নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...
“মাগো, তোমায় দেখে দেখে আঁখি না ফেরে .....” [ ছবি ও লেখা ব্লগ ]
“মাগো, তোমায় দেখে দেখে আঁখি না ফেরে .....” [ প্রথম পর্ব ]
রূপ- রস - রঙে ভরা এই ছোট্ট একটা পৃথিবী থেকে চোখ ফেরানোই দায় । তাই হয়তো কবি বলেছেন - “মাগো, তোমায় দেখে দেখে আঁখি না ফেরে .....” ।
আপনি যদি আসলেই রূপ- রস –রঙের সমঝদার হন তবে আপনার জন্যে এ বিশ্বে ছড়ানো আছে আরো শত শত চমক , আঁখি না ফেরানোর গল্প । চোখ মেলে দেখলে সে চমক ক্ষুদ্র এ পৃথিবীর সব রঙ কে ম্লান করে দিয়ে যাবে । আকাশের ক্যানভাসে অজানা এক চিত্রকরের আঁকা রঙে- রূপে স্পন্দিত , সশ্রদ্ধ বিস্ময় আর সম্ভ্রম জাগানো এই সব ছবি আপনাকে জানিয়ে যাবে আপনার দেখা এই পৃথিবীর অতি নগন্যতার, অতি তুচ্ছতার এক একটি উপাখ্যান । আপনার মাথার উপর রাতের আকাশের গায়ে রঙ-ধনু রঙের সুতোয় বোনা এই সব কারুকার্য্যময় ছবি আপনার চোখ ধাঁধিয়ে দেবে রঙের দ্যুতিতে ।
পৃথিবী নামের আপনার এই ছোট্ট গৃহকোনের বাইরে আকাশের চাদরে যে জোনাকিদের মিটিমিটি খেলা চলে , সেখানে যে বিশাল আয়োজন তাতে আপনি গুনগুন করে গেয়ে উঠতেই পারেন –
“ আমার মাথা নত করে দাও হে তোমার চরন ধুলার তলে .....” ।
মনে হতেই পারে, এই সব ছবির ভিড়ে; কি ভয়ঙ্কর ভাবে রূপ- রস –রঙে তুচ্ছ আর অসহায় আপনার চেনা এই পৃথিবী ।
তাই আগেভাগেই আপনাকে দেখে নিতে বলি, চেনা পৃথিবীর অচেনা রঙ ও রূপ । তারপর না হয় মেলাবেন আকাশের বিশাল ক্যানভাসের সম্ভ্রম উদয়কারী রূপের সাথে, রঙের সাথে.......
ছবি : ইস্টার আয়ল্যান্ডের মূর্ত্তিগুলো ছাড়িয়ে দুরের আকাশে ছায়াপথের ছায়া ....
যে তারাদের (ষ্টার) পাড়ায় আপনার ঘুম ভাঙে সকাল বেলায়, ইস্টার আয়ল্যান্ডের রহস্যময় মূর্ত্তিগুলোর মাথার উপর দিয়ে দেখা যাওয়া সেই তারাদের পাড়ায় , মিল্কিওয়ে গ্যালাক্সি তে পৃথিবী নামের যে গৃহটিতে আপনার ঠাঁই , সেখানের জানালা থেকে এই তারাদের ভিড় দেখে আপনার মুখ থেকে বেড়িয়ে যেতেই পারে - “ আহ্ কি অপরূপ ... কি সুন্দর জোনাকির মতো তারাদের জ্বলা-নেভা ।” খালি চোখে এর রূপ-রঙ আপনার চোখে ধরা দেবেনা । এর জন্যে চাই আলাদা চোখ, ক্যামেরার চোখ , হোক তা আপনার হাতের সখের ক্যামেরাটি কিম্বা জ্যোর্তিবিজ্ঞানীদের টেলিস্কোপের ক্যামেরার চোখটি ।
সে চোখই দেখা, এই সবুজের জ্যোর্তিময় আভার মাঝে আপনার ছায়াপথটিকে ।
“আইল অব ওয়েট” এর আকাশ থেকে, ২০১৩ সালের অক্টোবরের ৪ তারিখের রাতে মাত্র ২৫ সেকেন্ড স্থায়ী এই রঙের ছবিটি ধরা পড়েছে শখের ফটোগ্রাফার “চাদ পাওয়েল” এর হাতের ক্যানন ৬ডি ক্যামেরায় এভাবেই, অপরূপ হয়ে । দৃষ্টি নন্দন, মনের আকাশে কবিতার রঙ ছড়িয়ে দেয়ার মতো বর্ণিল আল্পনায় আঁকা ছায়াপথের এসব ছবি আপনার মনের বীণায় তুলবে ঝংকার –
“ এই লভিনু সঙ্গ তব , সুন্দর হে সুন্দর ..” ।
ছবি : নিঃসীম আকাশে রঙের ঐন্দ্রজালিকতা নিয়ে শুয়ে থাকা ছায়াপথ ।
ছায়াপথ নামের এই স্বপ্নীল তারাদের পাড়াতেই আপনার বুড়ো হয়ে যাওয়া সূর্য্যদেবতার ( দ্য সান ) বাস । প্রায় ৪০০ বিলিয়ন তারাদের ভিড়ে যার নেই তেমন কোনও জৌলুস, নেই রঙ । অথচ এই জৌলুসহীন সূর্য্যদেবতার চারপাশেই ঘুরে ঘুরে মরছেন আপনি । তাই আদর করে মাঝে মাঝেই সূর্য্যদেবতারও হোলির রঙ ছেটানোর খেলা খেলতে ইচ্ছে করে আপনার সাথে । নিজের বুকে জমিয়ে রাখা তপ্ত গ্যাস আর চৌম্বক ক্ষেত্র ছড়িয়ে ছিটিয়ে সূর্য্য এই খেলাটি প্রায়ই খেলে থাকেন “করোনাল মাস ইজেকশান (CME)” বা “সৌরঝড়” নামে ।
ছবি : সূর্য্যের বুকে জমে থাকা উষ্ণ ঢেউয়ের খেলা । ২০১২ সালের আগষ্টের শেষ দিনটিতে অপরূপ সৌরঝড় ।
ছায়াপথের রঙের মাঝে তা হয়তো আপনার মনে ঢেউ তুলবেনা, তবে তা নয়কোটি ত্রিশ লক্ষ মাইল পেড়িয়ে শব্দের ঝড় (শক-ওয়েভ) তুলতে পারে আপনার পৃথিবীর বাতাসে । তখন সব সময় আপনার হাতে থাকা প্রিয় সেল ফোনটিতে কোনও প্রিয় কন্ঠের মধুরতা ছাপিয়ে ভেসে আসতে পারে “ষ্ট্যাটিক” (রেডিও ট্রান্সমিশন ডির্জাপশন ) এর কান ঝালাপালা কিরকির শব্দ । সবুজাভ আলোকচ্ছটায় ভাসিয়ে দিতে পারে উত্তর কিম্বা দক্ষিন গোলার্ধের আকাশ । ফুঁটিয়ে তুলতে পারে আকাশের ক্যানভাসে রঙের খেলা । বহ্নিবীণা বুকে লয়ে থাকা সূর্য্যকে তখন ডেকে বলতে ইচ্ছে করবে -
“ হে সূর্য্য, জ্যোতির কনকপদ্মখানি
প্রথম গোধূলীর চুম্বন যেন দিলে আনি ”
ছবি : পোলার স্পেসক্রাফটের তোলা দক্ষিন মেরুজ্যোতি “ অরোরা অষ্ট্রালিস” বা “ সাউদার্ণ লাইট” ।
সবুজে রাঙানো তনুখানি তার
মুগ্ধ বিস্ময়ে তাকাই অপার
উন্নিদ্র আকাশের পানে অনিবার .......
ছবি : উত্তর নরওয়ের এক গ্রাম্য আকাশের গায়ে লেপ্টে থাকা স্বর্পিল উত্তর মেরুজ্যোতি “অরোরা বোরিয়ালিস” বা “ নর্দার্ণ লাইটস ” ।
ছবি : আলাস্কার দিগন্তে মেরুজ্যোতি “ নর্দার্ণ লাইটস ” ।
রঙের মাঝারে হেরি রঙডুরি
পরাগের ঠোঁটে পরিমলগুঁড়ি
হারায়ে ফেলি গো দিশা .......
ছবি : তাসমেনিয়ার আকাশে মুগ্ধচোখে তাকিয়ে থাকার মতো গাঢ় রক্তিম রাগে রাঙানো দক্ষিন মেরুজ্যোতি ।
দুর অস্তাচলের গায়ে ঝটিতি
লাগে রঙ , যেন
বেনারসী ঢংয়ে আঁকা
শাড়ীর আঁচল মেলে আছে পাখা....
ছবি : ২০০৫ এর ১১ই সেপ্টেম্বর “নাসা”র ইমেজ স্যাটেলাইটের তোলা দক্ষিন মেরুজ্যোতির বর্ণাঢ্য রংয়ের খেলা ।
চলবে .............
সূত্র : NASA / Wikipedia /
http://www.nasa.gov/vision/universe/solarsystem/stereo1_prt.htm
https://annoyzview.wordpress.com/tag/southern-lights/
http://earthsky.org/
http://www.universeforfacts.com
১৮ ই মে, ২০১৫ রাত ৮:১৬
আহমেদ জী এস বলেছেন: ইমতিয়াজ ১৩ ,
ধন্যবাদ প্রথম ভালো লাগা দেয়াতে ।
অপেক্ষায় থাকবেন ? ভরসা পাচ্ছিনে খুব একটা । এই পোষ্টটা প্রথম পাতা থেকে উধাও হয়ে গেছে । অনেক পরে দেখি নির্বাচিত পাতায় । বুঝিনি কি করে প্রথম পাতা থেকে গায়েব হয়ে গেল ।
@ সম্মানিত মডারেটরদের শুভদৃষ্টি কামনা করছি ।
২| ১৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
সুমন কর বলেছেন: চমৎকার শেয়ার। সুন্দর সব ছবি।
৩য় ভালো লাগা রইলো।
১৮ ই মে, ২০১৫ রাত ৮:৫১
আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্যে ।
আপনি ৩য় , তবে ২য় ভালোলাগাটা কে দিলো আমায় ?
৩| ১৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
মোঃমোজাম হক বলেছেন: সত্যিই চমৎকার
১৮ ই মে, ২০১৫ রাত ৯:৪৯
আহমেদ জী এস বলেছেন: মোঃমোজাম হক ,
মন্তব্যে চমৎকৃত ।
ধন্যবাদ ।
শুভেচ্ছান্তে ।
৪| ১৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:১০
কলমের কালি শেষ বলেছেন: উপস্থাপনের ভিন্নতায় খুব ভাল লেগেছে ।+++
১৯ শে মে, ২০১৫ দুপুর ১:১৯
আহমেদ জী এস বলেছেন: কলমের কালি শেষ ,
চেষ্টা করেছি রঙ-রূপে ভরিয়ে দিতে ।
তাই ধন্যবাদ, ভালোলাগার কথা জানানোয় ।
ভালো থাকুন ।
৫| ১৮ ই মে, ২০১৫ রাত ৯:২৯
আমি ময়ূরাক্ষী বলেছেন: ভয়ানক সুন্দর
১৯ শে মে, ২০১৫ রাত ৮:৪৭
আহমেদ জী এস বলেছেন: আমি ময়ূরাক্ষী ,
ধন্যবাদ ।
সাথে থাকুন আরও ভয়ানক সুন্দরতার জন্যে ।
৬| ১৮ ই মে, ২০১৫ রাত ১০:৫১
শতদ্রু একটি নদী... বলেছেন: এত সুন্দর পৃথিবী, মহাবিশ্বের রুপের মায়া ছাইড়া একদিন মইরা যাইতে হবে, জীবনে এরচেয়ে বড় কোন আফসোস নাই।
১৯ শে মে, ২০১৫ রাত ৯:৩৫
আহমেদ জী এস বলেছেন: শতদ্রু একটি নদী... ,
হুমমমম . খুবই আফসোসের কথা ।
তবে যাবার আগে দু'চোখ ভরে মহাবিশ্বের এই রূপ-রস-গন্ধ নিয়ে যেতে ভুলবেন না যেন !
আফসোসের মন্তব্যে ধন্যবাদ ।
৭| ১৮ ই মে, ২০১৫ রাত ১১:১৩
সচেতনহ্যাপী বলেছেন: ছবিগুলি সত্যই অপূর্ব।। এসব দৃশ্য দেখা ভাগ্যের ব্যাপার।।
তবে আমাদের দেশের ষড়ৠতুতে রং আর আকাশের যে বাহার-তার তুলনা নেই।।একেক ঋতুতে এক এক বৈচিত্র।। দেশে থাকলে হয়তো বর্ননায় আসতো।। নেই বলে আপনর স্মরনাপন্ন হচ্ছি।। দয়া করে "একটি ধানের শীষের উপর একটু শিশিরবিন্দু" নিয়ে লিখুন।। আপনাকে অনুরোধ করার মানে আপনার লেখার হাত এবং অভিজ্ঞতা দুই-ই আছে।।
আরেকটি কথা দয়া করে আমার মন্তব্যের "অন্য অর্থ" ধরে নেবেন না।। প্রিয় ব্লগারের কাছে অনুরোধ থাকতেই পারে-তাই না??
১৯ শে মে, ২০১৫ রাত ১০:৪১
আহমেদ জী এস বলেছেন: সচেতনহ্যাপী ,
বেশ বিনয়ের সাথেই বলি , আপনার এই মন্তব্যে যে কোনও লিখিয়ের খুশি হবার কথা , আমিও তাই হলুম ।
প্রবাসে যারা থাকেন তাঁদের কাছে " ইনহাস্ত ওয়াতানম" শব্দদ্বয় সার্বক্ষনিক সঙ্গী হয়ে থাকে ।
আপনার অনুরোধ রাখতে চেষ্টা করবো প্রানপন । হয়তো সময় লাগবে তবুও একজন সহব্লগারের অনুরোধ রাখতে পারলে নিজেকে ধন্য মনে করবো ।
ভালো থাকুন এর সুখে . . . .
৮| ১৯ শে মে, ২০১৫ রাত ১২:২৫
ভ্রমরের ডানা বলেছেন: দারুণ লাগলো। অসাধারণ হয়েছে লেখাটি। ছবির সাথে লেখার কম্বিনেসনটা খুবই চমৎকার হয়েছে। ভালো লাগা। শুভেচ্ছা নিবেন।
২০ শে মে, ২০১৫ রাত ৮:৪২
আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,
অনেক ধন্যবাদ আপনাকেও , এরকম সুন্দর একটি মন্তব্যের জন্যে ।
শুভেচ্ছান্তে ।
৯| ১৯ শে মে, ২০১৫ রাত ৩:৫৬
প্রবাসী পাঠক বলেছেন: ভয়ংকর সুন্দর সবগুলো ছবি।
ছয় নং ভালো লাগা।
২০ শে মে, ২০১৫ রাত ৯:০০
আহমেদ জী এস বলেছেন: প্রবাসী পাঠক ,
ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।
সাথে থাকুন । আরও ভয়ঙ্করের সুন্দরতার দেখা মিলবে ।
শুভেচ্ছান্তে ।
১০| ১৯ শে মে, ২০১৫ সকাল ৯:৫১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার দৃষ্টিনন্দন পোস্ট।
ধন্যবাদ জানাই।
২০ শে মে, ২০১৫ রাত ৯:২৯
আহমেদ জী এস বলেছেন: বঙ্গভূমির রঙ্গমেলায় ,
এই মহাবিশ্বের রঙ্গমেলার রঙই তুলে ধরেছি যে এখানে । তাই দৃষ্টিনন্দন হয়েছে হয়তো ।
ধন্যবাদ আপনাকেও মন্তব্যের জন্যে ।
১১| ১৯ শে মে, ২০১৫ সকাল ১০:৫৬
বিদগ্ধ বলেছেন: সৃষ্টিজুড়ে রহস্য। সৃষ্টিতে ঈশ্বর, কৃষ্টিতে নয়....
অসাধারণ ১ম পর্ব। ২য় পর্বের অপেক্ষায়।
২০ শে মে, ২০১৫ রাত ৯:৪৬
আহমেদ জী এস বলেছেন: বিদগ্ধ ,
আপনার মন্তব্যের ধ্বনিই শুনিয়েছি এখানে আমার লেখায় -----
"আকাশের ক্যানভাসে অজানা এক চিত্রকরের আঁকা রঙে- রূপে স্পন্দিত , সশ্রদ্ধ বিস্ময় আর সম্ভ্রম জাগানো এই সব ছবি আপনাকে জানিয়ে যাবে আপনার দেখা এই পৃথিবীর অতি নগন্যতার, অতি তুচ্ছতার এক একটি উপাখ্যান ।"
আরো এখানে ------
..সেখানে যে বিশাল আয়োজন তাতে আপনি গুনগুন করে গেয়ে উঠতেই পারেন –
“ আমার মাথা নত করে দাও হে তোমার চরন ধুলার তলে .....” ।
১২| ১৯ শে মে, ২০১৫ বিকাল ৩:১০
নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: সুন্দর সুন্দর। অনন্ত নক্ষত্রবীথির মধ্যিখানে সাঁতার কাটিতে মন চায়।
২২ শে মে, ২০১৫ সকাল ৯:৫০
আহমেদ জী এস বলেছেন: নাম প্রকাশে ইচ্ছুক নহে ,
সুন্দর মন্তব্যে ধন্যবাদ ।
সাঁতার তো কাটতে পারবেন না , তার আগেই পুড়ে ছাই হয়ে যাবেন । আর আপনার সেই ছাইয়ের ধূলোয় আর একটা "নেবুলা" হয়তো দেখতে পাবো আমরা ।
১৩| ২০ শে মে, ২০১৫ রাত ৯:১৫
বেসিক আলী বলেছেন: চোখ ধাঁধাঁনো সুন্দর!!!
২২ শে মে, ২০১৫ দুপুর ১২:০৮
আহমেদ জী এস বলেছেন: বেসিক আলী ,
সাথে থাকুন । আরও চোখ ধাঁধাঁনো সুন্দরতার জন্যে ।
মন্তব্যে ধন্যবাদ ।
১৪| ২১ শে মে, ২০১৫ দুপুর ১২:৪৫
জুন বলেছেন: বিস্মিত হই, অবাক হই, মাথা নত করি তার সৃষ্টির কাছে । দেখতে ইচ্ছে হয় মেরু জ্যোতি অরোরা বোরিয়ালিসকে । সেই ছোট্ট বেলায় শোনা তার নাম । মহাবিশ্ব যাতে লুকানো আছে কত বিস্ময় । সবই হয়তো ছবিতেই দেখে যেতে হবে আহমেদ জী এস।
চোখের সামনে আনার জন্য অনেক অনেক ধন্যবাদ ।
+
২২ শে মে, ২০১৫ রাত ৮:১৮
আহমেদ জী এস বলেছেন: জুন ,
লিখেছেন, মহাবিশ্ব লুকানো আছে কত বিস্ময় । তাই তো আমি লিখেছি , " আকাশের ক্যানভাসে অজানা এক চিত্রকরের আঁকা রঙে- রূপে স্পন্দিত , সশ্রদ্ধ বিস্ময় আর সম্ভ্রম জাগানো এই সব ছবি আপনাকে জানিয়ে যাবে আপনার দেখা এই পৃথিবীর অতি নগন্যতার, অতি তুচ্ছতার এক একটি উপাখ্যান ।"
ছবি ছাড়া আর কোথায় দেখবেন ? একি আপনার মায়ানমার আর থাইল্যান্ড যে ইচ্ছে হলো আর গেলেন ? ঘরের কাছের চাঁদেই দলেবলে যেতে পারেননি এখনও ।
সব সময় সাথে থাকার জন্যে ধন্যবাদ ।
১৫| ২২ শে মে, ২০১৫ বিকাল ৫:০৬
জেন রসি বলেছেন: বাহ!
চমৎকার!
২২ শে মে, ২০১৫ রাত ৯:৪২
আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,
ধন্যবাদ মন্তব্যের জন্যে ।
রাতের শুভেচ্ছা ।
১৬| ২৫ শে মে, ২০১৫ ভোর ৪:০৪
অন্ধবিন্দু বলেছেন: তোমায় দেখে দেখে আঁখি না ফেরার কথা আমিও বলছিলুম এই ব্লগেই-
লিংক
সাথে আছি, জনাব।
২৭ শে মে, ২০১৫ সকাল ১১:৫৭
আহমেদ জী এস বলেছেন: অন্ধবিন্দু ,
বললেই হবেনা যে, তোমায় দেখে দেখে আঁখি না ফেরার কথা আপনিও বলছিলেন । পরিষ্কার করে বলতে হবে ।
আর থাকতে হবে সাথে ।
আর ক্ষমা চেয়ে রাখছি আপনাদের সবার কাছ থেকে , উত্তর দিতে দীর্ঘসূত্রিতার জন্যে । প্রচন্ড ইচ্ছে থাকা সত্বেও ব্লগে সময় দিতে পারছিনে জাগতিক সব ঝামেলার জন্যে ।
১৭| ২৫ শে মে, ২০১৫ ভোর ৪:০৬
অন্ধবিন্দু বলেছেন: আহা হলো নে... লিংক হবে এইখানা- লিংক
২৭ শে মে, ২০১৫ দুপুর ১২:৪৫
আহমেদ জী এস বলেছেন: অন্ধবিন্দু ,
আহা হলো নে.. আঁখি না ফেরার কথা এভাবে জটিলতার তুলিতে টেনে টেনে আঁকা ঠিক হলো নে.... !
লিংকের লেখাটি পিকাসো হয়েছে । অঁরি মাতিস হয়নি ।
হিংসে হচ্ছে , চর্মচক্ষে প্রাদো দেখা হলো নে.....। অথচ আপনি ড্যাবড্যাবে চোখে দেখছেন দিব্যি ।
তবুও শুভেচ্ছা ।
১৮| ২৬ শে মে, ২০১৫ রাত ১০:৪২
মাহমুদ০০৭ বলেছেন: গল্পের মত কাব্যিক ঢঙে বলা । সুন্দর সব ছবি ।
ভালো লাগা রইল ।
শুভকামনা জি এস ভাই ।/
ভালো থাকবেন ।
০২ রা জুন, ২০১৫ রাত ৮:৫৯
আহমেদ জী এস বলেছেন: মাহমুদ০০৭ ,
বিশেষ কাজে পাঁচ পাঁচটি দিনের জন্যে বাইরে যেতে হয়েছিলো বলে ব্লগে আসা হয়নি , তাই মন্তব্যের উত্তর দিতে দেরী হলো । ক্ষমাপ্রার্থী ।
পাঠকের চোখে আর মনে যাতে ।আলো লাগে সে চেষ্টাই করেছি । ধন্যবাদ মন্তব্যের জন্যে ।
শুভকামনা রইলো আপনার জন্যেও ।
১৯| ২৬ শে মে, ২০১৫ রাত ১১:৫০
তুষার কাব্য বলেছেন: শুরুটাই হৃদয়টানা ! খুব ভালো লাগলো । সাথে ছবিগুলো বোনাস ।
শুভকামনা জানবেন ।
০২ রা জুন, ২০১৫ রাত ৯:১২
আহমেদ জী এস বলেছেন: তুষার কাব্য ,
উত্তর দিতে দেরী হলো । বিশেষ কাজে পাঁচ পাঁচটি দিনের জন্যে বাইরে যেতে হয়েছিলো । আবারও যেতে হবে । এই ফাঁকে আপনাদের মন্তব্যের উত্তরগুলো দিয়ে যাই । অনিচ্ছাকৃত দেরীর জন্যে দুঃখিত ।
সুন্দর মন্তব্যে হৃদয়ে টান লাগলো ।
ভালো থাকুন আর সুখে ...
২০| ২৮ শে মে, ২০১৫ রাত ৯:০৭
দীপংকর চন্দ বলেছেন: অসম্ভব ভালো লাগা!!
তথ্যে, ছবিতে, উপস্থাপনশৈলীতে!!! মুগ্ধতা!!
অনিঃশেষ শুভকামনা শ্রদ্ধেয়।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
০২ রা জুন, ২০১৫ রাত ৯:২০
আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,
উত্তর দিতে অনিচ্ছাকৃত দেরীর কারন উপরের মন্তব্যের জবাবে বলেছি । ক্ষমাপ্রার্থী ।
মুগ্ধতার কথা বলেছেন, এ একজন লিখিয়ের পরম পাওয়া ।
শুভকামনা আপনার জন্যেও অফুরান ...
২১| ২২ শে জুন, ২০১৫ রাত ১১:২৭
প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল। ধন্যবাদ
২৫ শে জুন, ২০১৫ রাত ১০:২৬
আহমেদ জী এস বলেছেন: প্রামািনক ,
প্রমান করতে পারবোনা যে আসলেই এই মন্তব্যটি চোখে পড়েনি । দুঃখিত ।
ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।
ভালো থাকুন আর সুখে -------
২২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০০
শাহরিয়ার ১৯৭৮ বলেছেন: ছবি দেখেছি অনেক, ভাল লেগেছে কাব্যিক উপস্থাপনে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯
আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার ১৯৭৮ ,
সম্ভবত প্রথম এলেন আমার ঘরে । স্বাগতম ।
ধন্যবাদ সুন্দর মন্তব্যে ।
২৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৩
জসিম বলেছেন:
অনেক সুন্দর লিখেছেন.
আপনার জন্য এখানে ছবিটা যুক্ত করে দিলাম. এখানে তো অনেক অরোরা বোরিয়ালিসের ছবি.
অনেক সুন্দর লিখেছেন.
আপনার জন্য এখানে ছবিটা যুক্ত করে দিলাম. এখানে তো অনেক অরোরা বোরিয়ালিসের ছবি. দুই সপ্তাহ আগ্ই তোলা.
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৯
আহমেদ জী এস বলেছেন: জসিম ,
এই সুন্দরতা আমার পোষ্টের অলঙ্কার হয়ে থাক কারন এটা আপনার নিজের তোলা ছবি । এ ছবি অমূল্য ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
২৪| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪৫
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: ওয়াও। জাস্ট ফ্যান্টাবুলাস
২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:১২
আহমেদ জী এস বলেছেন: এম্বিগ্রামিষ্ট জুলিয়ান ,
মহাকাশ আমার প্রিয় একটি বিষয় বিধায় আপনাকে টেনে আনলুম এখানে । অনুগ্রহ করে লেখাটি দেখেছেন বলে কৃতজ্ঞতা জানাচ্ছি ।
২৫| ২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
মহা সমন্বয় বলেছেন: নিঃসীম আকাশে রঙের ঐন্দ্রজালিকতা নিয়ে শুয়ে থাকা ছায়াপথ ।
দারুণ লাগল।
৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৪
আহমেদ জী এস বলেছেন: মহা সমন্বয় ,
বিলম্বে হলেও এখানে এই ছায়াপথে এসে রঙিন মন্তব্য করেছেন বলে অসংখ্য ধন্যবাদ ।
২৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৬
ডঃ এম এ আলী বলেছেন:
নীজের উপরেই রাগ হচ্চে কেন যে এত সুন্দর লিখাটি এতদিন চোখে পরেনি।
অবশ্য এ ব্লগে আমার জন্মের আগের লিখা এটি ।
অপুর্ব সব ছবি , বিবরণ ও কাব্যগাথা ।
লিখাটি সরাসরি প্রিয়তে গেল ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৭
আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী ,
আমার সৌভাগ্য, আপনার মতো গুনী একজনের কাছ থেকে এমন মন্তব্য পাওয়া । কৃতার্থ ।
লক্ষ কোটি শুভেচ্ছা আপনার জন্যেও ।
নিরন্তর ভালো থাকুন ।
২৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৩
আজমান আন্দালিব বলেছেন: চোখ ধাঁধাঁনো সুন্দর তারকারাজির ছবি এবং দারুণ লেখা। পড়ে অনেক সমৃদ্ধ হলাম। ধন্যবাদ আহমেদ জীএস ভাই।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৭
আহমেদ জী এস বলেছেন: আজমান আন্দালিব ,
কৃতজ্ঞ করে রাখলেন এতো পুরোনো পোস্ট পড়ে ও মন্তব্য করে ।
আপনি যখন ফোটন কনার কথা শুরু করেছেন তখন আলোর কনা নিয়ে কিছু লিখলে সবার ভালো লাগবে ।
ভালো থাকুন আর সাথেই থাকুন ।
©somewhere in net ltd.
১| ১৮ ই মে, ২০১৫ বিকাল ৩:২৫
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা এবং পরবর্তী কিস্তির অপেক্ষায় ।