![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...
আপনি কতোখানি বুদ্ধি মাথায় রাখেন তা মেপে দেখতে চাইলে এই ছোট ছোট প্রশ্ন কয়টির উত্তর দিতে চেষ্টা করে দেখতে পারেন……..
নীচে ৪টি প্রশ্ন দেয়া হ’লো এবং ১টি বোনাস প্রশ্ন । ঝটপট আপনাকে সবক’টির জবাব দিতে হবে । খাতা-কলম হাতের কাছ থেকে সরিয়ে রাখুন । প্রশ্নটি পড়তে সময় নিতে পারবেন কিন্তু উত্তর দিতে বেশী সময় নিতে পারবেন না , বোঝা গেছে ?
।
।
দেখা যাক, আসলেই আপনি কতোখানি বুদ্ধিমান………….
রেডী ?
দেন গো…………..
১ম প্রশ্ন
আপনি একটি দৌড়ে অংশ নিয়েছেন । চতুর্থ অবস্থান থেকে দৌড়ে এসে আপনি দ্বিতীয় অবস্থান ছাড়িয়ে গেলেন । এখোন আপনার অবস্থান কি ?
?
?
উত্তর – আপনি যদি মনে করেন, আপনি প্রথম হয়েছেন তা হলে আপনার বুদ্ধি নিয়ে একটু সন্দেহ দেখা দেবে । কারন আপনি কেবল দ্বিতীয় অবস্থানটি ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানটিই গ্রহন করেছেন মাত্র । ফার্স্ট হননি।
নাউ, ট্রাই নট টু স্ক্রু নেক্সট টাইম ……. এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন….. খেয়াল রাখবেন প্রথমবার যতো সময় নিয়েছেন দ্বিতীয় প্রশ্নে এতো সময় নিতে পারবেন না …… ও কে ?
২য় প্রশ্ন
যদি আপনি শেষের ব্যক্তিকে পেছনে ফেলতেন ? তবে আপনার অবস্থান কতো হতো ?
?
?
উত্তর – এবার যদি বলেন আপনি শেষ থেকে দ্বিতীয় অবস্থানে আছেন, তা হলে “স্যরি” । আবার ভুল করে ফেললেন । আমাকে বলুন, শেষের ব্যক্তিকে আপনি কিভাবে পেছনে ফেলবেন ? হাউ ?............
হতাশ করলেন । ভাবছিলুম আপনি বেশ চালাক । আপনাকে এখোন বুদ্ধিমান বলা যাবে কি ?
এবারে তৃতীয় প্রশ্ন
এটি আপনার জন্যে ছোট একটি অংক । কিন্তু একটু “ট্রিকি” বা জটিল বলতে পারেন ।আগেই বলেছি নো খাতা-কলম । অংক তো, মাথা দিয়ে করতে হবে । ক্যালকুলেটর ও চলবেনা । ওটা দুরে রাখুন আর মোবাইল ও “অফ” রাখুন ।
তৃতীয় প্রশ্ন
সংখ্যা ১০০০ নিন । এর সাথে ৪০ যোগ করুন । এবার এর সাথে আরো ১০০০ যোগ করুন এবং বাড়তি ৩০ যোগ দিন । যা পেলেন তার সাথে আরো ১০০০ যোগ করুন এবং বাড়তি ২০ যোগ দিন ।এবার যা দাঁড়ালো তার সাথে আরো ১০০০ যোগ করুন এবং বাড়তি ১০ যোগ দিন ।সর্বমোট কত হ’লো ?
৫০০০ হ’লো কি ? নাকি বেশী ?
উত্তর – সঠিক উত্তরটি ৪১০০ । বিশ্বাস না হ’লে এবারে ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন ।
আসলে আজকের দিনটিই আপনার জন্যে নয় মনে হয় । দেখা যাক, শেষ প্রশ্নটি আপনি পেরেও যেতে পারেন ।
চতুর্থ প্রশ্ন
মেরীর বাবার পাঁচ পাঁচটি মেয়ে ।
বড়টির নাম “ NANA” । দ্বিতীয়টি “NENE” । তৃতীয়টি “NINI” এবং চতুর্থটি “NONO” । পঞ্চমটির নাম কি ?
?
?
?
?
আপনার উত্তরটি কি “NUNU” ?
।।।
অবশ্যই “NUNU” নয় । তার নাম “মেরী” । প্রশ্নটি আবার ভালো করে পড়ুন ।
ওক্কে, এবার বোনাস রাউন্ড । আমি নিশ্চিত নই, এটা আপনারা আগে থেকেই জানেন কিনা ।
তবু ও শুরু হোক – এক বোবা লোক গেছেন দোকানে টুথব্রাশ কিনতে । দাঁত মাজার ভঙ্গী করে আকারে ঈঙ্গিতে সে দেখালো তার কি চাই । সেলসম্যান তাকে সঠিক জিনিষটিই দিলেন ।
এবারে একজন অন্ধ এলেন দোকানে, তার একখানি “সানগ্লাস” চাই । বলুন কি ভাবে সে “সানগ্লাস”টি চাইবে ?
?
?
?
?
আপনার বুদ্ধির মতোই এক্কবারে সোজা । মুখ ফুটে বলবে………….
এবার কি বিদায় নেয়া যায় ??????????????????????????
১৪ ই জুলাই, ২০১১ দুপুর ২:৪৪
আহমেদ জী এস বলেছেন: প্রিন্স অফ ব-দ্বীপ,
ধন্যবাদ । মজা করার জন্যেই তো দেয়া ।
কতো পেয়েছেন এই প্রশ্নের উত্তরে ?
২| ১৪ ই জুলাই, ২০১১ দুপুর ২:১৭
ম্হুয়া বলেছেন: নতুন বোতলে পুরাণ মাল
১৪ ই জুলাই, ২০১১ দুপুর ২:৫১
আহমেদ জী এস বলেছেন: ম্হুয়া,
ধরে নিতে হচ্ছে আপনি "ম্হুয়া" মানে "মহুয়া" তাইনা ?
মহুয়ার মাতাল গন্ধ থাকে জানি । তাই আপনার জবাবের শব্দগুলির বোতলে মাতলামী জাতীয় কিছু থাকবে, এটাই স্বাভাবিক ।
এই বাজারে বিনে পয়সায় তা ই বা কে দেয় ? আপনি দিলেও তো পারতেন আমার আগে ! তা কিন্তু দেননি......... হা হা হা
৩| ১৪ ই জুলাই, ২০১১ দুপুর ২:২৫
বান_দর বলেছেন: ami khub buddhiman.
১৪ ই জুলাই, ২০১১ দুপুর ২:৫৯
আহমেদ জী এস বলেছেন: বান_দর ,
আপনার আরো একটু বেশী বুদ্ধি থাকার দরকার ছিলো । কারন আপনার হিসাবের মধ্যে এই কথাটি ছিলোনা যে, আপনার উত্তরসূরীরাই আজ "মানুষ" নামের "মহা-চালাক" প্রানী ।
আপনার তো 'বুদ্ধিমান" হ্ওয়ারই কথা । নাকি ভুল বললুম ? গোস্তাকি মাফ হবেতো ?
অবশ্য আপনার লেজটি না থাকলে বুদ্ধি আর একটু বাড়তো । লেজে খেয়ে নিয়েছে ওটুকু ।
৪| ১৪ ই জুলাই, ২০১১ দুপুর ২:২৫
সবুজ মানব বলেছেন: আমাকে বলুন, শেষের ব্যক্তিকে আপনি কিভাবে পেছনে ফেলবেন ? হাউ ?
bujhi nai vai
১৪ ই জুলাই, ২০১১ বিকাল ৩:০৭
আহমেদ জী এস বলেছেন: সবুজ মানব,
কেন বোঝেন নাই ? এখোনতো বোঝানোর জন্যে মাষ্টারী করতে পারবোনা .......
যাউগ্গা , বোঝাচ্ছি ....
শেষের পেছনে আপনি থাকবেন কি করে ? শেষের পেছনে কি কেউ থাকে ?
বোঝা গেল, ক্লাশে আপনি সব সময় "ফার্ষ্ট" হতেন তাই "লাষ্ট" বা শেষের পরেও আরো কেউ থাকে কিনা আপনার জানার কথা নয় । তাইনা ?
অবশ্য, শেষের পরে ও " ওয়েটিং লিষ্টে" কেউ কেউ থাকেন ..... হা হা হা ...
৫| ১৪ ই জুলাই, ২০১১ দুপুর ২:৩৬
স্বপ্নক বলেছেন: সবগুলোই পেরেছি শুধু ৪ নং এ টাইম লেগেছে বেশি।
১৪ ই জুলাই, ২০১১ বিকাল ৩:৫৭
আহমেদ জী এস বলেছেন: স্বপ্নক,
ফাষ্টো কেলাছ ........... পেরেছেন । তবে বুদ্ধির গোড়ায় আরো একটু ধোয়া দিতে হবে এই যা ।
হ্যাঁ, সময় বেশী লাগবেই তো !!!!!!!!!
" নুনু" (NUNU) উচ্চারন করতে একটু দ্বিধা হ্ওয়াই স্বাভাবিক তা ই সময়্ও বেশী লাগবে.....
৬| ১৪ ই জুলাই, ২০১১ দুপুর ২:৪৬
রাজিয়েল বলেছেন: আপনি অনেক বুদ্ধিমান বোঝা গেলো
১৪ ই জুলাই, ২০১১ বিকাল ৪:০৩
আহমেদ জী এস বলেছেন: রাজিয়েল,
বুদ্ধি যদি তেমনই থাকতো তবে কি আর এই "দ্যাশে" আর এই ব্লগে "ভেরেন্ডা" ভা@জতে হয় ?
তেল দিলে( প্রশংসা পেলে) খুশি হয়না এমোন "মনুষ্য সন্তান" ধরনীতে নেই । আমিও তো এখানেই থাকি, তাই খুশি না হয়ে উপায় কি ?
৭| ১৪ ই জুলাই, ২০১১ বিকাল ৩:০৪
পুচকে ফড়িং বলেছেন:
২ নং টায় কনফিউজ খাইয়া ভুল উত্তর দিছি। বাকি সব ঠিক
১৪ ই জুলাই, ২০১১ বিকাল ৪:০৯
আহমেদ জী এস বলেছেন: পুচকে ফড়িং ,
এটা পুচকেদের জন্যে নয় । এটা এ্যাব্বড়ো এ্যাব্বড়ো ঘোড়া ফড়িংদের জন্যে । তবু্ও প্রাথমিক ভাবে আপনি পাশ । আশা করা যায়, যে " কনফিউজ" খেযেছেন তা "হরলিকস" খেলে যেমন লম্বা হ্ওয়া যায় তেমন লম্বা-ঢ্যাঙ্গা করে দেবে আপনাকে ... এবার দুঃখ খা্ওয়ার কিছু নেই........
৮| ১৪ ই জুলাই, ২০১১ বিকাল ৩:২১
প্লেদিওন বলেছেন: আমি প্রচন্ড রকম নির্বোধ......
১৪ ই জুলাই, ২০১১ বিকাল ৪:১৩
আহমেদ জী এস বলেছেন: প্লেদিওন,
আরে মশাই, আপনি "নির্বোধ' না কি " অবোধ" নাকি " শর্বোৎ" এটা ক্যাঠা জিগাইছে ? আপনি "বুদ্ধিমান" কিনা হেইডা কন .....
৯| ১৪ ই জুলাই, ২০১১ বিকাল ৪:০৪
মিথী_মারজান বলেছেন: চমৎকার লাগল।
১৪ ই জুলাই, ২০১১ বিকাল ৪:২৭
আহমেদ জী এস বলেছেন: মিথী_মারজান,
আপনাকে আমার পোষ্টে এই প্রথম মন্তব্য করার জন্যে ধন্যবাদ ।
শুরুটাই করেছেন চমৎকার লাগা দিয়ে । আশা করি আপনাদের আনন্দ দিতে পারার এই চমৎকার বদঅভ্যেসটা চালু রাখতে পারবো । হা...হা...হা
কিন্তু "বুদ্ধি" আছে কি নেই জানা গেলনা । মেপেছেন ? ক'কেজি হলো ?...
১০| ১৪ ই জুলাই, ২০১১ বিকাল ৪:২৫
প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: যেহেতু আমি ব-দ্বীপের প্রিন্স সেহেতু বুঝতেই পারছেন আমার জ্ঞান গরিমার অবস্থা। আমার চেয়ে বুদ্ধিমান এই দেশে আর কে আছে ( থাকলে খবর আছে, এইটা আমার বাবার সম্পত্তি)?যাই হোক একটি যায়াগায় কিছুটা আটকে গেলেও সবগুলো পেরেছি।
১৪ ই জুলাই, ২০১১ রাত ৮:৪৭
আহমেদ জী এস বলেছেন: প্রিন্স অফ ব-দ্বীপ,
প্রিন্স অফ ব-দ্বীপ মানে " বরিশাইল্লা " । যে "শাইল্লা" ই হোন , প্রিন্স বলে কথা । । যুবরাজরা যাই বলেন তাই ই নেঙটি পড়া প্রজাদের মানতে হয় । যথাজ্ঞা, যুবরাজ । আপনার চেয়ে বুদ্ধিমান এই দেশে আর কেউ নেই ।
যদি থাকে তবে সে ভিসা নিয়ে বেড়াতে এসেছে । ভয় নেই, চলে যাবে ।
তা জনাব, আটকে গেলেন কেন ? বেশী "কষা" ছিলো কি ?
এতো সাধনা করে আপনাদের মজার মজার উত্তর দিচ্ছি , তারপরে একটা হা হা ( )হাসি না দিয়ে পারবেন না । প্রানখোলা হাসিতে আপনার বয়েস যে বেড়ে গেলো , তার জন্যে থোড়াছা ধন্যবাদ তো পেতে পারে, না কি ?
১১| ১৪ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৫৮
মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: সময় লাগলেও পেরেছি
১৪ ই জুলাই, ২০১১ রাত ১০:২১
আহমেদ জী এস বলেছেন: মো: সালাউদ্দিন ফয়সাল ,
কি পেরেছেন ? কতো বুদ্ধি তা মাপতে ?
তা বাটখাড়া আর বুদ্ধি এক পাল্লায় দেননি তো ?
১২| ১৪ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:২৭
সুদীপ্ত কর বলেছেন: সবগুলা সাথে সাথে পারসি। অংকেরটা একটু টাইম লাগসে। কিন্তু হইসে।
১৪ ই জুলাই, ২০১১ রাত ১০:২৭
আহমেদ জী এস বলেছেন: সুদীপ্ত কর,
তাহলে ধরে নেয়া যায় আপনি একটু "দেরীতে" বুদ্ধিমান । কারন অংকে যারা একটুস কাঁচা তাদের "দীপ্ত" বুদ্ধিমান বলতে হলে একটু দেরীতেই বলতে হবে, এটাই নিয়ম ।
১৩| ১৬ ই জুলাই, ২০১১ রাত ১২:০৯
সবুজ মানব বলেছেন: ভাই
শেষের ব্যক্তি কে পিছনে ফেলা যায়,
শেষের ব্যক্তির পিছনে থাকা যায় না।
আপনের প্রশ্নে ভুল।
১৬ ই জুলাই, ২০১১ রাত ১:০৩
আহমেদ জী এস বলেছেন: সবুজ মানব ,
বুদ্ধি এত্তো কম কেন ?
শেষের ব্যক্তির পিছনে থাকা যায় না, তাই আপনিও থাকতে পাবেন না । আজীবন চেষ্টা করলেও পারবেন না । তিন-চার জনমেও না ।
যেটা পারবেন না তার কি কোনও উত্তর আছে ? আপনি চালাক হলে বলবেন, পেছনের ব্যক্তিকে পেছনে ফেলা যাবেনা ।
এরপরেও যদি না বোঝেন, তবে চেষ্টা করতে থাকেন , দেখেন পেছনে ফেলতে পারেন কি না । যেদিন পারবেন সেদিন আবার লিখবেন । আম গাছ লাগিয়েছি । আম পাকলে খাওয়াবো ....
১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:২৪
রাজিবসিএসই বলেছেন: মজা পাইলাম
১৫| ০১ লা জুন, ২০২২ বিকাল ৪:৫০
খায়রুল আহসান বলেছেন: দ্বিতীয় প্রশ্নের উত্তরে একটু খটকা লেগেছিল, কিন্তু বাকিগুলোর সঠিক উত্তর ঝটপট দিতে পেরেছি।
পোস্টে দ্বাদশ প্লাস। + +
০১ লা জুন, ২০২২ সন্ধ্যা ৭:০৩
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,
বোঝা গেলো "বিষণ্ণ প্রহরের ভাবনা" চিন্তায় মাথাটা আটকে যায়নি! মেলবোর্ণের তাজা বাতাসে মাথাটা খুলেছে ....
১১ বছর পরে প্রশ্নের উত্তর দিতে পেরেছেন, আপনিও এ প্লাস পেলেন।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১১ দুপুর ২:১৩
প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: খুবই মজা পাইলাম।প্লাস।