নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...
দুঃখ মানেই
দুঃখ মানেই টাঙ্গুয়ার হাওর
জল থৈ থৈ নদী
দুঃখ মানেই সত্যি করেই
আমার না হও যদি !
দুঃখ মানেই মঙ্গার শহর
জীবন হাহাকার
দুঃখ মানেই তোমার কাছে
আমার অনাদর ।
দুঃখ মানেই গড়ের মাঠে
হু হু করা হাওয়া
দুঃখ মানেই যত্ন করে
আমায় ভুলে যাওয়া ।
দুঃখ মানেই পুঁইয়ের মাচায়
ঘুঁনপোকাদের ঘর
দুঃখ মানেই হিসেব কষে
আমায় করা পর ।
দুঃখ মানেই প্রলয় সিডর
উথাল জলরাশি
দুঃখ মানেই এমোন ভালো
কেন যে তোমায় বাসি !
ছবি - ইন্টারনেট ।
২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৫
আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,
দুঃখ মানেই এমোন ভালো
কেন যে তোমায় বাসি !
এ কারনেই তো রাজপুত্রেরা দিশেহারা হয় ।
খুব ভালো লাগলো প্লাস দেয়াতে ।
শুভেচ্ছা জানবেন ।
২| ২২ শে মার্চ, ২০১৫ রাত ১০:২৯
কলমের কালি শেষ বলেছেন: দুঃখের মানে বোঝানো কবিতায় ভাল লাগা ।
২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৫২
আহমেদ জী এস বলেছেন: কলমের কালি শেষ ,
সুখ কিম্বা দুঃখের মানে বোঝাতে গেলে কলমের কালি শেষ হয়ে যাবে, তবু বোঝানো যাবেনা । আমিও হয়তো পারিনি । ওগুলোর বিশালতা এমনটাই । যেমন একফোঁটা চোখের জলেই তো একসমুদ্র দুঃখের দেখা মেলে ।
ধন্যবাদ মন্তব্যের জন্যে ।
৩| ২২ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩৩
তুষার কাব্য বলেছেন: দুঃখমালা খুব ভালো লাগলো ।
অনেক ভালো থাকুন ।
২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১:২৪
আহমেদ জী এস বলেছেন: তুষার কাব্য ,
উ..হু... দুঃখের মালা ভালো লাগাতে নেই । ওতে কষ্টই বাড়ে । সবাই তো আর নীলকন্ঠ হতে পারেনা !
ভালো থাকুন , সুখে থাকুন ।
৪| ২২ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪৫
বৃতি বলেছেন: সুন্দর
২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ২:০৩
আহমেদ জী এস বলেছেন: বৃতি ,
সুন্দর বলেছেন ঠিক আছে কিন্তু ফিঁচেল হাসির ইমোর মানেটা বোঝা গেলোনা ।
শুভেচ্ছান্তে ।
৫| ২২ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: দুঃখ মানেই পুঁইয়ের মাচায়
ঘুঁনপোকাদের ঘর
দুঃখ মানেই হিসেব কষে
আমায় করা পর
জীবনের অদ্ভুত বাস্তবতা লিখলেন
শুভেচ্ছা লেখক
২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ২:১৪
আহমেদ জী এস বলেছেন: নাজমুল হাসান মজুমদার ,
বাস্তবের বিচ্ছেদটা তো অনেকটা হিসেব কষেই হয় ।
শুভেচ্ছা জানানোর জন্যে ধন্যবাদ ।
দুঃখে নয় , সুখে থাকুন ।
৬| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ১২:০৪
ডি মুন বলেছেন:
দুঃখ মানেই পুঁইয়ের মাচায়
ঘুঁনপোকাদের ঘর
এই লাইনটা অন্যরকম সুন্দর লাগল। পুঁইয়ের মাচায় ঘুণপোকা !! বাহ , দারুণ।
বিষাদের কবিতা হলেও ছন্দবদ্ধতায় তা দারুণ নান্দনিক ও সুখকর হয়ে উঠেছে।
+++
শুভেচ্ছা কবির প্রতি।
২৩ শে মার্চ, ২০১৫ রাত ৯:১৯
আহমেদ জী এস বলেছেন: ডি মুন
ঘুঁনপোকা যখন ঘর বাঁধে তখন সব কুঁড়ে কুঁড়ে খায় । এখানে সন্দেহের কথা বলা হয়েছে । সন্দেহ বড় সংক্রামক । তখন হিসেবের খাতা খুলে বসতে হয় যে !
বিষাদের কবিতায় সুখের আবহ ? প্লাস তো আপনাকেই দিতে হয় !
মন্তব্যে প্লাস +++
সুখে থাকুন ।
৭| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ১২:১৩
যুগল শব্দ বলেছেন:
দুঃখ মানেই যত্ন করে
আমায় ভুলে যাওয়া ।
সুঃখ মানেই মাঠ পেরিয়ে
দূরের গায়ে যাওয়া,
মনের সুখে দুঃখ ভুলে
ভাটিয়ালী গাওয়া,
পিঠা পুলি খাওয়া,
কবিতায় ভালোলাগা রইল জী এস ভাই +
২৩ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩৩
আহমেদ জী এস বলেছেন: যুগল শব্দ ,
"দুঃখ " আর "সুখ" । দু'টিতে মিলে হয় যুগল শব্দ "দুঃখসুখ "। সুখদুঃখ বললুম না । ওটা অতি ব্যবহারে নেতানো ।
আপনার মনের সুখে দুঃখ ভুলে কবিতাটিও ভালো লাগলো ।
সুখে থাকুন ।
৮| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ১:১৬
বিদ্রোহী বাঙালি বলেছেন: উপমার ব্যবহারে মুগ্ধ হলাম। ছন্দের দ্যোতনাও মনকাড়া। সব মিলিয়ে বেশ ভালো লাগলো।
২৩ শে মার্চ, ২০১৫ রাত ৯:৫২
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী বাঙালি ,
দুঃখ রোমন্থনের ও একটা ভালোলাগা আছে । তাই ভালো লেগেছে হয়তো ।
মনকাড়া মন্তব্যে মুগ্ধ ।
ভালো থাকুন আর সুখে ।
৯| ২৩ শে মার্চ, ২০১৫ সকাল ৮:০২
জাফরুল মবীন বলেছেন: চমৎকার হয়েছে দুঃখকাব্য!
অসংখ্য ধন্যবাদ কবি।
শুভকামনা জানবেন।
২৩ শে মার্চ, ২০১৫ রাত ৯:৫৯
আহমেদ জী এস বলেছেন: জাফরুল মবীন,
ধন্যবাদ আপনাকেও ।
দুঃখকাব্যই শুধু নয় , আমার সুখকাব্য ও আছে ।
এখানে পাবেন -
সুখ মানেই.......
১৪ ই আগস্ট,
http://www.somewhereinblog.net/blog/GSA1953happy/29972772
(লিংক আসেনা তাই এভাবেই দিলুম)
সুখে থাকুন ।
১০| ২৩ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৩৩
ৎঁৎঁৎঁ বলেছেন: দুঃখ মানেই বেঁচে আছি, এখনও!
কবিতায় ভালো লাগা সুপ্রিয় জী এস ভাই!
২৩ শে মার্চ, ২০১৫ রাত ১০:২২
আহমেদ জী এস বলেছেন: ৎঁৎঁৎঁ ,
চমৎকার বলেছেন । কথায় আছেনা , সুখের চোটে মরে যাওয়া ? তাই দুঃখ আছে বলেই বেঁচে আছি । খালি সুখে তো মরেই যেতুম ।
তাই বলি, সুখ-দুঃখ মিলিয়ে ভালো থাকুন ।
১১| ২৩ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৪৪
নেক্সাস বলেছেন: দুঃখ মানেই পুঁইয়ের মাচায়
ঘুঁনপোকাদের ঘর
এখানে ভাবনার ব্যাপকতা মন ছুঁয়ে গেছে
২৩ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪৪
আহমেদ জী এস বলেছেন: নেক্সাস ,
ঘুঁনপোকা যখন ঘর বাঁধে তখন সব কুঁড়ে কুঁড়ে খায় । পুঁইয়ের মাচা তো বাঁশ , বাঁশের কঞ্চি দিয়েই বানানো হয় । বাঁশে ঘুন ধরে বেশী আর সহজেই । তখন মাচাটি ভেঙে পড়ে । পুঁইয়ের ডাগর ডাগর সতেজ লতাগুনো তখন মাটিতে লুটায় । দুঃখটা এখানেই ।
এটা হলো বাহ্য ।
অন্দরে সন্দেহের কথা বলা হয়েছে । সন্দেহ বড় সংক্রামক । তখন হিসেবের খাতা খুলে বসতে হয় যে ! আর সম্পর্কও ভেঙে যাবার হুমকিতে পড়ে ।
ধন্যবাদ মন্তব্যের জন্যে ।
সুখে থাকুন আর ভালো ।
১২| ২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৫৮
হাসান মাহবুব বলেছেন: ভালো লেগেছে। তবে সেকেন্ড ভার্সে হাহাকার এর সাথে অনাদর তো মিললো না। ভেবে দেখতে পারেন অন্য কিছু দেয়া যায় কি না।
২৩ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫৮
আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব,
ঠিকই বলেছেন । লিখতে গিয়ে আমারও ঠিক মিলছেনা ...মিলছেনা মনে হয়েছিলো । কারন ‘হাহাকার” এই চারটি অক্ষরের শব্দে পরপর তিনটি “ া আকার “ এসেছে । অথচ “ অনাদর” শব্দটিতে মাত্র একটা । একারনেই ছন্দ একটু টাল খেয়ে গেছে । হোচট যে একটু খেয়েছে তা বিলক্ষন । তবলা বাজাতে গিয়ে তাল কেটে গেলে যেমন "রেলা " দিয়ে ফের তাল ধরা হয় তেমনি হয়েছে । আপনার কথা মানছি । ভাবখানা ঠিক রেখে যোগ্য শব্দ পেলে পাল্টে দেবো নিশ্চয়ই।
ধন্যবাদ ।
১৩| ২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৫৩
জেন রসি বলেছেন: আপনার মুহূর্তগুলো দুঃখ থেকে দূরে থাকুক।
কবিতা ভালো লেগেছে।
২৬ শে মার্চ, ২০১৫ রাত ৮:২৪
আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,
উত্তর দেয়ার দীর্ঘসূত্রিতার জন্যে ক্ষমাপ্রার্থী ।
দুঃখ থেকে দূরেই থাকি । তারপরেও মানুষ তো.. দুঃখ-সুখ মিলিয়েই তো জীবন ! যেমনটা আপনার ও ।
ভালো থাকুন আর সুখে ....
১৪| ২৩ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: ছন্দমিল সুন্দর ছিল। ভাল লাগল।
২৬ শে মার্চ, ২০১৫ রাত ৮:২৭
আহমেদ জী এস বলেছেন: প্রোফেসর শঙ্কু ,
দুঃখিত , উত্তর দেয়ার দীর্ঘসূত্রিতার জন্যে ।
ছন্দমিল সুন্দর ছিল। "ছিল" মানে কি ? এখন হারিয়ে গেছে এটা পড়তে গিয়ে ?
শুভেচ্ছান্তে ।
১৫| ২৪ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৪৪
আজমান আন্দালিব বলেছেন:
নাজমুল হাসান মজুমদার বলেছেন: দুঃখ মানেই পুঁইয়ের মাচায়
ঘুঁনপোকাদের ঘর
দুঃখ মানেই হিসেব কষে
আমায় করা পর
জীবনের অদ্ভুত বাস্তবতা লিখলেন। মোবাইল থেকে দীর্ঘ মন্তব্য করা টাফ তাই কপি করলাম মনের কথাগুলো।
শুভেচ্ছ।
২৬ শে মার্চ, ২০১৫ রাত ৮:৩৫
আহমেদ জী এস বলেছেন: আজমান আন্দালিব ,
জীবনটা তো এমনই । ক্ষনেক বৃষ্টি, ক্ষনেক রোদ ।
মোবাইল থেকে ? আপনার নিজেরই তো মোবাইল অবস্থা দেখি অনেক দিন থেকেই । লিখছেন না কেন ?
ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।
১৬| ২৫ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৬
জুন বলেছেন:
দুঃখ মানেই পুঁইয়ের মাচায়
ঘুঁনপোকাদের ঘর
অসাধারন কবিতায়
+
২৭ শে মার্চ, ২০১৫ সকাল ৯:২৫
আহমেদ জী এস বলেছেন: জুন ,
পুঁইয়ের মাচায় ঘুঁনপোকা যখন ঘর বাঁধে তখন সব কুঁড়ে কুঁড়ে খায় । তখন মাচাটি ভেঙে পড়ে । পুঁইয়ের ডাগর ডাগর সতেজ লতাগুনো তখন মাটিতে লুটায় । দুঃখটা এখানেই ।
এটা হলো বাহ্য ।
অন্দরে সন্দেহের কথা বলা হয়েছে । সন্দেহ অসাধারন ভাবেই সংক্রামক ।
বরাবরের মতোই একটি প্লাসের জন্যে ধন্যবাদ ।
১৭| ২৫ শে মার্চ, ২০১৫ রাত ১০:১৯
অন্ধবিন্দু বলেছেন:
জনাব আহমেদ জী এস,
দুঃখের কবিতা দুঃখী করলো আমায়। শামসুর রাহমানের কবিতা থেকে পড়ছি-
গাছের যতো পাতা আকাশের যতো নক্ষত্র
নদীর ঢেউ , হাওয়র প্রতিটি ঝলক
প্রতিটি ফুল শিশিরের প্রতিটি বিন্দু
আমার চোখের মণি আমার হাত-গাছ
ওদের সবাইকে আমি কথা বলাতে চাই।
ওরা হয়তো আপনার মতো করে দুঃখের কথাই বলতো ...
২৭ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৩৫
আহমেদ জী এস বলেছেন: অন্ধবিন্দু ,
গাছের যতো পাতা; হাওয়ায় ঝিরঝির করে কথা কয়েই যায় । সেখানে কান পাতলে স্বয়ং শা.রাহমান ও শুনতে পেতেন দুঃখসুখের পাঁচালী ।
নদীর ঢেউ ভেঙে পড়ার শব্দে যে প্রেম আছে , দোলা লাগতো তারও । ইত্যাদি... ইত্যাদি । তাই কথা বলানোর প্রয়োজন থাকার কথা নয় । ওরা নিজেরাই কথা বলে ফিসফিস ।
তবে অন্ধ কারো চোখে আলো ফোঁটাতে পারতেন কিনা জানিনে !
১৮| ২৬ শে মার্চ, ২০১৫ রাত ৮:২২
সেলিম আনোয়ার বলেছেন: দুঃখ মানেই টাঙ্গুয়ার হাওর
জল থৈ থৈ নদী
দুঃখ মানেই সত্যি করেই
আমার না হও যদি !
সুন্দর দুঃখ ।
২৭ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৩৯
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
তেমন দুঃখকে যদি আপন করে নিতে পারেন দেখবেন ওর চে' সুন্দর কিছু নেই ।
১৯| ২৬ শে মার্চ, ২০১৫ রাত ৮:২৭
সেলিম আনোয়ার বলেছেন: দুঃখ মানেই প্রলয় সিডর
উথাল জলরাশি
দুঃখ মানেই এমোন ভালো
কেন যে তোমায় বাসি !
কবি আমি এভাবে লিখতাম
দুঃখ মানেই প্রলয় সিডর
উথাল জলরাশি
দুঃখ মানেই এমোন করে
তোমায় ভালবাসি !
২৭ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৪৫
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
এই তো কি গভীর এক দুঃখের কথা বললেন , কী সুন্দর করে ।
তা , তাকে কি বোঝাতে পেরেছেন; এমোন করে কতোটুকু ?
২০| ২৬ শে মার্চ, ২০১৫ রাত ৯:৫৫
দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর ।
২৭ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৪৭
আহমেদ জী এস বলেছেন: দৃষ্টিসীমানা,
এই জগতে দৃষ্টিসীমানায় যা ই আসে তা ই সুন্দর, যদি দেখার তেমন চোখ থাকে ।
শুভেচ্ছান্তে ।
২১| ৩১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
সুমন কর বলেছেন: দুঃখময় কবিতা ভাল লাগল।
দারুণ।
০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ৮:৫১
আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,
উত্তরের দীর্ঘসূত্রিতার জন্যে দুঃখিত ।
ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।
শুভেচ্ছান্তে ।
২২| ১১ ই মে, ২০১৫ রাত ১২:৫৯
একলা ফড়িং বলেছেন: দুঃখ মানেই সত্যি করেই
আমার না হও যদি!
চমৎকার দুঃখবোধ!
প্রতিটা প্যারার শেষের লাইন দারুণ ছিল
১১ ই মে, ২০১৫ রাত ৮:৫১
আহমেদ জী এস বলেছেন: একলা ফড়িং ,
কিছু কিছু দুঃখ থাকে বলেই সুখকে বোঝা যায় ।
সুন্দর মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
২৩| ২৭ শে জুন, ২০১৫ দুপুর ১:৩১
জেআইসিত্রস বলেছেন: অভিরাম অদৃশ্যের দিকে হেটে চলা।
দুঃখের প্লাবনে।
৩০ শে জুন, ২০১৫ সকাল ১১:২৯
আহমেদ জী এস বলেছেন: জেআইসিত্রস ,
অনিচ্ছাকৃত দেরীর জন্যে দুঃখিত ।
দুঃখের প্লাবনের পরে তো সুখও আসে ... । সুখ-দুঃখ নিয়েই তো জীবন ।
শুভেচ্ছান্তে ।
( সুখ নিয়েও কবিতা আছে আমার । দেখে নিতে পারেন ইচ্ছে হলে ।)
২৪| ৩০ শে জুন, ২০১৫ বিকাল ৩:৪০
জেআইসিত্রস বলেছেন: ধন্যবাদ ভাই। দেখবো অবশ্যই।
অনেক ভাল থাকুন, শুভ কামনা নিরন্তর।
২৫| ০১ লা জুলাই, ২০১৫ রাত ৮:৩৯
আহমেদ জী এস বলেছেন: জেআইসিত্রস ,
সময় করে দেখুন ।
ভালো থাকুন এবং সুখে -------
২৬| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩০
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: সবাই বলে দুঃখের রঙ নীল। আমার পছন্দ তো গাঢ় নীল! তাহলে কি আমার দুঃখ ভালো লাগে?
২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৫
আহমেদ জী এস বলেছেন: ফাহমিদা আফরোজ নিপু ,
আমার পোষ্টে প্রথমবারের মতো এলেন , স্বাগতম ।
হ্যাঁ..... লোকে বলে দুঃখের রঙ নাকি নীল । এগুলো হলো প্রতীকি । যেমন লাল হলো সংগ্রামের রঙ । আপনি যখন লাল একখানি টিপ দেন কপালে , তখোন কি আপনি কারো সাথে ঝগড়া করার ঘোষনা দেন ? দেন না । ওটা সুন্দর তাই ।
নীল ও সুন্দর যেমন শরতের আকাশ ।
অবশ্য নিকের ছবিতে রঙধনু রঙয়ের সব চুড়ি , কি করে বুঝি গাঢ় নীল আপনার পছন্দ ?
আসলে দুঃখ রোমন্থনেরও নিকষ এক ভালোলাগা আছে । দুঃখটা যদি তেমন কারো জন্যে হয় ।
ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।
২৭| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৫
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: এত চমৎকার প্রত্যুত্তর আমি বোধ হয় প্রথমবার পেলাম যার প্রত্যুত্তরে আমার কিছু বলার নেই,একেবারেই নেই!
আমাকে আকাশের রংধনুতে নীলের আধিপত্য অনেকটা বেশি। আর এই চুড়িগুলো পরি যখন মন খুব বেশি ভালো থাকে,নীল তখন সুপ্ত থাকে মনের এক কোণে...
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৯
আহমেদ জী এস বলেছেন: ফাহমিদা আফরোজ নিপু ,
ধন্যবাদ, স্পর্শ করে যায় এমন মন্তব্যে ।
আপনি খেয়াল করলে দেখবেন, আমার সকল মন্তব্য আমি আন্তরিকতার সাখে করে থাকি । একজন ব্লগ লিখিয়ের প্রতি এ আর এক ব্লগ পড়ুয়া ও মন্তব্যদাতার দায়বদ্ধতা ।
সর্বোত চেষ্টা থাকে, লেখক যেন উৎসাহিত হন এটা ভেবে যে ব্লগ পাতাখানি একেবারেই পোকায় কেটে ফেলেনি । এ পাতাও সুবাস ছড়াতে জানে । সেই সুবাস যেন সব ব্লগারদের এক শোভন মায়ায় জড়িয়ে রাখে ।
এ চেষ্টা দোষনীয় কিনা জানিনে কিন্তু আমি নিরূপায় ...........
ভালো থাকুন আর লেখাতে থাকুন ।
শুভেচ্ছান্তে ।
২৮| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৪৭
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: আপনার লেখা দিয়ে আপনাকে বিবেচনা করার চাইতে আপনার কৃত মন্তব্যে আপনাকে বিবেচনা করা অনেক বেশি সহজ। ব্যাখ্যাগুলো একদম ঝকঝকে পরিষ্কার যেন বাজার থেকে কিনে আনা রূপার প্রলেপের স্বচ্ছ কাঁচের আয়না!
সুবাস ছড়ানো ফুলের কাছে পোকা আসে,ফুলের যেখানে বসতি, সেখানেও আসবে। সুবাস ছড়ানোর দায়িত্বটা সে পালন করুক,তাকে প্রোটোকল দেওয়ার ব্যবস্থা আমাদের মত সাধারণ মালিদের। আশা করি,বুঝতে পেরেছেন আপনার কাজটি কতটা সঠিক...
উৎসাহিত করুন,লেখাতে থাকবো,আমরা সবাই।
০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৮
আহমেদ জী এস বলেছেন: ফাহমিদা আফরোজ নিপু ,
আপনার এমন মন্তব্যের পরে আমার বলার কিছুই আর থাকেনা ।
শুধু কৃতজ্ঞতা জানাতে পারি । তাই জানালুম ।
শুভেচ্ছান্তে ।
২৯| ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩০
জুন বলেছেন:
এত দু:খের মাঝেও বারান্দায় বসে কাচা আম খাচ্ছি লবন মরিচ দিয়ে
০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫
আহমেদ জী এস বলেছেন: জুন ,
আপনি আসলে যে কি !!!!!!!!!!!!!
আপনি আবার দুঃখের মাঝে আছেন কই ? নিরিবিলিতে বসে কাঁচা আম খাচ্ছেন লবন মরিচ দিয়ে ।
লোভ দেখিয়ে গেলেন শুধু । একসাথে বসে জিভ দিয়ে টাকরায় টাক দিয়ে আম চাটার দাওয়াত দিলেন না ।
দুঃখ তো আমাদের ।
৩০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: দুঃখ মানেই টাঙ্গুয়ার হাওর
জল থৈ থৈ নদী
দুঃখ মানেই সত্যি করেই
আমার না হও যদি !
দুঃখ মানেই মঙ্গার শহর
জীবন হাহাকার
দুঃখ মানেই তোমার কাছে
আমার অনাদর ।
দুঃখ মানেই গড়ের মাঠে
হু হু করা হাওয়া
দুঃখ মানেই যত্ন করে
আমায় ভুলে যাওয়া ।
অনেক সুন্দর ছন্দ ! পোস্টে লাইক
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৫
আহমেদ জী এস বলেছেন: নাজমুল হাসান মজুমদার ,
অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্যে আর লাইক দেয়ার জন্যে ।
শুভেচ্ছান্তে ।
৩১| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৫
বনমহুয়া বলেছেন: দুঃখ মানেই একটা বিকেল
মন খারাপের বেলা
দুঃখ মানেই তোমার দেওয়া
একটু অবহেলা।
দুঃখ মানে একটা ছেলে
জলন্ত ধুমকাঁঠি
দুঃখ মানেই অনিদ্রাতে
জেগে থাকার রাতি।
দুঃখ মানে সেই মেয়েটার
কান্না ভেজা মুখ
ভোরের বেলা সেই ছেলেটার
মুঠোফোনের সুর।
১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
আহমেদ জী এস বলেছেন: বনমহুয়া ,
বাহ্ চমৎকার লিখেছেন । ধন্যবাদ অবশ্যই প্রাপ্য আপনার ।
দেখলেন তো, দুঃখ নিয়ে মানুষের কতো রকমের অনুভূতি ?
ভালো থাকুন এবং সুখে ।
৩২| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩২
পার্থিব পার্থ বলেছেন: দুঃখ মানে তোমার কাছেই
ঘুরে ফিরে আসা
দুঃখ মানে ভ্রম জেনেও
তোমায় ভালোবাসা।
দুঃখ মানে তোমার চোখে
গড়িয়ে পড়া জল
দুঃখ মানে যায়না ছোঁয়া
এক হৃদয়ের তল।
দুঃখ মানে তুমিহীনা
এক জীবনের সুখ
দুঃখ মানে আমার কাছে
তোমার দুখী মুখ।
বাঁচার মত মায়া।
১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৩
আহমেদ জী এস বলেছেন: পার্থিব পার্থ ,
আমার ব্লগে স্বাগতম ।
দুঃখ নিয়ে আর একটি কাব্য লিখে ফেললেন ।
আমি , বনমহূয়া আর আপনার কবিতা মিলে দুঃখের একটা ট্রিলোজি হলো ।
দুঃখে নয় , থাকুন সুখে জনমভর ।
৩৩| ৩০ শে মে, ২০১৮ রাত ১০:২২
সোহানী বলেছেন: দু:খ মানে বিলাশিতা। কারন দু:খ তখনই আসে যখন তোমার অন্ন বস্ত্র ও মাথার উপর ছাঁদ থাকে। এর একটির ঘাটতি হলে তখন এতো বেশী দৈাড়াতে হয় যে দু:খ নিয়ে বিলাশিতা করার সময় থাকে না।
যাইহোক কঠিন ডায়ালগ দিলাম বাট দু:খী কবিতায় ভালোলাগা।
৩০ শে মে, ২০১৮ রাত ১০:৪৯
আহমেদ জী এস বলেছেন: সোহানী ,
বাহ, বেশ আলাদা একটা ফিলোসফির দেখা মিললো । দু:খ মানে বিলাসিতা ।
অন্ন বস্ত্র ও মাথার উপর ছাঁদ যাদের থাকে তাদের দুঃখ একরকমের , বিলাসিতার ঘাটতির দুঃখবিলাস । জল থৈ থৈ নদীর মতো উছলে উছলে পড়ে ।
আর যাদের তা থাকেনা তাদের দুঃখ আবার অন্যরকম - উথাল পাথাল হাহাকার । চৈত্রের খরার মতো গনগনে হলকা ছড়ায় ।
এই যেমন আপনি , নতুন মডেলের গাড়ী কেনা হয়ে উঠলোনা বলে তা নিয়ে দুঃখ । এটা দুঃখবিলাস ।
আর কারো রিক্সায় চড়ার পয়সা পকেটে নেই বলে এই জৈষ্ঠের কাটফাঁটা রোদে হেটে হেটে বাড়ী ফেরার দুঃখ । এটা দুঃখের দুঃখ।
দুটোতে তো রকম ফের তো হবেই !
ডায়লগ কঠিন দিলেন বলে দুঃখ পেলুম ।
শুভেচ্ছান্তে ।
৩৪| ৩০ শে মে, ২০১৮ রাত ১১:০৫
সোহানী বলেছেন: হাহাহাহাহাহাহা................. নতুন মডেলের গাড়ী কেনা হয়ে উঠলোনা বলে তা নিয়ে দুঃখ । আপনার মুখে ফুল চন্দন পড়ুক.... ভাতই জোটে না তার আবার গাড়ি তাও আবার নতুন মডেল
মাসলো মডেল? জানেনতো নিশ্চয়ই.......... দু:খের অভাব নেই। কারন একটি পুরণ হলে আরেকটির উদয় হয়। তারপর ও দু:খকে আমি সবসময়ই বিলাসিতাই বলি। এটি নিয়ে তারাই ভাববে যাদের হাতে অঢেল সময় আছে..............
৩১ শে মে, ২০১৮ রাত ১০:৩৯
আহমেদ জী এস বলেছেন: সোহানী ,
আপনার সূত্র মতে, যাদের হাতে অঢেল সময় আছে তারাই দুঃখ নিয়ে ভাববে । সময় আমার হাতে অঢেল ছিলো বলেই তো দুঃখ বিলাসী কবিতা লিখেছিলুম ।
অথচ দুঃখে নাকি আপনার আপত্তি ।
তাহলে আপনার সূত্রের উল্টো মতে, সময় অঢেল না থাকলে মানুষ সুখ নিয়ে ভাববে, এইতো ?
একদিন যখন সময় ছিলোনা মোটেও সেদিন কিন্তু আমি সুখ নিয়ে ভেবে ভেবে সুখের একখানা কবিতাই লিখে ফেলেছিলুম -
( সুখ মানেই....... ) যেখানে আপনার একখানি লং ড্রাইভ মন্তব্যও আছে বেশ শব্দ করেই ।
আমার মুখে ফুল চন্দন পড়লে আপনার নতুন মডেলের গাড়ী হয় ? তাহলে মুখে ফুল চন্দন পড়ুক................
©somewhere in net ltd.
১| ২২ শে মার্চ, ২০১৫ রাত ১০:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: উপমাগুলো ভালো লাগল। +
/দুঃখ মানেই এমোন ভালো
কেন যে তোমায় বাসি !/
অসাধারণ।