নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ট্রুথ নেভার ডাই্‌জ

নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা ।

আহমেদ জী এস

পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...

আহমেদ জী এস › বিস্তারিত পোস্টঃ

যে বইটি খুলতে যাচ্ছেন আপনি এখনই .....বইব্লগ ( ছবিব্লগ নয় )

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৩

যে বইটি খুলতে যাচ্ছেন আপনি এখনই ..... বইব্লগ



ফাগুনের ঘোর লাগা ভালোবাসার দিনটিকে ছবি ব্লগ দিয়ে নয় বই ব্লগ দিয়ে রাঙিয়ে দিলুম ।

ভালো লাগবে কিনা জানিনে , তবুও ..........































































































ছবি - ইন্টারনেট থেকে ।

মন্তব্য ৬০ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৩

অন্ধবিন্দু বলেছেন:
জনাব,
এককান অটোগেরাপ দ্যান দেকি। পরে-তোঁ লাইন পাব’নে !:#P

[বড় ভালোলাগলো। সজীব করলেন, আন্দোলিত হলেম]

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৯

আহমেদ জী এস বলেছেন: অন্ধবিন্দু


প্রতিবারের মতোই হা...হা,,,হা... =p~

হগলডিতে বইমেলায় বই বাইর করে । মোর তো আর হেইডা অইলোনা হেইর লইগ্গা খোলা মাডে দিছি । মোরোক তো উন্মোচোন অয় নাই , অটোগেরাপ দিমু কই ? :P

যাকগে, ভালোবাসা দিবসের ভালোবাসাটুকুই দিলুম আপনাকে ।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ভালো ভালো কথা। ভালো সেটাই যা রেখে গেলে লোকে মনে রাখবে। তাই তো মালদার পাট্টি স্থায়ী কিছু করে দিয়ে যায়, স্কুল, হাসপাতাল, পুকুর চাপকল ইত্যাদি ইত্যাদি। এমন কি বিনা পয়সার ঘটকালীটাও সেইসব সৎ কর্মের মধ্যে পড়ে। :D

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৭

আহমেদ জী এস বলেছেন: জুলিয়ান সিদ্দিকী


আমার আপনার কি সেই পকেটের জোর আছে যে, চাইলেই একখানা পাবলিক টয়লেট ও দান করে যেতে পারি ?
এটা মনে হয় সৎকর্ম নয় । নাম ফাটানোর অসৎ ইচ্ছে থেকে হয় । বিশেষ করে হালে । আশিটা গরু জবাই করে ঈদের মাংশ বিতরন করা , এই জাতীয় ।
আর ধরুন, আপনার কথা -ই । ব্লগের পাতায় সচেতনতার কথা , মানুষের কথা লিখে চলেছেন ।্ ব্লগের প্রায় সবাই মনে রাখবে আপনাকে একদিন ।
কোনটি স্থায়ী ?

বসন্ত আর ভালোবাসা দিবসের শুভেচ্ছা রইলো ।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৮

সুমন কর বলেছেন: এপিক-ইউনিক-চমৎকার-দারুণ-সুন্দর !!!!

২য় ভাল লাগা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১৫

আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,


এই বসন্তের সকালে আপনার করা সুন্দর মন্তব্যটি যেন ফুলের সুবাস হয়ে এলো ।


ভালোবাসা দিবস আর বসন্তের শুভেচ্ছা রইলো ।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৬

প্রবাসী পাঠক বলেছেন: বাহ, দারুণ।

৩য় ভালো লাগা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:২৪

আহমেদ জী এস বলেছেন: প্রবাসী পাঠক ,

কি রেখে যেতে চান পিছনে ফেলে ????

এই ব্লগের বাগানে কিছু ফুলের স্মৃতি । আপনার আনাগোনার সুমধুর সঙ্গীত ।
এই তো আজ ! কালকের কথা ভুলে যাই .....

বসন্তের শুভেচ্ছা রইলো এক প্রবাসীর জন্যে ।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৮

হাসান মাহবুব বলেছেন: চমৎকার আইডিয়া। প্রেরণাময়

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:২৯

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,

আপনার ছোট্ট বাক্যে করা মন্তব্যগুলো এক পাতা সিভিট এর মতো । তাই জবাব দিতে গেলে মনে হয় জবাইঘরে জবাই হয়ে গেলুম ।

আইডিয়া আর চমৎকার হলো কই ? সবাই ছবি ব্লগ দেয় আমি দিলুম বইব্লগ । যাহা বায়ান্নো তাহাই তেপ্পান্ন ।

বসন্ত ভোরের শুভেচ্ছা ।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৯

চাঁদগাজী বলেছেন:


মৃত্যু-ভাবনা নিয়ে বেঁচে থাকে দুর্বল মানুষ; যারা মানুষের জন্য কাজ করেন, তারা মৃত্যু নিয়ে ভাবার দরকার নেই।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৬

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,

এখানে প্রতিদিনের জন্যে ছোট ছোট ভালোবাসার কথা বলেছি । এর জন্যে বিশাল আত্মত্যাগের প্রয়োজন বোধহয় নেই । তাই মৃত্যু ভাবনার কথা চিন্তা না করে অনেক সবল মানুষ হবার দরকারও নেই ।
স্বাভাবিক জীবন নিয়েই সব মানুষকে ভালোবাসার কথা বলা যায় , বাড়ানো যায় সাহায্যের হাতও ।

মন্তব্য খুব ভালো লাগলো । শুভেচ্ছা জানবেন ।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০৮

মহান অতন্দ্র বলেছেন: চমৎকার আইডিয়া। ভাল লাগলো।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৯

আহমেদ জী এস বলেছেন: মহান অতন্দ্র

চমৎকার আর হলো কই আইডিয়া ? সবাই ছবি ব্লগ দেয় আমি দিলুম বইব্লগ । যাহা বায়ান্নো তাহাই তেপ্পান্ন ।

বসন্ত রাতের শুভেচ্ছা ।

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫২

সুফিয়া বলেছেন: খুব ভালো লাগল। পোস্টে ++++।

প্রিয়তে রাখলাম মাঝে শাঝে পড়ব বলে।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৯

আহমেদ জী এস বলেছেন: সুফিয়া ,

এই ভালোবাসা দিবসের হাযারো লেখার ভীড় থেকে আমার এই লেখাটি প্রিয়তে নিয়েছেন দেখে কৃতার্থ বোধ করছি । শুধু পড়াই নয় , জীবনের পথে এর বক্তব্যটুকুও জুড়ে দিতে পারলে তা-ই হবে এক নতুন পাতার কাব্য ।

ভালো থাকুন আর বসন্ত রাতের শুভেচ্ছা জানুন ।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: এই ধরণের একটা বই যদি কোন ভাবে প্রকাশও করা হয়, তবে গুণকীর্তন গাওয়ার লোকের অভাব হবে না। পুরস্কার পেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে অবাক হবেন তখন যখন দেখবেন বইটি পড়ে কেউ কিছুই শিখে নাই। যেই লাউ, সেই কদু। কেউ পড়বে, কেউ শুধু ছবিগুলো দেখবে আবার কেউ ছবিও দেখবে এবং ভিতরের কথাগুলোও পড়বে কিন্তু কারো মধ্যে এর প্রয়োগ দেখবেন না। ফলে বইটি শুধু বুকশেলফের শোভাবর্ধন করেই ক্ষান্ত হবে। কারণ আমাদের মন মানসিকতা সবই দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। নৈতিকতা, মানবতা এগুলো আমাদের কাছে এখন শুধু পুঁথি পুস্তকের কথা। তবে কী সমাজে ভালো মানুষ নাই? অবশ্যই আছে। কিন্তু তাদের সেই ভালো মানুষী সমাজের কোন উপকারে আসে না। সমস্যাটা হল এখানেই।
আপনি অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য অন্তত আমাদের ভিতরের মনুষ্যত্বকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন আন্তরিকতার সহিত। এখন যদি আমরা জেগে থেকেও ঘুমের ভান ধরে থাকি, তার জন্য অন্তত আপনি দায়ী থাকবেন না।
মানসিক ও মানবিক বিকাশের ক্ষেত্রে নূতনত্ব নূতন করে আমাদের আশাবাদী করে তুলুল, নূতন করে প্রেরণা যোগাক, নূতন করে পথ দেখিয়ে দিক, এটাই কাম্য। তাই আপনার এই নূতন আইডিয়া আমার কাছে বেশ ভালো লাগলো। পহেলার ফাল্গুনে চমৎকার একটা পোস্ট। নিরন্তর শুভ কামনা রইলো আহমেদ জী এস। বাসন্তী শুভেচ্ছা রইলো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী বাঙালি,


ফাগুনের প্রথম প্রহরে এই সুন্দর মন্তব্যটি দিনটাকে রোশনাই করে দিয়ে গেল ।
মন্তব্যটির সবটাই একেবারে বাস্তব ।
কারণ আমাদের মন মানসিকতা সবই দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে নয়, অলরেডী ইট’স গন্‌ । কিন্তু আপনার কথামতো সমাজে এখনও কিছু ভালোমানুষ আছেন বলেই সমাজটা একেবারে মুখ থুবড়ে পড়নি । আর সত্যিকার অর্থে সব মানুষের ভেতরেই ভালো আর মন্দ বিরাজিত সব সময়। সবার খানিকটা ভালত্ব যোগ হয়েই সমাজটাকে এখনও ধরে রাখা গেছে । পুরোটা কাঙ্খিত সমাজ হয়তো হয়নি , কিন্তু আশা করতে দোষ কি একদিন তা হবে !
আর সে জন্যেই আমাকে, আপনাকে অথবা কাউকে না কাউকে এভাবেই আশা জাগানিয়া গান গেয়ে যেতে হবে ।

আপনি হয়তো খেয়াল করে থাকবেন , এই ব্লগেই মাঝে মাঝে এরকম দু’একটি সাধুবাদ পাওয়ার মতো লেখা উঠে আসে । কয়েকজন ব্লগার আছেন যারা নিয়মিত এভাবে লিখে থাকেন । শতাংশের হিসেবে যথেষ্ট কম হলেও ফেলনা নয় । এ সবই আমাদের ঘুম ভাঙাবে , একদিন । সাইক্লিক রোটেশানে প্রকৃতিও এই নষ্ট সময়কে আবার সুসময়ে নিয়ে যাবে । এটাই প্রকৃতির নিয়ম ।

আর দেখছি, যে কোনও মন্তব্যে আপনি বেশ সচেতনতার সাথে বিশদ করে বক্তব্যটির কাঁটাচেরা করে থাকেন । এ থেকেও বক্তব্যের না উঠে আসা কথারাও বেশ করে ভেসে ওঠে । এও তো ঘুম থেকে জাগানোর প্রভাত সঙ্গীত ।

লেখাটির প্রশংসা করেছেন । আইডিয়াটিকে স্বাগত জানিয়েছেন । আশা করেছেন - মানসিক ও মানবিক বিকাশের ক্ষেত্রে নূতনত্ব নূতন করে আপনাদের আশাবাদী করে তুলবে, নূতন করে প্রেরণা যোগাবে, নূতন করে পথ দেখিয়ে দেবে ।
এটা এই ব্লগের সব সচেতন লিখিয়েদের বেলাতেও প্রযোজ্য হোক , এই কামনায় ।

ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১১

জাফরুল মবীন বলেছেন: অসাধারণ,চিত্তাকর্ষক ও শিক্ষণীয় ইনোভেটিভ পোস্ট!

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

আহমেদ জী এস বলেছেন: জাফরুল মবীন ,

অসংখ্য ধনবাদ, প্রেরনা দেবে এমন মন্তব্যের জন্যে ।

ভালোবাসা আপনার জীবনের সবখানেই বাসন্তী রং ছড়িয়ে দিক ।

শুভেচ্ছান্তে ।

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫২

আমিনুর রহমান বলেছেন:




প্লাস এবং প্রিয়তে।


অসাধারণ ও ইউনিক ...

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪০

আহমেদ জী এস বলেছেন: আমিনুর রহমান


প্রিয়তে নিয়েছেন জেনে ভালো লাগলো ।
মাঝে মাঝে এই ধারনা ধারন করে সে-মতো কাজ করুন । ভালো লাগবে ।

ভালো থাকুন । ভালোবাসা দিবসের শুভেচ্ছা ।

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৭

তুষার কাব্য বলেছেন: অসাধারণ..!
কথাগুলো হৃদয় ছুঁয়ে গেল ।

৮ম ভালোলাগা জানিয়ে গেলাম ...

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৩

আহমেদ জী এস বলেছেন: তুষার কাব্য ,


আপনার হৃদয় ছুঁয়ে গেছে আর ভালোও লেগেছে জেনে ভালো লাগলো । তবে দেরী হলো জবাব দিতে , তাই কুন্ঠিত ।

ভালো থাকুন আর ভালোবাসাতে ।

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৫

এহসান সাবির বলেছেন: দারুন।

শুভ বসন্ত!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০২

আহমেদ জী এস বলেছেন: এহসান সাবির ,


শুধু শুয়ে শুয়ে বই পড়লেই চলবেনা মাঝে মাঝে সবাইকে ভালোবাসা দিতেও হবে ।
জীবে প্রেম করে যেইজন , সেইজন সেবিছে ঈশ্বর ....

শুভ বসন্তের রঙিন শুভেচ্ছা আপনাকে ও ।

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৮

কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ শেয়ার ! এককথায় ! অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৫

আহমেদ জী এস বলেছেন: কলমের কালি শেষ ,


কৃতজ্ঞতা আপনাকে ও ।

এবং অসাধারন বলায় ধন্যবাদ আপনারই প্রাপ‌্য ।

শুভেচ্ছান্তে ।

১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৭

সকাল রয় বলেছেন:
ঘুম আসতাছে... /:)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৮

আহমেদ জী এস বলেছেন: সকাল রয়


বইখানি খুলে দেখেই ঘুম আসছে ? তাহলে বলতেই হয় ঘুমপাড়ানী বই লিখে ফেলেছি একখানা !

১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৮

ইছামতির তী্রে বলেছেন: অসাধারণ!!!

অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩২

আহমেদ জী এস বলেছেন: ইছামতির তী্রে ,


আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ।
তবে এটুকু বলতে দেরীর জন্যে দুঃখিত ।

১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩০

মনিরা সুলতানা বলেছেন: দারুন :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৬

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,

দারুন বলার পরে একখানা ফোঁকলা দাঁতের ইমো দিলেন ।
ঠিক বোধগম্য হলো না, কেন !

খারাপ লেগেছে কি ?
তবুও ফাগুনের শুভেচ্ছা মন্তব্যের জন্যে ।

১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: দারুন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৪

আহমেদ জী এস বলেছেন: জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র ,


একশব্দের মন্তব্যখানি মলিন পট্টবস্ত্রের গোলাপী আভার মতো মনে হলো ।

শুভেচ্ছা রইলো ।

১৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫০

চাঁদগাজী বলেছেন:


ব্যতিক্রমধর্মী এ্যাপ্রোচ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৬

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,



ধন্যবাদ ।

২০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৩

জুন বলেছেন: ভালো লাগবে কিনা জানিনে , তবুও ...
আপনি দ্বিধায় ভুগবেন না আহমেদ জী এস । সত্যি ব্যতিক্রমী + ভালোলাগা অনেক অনেক ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০০

আহমেদ জী এস বলেছেন: জুন ,



তবুও দ্বিধায় ভুগতে হয় । এতো এতো মানুষের ভীড়ে দ্বিধায় পড়ে যাওয়াটাই স্বাভাবিক যখন প্রয়াসটি একবারেই নতুন ।

সাহস দেয়ার জন্যে ধন্যবাদ । ব্যস্ততার জন্যে উত্তর দিতে অনাকাঙ্খিত দেরীর জন্যে দুঃখিত ।

ভালোবাসা দিবসে বসন্ত শুভেচ্ছা ।

২১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অসাধারণ ব্যতিক্রমী এক শিক্ষনীয় পোস্ট+++

ধন্যবাদ ভাই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৮

আহমেদ জী এস বলেছেন: বঙ্গভূমির রঙ্গমেলায় ,

কি বলে আপনাকে ধন্যবাদ দেবো বুঝতে পারছিনে ।

ভালোবাসা দিনের শুভেচ্ছা রইলো ।

২২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৯

সচেতনহ্যাপী বলেছেন: অপূর্ব চেষ্টা।। প্রতিটা বক্তব্যই দারুন।। বিশ্বাস করুন শুধু প্রশংসার জন্য বলছি না।।
http://s3.amazonaws.com/somewherein/pictures/GSA1953happy/02-2015/GSA1953happy_173585190854de179d1aae13.74112388_xlarge.jpg. কিন্তু সময়ের পরিবর্তনে আজ সবাই বদলে গেছে।। এখানে ভালবাসা আর আন্তরিকতার কোনই মূল্য নেই।। দুঃখজনক হলেও আজ এটা বাস্তব যে,দিতে পারলে ভাল,তা না হলে....।।
জীবনে খাতায় লেখা আছে,কছু মধুর সময় আর তার স্মৃতি। আছে মেঘের বাহার আর শ্যামলিমাতেও।। কিন্তু হারিয়ে গেছে অসহায়ের মুখে হাসি ফোটানো আর তাদের কথা ভাবার।। (যার জন্য একদিন জীবনকে হাতের মুঠোয় নিয়েছিলাম।।) আজ হারিয়ে গেছি নিজের মাঝেই।।
কিছু না লিখেও যে ছবির মাধ্যমে জীবনের সব ফুটিয়ে তোলা যায়,নূতন করে দেখলাম।।
সন্মান করি কিন্তু শ্রদ্ধার পাত্র সেই হতে পারে,যে পারে মনের অব্যক্ত কথাকে ফুটিয়ে তুলতে।। অসংখ্য ধন্যবাদ।।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩১

আহমেদ জী এস বলেছেন: সচেতনহ্যাপী ,


খুব ভালো লাগলো আপনার এমন আন্তরিক মন্তব্য ।

আপনার অনেক লেখা আর মন্তব্য থেকেই বোঝা যায় , এক সময় নিবেদিত প্রান ছিলেন দেশের জন্যে । দেশ এমন সন্তানদের কিছুই দেয়নি ।
যদিও আমরা বলে থাকি - দেশ আপনাকে কি দিতে পেরেছে তা নয়, আপনি দেশকে কি দিতে পেরেছেন তা-ই ভাবুন । এটা একটি আপ্তবাক্য । আপনার মতো হাযারো মানুষ একদিন দেশের জন্যে অনেক কিছু দিয়ে গেছেন । এই দেয়ার ফসল ঘরে তুলেছে সুবিধাবাদীরা যা তাদের প্রাপ্য নয় কোনোমতেই । আপনার মতো এইসব অকুতোভয় সন্তানদের তাই দীর্ঘশ্বাস পড়াটি অসংগত নয় মোটেই । আপনি সহ ঐসব মানুষকে বিনম্র শ্রদ্ধা ।
আপনার - যার জন্য একদিন জীবনকে হাতের মুঠোয় নিয়েছিলাম।। এই বক্তব্যটির কারনেই এই লেখাটুকু ।

এই পোষ্টটি সম্পর্কে আপনার মূল্যায়ন মাথায় তুলে রাখলুম ।

ভালোবাসা দিবসে একজন পুরোনো দেশভক্তকে সকল ভালোবাসা ।

২৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৩৪

অন্ধবিন্দু বলেছেন:







লেহক-সাব,
বইয়ের মালিখ হওনের ইচ্ছা আছে নাহি ? থাকলে খালি প্রকাশ কইর‌্যা দেহেন। আহ্নের এই লিখাডারেও কাগুজের বই বানাইয়া ছাইড়া দিমু। তহন ভক্ত-সমাজেরে অটোগেরাপ দিবেন আর খোমাডা ছকচক করাইবেন। তয় কতা হইলো গিয়া দুই-চার টেহাও খরচ করন লাগবো কইলাম; বুঝেন-ইতো গিভ এন্ড টেকের যুগ চলতাছে ;)


মন্তব্যটি নিতান্তই সরল-রম্য মাত্র :#)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৯

আহমেদ জী এস বলেছেন: অন্ধবিন্দু ,

মনটা বিক্ষিপ্ত আজ, তাই আপনার সরস মন্তব্যের জবাবটি হয়তো ঠিক মতো দেয়া হবেনা ।

না ভাই, দেয়া-নেয়া করে বইয়ের গর্বিত একজন মালিক হতে চাইনে ।

আমি নিতে চাইনে , দিতেই চাই । বাজে স্বভাব সন্দেহ নেই ।

ভক্তকুলকে অটগ্রাফ নয় বরং অনুপম কিছু দিয়ে যেতে চাই ।

শুভেচ্ছান্তে ।

২৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৭

আরমিন বলেছেন: ভালো লাগলো বই ব্লগটি !

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩০

আহমেদ জী এস বলেছেন: আরমিন২৯ ,


ভালো লেগেছে জেনে খুশি হলুম ।

ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।

২৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩১

প্রোফেসর শঙ্কু বলেছেন: অভিনব চিন্তা, সন্দেহ নেই :)

ইয়ে, অটোগ্রাফ পাওয়া যাবে কি?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩০

আহমেদ জী এস বলেছেন: প্রোফেসর শঙ্কু ,


জ্বী না ... পাওয়া যাবেনা । ভুল করে ফেলেছেন ।

প্রথম ভুল - বইটির নাম " দ্য বুক অব ইওর লাইফ" । মানে আপনার নিজেরই বই ।
আর শেষে গ্রন্থকারের নামে আছে "আমি" । তা ও আপনি ।

অর্থাৎ যিনি পড়ছেন , তিনি নিজের লেখা্ বইটি-ই পড়ছেন ।
এখন আটোগ্রাফ কি পাওয়ার কথা , না দেয়ার কথা ?

২৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৫

শিখা আমিন বলেছেন: অসাধারন আইডিয়া দিয়ে মানুষের অনতর আতমা কে নাড়া দিয়েছেন আপনি,ধন্যবাদ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩০

আহমেদ জী এস বলেছেন: শিখা আমিন

আপনার এই আন্তরিক মন্তব্যখানি দিয়ে আমাকেও নাড়া দিয়ে গেলেন আপনি ।

শুভেচ্ছান্তে ।

২৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৮

সেলিম আনোয়ার বলেছেন: দুর্দান্ত ।+

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১১

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,


প্লাস দেয়াতে ভালো লাগলো ।
মন্তব্যের জন্যে ধন্যবাদ ।

২৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২০

মহামহোপাধ্যায় বলেছেন: শুধুই নির্বাক মুগ্ধতা জানিয়ে গেলাম।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩১

আহমেদ জী এস বলেছেন: মহামহোপাধ্যায় ,




সুন্দর এই মন্তব্যে ভালোলাগা ।

২৯| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মন ছুঁয়ে যাওয়া একগুচ্ছ কথামালা।

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৭

আহমেদ জী এস বলেছেন: রেজওয়ানা আলী তনিমা

কথামালার পাশাপাশি ছবিমালারাও কথা বলে গেছে কিন্তু ।
আপনার মন তা ছুঁয়ে গেছে জেনে ভালো লাগলো ।

ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।

৩০| ১২ ই মে, ২০১৮ রাত ৮:০০

সোহানী বলেছেন: হুম বুঝলাম কেন জী ভাই জীবনের কথা বলে, ভালোবাসার কথা বলে, প্রিয়জনের কথা বলে, প্রকৃতির কথা বলে....................

এরকম ভাবনা চিন্তা মাঝে সাঝে করে বলেই ব্লগে সময় কাটাই......................

সরি, পুরোনো ব্লগগুলো খুজেঁ খুজেঁ পড়ছি আর একেকটি ভালোলাগার ঝরনা আবিস্কার করছি ......................

১২ ই মে, ২০১৮ রাত ৮:১৯

আহমেদ জী এস বলেছেন: সোহানী ,



আমার প্রোফাইলেই লেখা আছে - আমি যা আমি তাই-ই ।....................প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...
তাই হয়তো আপনার জী ভাই জীবনের কথা বলে, ভালোবাসার কথা বলে, প্রিয়জনের কথা বলে, প্রকৃতির কথা বলে ।

অনেক ভালো লাগছে, আপনি আমার বইয়ের পাতা ওল্টাতে শুরু করেছেন জেনে । মনি-মুক্তো না পেলেও স্বর্ণাভ বালুকনা পাবেন খুঁজে ।
আর আপনার কারনে আমার পুরোনো লেখাতে এসে , লেখা পড়ে অবাক হচ্ছি নিজেই , এমন লেখা আমি লিখেছি !!!!!!

অনেক অনেক ভালো লাগা আপনার মন্তব্যে । যেখানেই থাকুন ভালো থাকুন , থাকুন সুখে ।
অসংখ্য শুভেচ্ছান্তে ......................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.