নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...
নিঃসঙ্গী বর্ণমালা
গেলো রাতখানাকে পরের দিনটা চুরি করে নেয়ার আগে, ঠিক মাঝপ্রহরে নিলীমার হৃদয় নামের জমিখানা অনেক ভাগে ভাগ হয়ে গেলে আমার নামটি খারিজ হয়ে যায় ।
কথারা তখোন এগোয়না আর । যেখানে যতি টানা হয়েছে সেখান থেকে আর বর্ণরা শব্দ হয়ে ওঠেনা । এলোমেলো হয়ে আসে গায়ে গতরে । ত্রিশ বছরের নারী-শরীরের মতো দোমড়ানো । খুব কাছে থেকে দেখলে মনে হবে কথাদের কোনও গন্ধ নেই । যে গন্ধ নিলীমার চুলে ভাসে, খেলে যায় ঠোঁটে তা বুঝি বেনোজলে ভেসে যায় কোথাও । গেরস্থ ঘরের মতো তাই আগোছলো পড়ে থাকে কথারা । নিলীমা ফুঁ দিয়ে শব্দগুলো ঝেড়ে ফেলে দিলে এমোনটাই হয় । সেগুলো জড়ো করে ঘরখানা সাজাতে যেতেই গেঁথে তোলা মালা থেকে খসে পড়ে কথাগুলো । পুঁতির মতো ঠুং-ঠাং গড়িয়ে যায় এদিক ওদিক । চুপিচুপি তাদের কাছে না ডাকলে পরে তাদের রাগ বাড়তে থাকে । ছলনায় ভোলানো তখোন বেশ কঠিন হয়ে ওঠে । আসঙ্গলিপ্সায় জোনাকীর মতো তার টিপটিপ জ্বলে ওঠা লেগে থাকে চোখে । মুঠির সে জোর নেই যে তাকে বাঁধি ।
দীর্ঘ দিবস রজনী এই ছিলো যে খন্ডিত শব্দের প্রেতিনী-নাচ । বর্ণশ্রমিকের ফসল তোলার বেভুল গান । সে গানেরও তাল-লয় ছিড়ে গেলে স্বপ্নের বর্ণমালাদের সেই থেকে আর জোড়া বাঁধানো যায়নি । জোড়া লাগানো গেলে তা হতে পারতো বুঝি ডগমগে একফালি পুঁইশাক । হতে পারতো নকশী কাঁথা এক ।
নিলীমার আরণ্যক শরীরভঙ্গী ইশারা দিলে তবেই-না তা হতে পারতো !
আকাশের জলে নাইয়ে কথাদের তাই আবারো সাফসুতেরো করতে হয় । তবুও করমচাগন্ধী হয়ে ওঠেনা । আকাশের কি কোনও গন্ধ থাকে ? টকটক গন্ধ ? ভেজামেঘ থেকে টুপটাপ পড়া জলগন্ধ ? নিলীমাকে নিয়ে যে বর্নমালার ছৌ খেলতে চাই তা স্থির হয়না তাই । দোলে....দোলে....দোলে.... দুলতেই থাকে ।
তাই শব্দেরও হাতবদল করতে হয় , আলো জ্বেলে খুঁজে নিতে হয় ধ্রুপদী বর্ণমালা । শব্দের ভান্ডারে টান লাগার আগেই শব্দচোর হয়ে উঠতে হয় । স্বরস্বতিয়ার ঝাঁপি থেকে টেনে তুলতে হয় আদেখলা চোখের কিছু কিছু ত্যাদোড় শব্দকে ।
ঝা – চকচকে ধারালো বর্ণমালা গেঁথে গেঁথে নিলীমার বর্ণহীন আঁচলে যে চিঠির কারচুপি কাজ ফুঁটিয়ে তুলতে চাই তা যেন লজ্জাবতী লতা হয়ে ওঠে ক্রমে । মুখ লুকোয় নিকোটিন ঝাঁঝরা ফুসফুসে । দম ফেলতে হেচকি ওঠে । তখোনই না স্বপ্নের বর্ণমালা তার পুরো বুকখানা উদোম করে দেয় । হু –হু করে বয়ে যায় বাউরী বাতাস । আর তখোন-ই গমকে গমকে বিষরক্ত মার্চ করে বেরিয়ে যেতে থাকলে পরে, স্বপ্নের বর্ণমালাখানি খাবি খেতে থাকে । বর্ণেরা দলছুট হয় । ডুবসাঁতারে যে ক’টি গাঙপাড়ে হামাগুড়ি দিয়ে আসে তাকে তুলে আনি সুনীল করতলে । পাতাকুড়ুনীর মতো কুড়াই জলটুঙ্গির ফাঁক-ফোকরে কিছু ঝরা বর্নফুল, একে একে । যেটুকু বেঁচেবর্তে থাকে তাতেই সেজে ওঠে চিরকালের আদিম ওঙ্কার ------
ভা...........
....
....
....
লো.........
....
....
....
বা.....
....
....
....
সি...........
নিলীমা ছুঁয়েও দেখেনা । পড়ে থাকে শুধু আমার নিঃসঙ্গী বর্ণমালা, একাকী ......
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৮:১৭
আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব,
খুব সুন্দর একটি মন্তব্য করেছেন ।
জী..... পৃথিবীতে সবচেয়ে বেশী উচ্চারিত এবং সবচেয়ে বেশী অনুচ্চারিত কয়েকটি অক্ষর ! মনের ভেতর ঠুং ঠাং ধ্বনি হয়ে বেজে ওঠে কেবল , শব্দ হয়ে ওঠেনা । কত রংয়ে মানুষ যে এই চার অক্ষরের শব্দটিকে সাজায় ! তবু্ও শব্দটিকে ছুঁয়ে দেখেনা কেউ কেউ ।
ভালো থাকুন এবং আনন্দে ।
২| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৮
স্বপ্নবাজ অভি বলেছেন: পড়ে থাকে শুধু আমার নিঃসঙ্গী বর্ণমালা, একাকী!!!!!!
একাকীত্ব আর নিঃসঙ্গতা বর্ণমালা ছাড়ীয়ে পাঠককেও ছুয়ে গেলো !
মুগ্ধপাঠ !
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৮:২৫
আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ অভি,
তেমন পাঠকের মনের একাকীত্ব আর নিঃসঙ্গতার কথাই গেয়ে গেছি হয়তো এখানে ।
মুগ্ধপাঠের পরেও কি একটু বাতাস, এলোমেলো হয়ে বয়ে যায়নি স্বপ্নের মাঠ পেরিয়ে !
শুভেচ্ছান্তে ।
৩| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৫
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৮:২৮
আহমেদ জী এস বলেছেন: সুমন কর,
ধন্যবাদ মন্তব্যের জন্যে ।
শুভেচ্ছান্তে ।
৪| ০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
মামুন রশিদ বলেছেন: চমৎকার! খুব ভাল লেগেছে
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৩
আহমেদ জী এস বলেছেন: মামুন রশিদ,
ভাল লেগেছে, মন্তব্যে একখানি ফিচকে হাসির ইমো দেয়াতে ।
একলাইনে সেরেছেন । ব্যস্ত কি খুব ?
বলবেন , ব্যস্ত কে নয় ! তথাস্তু ......
ভালো থাকুন । সাথেই থাকুন ।
শুভেচ্ছা জানবেন ।
৫| ০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
জুন বলেছেন: আহমেদ জী এস
তাকে ছলনায় ভোলানো তখোন বেশ কঠিন হয়ে ওঠে । মুঠির সে জোর নেই যে তাকে বাঁধি । চিঠির কারচুপি কাজ ফুঁটিয়ে তুলতে চাই কিন্ত মুখ লুকোয় নিকোটিনে ঝাঁঝরা হয়ে ঊঠা ফুসফুসে, সেই সাথে চুল উড়িয়ে হু –হু করে বয়ে যায় বাউরী বাতাস ......
অসাধারন লিখেছেন
অনেক অনেক ভালোলাগা নিঃসঙ্গী বর্ণমালাকে
+
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৮
আহমেদ জী এস বলেছেন: জুন,
লিখেছেন - " সেই সাথে চুল উড়িয়ে হু –হু করে বয়ে যায় বাউরী বাতাস ...... " । "চুল উড়িয়ে" কোথায় পেলেন ?
চুল নয় বলুন - "ভুল " ।
ভুল করলেই তো স্বপ্নের বর্ণমালা নিঃসঙ্গী হয়ে রয় !
ভুল করলেই তো কারো আঁচলে বর্ণের কারচুপি কাজ ফুঁটিয়ে তোলা হয়ে ওঠেনা !
ভুল করলেই তো হৃদয় নামের জমিখানা থেকে নাম খারিজ হয়ে যায় !
আপনার স্মৃতি শক্তি প্রখর, জানি । একটি গান মনে করিয়ে দিই -
" ভুল সবই ভুল
এই জীবনের পাতায় পাতায় যা লেখা ...... "
রাতের শুভেচ্ছা নেবেন ।
৬| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৫
অপর্ণা মম্ময় বলেছেন: নীলিমারা বড্ড চঞ্চল ধরা দেয় না, বাঁধা পড়ে না সহজেই।
খুব চমৎকার লিখেছেন ভাইয়া
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৮
আহমেদ জী এস বলেছেন: অপর্ণা মম্ময় ,
"নীলিমা" বা "নিলিমা" কে আমি ডেকেছি "নিলীমা" তাই হয়তো সে রাগ করে ধরা দেয়না। বাঁধা পড়েনা ।
আসলে যতো বর্ণমালা দিয়েই সাজানো হোক না কেন "নিলীমা" র মনের ঝুল বারান্দায় রোশনাই ফোটানো বেশ ঝকমারি ।
চমৎকার বলার জন্যে ধন্যবাদ ।
শুভেচ্ছান্তে ।
৭| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৯
মুরশীদ বলেছেন: চমৎকার লাগলো আপনার বর্ন নিয়ে কারিকুরি আহমেদ জী এস ।
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৫২
আহমেদ জী এস বলেছেন: মুরশীদ,
বর্ন নিয়ে কারিকুরি আর করতে পেরেছি কই ?
সবই তো বেনোজলে ভেসে গেছে নিলীমার ফুঁ'য়ে । নিলীমা ছুঁয়েও দেখেনি .....
ভালো লাগলো আপনাকে আমার ঘরে দেখে ।
ভালো থাকুন আর শুভেচ্ছা নেবেন ।
৮| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন! আপনার ব্লগে আসা মানেই মুগ্ধ হওয়ার সমার্থক হয়ে যাচ্ছে। ভালো থাকবেন এবং অনেক শুভ কামনা রইল।
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:১৭
আহমেদ জী এস বলেছেন: কাল্পনিক_ভালোবাসা ,
অনুপম ভালোলাগা আপনাকে । নিটোল একটি মন্তব্যের জন্যে ।
সাথে আছেন জেনে সাহসে ভর করছি ।
সাথেই থাকুন। ভালো থাকুন নিরন্তর ।
রাতের শুভেচ্ছা রইলো ।
৯| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৮
সমুদ্র কন্যা বলেছেন: কি অসাধারণ লিখেছেন!
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:২০
আহমেদ জী এস বলেছেন: সমুদ্র কন্যা ,
সমুদ্র পারে ব্যালেরিনার নৃত্যের মতোই অসাধারন ?
অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
শুভেচ্ছা জানবেন ।
১০| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:০১
বোকামন বলেছেন:
হে বর্ণশ্রমিক !
খুব কাছে থেকে দেখলে মনে হবে আপনার এই লেখাটি ভীষণ রকম সাধারণ
যেমন সাধারণ আমার মত অতি সাধারণের হৃদয় ছুঁয়ে যায় ...।
নিঃসঙ্গী বর্ণমালায় বোকামনের ভালোলাগার সঙ্গ রইলো
ভালো থাকবেন একাকী অথবা আঁকাআঁকিতে
শুভেচ্ছা।।
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:২৮
আহমেদ জী এস বলেছেন: বোকামন,
প্রথম লাইনটি বেশ খাসা বলেছেন ।
সাধারন তো বটেই । অসাধারন হলে কি নিলীমা ফুঁ দিয়ে উড়িয়ে দেয় ?
গালিব বলেছেন , " জলদ্ পিলা দে সাকী / আজ ম্যায় ইবাদৎ কঁরু মখমুর হো কর...."
তেমনি করেই একাকী থাকার যে বুঁদ হ্ওয়া আমেজটি আছে , তেমন বুঁদ হয়েই না হয় আঁকাআঁকিতে থাকবো ।
শুভেচ্ছা আপনাকে ও ।
১১| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৭
শাহেদ খান বলেছেন: আকাশের কি কোনও গন্ধ থাকে ?
দারুণ লাগল অপূর্ব সব দৃশ্যকল্প, ভাবনা-জগৎ, লেখার জাদু !
শুভকামনা, আহমেদ ভাই !
০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২০
আহমেদ জী এস বলেছেন: শাহেদ খান ,
শুভসন্ধ্যা ।
আকাশেরও গন্ধ থাকে । মনখানা যখোন উড়ু উড়ু হয় তখোন আকাশে কর্পূর গন্ধ । মনে কালোমেঘ ছেঁয়ে গেলে স্যাতস্যাতে গন্ধ । মনে দোলা লাগলে হাস্নাহেনা গন্ধ । আর মনের বাগানে বৃষ্টি হলে ?থাক ..... আর একদিন বলবো না হয় !!!!!
ভালো থাকুন শাহেদ । সাথেই থাকুন ।
১২| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৪
আরুশা বলেছেন: অনেকদিন পর আজ হাতে একটু সময় পেলাম । ভাবলাম প্রিয় ব্লগারদের পোস্টগুলোয় একটু চোখ দিয়ে যাই। আপনার ব্লগে এসেই দেখি এক দারুন ছবি, যাতে ঝুলে আছে আমাদের প্রিয় সব বর্নমালা। যাদের নিয়ে এত কাটাচেরা করলেন। অসম্ভব ভালোলাগলো নিঃসঙ্গী বর্নমালাদের ।++++++++
০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
আহমেদ জী এস বলেছেন: আরুশা,
হুমমমম...... অনেকদিন পরে দৃশ্যপট পাল্টে অস্তগামী সূর্য্যের আলো হয়ে ফুটে উঠলেন যেন । রঙ টা লেগে রইলো চোখে !
জ্বী, আমাদের প্রিয় সব বর্নমালাগুলো কাটাচেরা করে করে চিরকালের আদিম ওঙ্কার দিয়ে উঠতে চেয়েছি । কিন্তু শেষ হয়েও যেন হয়নি শেষ । নিলীমা ছুঁয়েও দেখেনি .................
ভালো থাকুন । রাতের শুভেচ্ছা জানবেন ।
১৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
ৎঁৎঁৎঁ বলেছেন: মুগ্ধপাঠ! দারুন ঘোরলাগা একটা লেখা! অনেক ভালো লাগা রেখে গেলাম!
০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৫
আহমেদ জী এস বলেছেন: ৎঁৎঁৎঁ ,
অনেক ধন্যবাদ ভালো লাগা রেখে যাওয়ার জন্যে ।
ঘোর কেটে যাক , ভালো থাকুন ।
১৪| ১৫ ই মে, ২০১৪ রাত ১০:১৩
*কুনোব্যাঙ* বলেছেন: গেরস্থ ঘরের মতো তাই আগোছলো পড়ে থাকে কথারা । নিলীমা ফুঁ দিয়ে শব্দগুলো ঝেড়ে ফেলে দিলে এমোনটাই হয় । সেগুলো জড়ো করে ঘরখানা সাজাতে যেতেই গেঁথে তোলা মালা থেকে খসে পড়ে কথাগুলো । পুঁতির মতো ঠুং-ঠাং গড়িয়ে যায় এদিক ওদিক । চুপিচুপি তাদের কাছে না ডাকলে পরে তাদের রাগ বাড়তে থাকে ।
হাসান মাহবুব বলেছেন: মাত্র কয়েকটি অক্ষর, অথচ কী বিপুল তার ক্ষমতা, কত ক্রিয়া-বিক্রিয়া এর পেছনে, এগুলোকে পরিপূর্ণ বাক্য করে তুলতে।
অনেক ভালো লাগলো। আসলেই তাই
১৯ শে মে, ২০১৪ সকাল ১০:৪৫
আহমেদ জী এস বলেছেন:
*কুনোব্যাঙ* ,
সময়মতোই দেখেছিলুম আপনার মন্তব্য । জবাব দিই দিই করেও সময়মতো দেয়া হলোনা সময়ের অভাবে । পরে সময়ের তাল-লয় ছিড়ে গেলে জবাবের বর্ণমালাদের আর জোড়া বাঁধানো যায়নি । তাই এ্যাদ্দিন আপনার মন্তব্যখানি পড়ে ছিলো আছোঁয়া ।
দুঃ……খি………ত… এমোনটা বলা যেতেই পারে । নিলীমার মতো ফুঁ দিয়ে উড়িয়ে দেবেন না যেন !
এখোন আপনার মন্তব্য খুঁজে পেতে দেখি চিরকালের সেই আদিম ওঙ্কারের কথাই -----
ভা……………লো………….লা………..গা…….. ।
শুভেচ্ছান্তে ।
১৫| ২৬ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কতোটা গভীরে যাওয়া যেত। এটা আগে পড়লে ভালো হতে পারতো "কথাদের মৃতদেহে গন্ধ হয় না"।
আপনার দেওয়ালজুড়ে মুগ্ধতার শৈবাল।
২৬ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪১
আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,
এমন চমৎকার মন্তব্যের কথাদের মৃতদেহ থেকেও কিন্তু আতর-লোবানের গন্ধ বেরোয় ! তবে সে গন্ধ সবার নাকের নাগাল পায়না বোধহয় ................
অনেক পুরোনো লেখাটি পড়ার জন্যে অশেষ ধন্যবাদ ।
শুভেচ্ছান্তে ।
১৬| ০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:১৮
শাব্দিক হিমু বলেছেন: তাই শব্দেরও হাতবদল করতে হয় , আলো জ্বেলে খুঁজে নিতে হয় ধ্রুপদী বর্ণমালা । শব্দের ভান্ডারে টান লাগার আগেই শব্দচোর হয়ে উঠতে হয় । স্বরস্বতিয়ার ঝাঁপি থেকে টেনে তুলতে হয় আদেখলা চোখের কিছু কিছু ত্যাদোড় শব্দকে ।
সুন্দর ভাবনা।
০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৬
আহমেদ জী এস বলেছেন: শাব্দিক হিমু ,
ভালো লাগলো আপনাকে দেখে ।
শব্দকে তো হাত বদল করতেই হয় নইলে রূপ খোলে না যে তার !
ধন্যবাদ মন্তব্যের জন্যে ।
ভালো থাকুন সাথেই থাকুন ।
১৭| ৩১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৩
শিখা রহমান বলেছেন: বাহ!! কি সুন্দর শব্দের খেলা!!! পুরোই গদ্য কবিতা। ভালো লেগেছে। শুভকামনা।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
আহমেদ জী এস বলেছেন: শিখা রহমান,
অশেষ ধন্যবাদ আপনাকে , আমার এই লেখাটি পড়ে মন্তব্য করার জন্যে ।
তবে খানিকটা ভুল হয়ে গেছে মনে হয় । লেখাটি পুরোই গদ্য কবিতা নয় । এটা মুক্তগদ্য । কবিতা নয় কিছুতেই । মুক্তগদ্যে গদ্য আসবে কড়ি-কোমলে মিশিয়ে ।
আপনার জন্যেও রাখছি - শুভকামনা ।
১৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩০
অয়ি বলেছেন: তবে কি বর্ণমালারা নিঃসঙ্গ একাকী যদি তাদের থেকে শব্দ জম্ন না নেয়? শব্দের শরীরের রক্ত তো তবে বর্ণমালা ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৭
আহমেদ জী এস বলেছেন: অয়ি ,
বর্ণমালা থেকে শব্দের জন্ম হয়না, শব্দ থেকে বর্ণমালা গড়ে ওঠে । তেমন শব্দ সমাহারে বর্ণমালা ধ্রুপদী হয় ।
নারী যেমন ফলবতী হলে পূর্ণাঙ্গ হয়ে ওঠে তেমনি শব্দের অফলনেও কিন্তু বর্ণমালা অপূর্ণ পড়ে থাকে ।
শুভেচ্ছা এখানে এই অবেলায় এসেছেন বলে ।
১৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৯
জাহিদ অনিক বলেছেন:
ভা--------------------
লো-----------------------
বা----------------------
সি-----------------------
নাহ, আপনার বলা ভালোবাসি'র মত অতটা গভীর হয় নাই। হবেও না। হবার কথাও না।
নিঃসঙ্গী বর্ণমালা- নিঃসঙ্গ'কে নিঃসঙ্গী করে দিয়ে শুরুতেই একটা চমক এনেছেন।
পুরোটাই দুর্দান্ত- শব্দে শব্দে মায়া ও মোহ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক ,
নিঃশব্দে এসে এই নিঃসঙ্গী বর্ণমালাকে সঙ্গ দিয়ে গেলেন , তাতেই ভালোবাসার শব্দগুনো অনেকদিনের পরে উঠলো বেঁচেবর্তে ।
শুভেচ্ছান্তে ।
২০| ১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:০৬
পদ্মপুকুর বলেছেন: এ রকম একটা কিছু লিখতে পারলে বর্তে যেতাম এ জীবনে। শব্দ আর তার সংযোজনা, গাঁথুনীর সাথে এলোমেলো খেলা; অসাধারণ!
একটা বিষয় বুঝলাম না, ইদানিং যা-ই লিখছি, দেখা যাচ্ছে কাছাকাছি কিছু একটা আপনি আগেই লিখে বসে আছেন.....
জাফর ইকবালের একটা বই আছে- বিজ্ঞানী সফদর আলীর মহা মহা আবিষ্কার। সেখানে দেখা যায় যে মহাবিজ্ঞানী সফদর আলী এক নির্জন এলাকায় থেকে বিজ্ঞান সাধনা করেন এবং অনেক সাধনা করে কিছুদিন পরপর বিভিন্ন নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কার করেন। কিন্তু পরিতাপের বিষয় হলো- আবিষ্কারের পর তিনি জানতে পারেন যে এই বস্তু আগেই অন্য কেউ আবিষ্কার করে বসে আছে.....
তেমনি শব্দের ঘ্রাণ খোঁজার বহু আগে দেখছি আপনি বর্ণের গন্ধ খুঁজে গেছেন.... যাক, কিছু একটা তো কমন আমাদের মাঝে! এই সুত্রে আপনার মত সুলেখকের সাথে ব্রাকেটবন্দী হতে তো পারছি, সেটাই বা কম কিসে!
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন! আপনার ব্লগে আসা মানেই মুগ্ধ হওয়ার সমার্থক হয়ে যাচ্ছে। ভালো থাকবেন এবং অনেক শুভ কামনা রইল।
একমত।।
ভালো থাকবেন, শুভ ব্লগিং।
১৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪৩
আহমেদ জী এস বলেছেন: পদ্ম পুকুর ,
"একটা বিষয় বুঝলাম না, ইদানিং যা-ই লিখছি, দেখা যাচ্ছে কাছাকাছি কিছু একটা আপনি আগেই লিখে বসে আছেন..... "
---- আমিও যে পদ্ম পুকুরে ডুব দিয়ে পদ্মডাঁটার ঘ্রান নেই! ঘ্রান নেই মাটির। তাই হয়তো পদ্ম পুকুর এর সাথে একটা নাড়ীর যোগ হয়েই যায়!
আপনার আজকের পোস্টে আমার মন্তব্যের বিপরীতে আপনার জবাব প্রসঙ্গে বলি - মানুষ মাত্রই একাকী। হাযারো মানুষের ভিড়ে
বিলি কেটে কেটে মানুষকে একাই ঘরে ফিরতে হয়। সেখানে সে কাঙ্খিত ভালোবাসার দেখা পায়, শ্রদ্ধা- স্নেহের শেকড়ে বাঁধা পড়ে। এর বাইরে মানুষ কিন্তু একা। ভেতরে ভেতরে, নিঃসঙ্গ । তার নিঃসঙ্গতার শব্দ শোনা যায়না - অনুভব করতে হয়!
সন্ধ্যার রক্তিম শুভেচ্ছা ......................
২১| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:২৫
মনিরা সুলতানা বলেছেন: এমন একটা লেখা প্রিয় তালিকায় থাক !
১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৩৭
আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,
প্রায় সাত বছর পরে এসে "প্রিয়"তে নিলেন। সত্যি????
কিন্তু কেন প্রিয়তে নিলেন তা তো বললেন না !!!
২২| ১৯ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৫৫
মনিরা সুলতানা বলেছেন: সাত বছর পর যে লেখা টা দেখলাম !
প্রিয়তে নিয়েছি ভালো লাগার মত একটা লেখা বারবার পড়া যায়। তাছাড়া আমার কিছু সমস্যা আছে, এক লেখাই ভিন্ন সময়ে আমার কাছে ভিন্ন মাত্রায় ধরা দেয়। কতটুকু বুঝলাম তা বোঝার জন্য ও আবার পড়তে হবে।
শুভ কামনা ভাইয়া !
২১ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫৪
আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা,
এটা ঠিক যে, একই লেখা ভিন্ন ভিন্ন সময়ে আলাদা আলাদা মাত্রায় কতো রূপে কতোবার যে ধরা দেয়!
আবার আসার জন্যে ধন্যবাদ।
২৩| ১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৩২
পদ্মপুকুর বলেছেন: মনিরা সুলতানা বলেছেন: সাত বছর পর যে লেখা টা দেখলাম !
প্রিয়তে নিয়েছি ভালো লাগার মত একটা লেখা বারবার পড়া যায়। তাছাড়া আমার কিছু সমস্যা আছে, এক লেখাই ভিন্ন সময়ে আমার কাছে ভিন্ন মাত্রায় ধরা দেয়। কতটুকু বুঝলাম তা বোঝার জন্য ও আবার পড়তে হবে।
শুভ কামনা ভাইয়া ! [/sb
আমারও একই মত ও পথ!
০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫৯
আহমেদ জী এস বলেছেন: পদ্ম পুকুর ,
নিলীমার মতো এতোদিনেও মন্তব্যটি দেখা হয়ে ওঠেনি। ব্লগের নোটিফিকেশানের কানামাছি ভোঁ ভোঁ খেলার কারনে চোখ বন্ধ থাকায় দেখতে পাইনি। আজ কারন বশতঃ এখানে আসতেই মন্তব্যটি দেখতে পেলুম।
ধন্যবাদ মন্তব্যের জন্যে।
"মনিরা সুলতানা" খারাপ কিছু বলেননি, সত্যটাই বলেছেন। সময় ভিন্নতায় একই লেখা একেক রকম আলো ছড়ায়!
©somewhere in net ltd.
১| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৩
হাসান মাহবুব বলেছেন: মাত্র কয়েকটি অক্ষর, অথচ কী বিপুল তার ক্ষমতা, কত ক্রিয়া-বিক্রিয়া এর পেছনে, এগুলোকে পরিপূর্ণ বাক্য করে তুলতে। খুব ভালো লাগলো।