নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...
দু'পঙতি অনুভব .....
অনেকটা সময় ক্ষয় করে বুঝেছি,
কখোনও কেউ আপন হয়না ।
অনেকটা পথ হেটে হেটে বুঝেছি,
পথের পাশেই তীর্থ নয় গহীন খাঁদ ও থাকে ।
অনেকটা দিন রোদ দেখে দেখে জেনেছি
কি করে নামে অবিশ্বাসী অমানিশা বেলা শেষে ।
অনেকটা রাত জেগে জেগে দেখেছি
কি করে ক্ষয়ে ক্ষয়ে যায় দ্বাদশী চাঁদ ।
অনেকটা বেলা পার করে দিয়ে বুঝেছি
কেউ কোথাও থাকেনা বাড়িয়ে দু'হাত ।
অনেকটা হৃদয় ভাগ করে দিয়ে বুঝেছি
নীলা নাকি কারো সয় কারো সয়না ।
তুমি কি বুঝতে পারলে যতো আপদ এই ভালোবাসাবাসি'তে !
জোর করে যে ভালোবাসা হয়না ?
০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২০
আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ,
ধন্যবাদ ।
সন্ধ্যের শুভেচ্ছা ।
২| ০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেকটা রাত জেগে জেগে দেখেছি
কি করে ক্ষয়ে ক্ষয়ে যায় দ্বাদশী চাঁদ ।
+++
০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৩
আহমেদ জী এস বলেছেন: কান্ডারি অথর্ব ,
চাঁদ তো আসলেই ক্ষয়ে ক্ষয়ে যায় !
ধন্যবাদ মন্তব্য করা ও প্লাস দেয়াতে ।
শুভেচ্ছান্তে ।
৩| ০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: নেকটা রাত জেগে জেগে দেখেছি
কি করে ক্ষয়ে ক্ষয়ে যায় দ্বাদশী চাঁদ ।
অনেকটা বেলা পার করে দিয়ে বুঝেছি
কেউ কোথাও থাকেনা বাড়িয়ে দু’হাত ।
বেশি ভাললাগলো ।
০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
দু'পঙতির হলেও সত্যটি এই, দুটি হাত বাড়িয়ে কেউ কোথাও থাকেনা আজীবন । একসময় না একসময় গুটিয়ে যায় সে হাত !
ভালো লাগাতে পেরেছি জেনে ভালো লাগছে ।
ভালো থাকুন ।
৪| ০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ২:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনুভবগুলো দারুণ, মনে হলো আমিও এভাবেই ভেবে থাকি।
তুমি কি বুঝতে পারলে যতো আপদ এই ভালোবাসাবাসি’তে!
জোর করে যে ভালোবাসা হয় না !!!!!!
সত্যিই তো, জোর করে ভালোবাসা হয় না।
ভালো লাগলো আহমেদ জি এস ভাই।
০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০২
আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,
এ অনুভবগুলো হয়তো যদি তেমন মনের মানুষ হন, এমোন অনেককেই আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে ।
আসলেই তো জোর করে ভালোবাসা হয় না। এটা বিশ্বাস আর নিবেদনের ব্যাপার । নির্মোহ এক ভালোলাগার পরিনতি । ভরসার , আস্থার, নির্ভার নিজেকে সপে দেয়ার আকাঙ্খা থেকে জন্ম যার।
ভালো লেগেছে জেনে খুশি হলুম ।
ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।
৫| ০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:২২
স্বপ্নবাজ অভি বলেছেন: জোর করে ভালোবাসা হয়না !
এর চেয়ে বড় অনুভব আর কিছু হতেই পারেনা , যদিও সময়ে সময়ে এটা মেনে নেয়াটাই চ্যালেঞ্জ !!
খুব ভালো লাগলো ভাইয়া দু পক্তি অনুভব ।
০৩ রা জুলাই, ২০১৪ রাত ৮:০২
আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ অভি ,
সময়ে সময়ে এটা যে মেনে নেয়া যায়না তা ও জোর করে বলা যাবেনা ।
শুভেচ্ছান্তে ।
৬| ০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
সুমন কর বলেছেন: অনেকটা বেলা পার করে দিয়ে বুঝেছি
কেউ কোথাও থাকেনা বাড়িয়ে দু’হাত ।
সুন্দর কবিতা !! তবে লিরিক হিসেবেও মন্দ না।
০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১১:৩৩
আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,
দু'হাত বাড়িয়ে কেউ থাকে কি ?
মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
ভালো থাকুন ।
৭| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১০:৫১
এহসান সাবির বলেছেন: দারুন........!!
০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১১:৩৪
আহমেদ জী এস বলেছেন: এহসান সাবির ,
ধন্যবাদ দারুন বলাতে।
শুভেচ্ছান্তে ।
৮| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:৪১
মামুন রশিদ বলেছেন: অনেকটা দিন রোদ দেখে দেখে জেনেছি
কি করে নামে অবিশ্বাসী অমানিশা বেলা শেষে ।
অনুভবগুলো কষ্টের হলেও জীবনে এদের এড়ানো সম্ভব নয় । তবু অনুভবগুলো বেঁচে থাক ।
০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১১:৫৮
আহমেদ জী এস বলেছেন: মামুন রশিদ ,
প্রতিটি পঙতিই জীবন থেকে নেয়া । কেউ স্বীকার করেন , কেউ করেন না । তবুও এই অনুভব মিথ্যে হয়ে যায়না । ব্যতিক্রম তো থাকেই , সেটুকু বাদ দিয়ে ।
এর বিপরীতে বলা যায় -
অনেকটা দিন রোদ দেখে দেখে জেনেছি
কী করে সতেজ জীবন বেয়ে ওঠে কৃষ্ণচূড়া ডালে ।
এই অনুভব বাস্তবের সম্ভাবনা সঞ্জাত হলে ভালো লাগতো , কিন্তু হয়না ...
৯| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১২:৫৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভালো লাগলো।
০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৪:০৯
আহমেদ জী এস বলেছেন: স্নিগ্ধ শোভন ,
ভালো লাগা একটি মন্তব্য ।
ধন্যবাদান্তে ।
১০| ০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১১:৫৬
অপর্ণা মম্ময় বলেছেন: শেষের কথাটা খুব সুন্দর।
আসলে সময় মানুষ কে অভিজ্ঞ করে।
ভালো থাকবেন ভাইয়া।
০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৪:১৫
আহমেদ জী এস বলেছেন: অপর্ণা মম্ময়
সময় যদি আমাদের অভিজ্ঞই করতো তবে দেশের এই হাল হয় ?
সময় নয় , মানুষকে অভিজ্ঞ করে তার দেখার চোখ, মেধা , মনন । সময় গৌন এক অনুষঙ্গ ।
ভালো থাকুন আপনিও । শুভেচ্ছান্তে ।
১১| ০৪ ঠা জুলাই, ২০১৪ দুপুর ১২:০৯
আরুশা বলেছেন: অনেকটা সময় ক্ষয় করে বুঝেছি,
কখোনও কেউ আপন হয়না ।
সত্যি কি তাই মনে হয় আপনার আহমেদ জিএস ?
খুব ভালোলাগলো অনুভবের কবিতাটি।+++++্
০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৪:২২
আহমেদ জী এস বলেছেন: আরুশা ,
পোষ্টে দেখে ভালো লাগলো ।
অনেকটা সময় ক্ষয় করে বুঝেছি,
কখোনও কেউ আপন হয়না ।
এই অনুভবটি শুধু আমার কেন ; আপনার , আপনাদের কাছে কখোনও কখোনও সত্যি মনে হয়না ?
অনুভবের এই কবিতাটি সবার মনের ভাবনারই অনুরনন হয়তো । তাই ভালো লেগেছে আপনার ।
শুভেচ্ছা বিকেলের ।
১২| ০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৩:০০
হাসান মাহবুব বলেছেন: সুন্দর এবং সুরেলা। লিরিকের মত অনেকটা।
০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৩
আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,
সুন্দর এই মন্তব্য সুরেলা লাগলো ।
শুভেচ্ছান্তে ।
১৩| ০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৩:১৭
হালি্ বলেছেন: আহমদ ভাই আপনের কবিতা আর মন্তব্য পইরা মনে হইল একটা দুই নম্বরি মালের পাল্লায় পরছিলেন। যাউকগা বাইচা গেছেন, মানিব্যগটা চুরি করে নাই তো আবার
০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৮
আহমেদ জী এস বলেছেন: হালি্ ,
খুব হাসালেন ।
লেখা আর মন্তব্যে যে উত্তম পুরুষের দেখা মেলে তা আপনিও হতে পারেন । আর জীবন , সে তো আমার – আপনার যে কারো জীবনই হতে পারে । জীবন অনুভবের এইসব অভিজ্ঞতা তো সবারই আছে । কম আর বেশী ।
দু নম্বরির পাল্লায় ? হা...হা... হা.. দু নম্বরি, সাত নম্বরি কিম্বা দশ নম্বরি সবই যে এক । সব নম্বরি – ই মেইড ইন হেভেন !!! একই মসলাপাতি দিয়ে আর একই যন্তরে বানানো । অবশ্য যন্তর চালকের ভুলে বাইরের চেহারা সুরত খানিকটা এদিক ওদিক হতে পারে কিন্তু ভেতর "টেষ্টেড" আর "সার্টিফায়েড" ছাপ মারা একখান পার্টস-ই " ইন-বিল্ট" । ওটা দু নম্বরি কিম্বা স্মাগলড হয়ে আর কোথাও যাবার চান্স নেই ।
মানিব্যাগ চুরি করবে কি করে ? থাকলে তো !
যেটা থাকে , যা আপনার ও আছে ---- সেটা "মন" । ওটা চুরি হলে তো বেঁচেই যেতুম । আপনারটা হলে আপনিও বাঁচতেন ...........
১৪| ০৫ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৬
জুন বলেছেন:
কবিতা টা মনে হলো লেখকের কিছু হাহাকারময় কাব্যকথা ।
ভালোলাগা
+
ব্লগার হালির মন্তব্যে মনে পড়লো হিন্দি একটা গান শুনেছিলাম অনেক আগে..... "তু দো নম্বরি ..... তো ম্যায় দশ নম্বরী
০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৪
আহমেদ জী এস বলেছেন: জুন ,
প্রথম পুরুষে লেখা । এটা আপনার জীবনের কথা ও হতে পারে । হতে পারে আমাদের অনেকেরই কথা ।
জীবন ঘনিষ্ঠ নয় কি ? হয়তো অনেকেই এটা স্বীকার করতে দ্বিধায় পড়ে যাবেন । তবুও এ অনুভবের দু'পঙতি পথ চলতে আমরা সবাই ই কম বেশী অনুভব করি ।
"তু দো নম্বরি ..... তো ম্যায় দশ নম্বরী ... সেজন্যেই তো ওখানে লিখেছি - দু নম্বরি, সাত নম্বরি কিম্বা দশ নম্বরি সবই যে এক । সব নম্বরি – ই মেইড ইন হেভেন .....
ভালো থাকুন ।
১৫| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:০৪
ৎঁৎঁৎঁ বলেছেন: নীলা নাকি কারো সয় কারো সয়না! চমৎকার লিখেছেন জী এস ভাই! লিরিকস হিসেবে দারুণ!
০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৮
আহমেদ জী এস বলেছেন: ৎঁৎঁৎঁ
আমি কিন্তু লিরিকস ভেবে লিখিনি । যা মনে হলো তাই ই লিখেছি ।
দারুন বলার জন্যে ধন্যবাদ ।
১৬| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৪
রাতুল_শাহ বলেছেন: খুব কষ্ট নিয়ে লিখেছেন মনে হলো।
অনেকটা বেলা পার করে দিয়ে বুঝেছি
কেউ কোথাও থাকেনা বাড়িয়ে দু'হাত ।
মনে হয় কেউ না কেউ থাকে, শুধু আমরা জানি না।
০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮
আহমেদ জী এস বলেছেন: রাতুল_শাহ ,
হুমমম ... এটা ঠিক বলেছেন যে , মনে হয় কেউ না কেউ থাকে, শুধু আমরা জানি না।
মনে হয় কেউ না কেউ থাকে,
শুধু আমরা জানি না,
শুধু আমরা জানি না...
কেউ একজন দাঁড়িয়ে আছে কোন ফাঁকে !
১৭| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩০
ৎঁৎঁৎঁ বলেছেন: এইটা কিন্তু কবিতা হিসেবে দারুণ, লিরিক্স হিসেবে এডিশনাল দারুণ!
০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৪
আহমেদ জী এস বলেছেন: ৎঁৎঁৎঁ ,
অসংখ্য ধন্যবাদ এডিশনাল এই মন্তব্যটির জন্যে ।
ভালো থাকুন । সাথেই থাকুন ।
১৮| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:৪১
ফা হিম বলেছেন: অনেকটা রাত জেগে জেগে দেখেছি
কি করে ক্ষয়ে ক্ষয়ে যায় দ্বাদশী চাঁদ ।
অনেকটা বেলা পার করে দিয়ে বুঝেছি
কেউ কোথাও থাকেনা বাড়িয়ে দু'হাত ।
-----
তুমি কি বুঝতে পারলে যতো আপদ এই ভালোবাসাবাসি'তে !
জোর করে যে ভালোবাসা হয়না
ভালো লাগল।
০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৭
আহমেদ জী এস বলেছেন: ফা হিম ,
এই লিরিক্যাল কবিতার দুটি দুটি পঙতির কথাগুলোই , স্বয়ং সম্পূর্ণ এক একটি গল্প যে ! ভালো তো লাগবেই, যিনি বোঝেন তার কাছে ।
অসংখ্য ধন্যবাদ । শুভেচ্ছান্তে ।
১৯| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১২:২৫
বলাকাবিহঙ্গ বলেছেন: "অনেকটা হৃদয় ভাগ করে দিয়ে বুঝেছি
নীলা নাকি কারো সয় কারো সয়না ।
তুমি কি বুঝতে পারলে যতো আপদ এই ভালোবাসাবাসি'তে !
জোর করে যে ভালোবাসা হয়না ?"
....I like them, I love them!
For Brother আহমেদ জী এস :
০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:০৫
আহমেদ জী এস বলেছেন: বলাকাবিহঙ্গ ,
বিহঙ্গের মতোই উচ্ছসিত ডানা ঝাঁপটেছেন মন্তব্যে ।
এই মন্তব্য আর ছবি দুটোকে আমিও ভালোবেসে ফেললুম ।
অনেক অনেক শুভেচ্ছা ।
২০| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫২
অন্ধবিন্দু বলেছেন:
যা মনে হলো তা ভালোই লাগলো বটে !
“এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কী আছে
সে আছে নিজকে নিয়ে আমি তো আপন দোষে পেলাম শুধু অথৈ যন্ত্রণা”
শুভ কামনা, আহমেদ জী এস।
১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৩
আহমেদ জী এস বলেছেন: অন্ধবিন্দু ,
কি মনে হতে ভালো লাগলো আপনার ?
অনেকটা জিনিষের দরদাম ঘেটে ঘেটে বুঝেছি
এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কী আছে .......
অনেকদিন পরে ! শুভকামনা আপনার জন্যেও ।
২১| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১০:৪৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: মনোলোগ কিংবা হাহাকার বেশ লাগল।
শুভেচ্ছা।
২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:২২
আহমেদ জী এস বলেছেন: প্রোফেসর শঙ্কু ,
ধন্যবাদ একবাক্যে লেখাটির পোষ্টমর্টেম করতে পেরেছেন বলে ।
শুভেচ্ছা আপনাকেও ।
২২| ২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৯
জুন বলেছেন: গতবার এসে অসাধারন একটি নীলার মালা দেখেছিলাম । আপনার কবিতার দুটি লাইনের মত কিন্ত আমিও জানি নীলা নাকি কারো সয় কারো সয় না । তাই ভয়ে আর কিনি নি। কিন্ত এবার সব ভয় জয় করে আজ অনেক খুজলাম সেই দোকান্ কিন্ত দুর্ভাগ্য আমার কোন খবরই পেলাম না তার ।
২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:০৪
আহমেদ জী এস বলেছেন: জুন ,
বুঝলুম না , ঠিক কোথায় গিয়ে আপনি নীলার মালা দেখেছেন গতবার ! তার মানে কি , জুন গিয়ে জুলাইতে ঠেকেছে ? তাই তো আপনার খোঁজ নেই !
তবে এটা বোঝা গেলো, নীলা কারো হয় (সয় ..) কারো হয়না
( সয়না.. )।
কামনা করি, নীলার মালা না হোক নিদেন পক্ষে একখানা নীলাম্বরী শাড়ি যেন কিনতে পারেন ......
২৩| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৯
ইমিনা বলেছেন: অরেকটা হৃদয় ভাগ করে দিয়ে বুঝেছি
নীলা নাকি কারো সয় কারো সয়না।
........
একদম সত্যি কথা।
০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৫
আহমেদ জী এস বলেছেন: ইমিনা,
হুমমমমম... তা ই তো দেখছি ।
কি তেজী একখানা পোষ্ট দিয়েছিলেন । ওয়ারেন বাফেট কে নিয়ে কাঁটা চেরা । আমাদের কপালে সইলোনা । সরিয়ে নিলেন । জানিনে কী অভিমানে ! জানতে চাই ও নে ।
শুধু ফিরিয়ে আনলে খুশি হবো ।
ভালো থাকুন ।
অট: আপনার ফেসবুক নিয়ে লেখা পোষ্টে এই মাত্র একই আক্ষেপ জানিয়ে এলুম ।
২৪| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১:০৭
ইমিনা বলেছেন: মোবাইল থেকে টাইপ করতে গিয়ে অনেক বানান ভুল হয়ে গেছে ওই পোস্টে এবং মন্তব্যে। এই দুঃখে কিছুক্ষনের জন্য ড্রাফট ঘরে। পিসি থেকে এডিট করে ফিরিয়ে আনবো আবার।
অনেক ধন্যবাদ আপনাকে
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৯:১৮
আহমেদ জী এস বলেছেন: ইমিনা ,
আমাকে করা আপনার সব মন্তব্যে খুশি হয়েছি ।
ফিরিয়ে আনলে ভালো লাগবে অনেক ।
সবে হয়ে ওঠা রাতের শুভেচ্ছা ।
২৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৬
দীপংকর চন্দ বলেছেন: অসম্ভব ভালো লেখা!
অসাধারণ!
অনিঃশেষ শুভকামনা জানবেন ভাই।
ভালো থাকবেন। সবসময়।
অনেকটা পথ হেটে হেটে বুঝেছি,
পথের পাশেই তীর্থ নয় গহীন খাঁদ ও থাকে ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৭
আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,
বিলম্বে জবাব দিতে হলো বলে দুঃখিত ।
ভালো লেগেছে জেনে খুশি হলুম ।
আদিগন্ত শুভকামনা রইলো আপনার জন্য ।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লিখেছেন....