নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...
ভ্রমর কুয়াসার রাত...
পাকুড় বৃক্ষের ডাল বেয়ে নেমে আসা করুন গিরগিটির মতোন কী ভয়ঙ্কর এক একটা রাত অবলীলাক্রমে হেটে আসে কাছে । ভ্রমর কুয়াসার সে রাত তার বাতায়ন খুলে নগ্ন হয়ে এলে সংগোপনে তাকে বাঁধতে হয় অজগরী বাহুডোরে । নিলীমার চিরকালের শরীরি সব উতল-অবতল রেখা সে মন্হনে বিলীন হয়ে গেলে পড়ে থাকে শুধু স্খলনের দাগ । সিঁথির সিঁদুর ধুঁয়ে যায় তার নগ্ন নির্ঝরে । গঙ্গাজলে স্নান করিয়ে দিলেও সে সব রাতের পবিত্র কৌমার্য্য, কুসুম কোরকের মতো ফুঁটে ওঠেনা কিছুতেই আর । শরীরে আজন্ম লালিত লোমকূপে যে স্বেদ জমে জমে ভারী হয় দিনের ফেরী শেষে, তার কস্তুরী ঘ্রান বিনম্র করজোড়ে হাঁটু গেড়ে বসে থাকে পেতে রাখা বুকের একটুকরো উঠোনে । .........
রোদ্দুরের ডানায় ভর করে উড়ে যাওয়া দিনে নিলীমা শিখিয়েছিলো কি করে ভালোবাসতে হয় ---- জলকলমীর ভালোবাসা যেমন জলের সাথে । শিখিয়েছিলো কি করে হাসতে হয় ---- ঝর্ণার জল, ছলাৎছল যেমন ভাঙে হাসি । দিনমানের সে খেলা সাঙ্গ হলে চুপি চুপি কিশোরী রাত তার অন্ধকারের ঝাঁপি খুলে বসে আরো গভীর সেজে উঠবে বলে । ধীরে ধীরে সে ঝাঁপি থেকে বেরিয়ে, বেলকূঁচি পাতার ফাঁক গলে মেটেল সব গিরগিটি হেটে আসে ভয়ঙ্কর রাত হয়ে । তখন মনে পড়ে, নিলীমা শিখিয়েছিলো কি করে চোখে চোখ রাখতে হয় । কি করে ঝরাতে হয় জল চোখে - শ্রাবন মেঘ যেমন ঝরে ঝরঝর ।
আমি অন্ধকারের চোখে রাখি চোখ । বিজন ঘাসে ছায়ারা দোলে । দোলে টলমল পায়ে শিশিরবিন্দু । রাতের গা বেয়ে বৃষ্টি নেমে আসে ঝিরিঝিরি । তাতে কি মুছে যায় মন-দেয়ালের সব দাগ ?
যদি সব খোলস খুলে ফেলা যেতো .....যদি সব নোলক খুলে ফেলা যেতো ..... যে জাল বুনে গেছে সুযোগ সন্ধানী মাকড়সা তা ছিঁড়ে ছিঁড়ে গিরগিটি রাত অপ্সরা হয়ে উড়ে যেতে পারতো ।
নিলীমা শিখিয়েছিলো কি করে বাঁচতে হয় । বলেছিলো - জীবন যে উপাদান সমৃদ্ধ হবার প্রত্যাশায় থাকে প্রতিদিন, কর্ম তাকে পরিশোধিত করে ; তারই যোগান দেয় । আর এর ফলেই জীবন মরুতে জলসিঞ্চিত হয় ।
তাই নয়ন পলকে সিঞ্চিত করে রেখেছি যতো অশ্রুজল তাকে ঝরতে দেই নিরূপায় বর্ষার মতো করে । যে জোনাকি লুকিয়ে রেখেছি চোখে, তাকে মেলতে দেই শিথিল ডানা। তবুও এ রাতপ্রহর অনাদিকাল ঝুলেই থাকে । প্রতি রাতে নিলীমাকে যতোই ভেঙেচুরে আবার নয়ন মেলে দেখি ততোই রহস্যময়ী হয়ে ওঠে । অশ্রুজল শেষ হয় , শেষ হয়না গিরগিটির মতো হেটে আসা রাতের রহস্য মিছিল ।
শুধু কতোবার টেনে নিয়েছি বাতাস তা গুনে গুনে মেপে যাই জীবন । মূহুর্তগুলি কতোবার শ্বাসরূদ্ধ করে দিয়েছে মাপি তা দিয়েও । হিসেব মেলে না, যেমন মেলেনা নিলীমার হৃদয়তল । অন্ধকারে ভরাভয় বাতিঘরের মতো নিলীমা শুধু ঠাঁয় দাঁড়িয়ে থাকে । পথ দেখাতে চায় । জলমুকুরে তার ছায়া যে শান্ত রোদের মতো ভাসে, তেমন কনক আভায় ভেসে যাওয়া ভালোবাসাময় এক জীবন খুঁজে ফিরি অন্ধকারে... অন্ধকারে ।
নিলীমা শিখিয়েছিলো কি করেই বা কাঁদতে হয় । তেমন করে কেঁদে কেঁদে কেটে যায় আমার সব ভ্রমর কুয়াসার রাত ..............
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রিয় আহমেদ জি এস ভাই, বহুদিন থেকে আপনার ঐ ফিচার পোস্টগুলোর জন্য অপেক্ষা করছি। !! কবে পাবো এমন কিছু!!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩১
আহমেদ জী এস বলেছেন: কাল্পনিক_ভালোবাসা ,
প্রথম (১নং) মন্তব্যটির উত্তরে ধন্যবাদ জানিয়ে রাখি ।
হুম অনেকদিন হল ঐ জাতীয় সিরিজ লেখা হয় না । প্রথমত, সময় বড় অনুদার আর দ্বিতীয়ত , অনেক খাটুনি হয় । অনেক ঘাটতে হয় । তথ্যের চেক ও ক্রস চেক করতে হয় । যাচাই করে নিতে হয় আসলটা । এভাবে তথ্য আর তত্ত্ব জোগার করে নিজের আঙ্গিকে ঢেলে সাজাতে হয় যাতে কারো সাথে না মিলে যায় । আমি তো আর তেমন পন্ডিত নই যে নিজেই নতুন করে কোনও ঘটনা বানিয়ে তার উপর লিখবো । তাই না ? অনেকে নাক সিটকোয়, মৌলিক নয় বলে । এর পরে লেখাটি প্রসব করে ।
যখন বলছেন, তখন লেগে পড়ছি । গল্প কবিতার ফাঁকে ফাঁকে দিতে সচেষ্ট থাকবো । সিরিজ না হলেও খুব কি ক্ষতি হবে ?
এতে একটা লাভ হবে আমার , এখন সময় কেটে যাবে বেশ।
ভালো থাকুন ।
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০১
জেন রসি বলেছেন: অতৃপ্ত মন অধরাকে স্পর্শ করার মায়াবী খেলায় নিমগ্ন খুব!
চমৎকার!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,
কুয়াশা যদি ভোমরার মতো এ ফুলে ও ফুলে কি কথা শুনিয়ে যায়, তবে তো সে কুয়াসা অধরা থাকে ।
শুভেচ্ছান্তে ।
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৫
রিকি বলেছেন: প্রতি রাতে নিলীমাকে যতোই ভেঙেচুরে আবার নয়ন মেলে দেখি ততোই রহস্যময়ী হয়ে ওঠে । অশ্রুজল শেষ হয় , শেষ হয়না গিরগিটির মতো হেটে আসা রাতের রহস্য মিছিল ।
ভাইয়ার পোস্টের ভাষাগুলো খুব খুব রিদেমিক হয়--- পড়ার সময় একটা অন্য ধরণের ঘোর কাজ করে। অনেকগুলো ভালো লাগা রইল ভাইয়া। আর সাথে আপনার আঁকা ছবিগুলো আপনার পোস্টগুলোকে আরও বেশি কমপ্লিমেন্ট করে--সুপার লাইক।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০
আহমেদ জী এস বলেছেন: রিকি ,
চেষ্টা করি ছান্দসিক করার কিন্তু মুগ্ধতা মাখাতে পারিনে গায়ে ।
আপনার এমন স্নিগ্ধ মন্তব্যে আগামীতে আমার এমন ধরনের লেখায় হয়তো ঘোর সন্ধ্যার লালিমা লাগবে ।
শুভেচ্ছান্তে ।
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৬
জুন বলেছেন: বরাবরের মতই অসাধারন একটি লেখা আহমেদ জী এস
+
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
আহমেদ জী এস বলেছেন: জুন ,
বরাবরের মতোই সাধারন লেখা । মুগ্ধতার তেমন কিছু নেই এখানে । তবুও অসাধারন বলার জন্যে ধন্যবাদ ।
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২০
সুমন কর বলেছেন: চমৎকার। মুগ্ধতা রেখে গেলাম।
ভালো লাগা রইলো।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৯
আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,
অসংখ্য ধন্যবাদ মুগ্ধতা রেখে যাওয়ার জন্যে ।
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
অন্ধকারে বরাভয় বাতিঘরের মতো নিলীমা শুধু ঠায় দাঁড়িয়ে থাকে।
একটা চমৎকার আবহ সৃষ্টি করেছেন। খুব ভালো লাগলো জি এস আহমেদ ভাই।
শুভেচ্ছা।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৫
আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,
এমনি সুন্দর মন্তব্য করে আপনারাও বাতিঘরের মতোই আমাকে পথের দিশা দেখান । ধন্যবাদ ।
"নিলীমা" একটা প্রতীক , আশার কিম্বা জীবনের ।
অনেক দিন পরে । সব ভালো তো ?
শুভেচ্ছান্তে ।
৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫০
শতদ্রু একটি নদী... বলেছেন: পুরা মানে কি দাড়াইলো কিংবা পুরা ইউনিটের মানে কি হইলো ঠিক বুঝিনাই। কিন্তু পড়তে ভাল্লাগতেছিলো।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫১
আহমেদ জী এস বলেছেন: শতদ্রু একটি নদী... ,
এ কি ববললেন !
শতদ্রুর মতো বয়ে চলা নদীকেও বলে দিতে হবে চলার নেই শেষ ? মানের কোন "মানে " নেই ?
একটা ধরে নিলেই হয় ।
আপনার পড়তে ভাল্লাগতেছিলো বলেই শুধু আপনাকে বলি---- আমি এরকম মুক্ত গদ্যে শুধু একটি ভাবকে ফুটিয়ে তুলি । শব্দ আর বাক্যের নীলাম্বরী শাড়ী জড়িয়ে ভাবটিকে সাজাতে চেষ্টা করি । এর মধ্যে গদ্য থাকে গল্প থাকেনা ।
এখানে ভাবটা দিন আর রাতকে নিয়ে । দিনের যতো ক্লেদ, যতো পরাজয়, যতো গ্লানি, যতো কদর্য্যতা, যতো মলিনতা , যতো হাহাকার .... রাতের নিভৃতে বড় বেশী বাজে বুকে । তাই রাতকে বড় বেশী ভয় । রাত যেন দিনের অনুষঙ্গ ফেলে রেখে ঝেটিয়ে নিয়ে আসে তিমির অন্ধকার । রাত দিনের সঙ্গী হয়ে ওঠেনা কিছুতেই ।
যা কিছু শেখা হয়েছে জীবনভর তা যেন তুচ্ছ মনে হয় রাতের আলোয় । দিনের হাসি কান্না , ভালোবাসা , যতো মধুর ক্ষন পড়ে থাকে মিছে । তবুও মানুষ আশায় বাঁধে বুক – ভোরের আলোয় আবার শুদ্ধ হয়ে উঠবে জীবন ।
কিন্তু কিছুতেই কান্নারা ছেড়ে যায়না তাকে ।
শুভেচ্ছান্তে ।
৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অসাধারণ লেখা।
মুগ্ধপাঠ!!!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৬
আহমেদ জী এস বলেছেন: বঙ্গভূমির রঙ্গমেলায় ,
পাঠে মুগ্ধতার জন্যে ধন্যবাদ ।
শুভেচ্ছান্তে ।
১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১০
সাহসী সন্তান বলেছেন: নিলীমা শিখিয়েছিলো কি করে বাঁচতে হয় । বলেছিলো - জীবন যে উপাদান সমৃদ্ধ হবার প্রত্যাশায় থাকে প্রতিদিন, কর্ম তাকে পরিশোধিত করে ; তারই যোগান দেয় । আর এর ফলেই জীবন মরুতে জলসিঞ্চিত হয় ।
মারহাবা, মারহাবা; বহুত খুব!!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩
আহমেদ জী এস বলেছেন: সাহসী সন্তান ,
এ হ'ল বেঁচে থাকার রেসিপি । দু' চামচ কর্ম , এক চিমটে অনুভূতি মিলিয়ে জীবন স্যালাইন ।
এই - ই সত্য । আর কিছু নয় ।
১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৮
প্রামানিক বলেছেন: চমৎকার একটি লেখা। খুব ভাল লাগল। ধন্যবাদ
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৫
আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,
অসংখ্য ধন্যবাদ আপনাকে, সতত সাথে থাকার জন্যে ।
ভালো থাকুন আর সুস্থ্য থাকুন ।
১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৪
ডি মুন বলেছেন: খুব সুন্দর কাব্যিক লেখা।
ভালো লাগল।
+++
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৮
আহমেদ জী এস বলেছেন: ডি মুন ,
ভালো লাগা আর প্লাস দেয়াতে অসংখ্য ধন্যবাদ ।
খুব কম আসা হয় বোধহয় আপনার !
ভালো থাকুন ।
১৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার!!!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৬
আহমেদ জী এস বলেছেন: রেজওয়ানা আলী তনিমা ,
ধন্যবাদ সাথে থাকেন বলে ।
শুভেচ্ছান্তে ।
১৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৯
ভ্রমরের ডানা বলেছেন: শুধু কতোবার টেনে নিয়েছি বাতাস তা গুনে গুনে মেপে যাই জীবন । মূহুর্তগুলি কতোবার শ্বাসরূদ্ধ করে দিয়েছে মাপি তা দিয়েও । হিসেব মেলে না, যেমন মেলেনা নিলীমার হৃদয়তল । অন্ধকারে ভরাভয় বাতিঘরের মতো নিলীমা শুধু ঠাঁয় দাঁড়িয়ে থাকে ।
অসাধারণ লেগেছে ভাই। শুভকামনা।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১১
আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,
পৃথিবীতে বেঁচে থাকাটাই হলো সবচেয়ে দূর্লভ । বেশীর ভাগ মানুষই শুধু থেকে যায় , বেঁচে নয় । এভাবেই তো আমাদের বাঁচা ।
ধন্যবাদ মন্তব্যের জন্যে ।
শুভেচ্ছান্তে ।
১৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫১
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার লেখা । অসাধারণ কাব্যিকভাবে কাল্পনিক রূপ অংকিত হয়েছে ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫২
আহমেদ জী এস বলেছেন: কলমের কালি শেষ ,
কলমের কালির মতো ঝরঝরে মন্তব্য । অসংখ্য ধন্যবাদ এমন মন্তব্যে ।
শুভেচ্ছান্তে ।
১৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৭
অর্ধ চন্দ্র বলেছেন: ধন্যবাদ , সুন্দর লেখা ,
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৪
আহমেদ জী এস বলেছেন: অর্ধ চন্দ্র ,
ধন্যবাদ মন্তব্যের জন্যে ।
খুশি হয়েছি আপনাকে প্রথম এখানে দেখে । স্বাগতম ।
শুভেচ্ছান্তে ।
১৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার মুক্ত গদ্যের পূর্ণ রস আস্বাদন করতে হলে সময় নিয়ে পড়তে হয় , সময় নিয়েই পড়লাম । এক কথায় সুন্দর !!!
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৯
আহমেদ জী এস বলেছেন: গিয়াসলিটন ,
হুমমমমম .. সময় নিয়েই পড়তে হয় যদি কোনও লেখার পাতা ওল্টান । যতো দোষ তো ঐ সময়টা । সময়টা যে পালিয়ে পালিয়ে বেড়ায় । নিলীমার মতো ধরা দেয়না ।
শুভেচ্ছান্তে ।
১৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৯
অন্ধবিন্দু বলেছেন: “সুন্দরকে স্বীকার করতে হয় তাই দিয়ে যা সুন্দর” মন্তব্য লিখতে ইচ্ছে হয় না..... তবে স্বীকার করে গেলুম।। ব্যর্থতাটুকও আমারই থাকলো।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪২
আহমেদ জী এস বলেছেন: অন্ধবিন্দু ,
স্বীকার করার মধ্যে যে সত্যের সুন্দরতা থাকে তা-ই বলে গেলেন, লিখতে ইচ্ছে না করলেও । ব্যর্থতা হবে কেন ? ব্যর্থতা যদি হয়েই থাকে কোন তবে তা ও ভাগ করে নিলুম ।
আপনাকে দেখে ভালো লাগলো । ভালো থাকুন ।
১৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার উপমা অলঙ্করণে মুগ্ধ করা একটি লেখা। +++
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫১
আহমেদ জী এস বলেছেন: বোকা মানুষ বলতে চায় ,
মুক্ত গদ্য তো তাই উপমা অলঙ্করণে সাজানো গেছে । আপনার মুগ্ধতা জেনে ভালো লাগলো ।
ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।
২০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৭
লালপরী বলেছেন: চমৎকার লেখা !!!
০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩১
আহমেদ জী এস বলেছেন: লালপরী ,
চমৎকার বলার জন্যে ধন্যবাদ ।
২১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৭
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালোলাগা জানবেন ভাইয়া !
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২৬
আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ অভি ,
আপনিও ধন্যবাদ জানবেন ।
সকালের শুভেচ্ছা ।
২২| ২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার লেগেছে| বাক্যগুলো কবিতার মত পৌঁচেছে স্নায়ুতে| হৃদয় অবধি পৌঁছেনি| ভাল লেগেছে বাক্যের খেলা আর রাত্রি রোমন্থনে বেরিয়ে আসা সব শ্লোক
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৫
আহমেদ জী এস বলেছেন: আরণ্যক রাখাল ,
হৃদয় অবধি পৌঁছেনি কেন ? যেমন মেলেনি নিলীমার হৃদয়তল, তাই ? হিসেব মিলছে না ।
সুন্দর মন্তব্যে প্রীত ।
ভালো থাকুন ।
২৩| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৭
আরণ্যক রাখাল বলেছেন: নিলীমা যে অসীম! তার হৃদয়তল মিলবে কেন?
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৯
আহমেদ জী এস বলেছেন: আরণ্যক রাখাল ,
তেমন ডুব দিতে জানলে সব তল অবধিই যাওয়া যায় ।
আবারো এলেন দেখে ভালো লাগছে ।
২৪| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৬
আরণ্যক রাখাল বলেছেন: "তুই কি জানিস খুব দিয়েছি ডুব
আর একটা শান্ত গহীন জলে
তুই কি জানিস ঢের ভিজিয়ে গা
বিষণ্নতা কাটিয়েছি কৌশলে||"
অর্ণবের গান| শুনে নিয়েন|
©somewhere in net ltd.
১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার লেখা!!