয়ে থাকে। এটা একধরণের অনার সেই বিশেষ গান এবং সংশ্লিষ্ট  শিল্পির জন্য । এটা সাধারণ শিল্পি পাবেন না। একইভাবে  সাধারণ আইন সবার জন্য ফ্লেগজিবল  নয়। যারা অসাধারণ বা ভিআইপি তাদের জন্য একটু শিথিল করা আছে। লিফটে চড়ার সময়েও এটা প্রযোজ্য । ভিআইপি লিফট বিশেষ ব্যক্তিদের জন্য নির্ধারিত থাকে। বিশেষ জেলখানা ভিআইপিদের জন্য বরাদ্দ থাকে।এই ব্যক্তিরা আসলেই স্পেশাল । বিশেষ করে তাদের কাজে বা কর্মক্ষেত্রে তো অবশ্যই । এরকম ব্যক্তি বিশেষ কাজ বা বিশেষ অবদানের জন্য  বিশেষ পুরস্কারও প্রাপ্ত হন।যেমনটি পেয়েছেন আমাদের ডক্টর মোহাম্মদ  ইউনুস । কিন্তু সব বিশেষ পুরস্কার  সবসময়ই বিশেষ বলে বিবেচিত হয় না। আপনি বিশেষ হলে হতে পারেন তাতে আমার কি আসে যায়? আপনি আমার জন্য কতটা বিশেষ সেটাই আসল বিষয়। আমরাওতো আগে নিজের বিষয়টা  দেখতে হবে। কথায় আছে দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য ।

তাই বিশেষ বিষয়ও মাঝে মাঝে সাধারণ পর্যায়ের মানে চলে যায়। আমাদের দেশের বিশেষ বিশেষ মেধাগুলোকে বিশেষ বিবেচনায় ব্রেইন ড্রেইন করে বিদেশীরা নিয়ে যাচ্ছে । এদেশে জন্ম নেয়া বিশেষ মানুষগুলি বিদেশে  বিশেষ অবদানের জন্য বিশেষ বিশেষ পুরস্কার অর্জন করছে, আর সাথে সাথে সেই দেশের  ইন্ফ্রাষ্ট্রাকচারকে করছে বিশেষায়িত দক্ষ আর অভিজ্ঞ। সম্প্রতি অনুরুপ অনেকগুলি খবর  আমাদের দেশে এরকম খবর সংবাদপত্রে বিশেষ বিবেচনার সাথে প্রকাশ করেছে।আমরাও সেটা বিশেষ গর্ভের সাথে পড়ি, অন্যকে শুনাই এবং আপ্লুত হয়ে সেই বিশেষ ব্যক্তির ইতিহাসের  ফিরিস্তি ছাপিয়ে থাকি। তার সাক্ষাৎকার ,তার কি কি খাবার পছন্দ? ,  অবসরে কি করেন? তার ভবিষ্যত পরিকল্পনা কি? ভবিষ্যতে বাংলাদেশ নিয়ে কোন পরিকল্পনা আছে কি না?  এমন আরো কত প্রশ্নবানে তাকে জর্জরিত করে থাকি।এদেশ থেকে তাদের জন্য  এতটুকুই বিশেষ মূল্যায়ন? যিনি তরুণ বিজ্ঞানী হিসেবে আমেরিকার প্রেসিডেন্সিয়াল পদক পেলেন  তাকেঁ আমরা গণভবনে একদিন দাওয়াত করতে পেট ভরে খাওয়াতাম, তাকেঁ বিশেষ অনার দিয়ে এদেশে কাজ করার জন্য আমন্ত্রণ জানাতে পারতাম, সুযোগ করে দিতাম কিছু করার।তাদের কাজের গুরুত্ব আমাদের ক্রিকেটারদের মতো এন্টারটেইনিং না হলেও আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য ইনস্পাইরিং তো হতে পারতো।

কিন্তু এই বিশেষ মানুষগুলো কেন কবিগুরুর চিত্রায়িত সকল দেশের রাণীকে ছেড়ে অন্য দেশের জাতীয় পতাকা আর পাসপোর্ট  হাতে তুলে নিয়ে গর্বসহকারে ছবি তুলছে? আমরা কি তাদের বিশেষ বিবেচনার সাথে দেশে থাকার ব্যবস্থা করে দিতে পারতাম না? বিশেষ সুবিধা দিতে চাইলে তারা হয়তো বলবে ,আমাদের পারিপার্শ্বিকতা এখনও বিশ্বমানের হয়নি এখানে স্বাধীনভাবে কিছু করা যাবে না। আমরা বলবো যদি সবাই দায়িত্ব নেয় তবেই তো বিশ্বমানের হয়ে  যাবে। তারা বলবে আমাদের দেশের পরিবেশ ভাল নয়।এখানে বিশেষ কর্মের মূল্যায়ন নাই, সামাজিক নিরাপত্তা নাই। আসলেই কি তাই? সৈয়দ মুজতবা আলীর সেই বিখ্যাত উক্তির মত হয়ে গেলো না,
" মানুষ বই পড়ে না কেন?"
বইয়ের দাম বেশি তাই।
"বইয়ের দাম বেশি কেন?"
মানুষ ব্ই পড়ে না তাই।"
 এ এক বিশেষ চক্র চলছে অবিরত। আমরা দক্ষ কর্মী  উৎপাদন করছি  কাদের উন্নতির জন্য? কতজন দেশ ছেড়েছে আর কতজন ফিরে এসেছে?এর কোন পরিসংখ্যান কখনো কারো চোখে পড়েছে ?

এখানে বিশেষ কাজের মূল্যায়ন সাধারণ  কাজের মূল্যায়ন থেকে কম। বিশেষ ক্যাডারের লোকজন তাই সাধারণ ক্যাডারে জয়েন করতে চায়। সাচিবিক কাজই অধিকংশের ভালো লাগে। রাজনীতিতেও বিষয়টা অনেকটা একই রকম। জেনারেল সেক্রেটারির পদের জন্য যতটুকু কাঠখর, তোরজোড়, আলোচনা, সমালোচনা চলে তার সিকিপরিমাণ আলোচনাও চলে না কোন বিজ্ঞান বা ইতিহাস বিষয়ক সম্পাদকের জন্য । অনেকক্ষেত্রেই তার নামও অজানা থাকে। আমরা কজনে জানি আওয়ামীলীগের শিক্ষা বা বিজ্ঞান বিষয়ক সম্পাদকের নাম? এরকম বিশেষ ব্যক্তিদের নাম আমরা জানি না। তাই আমাদের দেশেও বিশেষ ব্যক্তিরা থাকতে চায় না। সবাই এখন সাধারণ হতে চায়। সবজায়গাতেই বিষয়টা মোটামুটি একই ।

 বিশেষ কাজের বা পদের মূল্যায়ন কমে যাওয়ার প্রেক্ষিতেই পাবলিক পরীক্ষায় এখন আর কেউ বিশেষ রেজাল্টও করে না। পাইকারি দরে জিপিএ  পাচঁ পায়। পৃথিবীতে সাত বিলিয়ন মানুষের চেহারা কারো সাথে কারো মিলে না। অথচ আমাদের লক্ষাধিক স্টুডেন্টদের রেজাল্ট একই হয়ে যায়! সবার মেধাই সমান এবং সর্বোচ্চ! এতগুলো ক্রিয়েটিভ প্রশ্নের সৃজনশীল উত্তর একই হয়ে গেলো? এদের ভেতরে এখন আর কেউ অসাধারণ নেই এবং কোন পার্থক্যও নেই! সাধারণ হওয়ার এক অসাধারণ প্রতিযোগীতা চলছে।




মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.