নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ট্রুথ নেভার ডাই্‌জ

নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা ।

আহমেদ জী এস

পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...

আহমেদ জী এস › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নোত্থিতা

০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১২:৫৭



স্বপ্নোত্থিতা



এইখানে এক মেয়ে

মাথা রেখে শুয়েছিলো ঘাসের পরে ।

মেঘেদের দল কহিলো তারে

"ঘুমাইবে ? ঘুমাও তবে "

মেঘমন্দ্র কুহকিনী স্বরে ।



বসন্ত বাতাস এসে নতমূখী

চুমিল তারে চুপিচুপি

রাতের জোনাক আকাশ

জ্বেলে দিলো সুদুরের তারা ।

ঘাসের সুবাস তার এলোচুল

নিশীথ শিশিরে জড়ায়ে ধরি

আর্দ্র গন্ধে বেভুল,

যেন চমকিয়া দিশেহারা ।



এইখানে সেই মেয়ে

মাথা রেখে শুয়েছিলো ঘাসের পরে ।

ভরা কোটালের চাঁদ

ঢেকে দিলো তারে

নরম পালকের মতো জোছনার ভারে ।



তারে আমি কহিলাম ,

" এই মেয়ে, যাবে স্বপ্নের দেশে ? "

ভ্রমর চোখ মেলে শুধাইলো সে ,

" তুমি কে ? "

কহিলাম তারে ,

অযুত বছর ধরে

আমি খুঁজিতেছি যারে,

তুমি মোর সেই মেয়ে ।

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১:০৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগলো ----

০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:২৫

আহমেদ জী এস বলেছেন: লাইলী আরজুমান খানম লায়লা ,


ভালো লাগলো আপনার এমোন মন্তব্যখানিও ।

২| ০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:

নিশীথ শিশিরে জড়ায়ে ধরি
আর্দ্র গন্ধে বেভুল,
যেন চমকিয়া দিশেহারা ।

এইখানে সেই মেয়ে
মাথা রেখে শুয়েছিলো ঘাসের পরে ।



দারুণ কবিতা +++

০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:২৯

আহমেদ জী এস বলেছেন: কান্ডারি অথর্ব ,


নিশীথ শিশিরে জড়ানো ঘাসের যে আর্দ্র গন্ধ তা তো বেভুল করে দেবেই তাকে, যিনি প্রকৃতিকে দেখেছেন কাছ থেকে ।

ধন্যবাদ । শুভেচ্ছান্তে ।

৩| ০৪ ঠা মে, ২০১৪ দুপুর ২:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ইদানিং নিখাদ রোমান্টিক কবিতা তেমন একটা পাওয়া যায় না। আপনার কবিতা আমার দারুন রোমান্টিক লাগল। চমৎকার।

০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:৩৭

আহমেদ জী এস বলেছেন: কাল্পনিক_ভালোবাসা ,

হ্যা ... চেষ্টা করেছি তেমোনটাই যাতে রোমান্টিক হয়ে ওঠেন কেউ কেউ ।

জীবন যেখানে দৌড়ের উপরে রেখেছে আমাদের, সেখানে রোমান্টিক হয়ে ওঠা সব সময় অনায়াস হয়না । তারপরেও আপনার রোমান্টিক লাগাতে বুঝতেই হয় দারুন একখানা মন আপনার । এমোন মনখানিকে হারিয়ে যেতে দেবেন না যেন!

ভালো থাকুন ।

৪| ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৪:১৬

হাসান মাহবুব বলেছেন: সাবেকী ঢঙে লেখা। তবে ভালো লাগলো। বৈচিত্র খুঁজে পেলাম।

০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:৫২

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,

তাই কি ? ক'দিন আগে সহব্লগার সোনাবীজ, ধুলোবালি ছাই এর কবিতায় কঠিন অকঠিন শব্দ নিয়ে লেখাটি পড়ে এটি লিখতে ইচ্ছে হলো । সেখানে আমার করা মন্তব্যখানি দেখে নিলে খুশি হবো । কবিতায় শব্দ নয় ভাবেরা ঝংকার তুলবে, এমোনটাই বলেছি আমি সেখানে ।
এই কবিতাটি সহজ শব্দ নিয়ে কিন্তু ভাবের রসে জারিত । তাই তো ভালো লেগেছে আপনার ।

আর বৈচিত্র ? বৈচিত্র কে না খোঁজে ? আপনার গল্পেও তো বেশ বৈচিত্র থাকে । খেড়োখাতার হিসেব মেলাতে মেলাতে ক্লান্ত হয়ে গেলে বৈচিত্র তো খুঁজতেই হয় যদি তেমোন একখানা মন বেঁচে থাকে কারো।

বেশ লম্বা উত্তর হয়ে গেল ! আপনার জন্যে বৈচিত্র আনতে গিয়ে ।

শুভেচ্ছান্তে ।

৫| ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৪:২৫

সেলিম আনোয়ার বলেছেন: পড়ে আরাম পাওয়া গেল ।

০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:৫৬

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,

এই পিপাসায় পথিকের ছাতি কাঁপে দুদ্দুর..., এমোনতরো গরমে আরাম পেলেন জেনে বুঝলুম আপনাকে খানিকটা শীতল করতে পেরেছি ।

ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।

৬| ০৪ ঠা মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

(একজন নিশাদ) বলেছেন: ভাললাগা রইলো

০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:৫৮

আহমেদ জী এস বলেছেন: (একজন নিশাদ) ,


আপনাদের ভালো লাগাতেই তো লিখেছি ।

অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

৭| ০৪ ঠা মে, ২০১৪ রাত ৮:৩২

মামুন রশিদ বলেছেন: এইখানে সেই মেয়ে
মাথা রেখে শুয়েছিলো ঘাসের পরে ।
ভরা কোটালের চাঁদ
ঢেকে দিলো তারে
নরম পালকের মতো জোছনার ভারে ।


কবিতার শীতল কোমল পরশ ছুঁয়ে গেল ।

০৪ ঠা মে, ২০১৪ রাত ১০:০৩

আহমেদ জী এস বলেছেন: মামুন রশিদ ,

নরম পালকের মতো জোছনার ভারে মাখানো আপনার উত্তরটুকু ও কোমল ভালোলাগা দিয়ে গেলো যেন ।

রাতের শুভেচ্ছা ।

৮| ০৪ ঠা মে, ২০১৪ রাত ৮:৫৫

জুন বলেছেন: জীবনানন্দ দাশের ছায়ার মত পেলব কোমল কবিতায়
+

০৫ ই মে, ২০১৪ সকাল ৯:৫২

আহমেদ জী এস বলেছেন: জুন ,


এ জগতে কে জীবনানন্দ নয়, একমাত্র অমানুষ ছাড়া ? জীবন আছে বলেই তো সেখানে আনন্দ আছে । শুধু তাকে খুঁজে নিতে জানতে হয় ! তাই হয়তো এখানে জীবনের দেখা পেয়েছেন বলে জীবনানন্দের ছায়াও দেখতে পেয়েছেন ।
জীবনানন্দই যে কেবল প্রকৃতি নিয়ে লিখেছেন একমাত্র, তা কিন্তু নয় । লিখেছেন অনেকেই । হ্যা.. লেখার ঢংটিতে তার ছায়া দেখতেই পারেন কারন তার মতো প্রকৃতির কারুকাজ নিয়ে লিখেছি যে ।

...নরম পালকের মতো জোছনার ভারে ।

.....রাতের জোনাক আকাশ

....ভ্রমর চোখ মেলে শুধাইলো সে ,

এই লাইনগুলোতে হয়তো আপনার তাকেই মনে পড়েছে । ধন্যবাদ এজন্যে যে, একালে ( প্রেজেন্ট ডেজ ) "বনলতা সেন" কোট করা ছাড়া জীবনানন্দ দাসকে কেই বা আর তেমোন করে মনে রেখেছে যেমোন রেখেছেন আপনি ।
জীবনানন্দ দাস আমার ও খুউব ..খুউব প্রিয় একজন কবি । তার পরেও বলি, যদি ছায়া তার পড়ে থাকেই কিছু তবে তা একান্তভাবে আমার অজান্তেই ।

সকালের শুভেচ্ছা ।

৯| ০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

কবিতায় কথোপকথন বড়ই মিষ্ট লাগে!

সুন্দর কবিতা.... :)

০৫ ই মে, ২০১৪ সকাল ১০:১৮

আহমেদ জী এস বলেছেন:
মাঈনউদ্দিন মইনুল ,

ধন্যবাদ ।

কবিতায় কথোপকথন পছন্দ আপনার । তাই কথোপকথনে ভরা একখানি কবিতার লিংক দিলুম -
Click This Link

সাথে থাকুন । শুভেচ্ছান্তে ।

১০| ০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:৩৫

মোঃ নাহিদ শামস্‌ বলেছেন: খুব সুন্দর হয়েছে...
শুভকামনা রইলো...

০৫ ই মে, ২০১৪ সকাল ১০:২৪

আহমেদ জী এস বলেছেন: মোঃ নাহিদ শামস্‌ ,


ধন্যবাদ "সুন্দর" বলাতে ।

শুভকামনার সাথে বলি - এমনি করেই সুন্দর থাকুন .....

১১| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১১:৫০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগছে অনেক

০৫ ই মে, ২০১৪ সকাল ১০:৩০

আহমেদ জী এস বলেছেন: নাজমুল হাসান মজুমদার ,

"বই খানা অনন্ত যৌবনা যদি তেমন বই হয় ..." সৈয়দ মুজতবা আলীর এই কথার সাথে তাল মিলিয়ে বলি - কবিতা ভালো লাগে যদি তেমন একটা কবিতা হয় ।

শুভেচ্ছান্তে ।

১২| ০৫ ই মে, ২০১৪ রাত ১:১২

প্রিয় সবুজ বলেছেন: চমৎকার ।

০৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

আহমেদ জী এস বলেছেন: প্রিয় সবুজ ,


অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

শুভেচ্ছা জানবেন ।

১৩| ০৫ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৩

অন্ধবিন্দু বলেছেন:
পুরোপুরি একজন অতি সাধারণ মানুষ একখানা অসাধারণ কবিতা লিখেছেন; তাতে চোখ পড়ে না কারও। কারণ আমরা কেবল অসাধারণের মাঝেই অসাধারণ খুঁজতে শিখেছি ...

রবীন্দ্রনাথের বিরহিণী,
মর্মে-মরা মেঘমন্দ্র স্বরে
ব্যাকুল বাক্য।

অতঃপর বসন্ত বাতাস, এলোচুলে বেভুল কবি ভিতরে এঁকেছেন পূর্ণিমার তেজী কোটালের আহ্লাদ। স্বপ্নোত্থিত ‘রা কবিতায় স্নিগ্ধজ্যোতি ছড়ালো বলে ...

আহমেদ জী এস,
তৃতীয় লাইক(Like) খানা আমার :-0

০৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

আহমেদ জী এস বলেছেন: অন্ধবিন্দু ,

অনিন্দ্য সুন্দর আপনার এই মন্তব্যখানির জবাব কি দেবো , খেই হারিয়ে যাচ্ছে ।

ঠিক বলেছেন - আমরা কেবল অসাধারণের মাঝেই অসাধারণ খুঁজতে শিখেছি ...
যেমন , কারো জীবদ্দশায় নয় , মরনোত্তর পুরষ্কার দেই আমরা । যে মানুষটি এটা পেলেন, জীবদ্দশায় তিনিই তো ছিলেন অপাংতেয় । নজর পড়েনি বা নজর কাড়তে পারেন নি কারো ।
চিত্রকর ছবি আঁকেন সে ছবি তার মহাপ্রস্থানের পরে মিলিয়নস অব ডলারে নিলামে ওঠে । আর তার স্রষ্ঠা ভিখিরীর মতো বেঁচে থেকে ধুঁকে ধুঁকে মরেন ।
এটাই তো নিয়ম এই পোড়া সংসারের ! এই - ই তো হয় ।

ভালো থাকুন আর মুষ্ঠিবদ্ধ হাতের মতে দৃঢ় থাকুন মননে ।

১৪| ০৮ ই মে, ২০১৪ রাত ৮:১৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: একটা নিখাদ কবিতা। শব্দে ভাবে অনন্য। বেশ লেগেছে।

০৮ ই মে, ২০১৪ রাত ১১:১৬

আহমেদ জী এস বলেছেন: প্রোফেসর শঙ্কু ,


আপনার বেশ লেগেছে জেনে আমারো ভালো লাগছে ।

নিখাদ প্রশংসার জন্যে কৃতজ্ঞ ।

রাতের শুভেচ্ছা রইলো ।

১৫| ১৫ ই মে, ২০১৪ রাত ১২:৩৪

এহসান সাবির বলেছেন: দারুন কবিতা।

বেশ লাগল।

১৫ ই মে, ২০১৪ রাত ১০:১৩

আহমেদ জী এস বলেছেন: এহসান সাবির ,


ব্লগে তেমন একটা আসা হচ্ছেনা ইচ্ছে থাকলেও । তাই দেরী হলো আপনার মন্তব্যের উত্তর দিতে ।

এইখানে এক মেয়ে
মাথা রেখে শুয়েছিলো ঘাসের পরে ।

তেমনি আপনার নিকের ছবিতে আপনিও তো শুয়ে আছেন ঘাসের পরে .... দারুন আর বেশ তো লাগবেই ! ;)

রাতের শুভেচ্ছা ।

১৬| ২৪ শে আগস্ট, ২০২০ সকাল ৮:১৭

খায়রুল আহসান বলেছেন: যেমন শিরোনাম, তেমন ছবি, তেমনই কবিতা! অনুপম সৌন্দর্যের মোড়কে আবৃত একটি শৈল্পিক পরিবেশনা, যা কবিতা পিপাসু পাঠকের মন কানায় কানায় ভরে দেবে। কবিতার শব্দচয়ন এবং ভাষা শৈলী আমাকে আকৃষ্ট করেছে, তুষ্ট করেছে। কবিতায় অনেকেই জীবনানন্দীয় ছায়া দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন, কিন্তু আমার কাছে এটাকে একটি আহমেদীয় (জিএস) কবিতা বলেই মনে হয়েছে। কারণ আপনার আরও কয়েকটি কবিতায় আমি এরকম ভাষার সন্ধান পেয়েছিলাম বলে মনে পড়ে। গদ্যেও পেয়েছি।

এমন চমৎকার একটি রোমান্টিক কবিতার অন্তর্নিহিত ঐশ্বর্যের তুলনায় এটির পরিসংখ্যান (ব্লগের ভাষায় পঠিত সংখ্যা, মন্তব্য, 'লাইক', 'প্রিয়'তে রাখা, ইত্যাদি) নেহায়েত দরিদ্র বলে মনে হলো। আশা করছি, আমার এ মন্তব্যটির পর কবিতাটিকে "সাম্প্রতিক মন্তব্য" এর অধীনে দেখতে পেয়ে আরও কিছু কবিতাপ্রেমী বোদ্ধা পাঠক এর স্বাদ আস্বাদন করতে পেরে আনন্দিত হবেন।

চমৎকার কবিতায় চতুর্থ ভাল লাগা + +।

২৪ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩১

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,




আপনাকে নিয়ে হয়েছে আসলেই জ্বালা। খুঁজে খুঁজে পুরোনো পোস্টে যে সব মন্তব্য রেখে যান তা যেমন পুরোনো চালের মতো ভাতে বাড়ে তেমনি আমাকেও খাটিয়ে মারে।
এমন সুপেয় মন্তব্যের কতোখানি আমি গলাধঃকরণ করতে পারবো , জানিনে!
এমন চমৎকার একটি রোমান্টিক কবিতার অন্তর্নিহিত ঐশ্বর্যের তুলনায় এটির পরিসংখ্যান (ব্লগের ভাষায় পঠিত সংখ্যা, মন্তব্য, 'লাইক', 'প্রিয়'তে রাখা, ইত্যাদি) নেহায়েত দরিদ্র বলে মনে হলো।

আসলে আমি নিজেই বড় দরিদ্র যে, লেখাতে!
সবাই তো আর আপনার মতো নয় যে খুঁজে খুঁজে কারো লেখা পড়বেন! তারা আসেন , প্রথম পাতা দেখেই দু'চারটে " অসাধারণ" শব্দ লিখে ভাবেন - অনেক হয়েছে! হালকা চটুলতার "ফুচকা" স্বাদ নিতে এরা আসেন, সাহিত্যের মধুর রস আস্বাদনের জন্যে নয়।

জীবনানন্দ আমাকে আচ্ছন্ন করে রাখে। তাঁর মতোন করে আমার লেখাগুলোও কমনীয়- শিশিরের মতো আদ্র- পাখির ডানা ঝাপটানোর শব্দের মতো করতে চাই বলেই অমন করে লিখি যেমনটা আপনি বলেছেন।

পরিশেষে শত শত শুভেচ্ছা জানিয়ে যাচ্ছি এমন একটি মন্তব্যের জন্যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.