নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...
“HR” মানেই “ High Risk”
[ব্লগার সোহনী তাঁর লেখা “আপনি যদি চাকুরীজীবি মেয়ে হোন তাহলে লিখাটি আপনার জন্য......আপনার সাথে মিলে যেতেও পারে (পর্ব ৩)” পোষ্টে হিউম্যান রিসোর্স বা “HR” সম্পর্কে ভয়াবহতার যে সত্যিকারের ছবিটি তুলে ধরেছেন সেটা বোঝাতে এই সরস লেখাটির অবতারনা । ]
হিউম্যান রিসোর্স বা সংক্ষেপে “HR” । আসলে এ দু’অক্ষরে হওয়া উচিৎ “ High Risk” । কতোখানি রিস্কি পড়ুন ...........
তিন বছর একটানা জানপ্রান দিয়ে চাকুরী করার পর আমার খেয়াল হলো , আমারতো এ যাবৎ কোনও প্রমোশন হয়নি, বেতন ও বাড়েনি এক ফুটো পয়সা । কাজের প্রশংসাও পেলাম না মোটেই ।
তাই ভাবলাম , গিয়ে দেখি HR (হিউম্যান রিসোর্স) ম্যানেজার কি আমার কথা ভুলে গেছেন কিনা ! ব্যস্ত মানুষ , ভুলে যেতেও পারেন ! ফিটফাট হয়ে তার রুমে যেতেই মিষ্টি মধুর একখানা ভুবন ভোলানো হাসি দিলেন তিনি। চেয়ার দেখিয়ে বসতে বললেন । তার আপ্যায়নে কৃতার্থ হয়ে খুলে বললাম নিজের কথা । শুনে আকাশ থেকে পড়লেন যেন তিনি ।
বললেন – “জনাব, আপনি তো আমাদের এখানে একটি দিনের জন্যেও কাজ করেন নি” ।
মাথায় যেন ঠাঠা পড়লো । লোকটা বলে কি ! অফিসের কাজে খাটতে খাটতে ওজন গেলো ৫ কেজি কমে, চুল গেলো ঝরে; সংসার লাইফ হেল, আর লোকটি বলে কিনা আমি নাকি কাজই করিনি ! আজব তো !
এরপরে কথা চলতে থাকলো এভাবে –
HR ম্যানেজার : বছরে কটা দিন , জানেন ?
আমি : কেন ? ৩৬৫ দিন । কখনও কখনও ৩৬৬ দিন ।
HR ম্যানেজার : কয় ঘন্টায় একটি দিন হয় বলুন তো ?
আমি : ( অবাক হয়ে ) ২৪ ঘন্টায় ।
HR ম্যানেজার : দিনে কয় ঘন্টা কাজ করেন আপনি জনাব ?
আমি : ৯ টা থেকে ৫ টা । আট ঘন্টা ।
HR ম্যানেজার : তাহলে দিনের কত অংশ কাজ করেন আপনি ?
আমি : এক তৃতীয়াংশ ।
HR ম্যানেজার : খুব ভালো ...খুব ভালো । তবে দিনের ঐ এক তৃতীয়াংশ হিসাবে ৩৬৬ দিনের মধ্যে কত দিন হয় জনাব ?
আমি : কেন, ১২২ দিন !
HR ম্যানেজার : এবার বলুন, আপনি কি সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও অফিসে কাজ করেন ?
আমি : নো.... স্যার ।
HR ম্যানেজার : বছরে কয়দিন আছে এরকম ছুটি ?
আমি : ৫২ টি শুক্রবার আর ৫২ টি শনিবার । মোট ১০৪ দিন স্যার ।
HR ম্যানেজার : ধন্যবাদ ঠিক হিসাবটি দিয়েছেন বলে । তাহলে আপনি ১২২ দিনের ভেতর ১০৪ দিন কাজ করেন না । তাহলে কতদিন রইলো আপনার হাতে ?
আমি : ১৮ দিন ।
HR ম্যানেজার : বছরে আপনাকে আমরা সিক-লিভ হিসাবে ছুটি দেই ২ হপ্তা , মানে ১৪ দিন । ঠিক ?
আমি : জ্বী স্যার , ঠিক ।
HR ম্যানেজার : তাহলে আর কতদিন থাকলো ?
আমি : ৪ দিন স্যার ।
HR ম্যানেজার : আপনি কি ২৬শে মার্চ, স্বাধীনতা দিবসেও কাজ করেন ?
আমি : নো স্যার ।
HR ম্যানেজার : ১লা বৈশাখ নববর্ষের দিনেও কি কাজ করেন ?
আমি : জ্বী না ।
HR ম্যানেজার : কতদিন রইলো হাতে ?
আমি : ২ দিন স্যার ।
HR ম্যানেজার : ২১ শে ফেব্রুয়ারিতে ও তো আসেন না ।
আমি : জ্বী, আসিনা স্যার ।
HR ম্যানেজার : বাকী থাকলো কয়দিন জনাব ?
আমি : ১ দিন ।
HR ম্যানেজার : ঈদের দিনটাতে ও কি কাজে আসেন ?
আমি : না, স্যার ।
HR ম্যানেজার : তাহলে কতদিন রইলো হাতে ?
আমি : একদিন ও না, স্যার ।
HR ম্যানেজার : তাহলে কি করে বলছেন যে, আপনি কাজ করেন , এ্যা ? আর কাজ না করেই আপনি এতো কিছু চাইতে এসেছেন ?
আমি : এবার সবটা বুঝতে পেরেছি স্যার । কিন্তু এটা বুঝতে পারি নাই যে, কাজ না করে এতো বছর ধরে অফিসের এত্তোগুলো টাকা আমি চুরি করে নিলাম কি করে ?
HR ম্যানেজার সাহেবের মুখে একটা ক্ষমা করে দেয়া টাইপের হাসি ফুঁটলো । বললেন , যা গেছে তা ভুলে যান । ভালো যে, আপনি আপনার ভুলটা শেষ অব্দি বুঝতে পেরেছেন জনাব ।
সো...., হানি; নেভার গো টু এইচ আর ফর হেল্প ।
০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৭
আহমেদ জী এস বলেছেন: বিদগ্ধ ,
তা হয়তো হয়েছে , সে তো কর্পোরেট কালচারে যে অর্গানাইজেশান চলে সেখানে । কিন্তু বাকীরা ?
সেখানে এইচ.আর "হাই রিক্স" না হয়ে হয়তো " হট রিলেশান" হয়েছে যেমনটা আপনি বলছেন ।
২| ০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৪
সুমন কর বলেছেন: হা হা হা........মজা পেলুম। হিসেবগুলো কিন্তু দারুণ !
০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০৮
আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,
শুভঙ্করের ফাঁকি ...........
৩| ০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৬
এনামুল রেজা বলেছেন: হাহাহাহা... মজা লাগলো, দুঃখও।
০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৭
আহমেদ জী এস বলেছেন: এনামুল রেজা ,
দুঃখও লাগলো ? কেন ? রম্যের "আমি"র কোনও গতি হলোনা বলে ?
৪| ০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন: মজা পেলুম। হিসাব নিকাশে তো ম্যানেজার চলতি ফিরতি গণক যন্ত্র।
০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৮
আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র
হুমমমমমম... হিসাব নিকাশে একদম দিশেহারা অবস্থা ।
৫| ০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: পুরাই প্যাচ লাইগা গেল, সো...., নেভার গো টু এইচ আর ফর হেল্প ।
০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:২৩
আহমেদ জী এস বলেছেন: ইমতিয়াজ ১
প্যাঁচ তো লাগবেই !
প্রোপিকের ছবি -- আর আছে পোলাপান / পাঁচখান পাঁচখান...
অথচ নামের পরে "১৩" । বাকী কখানার হিসেব নিতে হলে প্যাঁচ তো লাগবেই ।
৬| ০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩১
সিহাব হাসিব বলেছেন: হা হা হা। দারুণ লিখেছেন। হিসাব কিতাবের নতুন সূত্র
shihab
০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১৮
আহমেদ জী এস বলেছেন: সিহাব হাসিব ,
এই দুর্মূল্যের বাজারে হা ...হা..হা .. করে হাসতে পেরেছেন বলে দারুন লাগছে । আর হাসাতে পেরেছি বলে আমারও ভালো লাগছে ।
৭| ০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৯
হাসান মাহবুব বলেছেন: হাহা! জোস।
০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৬
আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,
জোস হৈছে ?
৮| ০৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০২
প্রোফেসর শঙ্কু বলেছেন: হাহাহা, দারুণ তো!
০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:২১
আহমেদ জী এস বলেছেন: প্রোফেসর শঙ্কু ,
ধন্যবাদ "দারুন তো" বলার জন্যে ।
৯| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:১৭
জুন বলেছেন: হা হা হা এইচ আর নিয়ে দারুন মজার রম্য । প্রসংগত আমার স্বামী ১০ বছর এইচ আর এর হেড ছিল যা তার ভীষন না পছন্দ সেকশন। আপনার এই মজার লেখাটি পড়াতে হবে তাকে
অনেক ভালোলাগলো ।
+
০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৯
আহমেদ জী এস বলেছেন: জুন ,
না পছন্দ তে-ই দশ'দশটি বছর ? পছন্দ হলে তো বছরের ৩৬৬ দিনই কাজ করতেন বোধহয় ।
কোন কুক্ষনে যে এটা পোষ্ট করলাম !!!! পড়বি তো পড় এক্কেরে খোদ HR ম্যানেজার এর স্ত্রীর চোখে ?
খবরদার, তাকে এটা পড়ানোর কাজটি ভুলেও করবেন না । মাঝে সাঝে তিনি যে আমার ব্লগে ঢুঁ মারতেন , সেটি আর করবেন না । লোকসানটা আমারই হবে , একজন পাঠক মাইনাস।
( পড়িয়েছেন ? পাঠকের লিষ্টে নাম দেখিনা যে ? )
শেষে ভালোলাগাও জানালেন । এটা দেখেই তো আবার কুরুক্ষেত্র শুরু হয়ে না যায় !
১০| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৭
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
ধন্যবাদ লেখাটি দেখার জন্যে ।
১১| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভীষণ মজা পেলুম... +++
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৮
আহমেদ জী এস বলেছেন: বোকা মানুষ বলতে চায় ,
তা্ই ?????
১২| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:২৭
সচেতনহ্যাপী বলেছেন: হিসাবটা মিলিয়েছেন খুব মজার ভাবে।। বাস্তবতাটা একটু বলি,আমি কুয়েতে আছি ২২বছর।। একই মন্ত্রনালয়ে।। হয় মন্ত্রী নয়তো সচিবের অধীনে।। প্রতিবার স্যার বদল হলেই প্রমোশনের কথা বলি।। বিনিময়ে বেতন কিছুটা বাড়ে।। আজ পর্যন্ত সেই একই অবস্থা।। চাকুরী শেষে এখানকা আইন অনুযায়ী ৩মাসের বেতনই সম্বল।। এবার বলুন হাসবো না কাদঁবো??
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১৭
আহমেদ জী এস বলেছেন: সচেতনহ্যাপী ,
এইচ-আর এর পাল্লায় পড়লে এরকমটাই হবে । আপনার ভাগ্য ভালো যে চাকুরী শেষে আইন অনুযায়ী ৩মাসের বেতনই পাবেন কুয়েতী দিনারে ।
সেসময় যদি আপনার এইচ-আর বলে বসে - ক্রুড অয়েল না ডিজেল এ গ্রাচ্যুইটি টা নেবেন ??? তখন না পারবেন হাসতে না পারবেন কাঁদতে ।
একটা ট্যাংকারের খোঁজ চেয়ে ব্লগে লিখতে হবে -" একটি সাহায্য চাই পোষ্ট, টেকি হেল্প চাই ..." ।
১৩| ০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
হিসাব দেইখ্যা তো মাথা পুরা আউলা হয়া গেল।
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৯
আহমেদ জী এস বলেছেন: বঙ্গভূমির রঙ্গমেলায় ,
এই দুই দিনে আউলা মাতাডা কি ঠিক হৈছে ?
১৪| ০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৫
ইমতিয়াজ ১৩ বলেছেন: @ আহমেদ জী এস ভাই
প্রো-পিক এর সব গুলো পোলাপাইনের বাপ আমি না, বিশ্বাস করেন
ওরা সবাই সম্পর্কে খালাত ভাই-বোন, মামার দেয়া ব্রাজিলের জার্সি পরে ছবি তুলেছিল, এই যা।
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০৩
আহমেদ জী এস বলেছেন: ইমতিয়াজ ১৩ ,
হ্যাপি ফ্যামিলি ? শুভেচ্ছা সবাইকে ।
তা "ইমতিয়াজ ১৩" সাহেবের মামার দেয়া ব্রাজিলের জার্সি নং ১৩ টা কই ?
১৫| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৯
কেএসরথি বলেছেন: HR ম্যানেজার বছরে কয়দিন কাজ করেছে?
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০৯
আহমেদ জী এস বলেছেন: কেএসরথি ,
সোজা হিসাব - ১২৩ দিন ।
বছরে ১২২ দিন আমার মতো আর আমার কথা শুনতে এক (১) দিন । ১২২ + ১ = ১২৩ দিন
১৬| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২১
স্বপ্নবাজ অভি বলেছেন:
০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০৫
আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ অভি ,
কই থাকা হয় ? এসেই ফিঁচকে হাসি ?
১৭| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৬
চটপট ক বলেছেন: মজা তো !
০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০৬
আহমেদ জী এস বলেছেন: চটপট ক ,
হুমমমমম... চটপটির মতো চেটেপুটে খাওয়ার মজা !
১৮| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৩
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
সুক্ষ্ম হিসাব!
ভালো লাগা অনেক।
অনিঃশেষ শুভকামনা শ্রদ্ধেয়।
ভালো থাকবেন। সবসময়।
০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৭
আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,
হুমমমমম.... সুক্ষ্ম কারচুপির মতো ।
ভালো লাগলো মন্তব্যখানি ।
আপনিও ভালো থাকুন এই কামনায় ....
১৯| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩০
ঘাস্ফুল বলেছেন: বাহ ... দারুণ তো ... একদিন ভালো করে আপনার ব্লগ বাড়িতে পিড়ি পেতে বসতে হবে ভাই ...
১০ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১০
আহমেদ জী এস বলেছেন: ঘাস্ফুল ,
আমার বাড়ী ......
বসতে দেবো পিঁড়ে....
................
শালি ধানের চিড়ে ।
স্বাগতম আপনাকে । আসুন , আরো দারুন কিছুর দেখা মিলতেও পারে ।
২০| ০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৬
সোহানী বলেছেন: হাহাহাহাহাহাহা...... আমি মরলাম হাসতে হাসতে
সরি অনেক পরে লিখাটা পড়লাম ও মন্তব্য করলাম.... তবে বাস্তবতা কিন্তু আরো কঠিন। আমার কাছে ওদেরকে অদ্ভুত কোন প্রাণি মনে হয়। একটা উদাহরন দেই...
আমার এইচ আর হেড একজন এ্যামিরিকান হাফ সিটিজেন, মানে বছরে একবার তাকে যেতে হয় আর প্রায় আড়াই মাস থাকে। যদিও বছরে এক মাস ছুটি কিন্তু সে প্রতি বছরই আড়াই মাস ছুটি ভোগ করে এক টানা এবং বাকি সময়ের ছুটিতো আছেই। অথচ তার বেতন বা কিছু কাটা যায় না। আর এদিকে অন্যদের ১ দিন এ্যাবসেন্ট থাকলেই বেতন কাটে। প্রশ্ন করলেই বলে, আমি নিয়ম নীতিতে খুব কড়া। যখন বলি নিয়ম কি শুধু অন্যদের বেলায়?? তখনই আমার সাথে শত্রুতা তৈরী হয়।
তারউপর কেউ আধাঘন্টা লেইট হলে লাল কালি দেয় আর নিজের আসার ঠিক নেই....... ভাইরে এসব প্রতিবাদ করি বলে আমি তার বস হয়ে ও আমারে ভোগানোর জন্য রাতদিন মাস্টার প্লান বানায়........... যদিও পারে না .......আমি কি কম চিড়িয়া
১০ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
আহমেদ জী এস বলেছেন: সোহানী ,
দেরী করেই তো পড়বেন ! ৩৬৬ দিনের মধ্যে কাজ করেন ১২২ দিন । তারপরে্ এইভাবে হিসেব মিলিয়ে দেখুন, আসলে একদিনও কাজ করেন না । অর্থাৎ অকর্মণ্য । তাই পড়তে দেরী হবেই এটা স্বাভাবিক ।
বলেন কি ? বাস্তবতা আরও কঠিন ? তবে আর প্রতিবাদী হয়ে আপনার কাজ নেই । কোনদিন না যেন আপনাকেও ঐ রকম একখানা হিসেবের কাগজ ধরিয়ে দেবে ......
পড়া আর মন্তব্যের জন্যে ধন্যবাদ । শুভেচ্ছান্তে ।
২১| ০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৯
আরজু পনি বলেছেন:
মাত্র গতকালই একজন এইচআর ম্যানেজারের ফোনালাপ শুনছিলাম...(ইচ্ছেকৃত না, পাশে ছিলাম তাই বাধ্য হয়ে কানে যাচ্ছিল) । কিছুটা আপনার এই কথৈাপকথনের মতোই
হাহাহা হাসতেই আছি।
ভালো লাগা রইল, সেইসাথে প্রিয়তে নিলাম ।
১০ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:১৫
আহমেদ জী এস বলেছেন: আরজুপনি ,
তাহলে মিছে বানিয়ে বানিয়ে কিছু লিখিনি ?
মন্তব্য আর প্রিয়তে নেয়ার জন্যে ধন্যবাদ অনেক ।
ভালো থাকুন আর সুখে .....
২২| ০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩১
অন্ধবিন্দু বলেছেন:
Yes ! Doing Your Job Is Part Of Your Job.
১৩ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
আহমেদ জী এস বলেছেন: অন্ধবিন্দু ,
ইয়েস স্যার, ডুইং নো জব ইজ পার্ট অব মাই নো-জব ট্যু....... ।
শেষ চৈত্রের শুভেচ্ছা ।
২৩| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৭
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হা হা হা হা
১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৪
আহমেদ জী এস বলেছেন: রেজওয়ানা আলী তনিমা ,
দেরীতে জবাব দেয়ার জন্যে দুঃখিত ।
বর্ষ শেষের শুভেচ্ছা ।
২৪| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৪
জেন রসি বলেছেন: হা হা হা......
আসলেই হাই রিস্ক
মজা পাইলাম ভাই।
১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৪
আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,
দেরীতে জবাব দেয়ার জন্যে দুঃখিত । খুব একটা ব্লগে আসতে পারছিনে ।
এই মজাটুকু বজায় থাকুক আসছে নববর্ষে ও ।
২৫| ১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৮
কলমের কালি শেষ বলেছেন:
বেশ মজা পেলাম ।
১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:২৩
আহমেদ জী এস বলেছেন: কলমের কালি শেষ ,
খুব একটা সময় দিতে পারছিনে ব্লগে তাই দেরীতে জবাব দিতে হলো । দুঃখিত ।
মন্তব্যের জন্যে ধন্যবাদ ও শেষ চৈত্রের শুভাকাঙ্খা ।
২৬| ১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৯
সায়েম মুন বলেছেন: যা বুঝা গেল এইচ আর এর কাছে কখনো যাওয়া যাবে না। :/
১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:২৪
আহমেদ জী এস বলেছেন: সায়েম মুন
যাক শেষ পর্য্যন্ত আপনি বুঝতে পেরেছেন জনাব ।
শুভেচ্ছা রইলো ।
২৭| ১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৯
সায়েম মুন বলেছেন: আপনার এই পোস্ট পড়ে একটা আর্গুমেন্টের কথা মনে পড়লো।
১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫০
আহমেদ জী এস বলেছেন: সায়েম মুন ,
হাসতে হাসতে পাগল হয়ে গেলেও ভিডিওর অংকটা মাথায় গেঁথে রইলো ।
এরই মধ্যে জনা পাঁচেক কে ফোরটিন (১৪) টাইমস ফাইভ (৫) ইক্যুয়াল টু টুয়েন্টি ফাইভ (২৫) বুঝিয়ে দিয়েছি । তাদের পেটেও খিল ধরেছে হাসতে হাসতে ।
চৈত্র শেষের শুভেচ্ছার সাথে নববর্ষের প্রথম দিনটির শুভ কামনায় ।
২৮| ১৩ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
মুরশীদ বলেছেন: আহমেদ জী এস আপনার লেখাটা পড়লাম ।
অনেকদিন আগে ও একবার পড়েছিলাম। আসলে বাপারটা কিন্তু একটু অন্যায়ই করা হয়েছে
কারনঃ
বেতন দেয়ার মালিক HR না
নিয়োগ দেবার মালিক HR না
ছাটাই করার মালিক HR না
কিন্তু এই সবের জন্য জবাব দেয়ার কাজ টা HR করে কারন Management এর বন্দুকটা তাঁর কাঁধে।
স্টাফের সব গালাগাল HR কেই শুনতে হয়, যদিও তার কিছু করার থাকেনা।
সুতরাং HR এর গন্ডারের চামড়া থাকতে হয়। মানসিক চাপ তো আছেই।
সুখবর দিলে একজনও ধন্যবাদ দেয়না, কিন্তু খারাপ সংবাদে সবাই গালি দেয়। তাই HR হছে THANKLESS JOB গুলোর অন্নতম। তবে Organization আর staff দের স্বার্থের balanceর সত্যিই কঠিন।
১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৫
আহমেদ জী এস বলেছেন: মুরশীদ ,
বেতন দেয়ার মালিক HR না হলেও বেতন বাড়ানোর, প্রমোশানের সুপারিশ HR এর ।
নিয়োগ দেবার মালিক HR না হলেও নিয়োগ দিতে HR এর গ্রীন সিগন্যাল লাগে ।
ছাটাই করার মালিক HR না হলেও লাল কার্ডটি প্রথম দেখানো (শো-কজ)HR এর কাজ ।
তার মানে যতো দোষ নন্দ ঘোষ - HR ।
বুঝেছি, HR এর কিছু হবেন আপনি । THANKLESS JOB এর কারনে মানুষের সাথে Harmful Relation (HR) তৈরী হয়েই যায় । ব্যালান্স করে চললেও কেউ Heart টাকে Reach (HR) করতে পারেনা । এটা সত্যিই কষ্টকর যা হৃদয়ে অনুভব অর্থাৎ Hearty Revelation (HR) না করলে বোঝা যায় না । তাই Highly Repulsive (HR) চামড়া না হলে কষ্টটা গায়ে বিঁধবে।
অসংখ্য ধন্যবাদ পাঠকের কাছে HR এর সত্যিকারের আর একটি ছবি তুলে ধরার জন্যে ।
নববর্ষের শুভেচ্ছা জানবেন ।
২৯| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৪
সুমন কর বলেছেন: শুভ নববর্ষ !!
১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:১২
আহমেদ জী এস বলেছেন: সুমন কর
বর্ষ শুরুর দিন পরবর্তী শুভেচ্ছা ।
৩০| ১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৫
রোদেলা বলেছেন: এতো চমৎকার হিসাব কেমনে করলেন ?দূর্দান্ত হইসে।আমি সব অফিসের হিসাব রক্ষকদের দেখি।সবটা কেমন একি ফর্মেটে গাঁথা।বেতনের টাইম হইলেই মনে হয় কোম্পানীর না,নিজের পকেট থেকে পয়সা বের করছে।খুব অবাক লাগে ওদের হিসাব করা দেখে।এমন কিছু থাকলে দিয়েন,পড়ে শান্তি পাবো।
১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৬
আহমেদ জী এস বলেছেন: রোদেলা ,
হিসাব কি আর আমি করেছি ? ওটা আমার একাউন্ট্যান্ট কে বলেছি করে দিতে ।
এইচ আর নিয়ে পড়ে শান্তি পাবার কিছু নেই, অশান্তি বাড়বে ।
তার চে' ওদের কাছ থেকে একশো হাত দুরে থাকুন , ট্রাকের পেছনে যেমন লেখা থাকে ।
মন্তব্যের জন্যে ধন্যবাদ ও শুভেচ্ছা ।
৩১| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৭
প্রামানিক বলেছেন: তাহলে তো বেতন সব ফেরত দিয়ে যেতে হবে দেখছি।
দারুণ হিসাব কষেছেন দেখি। খুব ভাল লাগল। ধন্যবাদ
১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০৯
আহমেদ জী এস বলেছেন: প্রামািনক
না , বেতনটা তো মাপ করে দেয়া হয়েছে ! ফেরত দেবেন কেন ?
দারুন হিসেব আর করলুম কই ? দেখলেন না, কোনও কাজই নাকি করিনি ! হিসেব তো মিললোনাআআআআআআআ্......
৩২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩
আশেকুল আরেফিন বলেছেন: মজা পেলাম ভাই। দারুন হিসাব.....
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৮
আহমেদ জী এস বলেছেন: আশেকুল আরেফিন ,
মজা পাওয়ার জন্যেই তো লিখেছি । মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
আমার ব্লগে প্রথম এলেন সম্ভবত । স্বাগতম ।
©somewhere in net ltd.
১| ০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৪
বিদগ্ধ বলেছেন:
হাহাহা....
এ তো গেলো মজার কথা। এইচ আর এখন আগের চেয়ে অনেক উপকারী হয়েছে।