নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ট্রুথ নেভার ডাই্‌জ

নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা ।

আহমেদ জী এস

পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...

আহমেদ জী এস › বিস্তারিত পোস্টঃ

আপনি কতোখানি “বুদ্ধিমান” পরীক্ষা করে দেখুন …..:((:((;)

১৪ ই জুলাই, ২০১১ দুপুর ২:০৩



আপনি কতোখানি বুদ্ধি মাথায় রাখেন তা মেপে দেখতে চাইলে এই ছোট ছোট প্রশ্ন কয়টির উত্তর দিতে চেষ্টা করে দেখতে পারেন……..


নীচে ৪টি প্রশ্ন দেয়া হ’লো এবং ১টি বোনাস প্রশ্ন । ঝটপট আপনাকে সবক’টির জবাব দিতে হবে । খাতা-কলম হাতের কাছ থেকে সরিয়ে রাখুন । প্রশ্নটি পড়তে সময় নিতে পারবেন কিন্তু উত্তর দিতে বেশী সময় নিতে পারবেন না , বোঝা গেছে ?







দেখা যাক, আসলেই আপনি কতোখানি বুদ্ধিমান………….

রেডী ?

দেন গো…………..



১ম প্রশ্ন

আপনি একটি দৌড়ে অংশ নিয়েছেন । চতুর্থ অবস্থান থেকে দৌড়ে এসে আপনি দ্বিতীয় অবস্থান ছাড়িয়ে গেলেন । এখোন আপনার অবস্থান কি ?



?

?



উত্তর – আপনি যদি মনে করেন, আপনি প্রথম হয়েছেন তা হলে আপনার বুদ্ধি নিয়ে একটু সন্দেহ দেখা দেবে । কারন আপনি কেবল দ্বিতীয় অবস্থানটি ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানটিই গ্রহন করেছেন মাত্র । ফার্স্ট হননি। B-)

নাউ, ট্রাই নট টু স্ক্রু নেক্সট টাইম ……. এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন….. খেয়াল রাখবেন প্রথমবার যতো সময় নিয়েছেন দ্বিতীয় প্রশ্নে এতো সময় নিতে পারবেন না …… ও কে ?



২য় প্রশ্ন

যদি আপনি শেষের ব্যক্তিকে পেছনে ফেলতেন ? তবে আপনার অবস্থান কতো হতো ?



?

?

উত্তর – এবার যদি বলেন আপনি শেষ থেকে দ্বিতীয় অবস্থানে আছেন, তা হলে “স্যরি” । আবার ভুল করে ফেললেন । আমাকে বলুন, শেষের ব্যক্তিকে আপনি কিভাবে পেছনে ফেলবেন ? হাউ ?............

হতাশ করলেন । ভাবছিলুম আপনি বেশ চালাক । আপনাকে এখোন বুদ্ধিমান বলা যাবে কি ? :((



এবারে তৃতীয় প্রশ্ন

এটি আপনার জন্যে ছোট একটি অংক । কিন্তু একটু “ট্রিকি” বা জটিল বলতে পারেন ।আগেই বলেছি নো খাতা-কলম । অংক তো, মাথা দিয়ে করতে হবে । ক্যালকুলেটর ও চলবেনা । ওটা দুরে রাখুন আর মোবাইল ও “অফ” রাখুন ।

তৃতীয় প্রশ্ন



সংখ্যা ১০০০ নিন । এর সাথে ৪০ যোগ করুন । এবার এর সাথে আরো ১০০০ যোগ করুন এবং বাড়তি ৩০ যোগ দিন । যা পেলেন তার সাথে আরো ১০০০ যোগ করুন এবং বাড়তি ২০ যোগ দিন ।এবার যা দাঁড়ালো তার সাথে আরো ১০০০ যোগ করুন এবং বাড়তি ১০ যোগ দিন ।সর্বমোট কত হ’লো ?

/:)

৫০০০ হ’লো কি ? নাকি বেশী ?

উত্তর – সঠিক উত্তরটি ৪১০০ । বিশ্বাস না হ’লে এবারে ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন ।



আসলে আজকের দিনটিই আপনার জন্যে নয় মনে হয় । দেখা যাক, শেষ প্রশ্নটি আপনি পেরেও যেতে পারেন ।



চতুর্থ প্রশ্ন

মেরীর বাবার পাঁচ পাঁচটি মেয়ে ।



বড়টির নাম “ NANA” । দ্বিতীয়টি “NENE” । তৃতীয়টি “NINI” এবং চতুর্থটি “NONO” । পঞ্চমটির নাম কি ?

?

?

?

?

আপনার উত্তরটি কি “NUNU” ?

।।।

অবশ্যই “NUNU” নয় । তার নাম “মেরী” । প্রশ্নটি আবার ভালো করে পড়ুন ।

:P

ওক্কে, এবার বোনাস রাউন্ড । আমি নিশ্চিত নই, এটা আপনারা আগে থেকেই জানেন কিনা ।

তবু ও শুরু হোক – এক বোবা লোক গেছেন দোকানে টুথব্রাশ কিনতে । দাঁত মাজার ভঙ্গী করে আকারে ঈঙ্গিতে সে দেখালো তার কি চাই । সেলসম্যান তাকে সঠিক জিনিষটিই দিলেন ।



এবারে একজন অন্ধ এলেন দোকানে, তার একখানি “সানগ্লাস” চাই । বলুন কি ভাবে সে “সানগ্লাস”টি চাইবে ?

?

?

?

?

আপনার বুদ্ধির মতোই এক্কবারে সোজা । মুখ ফুটে বলবে………….



এবার কি বিদায় নেয়া যায় ??????????????????????????

মন্তব্য ২৯ টি রেটিং +১৩/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১১ দুপুর ২:১৩

প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: খুবই মজা পাইলাম।প্লাস।

১৪ ই জুলাই, ২০১১ দুপুর ২:৪৪

আহমেদ জী এস বলেছেন: প্রিন্স অফ ব-দ্বীপ,
ধন্যবাদ । মজা করার জন্যেই তো দেয়া ।
কতো পেয়েছেন এই প্রশ্নের উত্তরে ?

২| ১৪ ই জুলাই, ২০১১ দুপুর ২:১৭

ম্হুয়া বলেছেন: নতুন বোতলে পুরাণ মাল

১৪ ই জুলাই, ২০১১ দুপুর ২:৫১

আহমেদ জী এস বলেছেন: ম্হুয়া,
ধরে নিতে হচ্ছে আপনি "ম্হুয়া" মানে "মহুয়া" তাইনা ?
মহুয়ার মাতাল গন্ধ থাকে জানি । তাই আপনার জবাবের শব্দগুলির বোতলে মাতলামী জাতীয় কিছু থাকবে, এটাই স্বাভাবিক ।
এই বাজারে বিনে পয়সায় তা ই বা কে দেয় ? আপনি দিলেও তো পারতেন আমার আগে ! তা কিন্তু দেননি......... হা হা হা :((

৩| ১৪ ই জুলাই, ২০১১ দুপুর ২:২৫

বান_দর বলেছেন: ami khub buddhiman.

১৪ ই জুলাই, ২০১১ দুপুর ২:৫৯

আহমেদ জী এস বলেছেন: বান_দর ,
আপনার আরো একটু বেশী বুদ্ধি থাকার দরকার ছিলো । কারন আপনার হিসাবের মধ্যে এই কথাটি ছিলোনা যে, আপনার উত্তরসূরীরাই আজ "মানুষ" নামের "মহা-চালাক" প্রানী ।
আপনার তো 'বুদ্ধিমান" হ্ওয়ারই কথা । নাকি ভুল বললুম ? গোস্তাকি মাফ হবেতো ?

অবশ্য আপনার লেজটি না থাকলে বুদ্ধি আর একটু বাড়তো । লেজে খেয়ে নিয়েছে ওটুকু ।

৪| ১৪ ই জুলাই, ২০১১ দুপুর ২:২৫

সবুজ মানব বলেছেন: আমাকে বলুন, শেষের ব্যক্তিকে আপনি কিভাবে পেছনে ফেলবেন ? হাউ ?

bujhi nai vai

১৪ ই জুলাই, ২০১১ বিকাল ৩:০৭

আহমেদ জী এস বলেছেন: সবুজ মানব,
কেন বোঝেন নাই ? এখোনতো বোঝানোর জন্যে মাষ্টারী করতে পারবোনা .......
যাউগ্গা , বোঝাচ্ছি ....
শেষের পেছনে আপনি থাকবেন কি করে ? শেষের পেছনে কি কেউ থাকে ?
বোঝা গেল, ক্লাশে আপনি সব সময় "ফার্ষ্ট" হতেন তাই "লাষ্ট" বা শেষের পরেও আরো কেউ থাকে কিনা আপনার জানার কথা নয় । তাইনা ?
অবশ্য, শেষের পরে B-) ও " ওয়েটিং লিষ্টে" কেউ কেউ থাকেন ..... হা হা হা ...

৫| ১৪ ই জুলাই, ২০১১ দুপুর ২:৩৬

স্বপ্নক বলেছেন: সবগুলোই পেরেছি শুধু ৪ নং এ টাইম লেগেছে বেশি।

১৪ ই জুলাই, ২০১১ বিকাল ৩:৫৭

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নক,

ফাষ্টো কেলাছ ........... পেরেছেন । তবে বুদ্ধির গোড়ায় আরো একটু ধোয়া দিতে হবে এই যা ।

হ্যাঁ, সময় বেশী লাগবেই তো !!!!!!!!!
" নুনু" (NUNU) উচ্চারন করতে একটু দ্বিধা হ্ওয়াই স্বাভাবিক তা ই সময়্ও বেশী লাগবে..... :D

৬| ১৪ ই জুলাই, ২০১১ দুপুর ২:৪৬

রাজিয়েল বলেছেন: আপনি অনেক বুদ্ধিমান বোঝা গেলো :D :D :D

১৪ ই জুলাই, ২০১১ বিকাল ৪:০৩

আহমেদ জী এস বলেছেন: রাজিয়েল,
বুদ্ধি যদি তেমনই থাকতো তবে কি আর এই "দ্যাশে" আর এই ব্লগে "ভেরেন্ডা" ভা@জতে হয় ?

তেল দিলে( প্রশংসা পেলে) খুশি হয়না এমোন "মনুষ্য সন্তান" ধরনীতে নেই । আমিও তো এখানেই থাকি, তাই খুশি না হয়ে উপায় কি ? :((

৭| ১৪ ই জুলাই, ২০১১ বিকাল ৩:০৪

পুচকে ফড়িং বলেছেন:
২ নং টায় কনফিউজ খাইয়া ভুল উত্তর দিছি। বাকি সব ঠিক :)

১৪ ই জুলাই, ২০১১ বিকাল ৪:০৯

আহমেদ জী এস বলেছেন: পুচকে ফড়িং ,

এটা পুচকেদের জন্যে নয় । এটা এ্যাব্বড়ো এ্যাব্বড়ো ঘোড়া ফড়িংদের জন্যে । তবু্ও প্রাথমিক ভাবে আপনি পাশ । আশা করা যায়, যে " কনফিউজ" খেযেছেন তা "হরলিকস" খেলে যেমন লম্বা হ্ওয়া যায় তেমন লম্বা-ঢ্যাঙ্গা করে দেবে আপনাকে ... এবার দুঃখ খা্ওয়ার কিছু নেই........ :-B

৮| ১৪ ই জুলাই, ২০১১ বিকাল ৩:২১

প্লেদিওন বলেছেন: আমি প্রচন্ড রকম নির্বোধ......:(

১৪ ই জুলাই, ২০১১ বিকাল ৪:১৩

আহমেদ জী এস বলেছেন: প্লেদিওন,
আরে মশাই, আপনি "নির্বোধ' না কি " অবোধ" নাকি " শর্বোৎ" এটা ক্যাঠা জিগাইছে ? আপনি "বুদ্ধিমান" কিনা হেইডা কন .....
=p~ =p~

৯| ১৪ ই জুলাই, ২০১১ বিকাল ৪:০৪

মিথী_মারজান বলেছেন: চমৎকার লাগল।

১৪ ই জুলাই, ২০১১ বিকাল ৪:২৭

আহমেদ জী এস বলেছেন: মিথী_মারজান,
আপনাকে আমার পোষ্টে এই প্রথম মন্তব্য করার জন্যে ধন্যবাদ ।
শুরুটাই করেছেন চমৎকার লাগা দিয়ে । আশা করি আপনাদের আনন্দ দিতে পারার এই চমৎকার বদঅভ্যেসটা চালু রাখতে পারবো । হা...হা...হা =p~

কিন্তু "বুদ্ধি" আছে কি নেই জানা গেলনা । মেপেছেন ? ক'কেজি হলো ?... :((

১০| ১৪ ই জুলাই, ২০১১ বিকাল ৪:২৫

প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: যেহেতু আমি ব-দ্বীপের প্রিন্স সেহেতু বুঝতেই পারছেন আমার জ্ঞান গরিমার অবস্থা। আমার চেয়ে বুদ্ধিমান এই দেশে আর কে আছে ( থাকলে খবর আছে, এইটা আমার বাবার সম্পত্তি)?যাই হোক একটি যায়াগায় কিছুটা আটকে গেলেও সবগুলো পেরেছি।

১৪ ই জুলাই, ২০১১ রাত ৮:৪৭

আহমেদ জী এস বলেছেন: প্রিন্স অফ ব-দ্বীপ,

প্রিন্স অফ ব-দ্বীপ মানে " বরিশাইল্লা " । যে "শাইল্লা" ই হোন , প্রিন্স বলে কথা । । যুবরাজরা যাই বলেন তাই ই নেঙটি পড়া প্রজাদের মানতে হয় । যথাজ্ঞা, যুবরাজ । আপনার চেয়ে বুদ্ধিমান এই দেশে আর কেউ নেই ।
যদি থাকে তবে সে ভিসা নিয়ে বেড়াতে এসেছে । ভয় নেই, চলে যাবে ।
তা জনাব, আটকে গেলেন কেন ? বেশী "কষা" ছিলো কি ? ;)

এতো সাধনা করে আপনাদের মজার মজার উত্তর দিচ্ছি , তারপরে একটা হা হা ( =p~ )হাসি না দিয়ে পারবেন না । প্রানখোলা হাসিতে আপনার বয়েস যে বেড়ে গেলো , তার জন্যে থোড়াছা ধন্যবাদ তো পেতে পারে, না কি ?

১১| ১৪ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৫৮

মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: সময় লাগলেও পেরেছি :)

১৪ ই জুলাই, ২০১১ রাত ১০:২১

আহমেদ জী এস বলেছেন: মো: সালাউদ্দিন ফয়সাল ,
কি পেরেছেন ? কতো বুদ্ধি তা মাপতে ?
তা বাটখাড়া আর বুদ্ধি এক পাল্লায় দেননি তো ? :D

১২| ১৪ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:২৭

সুদীপ্ত কর বলেছেন: সবগুলা সাথে সাথে পারসি। অংকেরটা একটু টাইম লাগসে। কিন্তু হইসে। =p~ =p~ !:#P

১৪ ই জুলাই, ২০১১ রাত ১০:২৭

আহমেদ জী এস বলেছেন: সুদীপ্ত কর,

তাহলে ধরে নেয়া যায় আপনি একটু "দেরীতে" বুদ্ধিমান । কারন অংকে যারা একটুস কাঁচা তাদের "দীপ্ত" বুদ্ধিমান বলতে হলে একটু দেরীতেই বলতে হবে, এটাই নিয়ম । :-0

১৩| ১৬ ই জুলাই, ২০১১ রাত ১২:০৯

সবুজ মানব বলেছেন: ভাই
শেষের ব্যক্তি কে পিছনে ফেলা যায়,
শেষের ব্যক্তির পিছনে থাকা যায় না।
আপনের প্রশ্নে ভুল।

১৬ ই জুলাই, ২০১১ রাত ১:০৩

আহমেদ জী এস বলেছেন: সবুজ মানব ,
বুদ্ধি এত্তো কম কেন ?
শেষের ব্যক্তির পিছনে থাকা যায় না, তাই আপনিও থাকতে পাবেন না । আজীবন চেষ্টা করলেও পারবেন না । তিন-চার জনমেও না ।
যেটা পারবেন না তার কি কোনও উত্তর আছে ? আপনি চালাক হলে বলবেন, পেছনের ব্যক্তিকে পেছনে ফেলা যাবেনা ।

এরপরেও যদি না বোঝেন, তবে চেষ্টা করতে থাকেন , দেখেন পেছনে ফেলতে পারেন কি না । যেদিন পারবেন সেদিন আবার লিখবেন । আম গাছ লাগিয়েছি । আম পাকলে খাওয়াবো .... :((

১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:২৪

রাজিবসিএসই বলেছেন: মজা পাইলাম

১৫| ০১ লা জুন, ২০২২ বিকাল ৪:৫০

খায়রুল আহসান বলেছেন: দ্বিতীয় প্রশ্নের উত্তরে একটু খটকা লেগেছিল, কিন্তু বাকিগুলোর সঠিক উত্তর ঝটপট দিতে পেরেছি।
পোস্টে দ্বাদশ প্লাস। + +

০১ লা জুন, ২০২২ সন্ধ্যা ৭:০৩

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,




বোঝা গেলো "বিষণ্ণ প্রহরের ভাবনা" চিন্তায় মাথাটা আটকে যায়নি! মেলবোর্ণের তাজা বাতাসে মাথাটা খুলেছে .... :P
১১ বছর পরে প্রশ্নের উত্তর দিতে পেরেছেন, আপনিও এ প্লাস পেলেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.