নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ট্রুথ নেভার ডাই্‌জ

নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা ।

আহমেদ জী এস

পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...

আহমেদ জী এস › বিস্তারিত পোস্টঃ

ঈশ্বরের কাছে .....

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৭



ঈশ্বরের কাছে .....



কি দোষে সময়ের কঠিন ফোঁড় ফুঁড়ে যায়

দিনের পর্দা ! গেঁথে রাখে নতমুখে নিদ্রাহীন

সন্তানের রোগশয্যা পাশে অন্তহীন

অপেক্ষায় থাকি, কবে ভোরের সূর্য্য দেবে দেখা

এই আশা নিয়ে থিরথির কাঁপি ভয়ে !



অস্থিমজ্জায় ঘুনপোকা বেঁধেছে বাসা,

উঠোনময় রক্তবীজ আমার সন্তানের -

কুরে কুরে খাবে বলে জীবন নামের

একটুকরো সখের জমিন তার .....

যেখানে শৈশব ছিলো ঘুড়ি ওড়ানোর,

কৈশোর ছিলো লতাগুল্মে সাজানো স্বপ্নের

ঘরবাড়ী, হা-ডু-ডু খেলার আবারিত মাঠ,

শেষ হয়ে এসেছিলো প্রায় যৌবনের পাঠ !

হে ঈশ্বর ! তখোনই কী পাপে ...

কী জটিল পরীক্ষার অগ্নি তাপে

আমায় রেখেছিস ফেলে !

প্রতিটি পল অনুক্ষন চোখ রেখে বসে থাকি

সন্তানেরই মুখে আশার প্রদীপ জ্বেলে,

কবে তার বেদনার ছায়া সরে যায়

একটু একটু করে তোর দয়াদ্র উত্তাপে !



জপের মালার প্রতিটি কড়িকাঠ ছুঁয়ে ছুঁয়ে

আঙুল বেগবান হে ঈশ্বর তোরই খোঁজে...

কোথা তুই.. হে মানুষের ঈশ্বর.. কোনখানে ?

অন্তজ, ব্রাত্য, ধরিত্রীর কীটস্য কীট - আমি একজনে

রেখেছিস খড়েমাটির চিহ্নচক্রে অবশ করে

ভীরু মুরগীকে রাখিস যেমন

আমাকেও তেমন ভীরু করে !

আমি তো গভীর ক্রন্দনে নতজানু

তোরই পদতলে দিনমান...

গহীন নিশীথেও রূদ্ধ নই আমি

এই মন্ত্রযজ্ঞে । কান্নার জল কেবলই উছলায়

তোর আরশের নীচে – আমারই ভেতর

শুনতে কি পাস তার নিনাদ কাতর ?





[ ইউসি আরভাইন মেডিক্যাল সেন্টার, লস এঞ্জেলেস থেকে ]





পাদটীকা -----

অনেকদুর থেকে আমি লিখছি আমার সন্তানের রোগশয্যার পাশে বসে, আমার এই বর্তমান দিনরাত্রির কাব্য । মানসিক অস্থিরতা, উৎকন্ঠা আর বিক্ষিপ্ততা খানিকটা কাটিয়ে উঠতে ।



অনেকদিন আপনাদের সান্নিধ্য ছেড়ে থাকার কারন এটুকুই ।



আমি জানি, যতো কঠিন করেই টুকরো টুকরো হোক না কেন হৃদয় আমার – পৃথিবী থেমে যাবেনা আমার কান্না দেখে । তাই – আমার লেখা যাদের যাদের ক্ষনেকের তরেও কাছে টেনেছে একদিন তাদের কাছে সনির্বদ্ধ অনুরোধ, যদি কোনও দিন আপনাদের বাগানে আর পদচিহ্ন না পড়ে আমার ; ভুলে যাবেন না যেন।

কাউকে কষ্ট যদি দিয়ে থাকি আমার লেখায়, তাদের কাছেও অনুরোধ- আমার অক্ষমতাকে ক্ষমা করে দেবেন ।



আমিও ছিলাম ......... হয়তো আছি ও------



আপনারা সকলে সুস্থ্য থাকুন , ভালো থাকুন ..........



মন্তব্য ৩৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩০

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ মনোমুগদ্ধকর কবিতা
ভাললাগা +

২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪

শুঁটকি মাছ বলেছেন: আপনার সন্তান খুব তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠুক।
আপনার ও আপনার পরিবারের জন্য শুভকামনা রইল।

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৩

জুন বলেছেন: আহমেদ জীএস আপনার অসাধারন আকুতি ভরা কবিতাটি মর্মস্পর্শী।
আমিও নতজানু ইশ্বরের কাছে আপনার সন্তান শীঘ্রই সুস্থ হয়ে উঠুক । এই যৌবনে অকালে যেন সে হারিয়ে না যায়। পৃথিবীর সবচেয়ে ভারী বোঝার ভার যেন আপনাকে বহন করতে না হয় সেই দোয়া করি।
ভালো থাকবেন সেই প্রত্যাশায় ।
+

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮

ইমরাজ কবির মুন বলেছেন:
শুভকামনা জী এস !

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ভালো থাকুন আপনিও।

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৮

লাবনী আক্তার বলেছেন: আমি তো গভীর ক্রন্দনে নতজানু
তোরই পদতলে দিনমান...
গহীন নিশীথেও রূদ্ধ নই আমি
এই মন্ত্রযজ্ঞে । কান্নার জল কেবলই উছলায়
তোর আরশের নীচে – আমারই ভেতর
শুনতে কি পাস তার নিনাদ কাতর ?


চমৎকার লেখা।

আল্লাহ তায়ালা আপনার সন্তান কে সুস্থ করে দিক দুয়া করি।

৭| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০

ট্যটলার বলেছেন: আপনার সন্তানের সুস্থতা কামনা করছি

৮| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩

মামুন রশিদ বলেছেন: আহমেদ জী এস ভাই, একটু আগে জুন আপুর কাছে খবরটা শুনে মনটা বিষাদে ছেয়ে গেল । আপনার আকুতি পৌছে যাক ঈশ্বরের কাছে । আমরা সবাই মিলে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আপনার ছেলে সুস্থ হয়ে ফিরে আসুক আপনার কোলে ।

৯| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩০

এহসান সাবির বলেছেন: দোয়া রইল....
বাচ্চা সুস্থ হোক। আপনি আমাদের মাঝে ফিরে আসুন।

১০| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮

একজন আরমান বলেছেন:
দ্রুত সুস্থতা কামনা করছি। দোয়া রইলো।

১১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনার সন্তানের সুস্থতা কামনা করছি।

১২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮

হাসান মাহবুব বলেছেন: শুভকামনা রইলো। সুস্থ হয়ে উঠুক আপনার সন্তান।

১৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮

সোজা কথা বলেছেন: কবিতা ভালো লেগেছে।হৃদয়স্পর্শী।আপনার ছেলের সুস্থতা কামনা করছি।

১৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২১

সুমন কর বলেছেন: আপনার সন্তান শীঘ্রই সুস্থ হয়ে উঠুক । কবিতায় ভাল লাগা রইল।

আমাকে মনে পড়ে!! আপনি আমার ১ম পোস্টের মন্তব্যদাতা।
আমিও কিছুদিন আগে একটি কঠিন পরীক্ষায় ছিলাম! তাই বুঝি, আপনকে হারাবার বেদনা। আপনার যেন সেরূপ এখনই না হয়। সৃষ্টিকর্তার আছে আশীর্বাদ করি, আপনার এমন বিপদ তাড়াতাড়ি কেঁটে যাক।।

১৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক প্রার্থনা থাকলো ! খুব দ্রুত সুস্থ হয়ে উঠুক ! আপনার মানসিক স্থিরতা ফিরে আসুক , নিজেকে সব সময় স্থির রাখুন ,দোয়া থাকলো !

১৬| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৪

মোঃ আনারুল ইসলাম বলেছেন: প্রার্থনা করি দ্রুত সুস্থ হয়ে উঠুক আপনার সন্তান।

১৭| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৬

দুঃখী__ বন্ধু বলেছেন: সুস্থ হয়ে উঠুক সন্তান প্রার্থনা করি । চিন্তায় রইলাম । সুস্থ হলে জানাতে ভুলবেন না ।

১৮| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৪

সায়েম মুন বলেছেন: আপনার সন্তানের জন্য অনেক শুভকামনা রইলো।

১৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

ৎঁৎঁৎঁ বলেছেন: আমারই ভেতর
শুনতে কি পাস তার নিনাদ কাতর ?


আপনার সন্তান সুস্থ হয়ে উঠুক! শুভকামনা, শুভকামনা, শুভকামনা!

২০| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৮

আহমেদ জী এস বলেছেন:
আপনাদের সবাইকে,

আপনাদের সকল মঙ্গলাকাঙ্খা আমার সন্তানকে সুস্থ্যতার পথে নিয়ে যাবে এই বিশ্বাস রাখছি ।

আপনাদের সবার জন্যে রইলো আমার হৃদয় থেকে উৎসারিত সকল নম্র কৃতজ্ঞতা ।

সকল শুভাকাঙ্খিকে এভাবে, একত্রে কৃতজ্ঞতা প্রকাশের এই অনিচ্ছাকৃত দৈন্যতাকে ক্ষমার চোখে যদি দেখেন তবে ভালো লাগবে ।

সবাই ভালো থাকুন .........[

২১| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৭

এহসান সাবির বলেছেন: বাবু এখন কেমন আছে ভাই?

নতুন বছরের শুভেচ্ছা!

২২| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৪

শাহেদ খান বলেছেন: প্রার্থনা থাকল। সম্ভাব্য সবটুকু।

২৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:০৮

অপ্রচলিত বলেছেন: আহা বড় মর্মস্পর্শী কবিতা। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা আর প্রার্থনা আর আপনার সন্তানের দ্রুত আরোগ্য কামনা করছি। কবিতা দারুণ লিখেছেন।

ভালো থাকুন নিরন্তর এই কামনায়।।

২৪| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩৮

বৃতি বলেছেন: আপনার সন্তানের দ্রুত সুস্থতা কামনা করি। নতুন বছরের শুভেচ্ছা আহমেদ জী এস।

২৫| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

শ্রাবণ জল বলেছেন: লেখার সময় চোখের জল ফেলেছেন, বোঝাই যাচ্ছে।

বাবুর সুস্থতা কামনা করি। আল্লাহ্‌ তাকে যেন খুব তাড়াতাড়ি রোগ থেকে মুক্তি দেন, তার কষ্ট লাগব করেন।

২৬| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

শ্রাবণ জল বলেছেন: লেখার সময় চোখের জল ফেলেছেন, বোঝাই যাচ্ছে।

বাবুর সুস্থতা কামনা করি। আল্লাহ্‌ তাকে যেন খুব তাড়াতাড়ি রোগ থেকে মুক্তি দেন, তার কষ্ট লাঘব করেন।

২৭| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১২

আরুশা বলেছেন: অত্যন্ত মর্মস্পর্শী কবিতায় এক অসহায় পিতার অন্তরের আর্তনাদ ভেসে উঠেছে আহমেদ জিএস।
নিরাময় হোক এই কঠিন রোগ থেকে পুরাপুরি সেই কামনায়।

@ শ্রাবন জল ঊনার ছেলে বাবু নয়, সে এক ইউনির টিচার। বর্তমানে ইউএস এ তে এম এস করছে।

২৮| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৯

শ্রাবণ জল বলেছেন: ওহ! যৌবনের পাঠ শেষ হয়ে এসেছিল..., কমেন্ট করার সময় কোনভাবে এটা চোখ এড়িয়ে গেছে আমার।
বয়স নয়, এখন সুস্থতাই মুখ্য আসলে।

আমাকে কথাটা জানিয়ে দেয়ার জন্য অনেক ধন্যবাদ, আরুশা।

২৯| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৭

শাহেদ খান বলেছেন: আহমেদ ভাই, এখন কেমন আছে আপনার সন্তান?

শুভকামনা, সবসময়ের।

৩০| ২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: একটা মর্মস্পর্শী কবিতা!

আপনার সন্তান খুব তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠুক। এই প্রার্থনা করি! আপনার ও আপনার পরিবারের জন্য শুভকামনা রইল।

৩১| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২২

আহমেদ জী এস বলেছেন: মন্তব্যকারী সুপ্রিয় সহ-ব্লগার সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানা্চ্ছি ।
আমার সন্তান এখোন অনেকটা ভালো । একিয়্যুট ক্রাইসিস কেটে গেছে । কেমোথেরাপী চলছে । আপনাদের প্রার্থনা ঈশ্বর শুনেছেন ।
আপনাদের মঙ্গলাকাঙ্খা তাকে ঘিরে থাকুক আগামীতেও....

সবাইকে শুভেচ্ছান্তে ।

৩২| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩

সায়েদা সোহেলী বলেছেন: আপনার সন্তানের জন্য শুভকামনা আশা করিছি সম্পুর্ন সুস্থ হয়ে উঠবে

আল্লাহ্ সর্ব শক্তিমান ও দয়ালু

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫১

আহমেদ জী এস বলেছেন: সায়েদা সোহেলী ,


সহমর্মিতার জন্যে কৃতজ্ঞ হয়ে রইলুম ।

হ্যা, আল্লাহতায়ালাই একমাত্র পরিত্রানকারী এবং স্বয়ম্ভু ।

শুভেচ্ছা সহকারে ........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.