নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ট্রুথ নেভার ডাই্‌জ

নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা ।

আহমেদ জী এস

পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...

আহমেদ জী এস › বিস্তারিত পোস্টঃ

নিঃসঙ্গী শ্লোক ......

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৫


নিঃসঙ্গী শ্লোক ......

শূন্যতাই যদি না থাকবে
তবে তো থাকো নাকো তুমি,
তুমি আছো বলেই তো আছে
চিরকাল -
ভরে দেয়ার পালা; শূন্যতার ভুমি ।

হাতে হাত ছুঁইয়ে দেবে বলে
কতোকাল বাড়িয়ে রেখেছি হাত ,
সেই হাতে কড়া পড়ে গেছে
ধরো নাই -
তবুও সয়ে গেছি বয়সের ধাত ।

বারান্দার ওপারে সন্ধ্যের ট্রেন
ছিঁড়ে খুঁড়ে যায় বিশ্বাসের ভিত,
ঐ সব সন্ধ্যায় ছিলো শুধু মোহ
ভেবে ছিলে -
এটাই সুকুমার প্রেম-পিরিত ।

বারেবারে হেচকা টানে ভাঙো
গড়ে তোলা ঘর, আলোর বিবর,
শুধু দেখ নাই শূন্যের ওপার
কড়া নাড়ে –
কারো কারো হৃদয়ের ঝড় ।

সুগন্ধা নদীর ছবি ভাঙো নিশিদিন
অপ্রেমের ঘৃনায় বিপুল বিদ্বেষে,
স্বভাব রোষে শুধু ভেঙে যাও পার
ভাবো নাই –
অপরাধী করি তারে কি দোষে !

এই হোক এক নিঃসঙ্গী শ্লোক
সকালের ছবি হয়ে বন্দি ফ্রেমে,
মুছে গেছে যে দিন অবেলায়
দেখো নাই –
কি করে সাজায় তারে প্রেমে ।


মন্তব্য ৯২ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮

জেন রসি বলেছেন: সময় মানুষকে নিয়ে খেলে নাকি মানুষ নিজেই নিজেকে নিয়ে খেলে সেটা আজো এক অমীমাংসিত রহস্য!!

চমৎকার কবিতা!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩

আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,



ধন্যবাদ মন্তব্যের জন্যে ।

তবে, সময় মানুষকে নিয়ে খেলে নাকি মানুষ নিজেই নিজেকে নিয়ে খেলে সেটা আজো অমীমাংসিত রহস্য হলেও বেশীর ভাগ সময়ই মানুষ নিজেই নিজেকে নিয়ে খেলে । এটা হয় তার বোধের অগম্যতা, নয়তো তার ইগো , কিম্বা তার অবিচক্ষনতা অথবা সময়ের প্রতি তার অবিচার তাকে এরকম খেলায় মাতায় ।

শুভেচ্ছান্তে ।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬

লালপরী বলেছেন: এই হোক এক নিঃসঙ্গী শ্লোক
সকালের ছবি হয়ে বন্দি ফ্রেমে

, চমৎকার কবিতা ভাইয়া +++++++++

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

আহমেদ জী এস বলেছেন: লালপরী ,



হুমমম ...

এতোগুলো প্লাস দেয়ার জন্যে ধন্যবাদ ।
ভালো থাকুন ।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

বৃতি বলেছেন: ভালো লাগলো নিঃসঙ্গী শ্লোক :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

আহমেদ জী এস বলেছেন: বৃতি ,


ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।
ধন্যবাদ ।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২

রিকি বলেছেন: শূন্যতাই যদি না থাকবে
তবে তো থাকো নাকো তুমি,
তুমি আছো বলেই তো আছে
চিরকাল -
ভরে দেয়ার পালা; শূন্যতার ভুমি ।


বরাবরের মত অনেক অনেক ভালোলাগা রইল ভাইয়া :) :) :) :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

আহমেদ জী এস বলেছেন: রিকি ,



অনেক ভালোলাগার কথা বলতে গিয়ে ফিচেল হাসির ইমো দিয়েছেন । ধরে নিতে হয় , ভেজাল আছে ! :(

তবে এই সুন্দর মন্তব্যের জন্যে একটি পুরো নির্ভেজাল "ধন্যবাদ " আপনাকে জানাচ্ছি ।
শুভেচ্ছান্তে ।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৩

শায়মা বলেছেন: শূন্যতার শুন্যদ্যানে
ঝুলে থাকে
অপেক্ষা,
সময় গড়ায়, বর্ষ ফুরোয়
জমে সেথা
হতাশার ধুলি,
তবুও অপেক্ষমান
প্রতীক্ষিত প্রতীক্ষার
ব্যার্থতা...
অকাল বোধন
গড়ায় রোষে
রোষহীন
আপোষহীন আপোষে
মিথ্যা অহমিকার
দেওয়াল
রুধে দেয় চিরতরে
ভঙ্গুর দুই
অন্তহীন প্রাণ!



:P

ভাইয়া সবার সাথে মাতবরী করতে করতে তোমার সাথেও ...........

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

আহমেদ জী এস বলেছেন: শায়মা ,


কবিতা লেখা কোনও মাতব্বরী কাজ নয় । ওটা একটা সৃজনশীলতা যদি সেথায় কিছু বক্তব্য থাকে , বলাটা পাঠকের বোধগম্য হয় ।
জটিল কিছু শব্দ বসিয়ে গেলেই কবিতা হয়না । কবিতার একটি আলাদা মেজাজ থাকে ।
সেদিক থেকে আপনার কবিতাটি একদম ফেলনা নয় ।
আপনার ঢংয়ে এবং বলতে পারেন আপনার কবিতার ভাবের মতো লিখতে গেলে কবিতা ( লিমেরিক ) হবে এমন ----

হন্তারক কাল
খুলে পাল
উড়ে যায়
অজানায় ।

চোখ মেলি
জল ফেলি
স্মৃতি কাতরায়
বেদনায় ।

মনে পড়ে
বিজন ঘরে
কারো চোখ
উন্মুখ ।

কতোদিন
নিদ্রা বিহীন
জেগেছি একা
মন ফাঁকা ।

সেই চোখ
ভরা রোখ
ছড়ায় ঘৃনা
প্রেম বিনা ।

যাকে আনি
বক্ষে টানি
ক্ষত রেখে যায়
বড় অসময় !

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৯

গেম চেঞ্জার বলেছেন: নিঃসঙ্গ কবিতা প্রাণে অনুরণন সৃষ্টি করল ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০০

আহমেদ জী এস বলেছেন: গেম চেঞ্জার ,



অসংখ্য ধন্যবাদ আপনাকে , আমাকে অনুরণিত করা মন্তব্যের জন্যে ।

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫

এস কাজী বলেছেন: বারেবারে হেচকা টানে ভাঙো
গড়ে তোলা ঘর, আলোর বিবর,
শুধু দেখ নাই শূন্যের ওপার
কড়া নাড়ে –
কারো কারো হৃদয়ের ঝড় ।

মধু লাগসে এইটা। খুব সুন্দর :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৩

আহমেদ জী এস বলেছেন: এস কাজী ,



অনেক ধন্যবাদ আপনাকে, আমারও মনে গেঁথে থাকা এই স্তবকটি আপনারও "মধু লাগসে" জেনে ।
শুভেচ্ছান্তে ।

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৯

আলোরিকা বলেছেন: 'সুগন্ধা নদীর ছবি ভাঙো নিশিদিন
অপ্রেমের ঘৃনায় বিপুল বিদ্বেষে,
স্বভাব রোষে শুধু ভেঙে যাও পার
ভাবো নাই –
অপরাধী করি তারে কি দোষে !'

নিঃসঙ্গ হৃদয়ের সত্য - শুদ্ধ উচ্চারণ ! :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩২

আহমেদ জী এস বলেছেন: আলোরিকা ,


আপনার কথাটিকে ঘুরিয়ে এভাবে বলতে চাই - সত্য উচ্চারণে নিঃসঙ্গ হৃদয়ের শুদ্ধ কথামালা ।

শুভেচ্ছান্তে ।

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৬

কিরমানী লিটন বলেছেন: নান্দনিক ভালোলাগা ...

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৯

আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন ,



অজস্র ধন্যবাদ ।
শুভকামনায় .....

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৮

হামিদ আহসান বলেছেন: দারুন ভাল লাগার কবিতা .......

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫১

আহমেদ জী এস বলেছেন: হামিদ আহসান ,



আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো । ধন্যবাদ ।

ভালো থাকুন ।

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪১

সাদা মনের মানুষ বলেছেন: কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০১

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,


আপনাকেও ধন্যবাদ জানিয়ে দিলুম ...।

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৯

অন্ধবিন্দু বলেছেন:
সরোষ পদ্যে অতৃপ্ত আরতি। গন্ধটা ভালো, ধ্বনিতে বিভ্রম। গতানুগতিক।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০

আহমেদ জী এস বলেছেন: অন্ধবিন্দু ,


কেন ... কেন ... কেন , অতৃপ্তি কেন ? গন্ধটা ভালো বলেছেন কিন্তু শুনতে বিভ্রাট হচ্ছে ; তার অর্থ কানে সমস্যা আছে আপনার । ;)

গতানুগতিক লাগতেই পারে । নানা মুনির নানা মত । কবিতা অনেক রকম । শুধু কবিতাই নয়, কবিতার পাঠক ও অনেক রকম ।
আসলে কি ! কবিতার প্রধান দু'টি গুন থাকে - ধ্বনিময়তা আর চিত্রময়তা । সব ভাষার কাব্যেই দেখবেন , ধ্বনিই তার আদি গুন । জানেন তো মনে হয় , একসময় কবিতা সুর করে পড়া হতো । গানের আলাদা কোনও পরিচয় ছিলোনা সেদিন । পুঁথি বলুন আর পাঁচালীই বলুন, ওগুলো কবিতার আসল বৈশিষ্টে আজও বেঁচে আছে । এর পরে কবিতায় চিত্রকল্প যোগ হয়েছে ।
শুধু চিত্রকল্পই নয় বহুরৈখিকতাও এসেছে পেছন পেছন ।
ভারতচন্দ্র থেকে চিত্রকল্পের শুরু । চর্যাপদ থেকে ভারতচন্দ্র, মাঝে মধুসূদন হয়ে রবীন্দ্রনাথে এসে ঠেকেছে । রবীন্দ্রনাথ ধ্বনিময়তায় সবচেয়ে সার্থক ও সফল । কিন্তু চিত্রময়তায় নয় । এখানে তাঁর মুন্সীয়ানা তেমন নেই । সেখানে জীবনানন্দকে ফেলতে হবে আপনাকে - চিত্রময়তায় ।

বহুল পাঠেই উন্মোচিত হয় তেমন একটি কবিতার বহুরৈখিকতা । বারেবারে পড়তে হয় । তখন আর তাকে গতানুগতিক মনে হয়না ।

কিন্তু আধুনিক কবিতায় এসবের দেখা খুব একটা পাবেন না । সবটাই যেন বিমূর্ত । যা আছে তা সমসাময়িক কালের রেখাচিত্র । বহুরৈখিকতা নয় ।

অনেক পন্ডিতি করলুম আপনার মন্তব্যের চিত্রময়তার কারনে । এখন কি কিছু মনে করে বসবেন ? :(

ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

শতদ্রু একটি নদী... বলেছেন: বাহ! সুন্দর কবিতা। ভাল্লাগছে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

আহমেদ জী এস বলেছেন: শতদ্রু একটি নদী... ,


ঃভালো লেগেছে জেনে আমারএ ভালো লাগছে ।
অনেক ধন্যবাদ আপনাকে সব সময় সাথে থাকেন বলে ।
শুভেচ্ছা জানবেন ।

১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

সাহসী সন্তান বলেছেন: ঈদের পর পিসি দিয়ে প্রথম কমেন্ট! খুবই ভাল লাগলো আপনার কবিতা!

শুভ কামনা জানবেন!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

আহমেদ জী এস বলেছেন: সাহসী সন্তান ,



ঈদের পর পিসি দিয়ে প্রথম কমেন্ট এটুকুই আমার আত্মশ্লাঘার জন্যে য়থেষ্ট ।
ধন্যবাদ মন্তব্যের জন্যে ।

ভালো থাকবেন আপনিও ।

১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৮

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,


অনেক ধন্যবাদ আপনাকে ।
ভালো থাকুন ।

১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন: খুব ভাল লেগেছে । কবিতায় নিঃসঙ্গী ভাব সুন্দর করে ফুটে উঠেছে ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,



খুব খুশি হয়েছি আপনার এমন সুন্দর মন্তব্যে ।
ভালো থাকুন ।

১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫২

কলমের কালি শেষ বলেছেন: কবিতা বেশ লেগেছে । অসাধারণ ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

আহমেদ জী এস বলেছেন: কলমের কালি শেষ ,



ধন্যবাদ লিখতেই কিন্তু আমার কলমের কালি শেষ হয়ে গেল ।
শুভেচ্ছান্তে ।

১৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,



ধন্যবাদ ।
শুভেচ্ছান্তে ।

১৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪০

রুদ্র জাহেদ বলেছেন: শূন্যতাই যদি না থাকবে
তবে তো থাকো নাকো তুমি,
তুমি আছো বলেই তো আছে
চিরকাল -
ভরে দেয়ার পালা; শূন্যতার ভুমি ।

খুব ভালো লাগল

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

আহমেদ জী এস বলেছেন: রুদ্র জাহেদ ,



আসলেই তাই । "তুমি" না থাকলে তো সবখানেই বিরাজিত শ্যন্যতা ।

ভালো লাগা বলার জন্যে ধন্যবাদ ।
ভালো থাকুন ।

২০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২০

আহসানের ব্লগ বলেছেন: প্লাস প্লাস প্লাস

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১১

আহমেদ জী এস বলেছেন: আহসানের ব্লগিং ,



খুব ভালো লাগলো এভাবে " প্লাস প্লাস প্লাস ." বলাতে ।

অনেক ধন্যবাদ আপনাকে । শুভেচ্ছান্তে ।

২১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২৪

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৩

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,



আপনাকেও ধন্যবাদ সব সময় সাথে থাকার জন্যে ।
ভালো থাকুন ।

২২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৩

রিকি বলেছেন: অনেক ভালোলাগার কথা বলতে গিয়ে ফিচেল হাসির ইমো দিয়েছেন । ধরে নিতে হয় , ভেজাল আছে ! :(

ভাইয়া হাসিতে ভেজাল ছিল না !!!!! (এবার থেকে কান্নার ইমো দিব) :(( :(( :(( :(( এখন বলেন, এটা ফিচকে কান্না !!!! B-))

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

আহমেদ জী এস বলেছেন: রিকি ,


আবারও ভেজাল দিলেন ? কান্নার যে ইমো দিয়েছেন চার চারখানা তাদের দিকে ভালো করে তাকিয়ে দেখুন - ভেউ ভেউ করে কাঁদার ইমো । ভেউ ভেউ করে কাঁদার মধ্যে ভেজাল থাকেই । কান্না হবে নিরবে- নিঃশব্দে ; তবেই না " কান্না " বলা হবে তাকে !
যাকগে , বাজারে যখন সবই ভেজাল তখন আর আপনি আসল পাবেন কোত্থেকে ? এই ইমোতেও ফরমালিন আছে , অনেকদিন থেকে যাবে ! :P

আর ইমো দেয়ার দরকার নেই । আপনাদের ভালোলাগার স্বতঃস্ফুর্ত মন্তব্যগুলোই আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ইমো । ওগুলোই আমি সজতনে তুলে রাখি ।

এবারও কি কান্নার ইমো দিতে হবে ।

২৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুকান্ত বলেছেন ,'' কবিতা তোমায় আজকে দিলাম ছুটি ''
আমি ছুটি দেয় নাই , তার পরও লিখতে পারিনা । =p~
পড়তে পারি , ভালোও লাগে ।
ভাল লাগলো কবি আহমেদ জী এস এর চমৎকার কবিতাটি ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১১

আহমেদ জী এস বলেছেন: গিয়াসলিটন ,



কবিতাকে কেন ছুটি দেবেন ? ছুটি দিলে কবিতারা ছুটির মজায় শব্দ ভুলে যাবে । কবিতাকে বেশী বেশী হোমওয়র্ক দিয়ে রাখুন যেন চুটি পেয়ে ঝিমুতে না পারে ।

অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্যে ।
শুভেচ্ছান্তে ।

২৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৫

সুমন কর বলেছেন: ২য় আর ৫ম লাইনে ছন্দের মিল। ভালো লাগল।

সুন্দর হয়েছে। +।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২০

আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,



তীক্ষ্ণ চোখ / শ্রুতি আপনার ।
ভালো লাগলো বলেছেন বলে ধন্যবাদ ।
শুভেচ্ছান্তে ।

২৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৯

আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন নিসঙ্গী কবিতা আহমেদ জী এস ভাই।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৫

আহমেদ জী এস বলেছেন: আমি ময়ূরাক্ষী ,



ধন্যবাদ ।

ভালো থাকুন । সুস্থ্য থাকুন ।

২৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০

বিদগ্ধ বলেছেন:

কবিতা সুন্দর হয়েছে।

সে সাথে অন্ধবিন্দুর মন্তব্যের উত্তরে আপনার যুক্তিগুলো পড়ে মজা পেলাম :)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৯

আহমেদ জী এস বলেছেন: বিদগ্ধ ,


মজা পেলেন ? তা-ই !

মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
শুভেচ্ছান্তে ।

২৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৫

অন্ধবিন্দু বলেছেন:
~গতানুগতিক~ শুনতেই টচে :-& গেলেন যেনও ! এইকালের(সাম্প্রতিক) কবিদের সমস্যা- তাঁহারা কেবল সস্তা-ভাষ্যে প্রশংসা শুনিতে চাহে। হি হি হি B-)) । কবিতার গুন, ধ্বনিময়তা, চিত্রময়তা, অতীত-ঐতিহ্য নিয়ে অনেক অনেক কথা হয়েছে। না গেলাম আর। তবে আপনি বললেন- “আধুনিক কবিতায় এসবের দেখা খুব একটা পাবেন না” “সবটাই যেন বিমূর্ত”

আরে মশাই, কবিতা আবার আধুনিক-অনাধুনিক হয় কি করে ? নিতে না পারলেই বিমূর্ত বলে চালিয়ে দেবেন ? এ কেমন কথা হলো। |-)

আপনি কিছু মনে করে বসবেল না তো। মনে রাখুন, সাহিত্যে কখনও পণ্ডিতি হয় না; চর্চা হয় মাত্র। :-0

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৮

আহমেদ জী এস বলেছেন: অন্ধবিন্দু ,



হা.....হা....হা.... আপনি হাসালেন আমাকে । আমাকে কি চটে যেতে দেখেছেন কখন এপর্য্যন্ত কোথাও ?
আপনার আগের মন্তব্যে " গতানুগতিক" বলাতে চটা নয় বরং মজাই পেয়েছি তাই জবাবটি বিশদ করতে হয়েছে । আর গতানুগতিক বললে আপনার কথা মতো চটে যাবার কোনও কারন নেই । কারন ঐ শব্দটির তো কোনই অস্তিত্ব নেই । কেননা আপনি বলেছেন - কবিতা আবার আধুনিক-অনাধুনিক হয় কি করে ? আপনার এই যুক্তিতে, কবিতা আবার গতানুগতিক হয় কি করে ? কবিতা চিরকালের । এর কোন গৎ নেই , নেই অনুগতি । বক্র-গতি , সোজা-গতি আছে হয়তো ।

বলেছেন - এইকালের(সাম্প্রতিক) কবিদের সমস্যা ......আরে জনাব ; কবিতা যদি আধুনিক-অনাধুনিক না হয় তবে সাম্প্রতিক - বিগত কবি হয় কি করে ?

কবিতা নিতে পারা নয় , কবিতার শব্দ যদি বহুমাত্রিকতা পায় তবে পাঠক তো ধন্দে পড়তে পারেন ! মনে করুন, এই দুটো শব্দ - " নোনা মেয়েমানুষ.।" কি বুঝবেন ? এখানে শব্দ বিমূর্ত নয় , বিমূর্ত এর ভাব ।
আবার শব্দ বা বাক্যও আছে বিমূর্ত , যেমন আপনার এই লাইন কটি --
অমৃত বিদিত শূন্য-ভিতর জিন্দা শুদ্ধ মানস গড়ি।
সর্ব স্বরূপ সাধনা বৃত্ত প্লাবন বয়ে অ-ব-তার ভাঙি ..।

এককথায় এটা বুঝবে কোন পাঠক, বলুন ? এরকম পাঠক আশিতে একটা ও মেলেনা ।

সাহিত্যে কখনও পণ্ডিতি হয় না; চর্চা হয় মাত্র মানতে পারলুম না । রবীন্দ্রনাথ , বুদ্ধদেব বসু, জীবনানন্দ ত্রয়ীর পন্ডিতি কাইজ্জ্যা জানেন নিশ্চয়ই । আরো আছে এরকমের কাইজ্জ্যা । এই মূহুর্তে মাথায় নাই , যেহেতু অনেকদিন চর্চা নেই । :(

অনেক প্যাচাল পাড়লুম ।
শুভ রাত্রি ।

২৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৮

ধূর্ত উঁই বলেছেন: ভাল বলেছেন ।+

০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৮:১৭

আহমেদ জী এস বলেছেন: ধূর্ত উঁই ,



ধন্যবাদ মন্তব্যের জন্যে ।

২৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১১

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৮

আহমেদ জী এস বলেছেন: হানিফ রাশেদীন ,


সাদরে আপনার ভালো লাগাকে তুলে রাখলুম মনের কোঠায় ।
শুভেচ্ছান্তে ।

৩০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনার একেকটি পোস্ট যেন সাহিত্য সম্ভার! যেমন সুলিখিত পোস্ট... তেমন তার মন্তব্যগুলো!
উপভোগ করলাম সব :)

০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৯:০৫

আহমেদ জী এস বলেছেন: মাঈনউদ্দিন মইনুল ,



আপনার এমন মূল্যায়ন আমাকে আরও অনেক বড় দায়িত্ব দিয়ে গেল যেন ।
একজন সুলেখকের এই বিবেচক মন্তব্যে শ্লাঘা বোধ করছি ।
সব সময় এমন প্রেরনা ও সাথে থাকার জন্যে কৃতজ্ঞতা বোধ যথেষ্ট কিনা জানিনে । তবুও কৃতজ্ঞ ।

ভালো থাকুন আর ব্লগেই থাকুন প্রান ভরে ।
শুভেচ্ছান্তে ।

৩১| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ২:০১

অন্ধবিন্দু বলেছেন:
আহমেদ জী এস,

আপনার যুক্তি আমলে নিলে যা দাড়াচ্ছে - ক কে কাক হয়, কতে কলা হয়, ক তে কলম হয়, ঠিক তেমনি ক তে কবিতাও হয়। ওয়েল দ্যান, আমি কিন্তু পুরোপুরি দ্বিমত করছি এবং ইহা অত্যন্ত গতানুগতিক !! হা হাহ হা।

সময় হলো শেষ। কথা বলে মজা পেলুম। নিজ নামে(নিক নেম) থাকলে কাইজ্জ্যা আমিও শুরু করতেম। হুম।
শুভ কামনা রইলো।

০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১০:০৪

আহমেদ জী এস বলেছেন: অন্ধবিন্দু ,



আমার যুক্তি মানে ? যুক্তি তো যুক্তি - আমার, আপনার, তার, তাদের, আমাদের , রহিমের ,করিমের ; যুক্তি সব মানুষের ।
দ্বিমত তো পোষন করতেই হবে যেখানে পুরো দেশটিই দাঁড়িয়ে আছে দ্বিমতের দু'টো ঠ্যাংয়ের উপর । আম্লীগ যদি বলে এখন রাইত তয় বিম্পি দ্বিমত কইররা কইবেই কইবে , এহোন ফকফইক্কা রৌদ ।
আপনিও বা বাদ যাবেন কেন ? ভোট দিয়েছেন না ? দ্বিমত করা আপনার নাগরিক অধিকার । একদম গতানুগতিক ব্যাপার স্যাপার ।

এই টুক্কুশকানি লিখে আমিও বেশ মজা পেলুম । আর নয় ।
ভালো থাকুন ।

৩২| ০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪২

সৈয়দ মশিউর রহমান বলেছেন:










হন্তারক কাল
খুলে পাল
উড়ে যায়
অজানায় ।

চোখ মেলি
জল ফেলি
স্মৃতি কাতরায়
বেদনায় ।

মনে পড়ে
বিজন ঘরে
কারো চোখ
উন্মুখ ।

কতোদিন
নিদ্রা বিহীন
জেগেছি একা
মন ফাঁকা ।

সেই চোখ
ভরা রোখ
ছড়ায় ঘৃনা
প্রেম বিনা ।

যাকে আনি
বক্ষে টানি
ক্ষত রেখে যায়
বড় অসময় !

০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫০

আহমেদ জী এস বলেছেন: সৈয়দ মশিউর রহমান ,



মূল কবিতাটি কেমন হলো বলেন নি । বোঝা যাচ্ছে এটা আপনার ভালো লেগেছে বেশী । এটা মূল কবিতার সম্পুরক একটা লিমেরিক ।

ধন্যবাদ আপনাকে ।

৩৩| ০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৬

জুন বলেছেন: আহমেদ জী এস
দারুন কিছু শব্দের সমারোহে চমৎকার করে একেছেন নিঃসঙ্গতা কুরে কুরে খাওয়া কোন এক কবিতার নায়ককে ।
যে কি না কঠিন হাতের মুঠোয় লাজ নম্র কোন বালিকার করকোমল ধরার অপেক্ষায় থেকে থেকে ক্লান্ত।
ভাস্কর যেমন ছেনির আঘাতে আঘাতে ফুটিয়ে তোলে তার শিল্পকে । আপনিও তেমনটি নিঃসঙ্গ শব্দটিকে চেঁছে ছুলে তীক্ষ এক কাব্য রচনা করেছেন যা গেথে গেল মনের ভেতর ।
+

০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৮

আহমেদ জী এস বলেছেন: জুন ,


একেই বলে নিবিড় ঘন-গহন পাঠ ।
আপনিও কিন্তু কম গেলেন না । আমার এই "নিঃসঙ্গী শ্লোক ...... " কবিতায় আপনার কুঁদে কুঁদে তোলা ভাস্কর মন্তব্যখানি শ্লোকের একটি পঙতি হয়ে উঠলো যেন ।
নিঃসঙ্গী শব্দটির গায়ে আপনি যেন আবার নতুন করে নিঃসঙ্গের করুন কোমল ছোঁয়া রেখে গেলেন ।

অসংখ্য ধন্যবাদ আপনাকে সব সময় আমার লেখার হাত ধরে থাকায় ........

৩৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৩

দীপংকর চন্দ বলেছেন: শূন্যতাই যদি না থাকবে
তবে তো থাকো নাকো তুমি,
তুমি আছো বলেই তো আছে
চিরকাল -
ভরে দেয়ার পালা; শূন্যতার ভুমি ।


মুগ্ধতা!!!

মুছে গেছে যে দিন অবেলায়
দেখো নাই –
কি করে সাজায় তারে প্রেমে ।


অসম্ভব ভালো লাগা!!

এবং মাঝখানে যে শ্লোক, আদি-অন্তের সহোদর, নিঃসঙ্গী সব!!!

অনিঃশেষ শুভকামনা শ্রদ্ধেয়।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:১৪

আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,



মন্তব্যের চমৎকারীত্বে এবং প্রতিবারেই জানানো শুভেচ্ছার অকৃত্রিম আন্তরিকতায় মুগ্ধ ।

অহর্নিশ ভালো থাকা হোক ।

৩৫| ০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৩

ভ্রমরের ডানা বলেছেন: হাহাকার মন ছুয়ে গেল। সুন্দর কবিতা। একাকী বিকেলে এর থেকে সুন্দর পাঠ আর কিছু হতেই পারে না।

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩০

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,



সুন্দর বলাতে ধন্যবাদ ।

বিকেল একাকী হবে কেন ? শুনে হাহাকারে মন ভরে গেল ।
বিকেলগুলো যেন ভরে ওঠে আপনার ।

৩৬| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৯

জুন বলেছেন: আহমেদ জী এস
আপনাকে মেইলে একটি পোষ্ট পাঠালুম। কাইন্ডলি ভুলগুলো একটু ধরে দেবেন। ওটা একটা জাতীয় পত্রিকায় পাঠাবো তাই লেখাটা শুদ্ধ যেন হয়। আর এ ব্যাপারে আপনার জ্ঞ্যান নিয়ে আর নাইবা বল্লেম।
অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৭

আহমেদ জী এস বলেছেন: জুন ,



নাইবা জানতে চাইলুম, আমার মেইল এ্যাড্রেস কোথায় পেলেন । আমার কোন মেইলে আপনি পাঠিয়েছেন জানিনে । পাইনি ।
একজন সহ-ব্লগারের সামান্যতম সাহায্যেও আসতে পারলে নিজেকে ধন্য মনে করবো ।

শুভ কামনা আপনার জন্যেও ।

৩৭| ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৯

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৩

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,


অশেষ ধন্যবাদ আপনাকেও সব সময় সাথে থাকের জন্যে ।


৩৮| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৬

খেয়া ঘাট বলেছেন: একটি হৃদয় ছুঁয়ে যাওয়া কবিতা। অনেক ভালো লাগলো।

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৮

আহমেদ জী এস বলেছেন: খেয়া ঘাট ,



হা .... হৃদয় ছুঁয়ে যাওয়ার মতোই ।
অজস্র ধন্যবাদ আপনাকে এমন মন্তব্যের জন্যে ।

শুভেচ্ছান্তে ।

৩৯| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৪

নেক্সাস বলেছেন: অসাধারণ ভাই। ছন্দে ছন্দে পড়ে গেলাম

২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫২

আহমেদ জী এস বলেছেন: নেক্সাস ,



কোনও লেখা অসাধারন হয়ে ওঠে পাঠকের চেতনা থেকে । লেখক যা বোঝাতে চান তাকে অনুভব করতে পারাটাই তো তেমন কোনও পাঠকের গুণ ।

ব্লগার বনমহূয়ার পোষ্টে আপনার করা মন্তব্যে অযাচিত একটি প্রতিমন্তব্য করে এসেছি । দেখে নেবেন ।
শুভেচ্ছান্তে ।

৪০| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৭

নেক্সাস বলেছেন: বন মহুয়ার পোষ্টে একজন সিনিয়র ব্লগার হিসেবে আপনার নির্দেশনা মূলক মন্তব্য আমার মন কেড়েছে। আমি চাই সাহিত্যের মানুষেরা এভাবেই পারষ্পরিক সম্পর্ক গড়ে তুলুক। সমালোচনা লেখক কে বিদগ্ধ করে তুলে।

লেখক যা বোঝাতে চান তাকে অনুভব করতে পারাটাই তো তেমন কোনও পাঠকের গুণ । এই কথাটাই বলতে চাই। এটাই হোক সকল পাঠকের বৈশিষ্ট্য।

ধন্যবাদ

২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৫

আহমেদ জী এস বলেছেন: নেক্সাস ,



সবাই যদি আপনার মতো হতো তবে এই ব্লগখানা আরও সৌগন্ধ ছড়াতে পারতো ।
তবুও আশায় বাঁধি বুক ।

ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।

৪১| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৮

ইষ্টিকুটুম বলেছেন: ছবিটা অপূর্ব। সাথের লেখাটাও।

সংবেদ্য ওয়েবজিনে আমন্ত্রণ রইলো। এটি মাসিক ওয়েব ম্যাগাজিন।

৪২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪২

আহমেদ জী এস বলেছেন: ইষ্টিকুটুম ,



ওহহো.ও..ও..ও ছবির মানুষ, ছবিতো ভালো লাগবেই ।
নিঃসঙ্গী একটি লতা দেয়ালের ফোঁকড়ে ।
অপূর্ব বলাতে এই নবীশ আঁকিয়ে খুশি হলো ।

সংবেদ্য তে গিয়েছিলুম ।

ভালো থাকুন ।

৪৩| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

তার আর পর নেই… বলেছেন: মূল কবিতা থেকে শায়মাকে করা উত্তরটাই খুব ভাল্লাগছে। শায়মাও লেখে ভাল।
পুরোটাই সুন্দর!


০৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:০১

আহমেদ জী এস বলেছেন: তার আর পর নেই… ,




ধন্যবাদ আপনাকে , মন্তব্যের জন্যে । শায়মাকে করা উত্তরটা কিন্তু তাৎক্ষনিক । মূল কবিতা থেকে সেটাই কিনা ভালো লাগলো আপনার ! :(

৪৪| ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:০৫

তার আর পর নেই… বলেছেন: চোখ মেলি
জল ফেলি
স্মৃতি কাতরায়
বেদনায়
গত পরশুদিন আমারও এমন অবস্থা চলছিল। এইটা দেখলাম। মন্তব্য প্রকাশ করার আগে আমিও এরকম করে দুইটা শব্দ দিয়ে কিছু লিখতে চাইলাম। কিন্তু আসে নাই।
মানুষগুলো বড় স্বার্থপর। নিজের ভাললাগার সাথে একাত্ম হইলে আমরা তা ভালো বলি। :(

০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৪

আহমেদ জী এস বলেছেন: তার আর পর নেই… ,



আসবে .... গভীর অনুভব থেকে আসবে । কলম থেকে কালি ঝরে লেখা হয় সত্য কিন্তু লেখার মতো লিখতে হলে সে কালিকে আসতে হবে হৃদয়ের ভেতর থেকে ।

আপনার অমন অবস্থার জন্যে সমবেদনাই জানাতে পারি শুধু । স্মৃতি বেদনায় কাতরায় বটে তবে সে বেদনায় অন্য একধরনের সুখও আছে ।
ভালো থাকুন ।

৪৫| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৯

সোহানী বলেছেন: সত্যিই আপনার কবিতার বই বের করার উচিত তা না হলে কালের গর্ভে হারিয়ে যাবে কিছু দূর্দান্ত কবিতা। একজন সচেতন মানুষ হিসেবে আপনার নিশ্চয় পরবর্তী প্রজন্মকে ঠকানো ঠিক হবে না, তাই না..... B:-/

০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৯

আহমেদ জী এস বলেছেন: সোহানী ,




খুব ভালো লাগলো আপনার এমন আন্তরিকতা ।
কালের গর্ভে কেন হারিয়ে যাবে আমার কবিতারা ? এখানে এই মাঠে আমার কবিতার বীজ ছড়ানো ছিটানো আছে যে ! সেখানে কোনও অবসর ক্ষনে চোখ মেলে যদি কেউ দেখেন , দেখবেন সে বীজ মাথা তুলে আছে । হারানোর সুযোগ তো নেই , তাই না
? ব্লগের চির প্রসবিনী গর্ভেই বেঁচে থাকবে তারা ।

শুভেচ্ছান্তে ।

৪৬| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২১

জুন বলেছেন: ৩৬ নং মন্তব্যের জবাবের জবাব ।
নাইবা জানতে চাইলুম, আমার মেইল এ্যাড্রেস কোথায় পেলেন ।
ভুলে গেলেন :-* আপনি নিজেইতো আমার পোষ্টে দিয়ে এসেছিলেন আহমেদ জি এস :)
ভালো থাকুন কন কনে শীতের মাঝেও ।

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫২

আহমেদ জী এস বলেছেন: জুন ,





হায়রে ! এমন তথ্য এতোদিন মাথায় কনকনে শীতের বরফ মেখে ফ্রীজড করে রেখেছিলেন ? আজ হঠাৎ কোন উষ্ণতার ছোঁয়ায় সে বরফ গলে গিয়ে তথ্যটা বেড়িয়ে এলো ? যাক বেরিয়েছে ভালো , নইলে আমি তো ভুলেই গেছিলুম । ;) :P :)

কনকনে শীতের মাঝে কি করে আর ভালো থাকি বলুন ! গরম গরম চা করে দেয়ার মানুষ নাই ঘরে :(( :(

৪৭| ১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৯

জুন বলেছেন: মেইল আইডির ব্যপারটা পুরোটাই মজা করার জন্য বলেছি জী এস =p~
আপনার মত একজন পন্ডিত বিজ্ঞ লেখকের গাইডেন্স পেলে কি সহব্লগার কি করির ভাষায় বলতে হয় তাহলে কি আর এমন অগা বগা লিখতাম ! :||
কাইন্ডলী 36 নম্বর ছাড়াও এ বিষয়ে আলোচিত উপরের মন্তব্য সহ এটাও মুছে দিবেন ।
সকালের শুভেচ্ছা জানবেন ।

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৭

আহমেদ জী এস বলেছেন: জুন ,




বুঝতে পেরেছি, সবটাই আপনার নিছক মজা । আমিও তো মজা করেছি আপনার সাথে । সহব্লগারদের মাঝে একটু আধটু মজা মাঝে মাঝে হতেই পারে , তাইনা ?

আর --
আমার পোস্টে করা কোনও মন্তব্যই আমি কখনও মুছে ফেলিনে , তা সে মন্তব্য যতোই কঠোর, অশালীন, ক্রোধাক্রান্ত হোক না কেন । এগুলো তো এক একটা স্মৃতি, দলিলও বটে । যাতে কেউ কিছু বলে আবার তা ঘুরিয়ে বলতে না পারে বা অস্বীকার করতে না পারে কখনও ।

আপনিও রাতের শুভেচ্ছা জানবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.