নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ট্রুথ নেভার ডাই্‌জ

নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা ।

আহমেদ জী এস

পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...

আহমেদ জী এস › বিস্তারিত পোস্টঃ

আকালের নিশিথিনী ....

২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৪



আকালের নিশিথিনী ....

সেবার যে খরা গেল মাঠে
দু’পালা ধান চেয়েছিলে তুমি ।

আশ্বিনে পালে লাগলে হাওয়া
ভরা কালিন্দীর জলে খলবলে
মাছ এনে দেবে বিনিময়ে ।
সে কথা কি আছে মনে ?

আমি হুকো হাতে আঙিনায়,
দাঁড়ালে ভিরু পায়ে এসে নিরাভরন,
কবেকার শরীরের বুলন্দ যৌবন
খেলা করে গেলো যেন চোখে ।
মলিন বসনের ফাঁকে একদার হলদেটে স্তন
বড় বেশী বেমানান মনে হলো ।
সেই ঢিলেঢালা দীঘল কালো চুল
কতোদিন যেন করো নাই যতন
চৈত্রে পুড়ে যাওয়া ঘাসের মতোন
বিবর্ণ লুটায়েছে তার জটা,
মেঘডম্বুর লাজ তার গেছে যেন খসে
মনে হয় কিছু ছেঁড়াখোড়া মেঘ তুমুল আকাশে ।
এঁড়ে বকনার মতো যে দেমাগ
বাঁকানো গ্রীবায় ছিলো এককালে
রাশ টানা ঘোড়ার বাঁধন ছিলো গতরে,
তার জেল্লা ধুঁয়ে মুছে গেছে যেন
কালিন্দীর জলে ।
তোমার বুকে যে তিলটি ছিলো
আছে কি এখোনও সেখানেই বসে ?

সেবারের খরা বেশ কাবু করে গেছে তোমাদের গাঁ
মাচার লাউ গেছে মরে । ঊঠোনে ধানের পালা
নিঃশেষ ,মরা কালিন্দীর মতো নিথর গ্রাম-গাঁও
পড়ে আছে চৌচির মাঠের পাশে, অনাথিনী বেশে ।
মরার আকাল নিঙরে নিয়ে গেছে শরীরের রস
যেন কবে, ঈশান হাওয়ায় ভেসে গেছে শ্রী
মলিন শাড়ীর ভাজে তারই সোঁদা ঘ্রান
উঁকি দিয়ে দিয়ে ফিরে আসে শেষে ।
বিছে হার বন্দকী হয়ে আছে হারু স্যাকরার কাছে ।
যেমন বন্ধক রেখেছিলে হৃদয় তোমার । আজও আছে
সিন্দুকে তোলা , গোপন চাতালে বিছিয়ে
তারে রাখি , নেড়েচেড়ে দিই দু হাতে, পাছে
অরোদ্দুরে নষ্ট হয়ে যায় এই ভয় কেবলি বুকে বাজে ।
এই ভাঙা শরীরে
মুগ্ধ করার মতো একখানা মন
এখনও যে থরথর কাঁপে লাজে !

কোলে ছেলের প্যাঁকাটি শরীর বড় বেশী উদোম
লেগে থাকা সিকনীতে জমাট নাক , বেদম
কাশিতে হাপরের মতো ওঠানামা বুক
মনে পড়ে ?
ডেকেছিলে , “ বড়মিঞা
দুইডা পাল্লা ধান যে দেতে হইবে ধরে ।
আশ্বিনে আইন্না দিমু মাছ আপনেরে
এই কতা ফরিদের বাপ বইল্লা দিছে মোরে ।“

কোত্থেকে যে কী হয়ে যায় জয়নব বিবি !

শুকনো মাঠের পরে গতায়ু ছায়া ফেলে
তুমি চলে গেলে হেই দুরে , বুকের ভেতরে
সহস্র বছরের খরা যেন জমা করে দিয়ে গেলে
দেখলেনা ফিরে, কি চাওয়া রেখেছি দু’চোখ ভরে ।
যতোই তিয়াসে ফাটুক মরুময় বুক
তৃষ্ণার সে খোয়াব মিটবেনা আর
তোমার সেই ভরা কালিন্দীরও জলে ।
স্মৃতির মাছেরা খলবলে
খেলা করে যাবে শুধু আকালের চরে ।
তুমি হীন প্রান্তরে রয়ে যাব একা
চৈত মাস বুকে করে হাযার বছর ধরে
নিশীথে স্বপ্ন হবে , খরার তাপে দাউদাউ
মাঠঘাট, ফসলের পালা, পুড়ে যাবে সবি....

এই আকালের খরা আর কতোকাল জয়নব বিবি ?

মন্তব্য ১৪৯ টি রেটিং +২৩/-০

মন্তব্য (১৪৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রথম হইছি, জী এস ভাই!

২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৯

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,




ওয়েল ডান । কীপ ইট আপ । বি অলওয়েজ ফার্ষ্ট ।
চা দিতে পারবোনা । আপনাকে প্রমান করতে হবেনা যে রূপ বিধৌত হয়ে এখন সাধু হয়েছেন । সাধুরা কি চা খায় , না .... :P

২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫০

কল্লোল পথিক বলেছেন: এই ভাঙা শরীরে
মুগ্ধ করার মতো একখানা মন
এখনও যে থরথর কাঁপে লাজে !
বাহ!দরুন কবিতা।
অনিঃশুভকামনা জানবেন কবি।

২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

আহমেদ জী এস বলেছেন: কল্লোল পথিক ,




ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।
সাথেই থাকুন আর শুভকামনায় থাকুন ।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৪

গেম চেঞ্জার বলেছেন: ইদানিং কবিতাদের সাথে সম্পর্ক কমে গেছে। ভাব উদঘাটন রীতিমত দায় হয়ে গেছে। কথিকাসমুহ ভালই লাগলো। +।

(বেশ কদিন পরে লিখলেন)

২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

আহমেদ জী এস বলেছেন: গেম চেঞ্জার ,



কেন , কেন ? কবিতার উপর রাগ কেন ? হ্যা... জটিল আর আসামঞ্জস্য শব্দের ব্যবহার , অসংলগ্ন বাক্য কবিতাকে বুঝে ওঠা দুষ্কর করে তোলে সময় সময় ।
সময় করে উঠতে পারিনে খুব একটা । তাই হয়তো দেরীতে আসা হয় ।
প্লাস দেয়াতে ধন্যবাদ ।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৯

তার আর পর নেই… বলেছেন: কবিতায় গল্প ,ভাল লেগেছে। +
মেঘডম্বুর কি?
খুব ঠান্ডা পড়ছে। আমার জন্য এক কাপ কফি …;)

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৮

আহমেদ জী এস বলেছেন: তার আর পর নেই… ,



ধন্যবাদ কবিতায় প্লাস দেয়াতে ।
মেঘডম্বুর হলো " মেঘের আড়ম্বর " ।
শুধু এককাপ কফি ? তারপর আর কিছু নেই ? ;)

সাথেই থাকুন । শুভেচ্ছান্তে ।

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৩

আবু শাকিল বলেছেন: গল্পের আকারে কবিতা।গ্রাম্য বালিকার কথন তাই না জি এস ভাই।
কবিতার সাথে ছবিটা নিয়ে আরেক্টু ভাবতে পারতেন
ধন্যবাদ।
"এই আকালের খরা আর কতোকাল জয়নব বিবি ?"

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৪

আহমেদ জী এস বলেছেন: আবু শাকিল ,


কবিতা যদি সাহিত্যের রাজমুকুট হয় তবে কবিতা জীবনের কথাই বলবে । এ কবিতাটিও তার ব্যতিক্রম নয় ।

আর ছবিটি ? ওটা হয়তো ঐ লাইনটিকে তুলে ধরেছে -
.........এঁড়ে বকনার মতো যে দেমাগ
বাঁকানো গ্রীবায় ছিলো এককালে
রাশ টানা ঘোড়ার বাঁধন ছিলো গতরে,
যৌবনকালে হারানো কারো কথা, ছবিতে নষ্টালজিয়া হয়ে এসেছে । যে ছবিখানি নায়কের স্মৃতিতে মাছের মতো খলবল করে ওঠে শুধু । তাইতো নায়কের আক্ষেপ - "এই আকালের খরা আর কতোকাল জয়নব বিবি ?"
বোঝানো গেলো কি !!!!!!!

শুভেচ্ছান্তে ।

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৪

ভ্রমরের ডানা বলেছেন: খুব ভাল লাগল জী এস ভাই!
কথামালা জয়নব বিবি শুনলে গান গাইত--

"কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে--
অন্তরে পিরিতির আগুন জ্বালাইলা।"


শুভকামনা জানবেন প্রিয় জী এস ভাই।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,



জয়নব বিবিরা আপনার গানের কথার মতোই ওরকম করে নিভৃতে গুমরে গুমরে মরে ।
মন্তব্যে ভালো লাগা সাথে একরাশ শুভ কামনা ।

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১

ঢাকাবাসী বলেছেন: দারুণ লিখেছেন।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯

আহমেদ জী এস বলেছেন: ঢাকাবাসী ,




অনেক অনেক ধন্যবাদ আপনাকে সাথে থেকে উৎসাহ দেয়ার জন্যে ।
ভালো থাকুন ।

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সু্ন্দর কবিতা । ভাল লাগা রইল।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৩

আহমেদ জী এস বলেছেন: মাহমুদুর রহমান সুজন ,



ভালো লাগলো সুন্দর বলাতে ।
শুভেচ্ছা জানবেন ।

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬

অপর্ণা মম্ময় বলেছেন: কাতর কোনো সঙ্গীর চাওয়াই ফুটে উঠেছে কবিতার গা জুড়ে।
ছবির মেয়েটিকে রাগী রাগী করে আঁকছেন কেন ?

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪১

আহমেদ জী এস বলেছেন: অপর্ণা মম্ময় ,



হ্যা ... গা-গেরামে দুজনের ভালোবাসা খুব সহজেই ঝড়ে যায় । কিন্তু গ্রামের পাশ ঘেসে চলা নদীর মতোই কুলুকুলু রবে সে বিচ্ছেদের কাতরতা কারও কারও মনের গভীরে বয়ে চলে নিরবধি ।

ছবিটি ভালো করে খেয়াল করুন ,মেয়েটির চোখে রাগ নয় আমন্ত্রন ।
আর কেন এ ছবি ? উত্তরটা ৬ নং মন্তব্যের জবাবে বলেছি ।

মন্তব্যে ধন্যবাদ । শুভেচ্ছান্তে ।

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬

অলওয়েজ ড্রিম বলেছেন: গল্পের স্বাদ পেলাম।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮

আহমেদ জী এস বলেছেন: অলওয়েজ ড্রিম ,



কৈশোরের স্বপ্ন ভেঙে গেলেই তো তা গল্প হয়ে ওঠে ! তেমন গল্পই বলেছি আমি ।

ধন্যবাদ । ভালো থাকুন সবসময় ।

১১| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৭

হাসান মাহবুব বলেছেন: :|

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৭

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,




এই ইমোর জবাবে আমি কোন ইমোটা দেবো ?
:P এই টা না কি এইটা :(( ?????

১২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪০

সুমন কর বলেছেন: জয়নব বিবি'র কবিতা নাকি গল্প, ভালো লাগল।

ভালো লাগা রইলো।

২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৬

আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,




এটা কবিতায় বলা গল্প । কবিতা মানেই কিন্তু দূর্বোধ্য কিছু শব্দ অসংলগ্ন ভাবে পাশাপাশি সাজিয়ে ধাঁধাঁ তৈরী করে ফেলা নয় । মহান কবিতাগুলো কিন্তু সরল সদাসিদে শব্দ নিয়েই গড়ে ওঠে ।

ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।

১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৪

ইনফেকটেড মাশরুম বলেছেন: খুবই মায়া ভয়া, আলতো হাহাকারময় কবিতা। কিছু শব্দের ব্যবহার দারুন। কালিন্দীর জলে, বুলন্দ যৌবন, আহা...

এমন শব্দ এবং আরো বেশকিছু শব্দের অর্থই জানে না এ প্রজন্ম। কবিতায় ব্যবহার করা দুরের কথা। এই যেমন, স্যাকরা মানে কি কয়জন বলতে পারবে তা?

অনেক ভাললাগা...

২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫০

আহমেদ জী এস বলেছেন: ইনফেকটেড মাশরুম ,



দারুন সমঝদারের মতো মন্তব্য করলেন ।
দুঃখ হয়, এ প্রজন্ম বাংলা বাংলা করে হা-হুতাশ করলেও বাংলাকে এখনও নিজের একান্ত আঙিনায় ঠাঁই করে দিতে পারেনি । অবশ্য সময়ের সাথে সাথে বাচনভঙ্গীর ব্যবহার যেমন পাল্টে যায় তেমনি নতুন আঙিক ভাষাকে সমৃদ্ধ করে । কিন্তু এই সন্দর্ভ কথাটির আড়ালে আমরা এ প্রজন্ম যে মুখের কথ্য শব্দকে যুগের চাহিদা বলে সাহিত্যের অলঙ্করণ বলে চালিয়ে দিতে চাই ; তা আসলেই কতোটুকু সমৃদ্ধি এনে দিয়েছে ভাষাকে ভেবে দেখার মতো ।

অসংখ্য ধন্যবাদ জ্ঞানপুষ্ট এই মন্তব্যটির জন্যে ।
ভালো থাকুন দিনমান ....।

১৪| ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৫

তাহসিনুল ইসলাম বলেছেন: সুন্দর !!

২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৬

আহমেদ জী এস বলেছেন: তাহসিনুল ইসলাম ,



অনেক ধন্যবাদ আপনাকে ।
শুভেচ্ছান্তে ।

১৫| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

রেজওয়ানুল ইসলাম পাপ্পু বলেছেন: কালিন্দি কোথায়--------------------------- দারুন ও অসাধারন কবিতা।

২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫০

আহমেদ জী এস বলেছেন: রেজওয়ানুল ইসলাম পাপ্পু ,




দক্ষিনের সাতক্ষীরা জেলায় । জোয়ার - ভাটার নদী ।
অনেক ভালো লাগা আপনার মন্তব্যে ।
ভালো থাকুন । সাথেই থাকুন কালিন্দির মতোই নিরবধি ........

১৬| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

চাঁদগাজী বলেছেন:


জীবনের কাব্য; মানুষের জীবন, ভালোবাসা, সংসার, অভাব-অনটনে ভরা বাংলার রমনীকে আপনি তুলে ধরেছেন সুক্ষভাবে; পরিপুর্ণতা পেয়ে ভাবনা, বাস্তবতা পেয়েছে পদ্য

২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১২

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,




একটি মাত্র লাইনে সুন্দর করে কবিতার পেছনের গল্পটি বলে দিলেন ।
হ্যা .. বাঙলার গা-গেরামের ছবি তুলে ধরতে চেয়েছি ।
অজস্র ধন্যবাদ আপনাকে ।
ভালো থাকুন । সাথেই থাকুন ।

১৭| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:


পরিপুর্ণতা পেয়েছে ভাবনা, বাস্তবতা পেয়েছে পদ্য

২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৫

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,



পূণর্বার আসার জন্যে কৃতজ্ঞ ।

১৮| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

টোকাই রাজা বলেছেন: স্মৃতির মাছেরা খলবলে
খেলা করে যাবে শুধু আকালের চরে ।
তুমি হীন প্রান্তরে রয়ে যাব একা
চৈত মাস বুকে করে হাযার বছর ধরে
নিশীথে স্বপ্ন হবে , খরার তাপে দাউদাউ
মাঠঘাট, ফসলের পালা, পুড়ে যাবে সবি....

এই আকালের খরা আর কতোকাল জয়নব বিবি ?

দারুন ভালা লাগা রেখে গেলাম।

২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯

আহমেদ জী এস বলেছেন: টোকাই রাজা ,




হুমমমমমমমমমমমম............... অসম্ভব সুন্দর আর হাহাকারের জায়গাটি তুলে এনেছেন ।
অশেষ ধন্যবাদ আপনাকে ।
শুভেচ্ছান্তে ।

১৯| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

সাহসী সন্তান বলেছেন: চমৎকার কবিতা! অনেক ভাল লাগলো!

২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৪

আহমেদ জী এস বলেছেন: সাহসী সন্তান ,





ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।
চমৎকার বলায় সাহসী হলুম আগামীর জন্যে ।
শুভেচ্ছান্তে ।

২০| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা অসাধারণ লাগল ভাইয়া।


খুব সুন্দর ভাবে শব্দের পর শব্দ বুনে চোখের সামনে তুলে ধরেছেন সবকিছু।

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২২

আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,



অজস্র ধন্যবাদ অসাধারন বলাতে । হ্যা... একটি গল্প বলেছি শব্দ বুনে বুনে ।

ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।

২১| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

মনিরা সুলতানা বলেছেন: প্রকৃতির খরা আর হৃদয় খরার দারুন মিশেল
অপ্রচলিত চমৎকার সব শব্দ বুনন কবিতা কে ভিন্ন মাত্রা দিয়েছে
শুভ কামনা :)

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৭

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,



এমন সুন্দর করে বলাতে আপ্লুত । হা গুটি কয়েক শব্দ হয়তো এখন অপ্রচলিত কিন্তু সবগুলোই একসময়ের অতি প্রচলিত বাঙলা শব্দ । ব্যবহার তেমন কেউ একটা করেন না ।

শুভেচ্ছা জানবেন । ভালো থাকুন ।

২২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৯

রাবার বলেছেন: সুন্দর ++++++্

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৩

আহমেদ জী এস বলেছেন: রাবার ,




ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্লাস দেয়াতে ।
শুভেচ্ছান্তে ।

২৩| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ++++

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১২

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ অভি ,



আপনাকে দেখে ভালো লাগলো । মন্তব্যের প্লাসেও ভালো লাগা ।
শুভেচ্ছান্তে ।

২৪| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৪

আহসানের ব্লগ বলেছেন: আমি সাধু না । আমাকে খাওয়ান !:#P B-)

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৫

আহমেদ জী এস বলেছেন: আহসানের ব্লগ ,



হা......হা......হা....... আপনাকে কি খাওয়াবো ? সাধুরা তো গঙ্গাজল খায় :P খাবেন ?
:(

২৫| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৪

কথাকথিকেথিকথন বলেছেন: কাহিণী নির্ভর কবিতা । কবিতায় খবর ভাল না !! হা হা

'হাযার' শব্দটা মনে ভুল হয়েছে ।

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,




কবিতায় কি হলো আবার ? খবর ভালো না কেন ?

"হাযার" শব্দটা ভুল হয়নি মোটেও , ঠিকই আছে ।
মন্তব্যে ধন্যবাদ । শুভেচ্ছান্তে ।
সাথেই থাকুন ।


২৬| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৩

পাহাড়ী ঝর্ণা১৫ বলেছেন: শুকনো মাঠের পরে গতায়ু ছায়া ফেলে
তুমি চলে গেলে হেই দুরে , বুকের ভেতরে
সহস্র বছরের খরা যেন জমা করে দিয়ে গেলে
দেখলেনা ফিরে, কি চাওয়া রেখেছি দু’চোখ ভরে [/sb

অনেক ভাল লাগার লাইন । অসম্ভব সুন্দর কবিতা । ভাল লেগেছে । অভিনন্দন কবি।

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৩

আহমেদ জী এস বলেছেন: পাহাড়ী ঝর্ণা১৫ ,



সবাই কবি নয় , কেউ কেউ কবি । আমি কবি নই , লিখছি মাত্র।
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।
শুভেচ্ছা জানবেন । ভালো থাকুন ।

২৭| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫

আজাদ মোল্লা বলেছেন: দারুণ লিখেছেন তো কবিতা টি , ধন্যবাদ ভালো থাকবেন ।

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬

আহমেদ জী এস বলেছেন: আজাদ মোল্লা ,



অনেক অনেক ধন্যবাদ এমন মন্তব্যের জন্যে ।
আপনিও ভালো থাকুন সব সময় ।
শুভেচ্ছা জানবেন ।

২৮| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫১

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৯

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,



ধন্যবাদ আপনাকেও চমৎকার বলাতে ।
শুভেচ্ছান্তে ।

২৯| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৪১

দেবজ্যোতিকাজল বলেছেন: কবিতাটা হিসেবে বেশ বড় হয়ে গেছে বোধহয়

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৮

আহমেদ জী এস বলেছেন: দেবজ্যোতিকাজল ,



খুব বেশি বড় হয়ে গেছে কি ?
এর চেয়েও ঢাউশ ঢাউশ বড় কবিতা, বড় বড় কবিরা লিখে গেছেন ।

পড়া ও মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
শুভেচ্ছা জানবেন ।

৩০| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৬

সোহানী বলেছেন: বোঝার জন্য ৩য় বার পড়া শুরু করলাম........... সরি কবিতা সবসময়ই দূবোর্ধ্য আমার কাছে........ তারপরেও হালকা পাতলা বোঝার জন্য ++++++++

২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩০

আহমেদ জী এস বলেছেন: সোহানী ,




দুঃখিত, এই কবিতাটি আপনাকে তিন তিনবার পড়তে হয়েছে বোঝার জন্যে ।
আমার তো মনে হয় এর চেয়ে সহজ শব্দ আর বোধগম্য বাক্য নে্ই । আর জটিল শব্দে , অবোধ্য কবিতা সম্ভবত আমি লিখি না ।
যদিও বোঝানো ঠিক নয় তবুও আপনার বোঝার জন্যে বলি - এটা গ্রামীন একজন প্রেমিকের নষ্টালজিক ভাবনা । যার হারানো প্রেমিকা দারিদ্রতায় নিমজ্জমান । খরার কারনে অভাবের তাড়নায় সেই প্রেমিকাই বিত্তবান প্রাক্তন প্রেমিকের সাহায্যপ্রার্থী । কৈশোরের ভালোবাসার জনকে অমন দারিদ্রবেশে দেখে প্রেমিকের মনে পুরোনো দিনের স্মৃতি আর হারানো প্রেমিকার জন্যে হাহাকার ও শঙ্কার কথাই কবিতায় ফুঁটিয়ে তোলা হয়েছে ।

ধন্যবাদ প্লাস দেয়াতে ।
ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।

৩১| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪০

রুদ্র জাহেদ বলেছেন: শব্দ আর বাক্যের বুনন দারুণ।প্রথম পাঠে কিছু শব্দ বুঝে উঠতে পারিনি।তারপর আরেকটু বুঝতে পারলাম। অসাধারন লাগল

২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৩

আহমেদ জী এস বলেছেন: রুদ্র জাহেদ ,




সব সময় সাথে থেকে অনুপ্রেরনা দিয়ে যান বলে কৃতজ্ঞতা জানাই ।
হা ..... গোটা কয়েক শব্দ বোঝার কথা নয় হয়তো যদিও তা গা-গেরামে প্রচলিত বাংলা শব্দ ।

শুভেচ্ছান্তে । ভালো থাকুন ।

৩২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:১১

তার আর পর নেই… বলেছেন: তার আর পর নেই …এ যে শুধুই ভেসে চলা …দুর্নিবার টানে ছুটে চলা …কয়েক লক্ষ বছর ধরে চলতে থাকা … ;)
কিন্তু আরেকজন ব্লগ বন্ধু তার কবিতায় বলেছেন,
তারপর …
তারও কিছু পর থাকে
=p~ =p~ =p~

২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৯

আহমেদ জী এস বলেছেন: তার আর পর নেই… ,




হুমমমমমমমমমমমম.................. পথের পরেও থাকে পথ ।
পড়ে থাকা সেই পথ ধরেই জীবনের সব বাসনা দলবেঁধে পথ চলে । অদৃশ্য এই পথটুকুই স্মৃতিভারে জীবনকে হাসায় - কাঁদায় আবার ভরেও তোলে । তোলে রঙিন করে ।

শুভেচ্ছান্তে ।

৩৩| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫২

অগ্নি সারথি বলেছেন: আমি হুকো হাতে আঙিনায়,
দাঁড়ালে ভিরু পায়ে এসে নিরাভরন,
কবেকার শরীরের বুলন্দ যৌবন
খেলা করে গেলো যেন চোখে ।
মলিন বসনের ফাঁকে একদার হলদেটে স্তন
বড় বেশী বেমানান মনে হলো ।
- অসাধারন।

২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৪

আহমেদ জী এস বলেছেন: অগ্নি সারথি ,




সবিশেষ ধন্যবাদ আপনাকে ।
ভালো থাকুন , কুশলে থাকুন ।

৩৪| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৯

জুন বলেছেন: দু’পালা ধান চেয়েছিলে তুমি । এই লাইনটিতে মনে পড়ে গেল পথের পাচালীর কথা । অপুর মা সর্বজয়া অভাবের তাড়নায় এক গরীব কৃষ্ক বধুর কাছে দু পালা চাল চেয়েছিল । তাতে বধুটি জানিয়েছিল সে বড় নিকৃষ্ট ধরনের চাল তাকি তারা খেতে পারবে ?
সেই জয়নবও বিছে হার বন্দকী রেখেছে হারু স্যাকরার কাছে ।
যেমন বন্ধক রেখেছিলে হৃদয় ।কোলে ছেলের প্যাঁকাটি শরীর বড় বেশী উদোম
লেগে থাকা সিকনীতে জমাট নাক , বেদম কাশিতে হাপরের মতো ওঠানামা বুক
মনে পড়ে ?
এখানে এসে আবার মনে পড়ে গেল সেই মাতোর মা এর কথা যে এক গাছি বৈচির মালা কেনার জন্য দুর্গাকে অনুরোধ উপরোধ করছিল কারন তার শীর্ন বুকের সাথে লেপ্টে থাকা শিশু পুত্র মাতো যে গত রাত থেকে কিছু খায় নি ।
অসাধারন আপনার কবিতা আহমেদ জী এস । মনে দাগ কেটে গেল । আমি বলি কি সব কিছু বাদ দিয়ে না হয় কবিতাই লিখুন । কারন এটাই যে আপনার সাম্রাজ্য ।
+

২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৩

আহমেদ জী এস বলেছেন: জুন ,




আপনার এমন বিদগ্ধ মন্তব্য আপনার পান্ডিত্যকেই আবার তুলে ধরলো । আপ্লুত তো বটেই সাথে আপনার এমন যোগসূত্র গ্রন্থনা , এই কবিতার বাস্তবতাকে যে নিরেট করে দিয়ে গেছে তাতে কৃতজ্ঞ । এই অধমের কবিতাটি সার্থকতা পেলো এমনতরো মন্তব্যে ।

সব কিছু বাদ দিয়ে শুধু কবিতার সাম্রাজ্য ? অষ্টম এডোয়ার্ডের মতো এ সাম্যাজ্যও ছেড়ে যেতে পারি আপনাদের সাথে প্রায় সব বিষয়ে তাল মেলাতে ।

অফুরন্ত শুভেচ্ছা আপনাকে ।
ভালো থাকুন ।

৩৫| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৯

তাশমিন নূর বলেছেন: মুগ্ধ! নিয়ে নিলাম আবৃত্তির জন্য।

২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬

আহমেদ জী এস বলেছেন: তাশমিন নূর ,



কবিতাটি আপনাকে মুগ্ধ করেছে জেনে ভালো লাগলো ।

আবৃতির জন্যে নিলেন ?
জানেন না প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন , কারো গান-কবিতা নিতে হলে রচয়িতাদের অনুমতি ছাড়া তা পারা যাবেনা । অন্যথায় শাস্তির ব্যবস্থার কথাও সম্ভবত বলেছেন !!!!!!!!!!!!!!! :P

যাকগে, আবৃতির জন্যে নিলেন বলে যে সম্মান রেখে গেলেন তা মনে রাখবো ।
ভালো থাকুন ।

৩৬| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৬

কাউন্টার নিশাচর বলেছেন: ছবি অশ্লীল হইছে

২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৬

আহমেদ জী এস বলেছেন: কাউন্টার নিশাচর ,




হয়তো ! তবে বিষয়টি যার যার দৃষ্টিভঙ্গীর ব্যাপার ।

শুভেচ্ছান্তে ।

৩৭| ২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২

আমিই মিসির আলী বলেছেন: প্রথম কথা হৈল এমন ছবি দেয়া ঠিক হয় নাই ।
তবে লেখা ভাল লাগছে ।

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৯

আহমেদ জী এস বলেছেন: AmieeMisirAli ,



শেষ কথা হৈল , কোনও কিছুর ঠিক বেঠিক যার যার দৃষ্টিভঙ্গীর ব্যাপার ।
ভালো লোগেছে জেনে ভালো লাগলো ।
ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।

৩৮| ২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯

জেন রসি বলেছেন: সব সুন্দরই বোধহয় এভাবেই ধ্বংস হতে থাকে। কখনো প্রকৃতির নিষ্ঠুরতায়, কখনো মানুষের ধ্বংসের আয়োজনে! তবুও কিছু একাটা থেকে যায়! কিছু স্বপ্ন, বেঁচে থাকার তীব্র বাসনা। তাই যুদ্ধ চলে অবিরাম! যুদ্ধ চলবে!

শুভকামনা রইলো।

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২২

আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,



সুন্দর কিছু কখনও ধ্বংস হয় না , থেকে যায় কারো কারো মনের গভীরে । ওটা স্বপ্ন নয় । ওটা লালিত হয় , ডালপালা ছড়ায় তারপরে স্বপ্নের মহীরুহ হয়ে ওঠে ।
তাই আকালেও কেউ নিশিথীনি হয়ে ওঠে । ঘাই মারে মনের মাঝ পুকুরে ।

শুভ কামনা আপনার জন্যেও ।

৩৯| ২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৩

সুপান্থ সুরাহী বলেছেন: অনবদ্য।
কবিতা নিয়ে আরও সাধনা চাই।

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩২

আহমেদ জী এস বলেছেন: সুপান্থ সুরাহী ,



ধন্যবাদ মন্তব্যের জন্যে ।
সাধনায় যদি সাধন হয় তবে তা ই সই ।

ভালো থাকুন আর সাথেই থাকুন ।

৪০| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারণ লিখেছেন আহমেদ জি এস ভাই ।






ইয়ে , ফরিদের মা'র বিষয়টা ভাবী জানে ?

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৮

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,



ধন্যবাদ আপনাকে ।
আর ইয়ে...........ফরিদের মা'য়ের বিষয়টা সব ভাবীরাই অনুমান করে নেয় হয়তো । ;) জানলে কি আর বাপের নাম মনে থাকতো !!!!!!!!!!!!!!!!!!! ;) :( :P

৪১| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাহ্‌ কবিতা গল্প বলবো না কি গল্প কবিতা... ? বেশ হয়েছে কিন্তু !

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৩

আহমেদ জী এস বলেছেন: ঈপ্সিতা চৌধুরী ,



এক সময় কবিতার গতর এমন ঢংয়েরই ছিলো । বর্ণনাময় । এখন তা কেটে কেটে, ডানা ছেটে মেমসাহেবে পরিনত করা হয়েছে । যতো দূর্বোধ্য ততোই সেটা কেতাদুরস্ত মেমসাহেব ।

ভালো লাগলো আপনার মন্তব্য ।
শুভেচ্ছান্তে ।

৪২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫১

আহসানের ব্লগ বলেছেন: আমি বললাম আমি সাধু না । চা খাবো !!!!!!!!! X((

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৫

আহমেদ জী এস বলেছেন: আহসানের ব্লগ ,




তাতে কি ? আধুনিক সাধুরাও চা খায় আজকাল । বেসাধু রা তো খায়-ই !
বেসাধু যখন তখন নিন ----

৪৩| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৬

উন্মাদ হিপোক্রেট বলেছেন: অনুভূতির অভিমান :( অনেক ভাল হয়েছে

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯

আহমেদ জী এস বলেছেন: উন্মাদ হিপোক্রেট ,




সুন্দর এই মন্তব্যের জন্যে অনেক অনেক ধন্যবাদ ।
শুভেচ্ছান্তে ।

৪৪| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২

এহসান সাবির বলেছেন: আরে ছবিটা তো চমৎকার..... !!

ছবিতেই তো কবিতার সারমর্ম রয়েছে বলে মনে হল।

এক গুচ্ছ ভালো লাগা।

২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০২

আহমেদ জী এস বলেছেন: এহসান সাবির ,



ছবিটা অনেকটাই কথা বলে গেছে -
.......এঁড়ে বকনার মতো যে দেমাগ
বাঁকানো গ্রীবায় ছিলো এককালে
রাশ টানা ঘোড়ার বাঁধন ছিলো গতরে,
তার জেল্লা ধুঁয়ে মুছে গেছে যেন
কালিন্দীর জলে .............
ঃ্যৌবনকালে হারানো কেউ ছবিতে ধরা দিয়ে গেছে। যে ছবিখানি নায়কের স্মৃতিতে মাছের মতো খলবল করে ওঠে শুধু । তাইতো নায়কের আক্ষেপ - "এই আকালের খরা আর কতোকাল জয়নব বিবি ?"

সব সময় সাথে থাকার জন্যে ধন্যবাদ ।
শুভেচ্ছান্তে ।

৪৫| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২১

নির্বাসিত কবি বলেছেন: অনেক ভাল লেগেছে সাথে অভিভূতও হয়েছি।
প্রচুর নতুন শব্দের সংযুক্তি এবং শব্দভান্ডার সমৃদ্ধে উপকৃত হলাম।

ছাত্র হিসেবে গ্রহন করার অনুরোধ রইল। :)

২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৭

আহমেদ জী এস বলেছেন: নির্বাসিত কবি ,




আপনার অনুরোধ আমার কথাদেরও মনে হয় নির্বাসনে পাঠাতে চাইছে । কি বলবো বলুন, এমন অনুরোধের জবাবে !
আপনি নিজেই একজন কবি । এমন একজন কবিকে ছাত্র নয় সমপাঠি হিসেবেই মানায় ভালো ।

ভালো থাকুন ............সাথেই থাকুন ।
শুভেচ্ছান্তে ।

৪৬| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪১

রাজিয়া সুলতানা বলেছেন: বেশ ভালো লেগেছে। অসাধারণ শব্দের খেলা।

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১০

আহমেদ জী এস বলেছেন: রাজিয়া সুলতানা ,



অশেষ ধন্যবাদ আপনাকে ।
ভালো লেগেছে জেনে খুশি হলুম ।

ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।

৪৭| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

সাথিয়া বলেছেন: তোমার বুকে যে তিলটি ছিলো
আছে কি এখোনও সেখানেই বসে ?

মুগ্ধ হোলাম । অনিঃশ্বেস শুভকামনা ।++++++

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯

আহমেদ জী এস বলেছেন: সাথিয়া ,



কবিতাটি আপনাকে মুগ্ধ করেছে জেনে ভালো লাগলো ।
মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
শুভকামনা আপনার জন্যেও ।



৪৮| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১০

অন্ধবিন্দু বলেছেন:
উইকেন্ড ছাড়া এ কবিতায় ঢুকছি না। চিত্রটি কি পোস্ট-প্রসেসড্!

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮

আহমেদ জী এস বলেছেন: অন্ধবিন্দু ,



তথাস্তু ।
নো, নট এ্যাট অল , চিত্রটি প্রসেসড্‌ নয় । ইঁন্দুর লেজ টেনে টেনে এক নিশিথিনীরে ফুঁটিয়ে তোলার চেষ্টা এই অধমের , মাইক্রোসফট পেইণ্ট এর মাদুরে ।

৪৯| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: জয়নাব বিবি কী বুইলেচেলো? d:

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৯

আহমেদ জী এস বলেছেন: জুলিয়ান সিদ্দিকী ,




এতোদিন পরে আসিয়া শুধু শুধাইলেন, জয়নাব বিবি কী বুইলেচেলো ? ভালো !

কানে কানে বলি , জয়নাব বিবি বুইলেচেলো ... " বড়মিঞা
দুইডা পাল্লা ধান যে দেতে হইবে ধরে ....."
আরো অনেক কিচু বুইলে চিলো , তা বুইলতে শরমাইতাচি ...... B-)

কই ছিলেন এ্যাদ্দিন ?

৫০| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫০

সায়েম মুন বলেছেন: সুন্দর বুননের কবিতা। বেশ লাগলো। কিপ ইট আপ।

৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৮

আহমেদ জী এস বলেছেন: সায়েম মুন ,




ঃভালো লাগলো মন্তব্যটি ।
শুভেচ্ছা জানবেন ।

৫১| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৫

আরজু পনি বলেছেন:

এই কবিতা পড়ে মুগ্ধ না হয়ে উপায় নেই ।

অসাধারণ !

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১১

আহমেদ জী এস বলেছেন: আরজুপনি ,



আপনার মন্তব্যেও একপশলা মুগ্ধতা ঝরিয়ে গেলেন ।
ভালো থাকুন আর শুভেচ্ছা জানবেন ।

৫২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৫

মুহাম্মাদ আল আমিন উজানি বলেছেন: ভাইয়া , কবিতা পড়তে ও লিখতে খুবি মন চায় । খুব ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে ।
কবে যে এরকম কবিতা লিখতে পাড়বো !!!!!

৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬

আহমেদ জী এস বলেছেন: মুহাম্মাদ আল আমিন উজানি ,




আমার ব্লগে আপনাকে স্বাগতম ।
কবিতার ব্যাপারে ইচ্ছে প্রকাশ করেছেন । কবিতা লেখার আগে কবিতার মতো নরোম, সুকোমল, স্নিগ্ধ একখানা মন চাই । সেটা আপনার আছে বলে মনে হলো । ভালো কবিদের বই পড়ুন , দেখুন তারপরে লিখুন । আবেগের বশে যখন তখন কবিতা লিখবেন না । ঘসামাজা করবেন । আবার লেখার ইচ্ছেটাকে মরেও যেতে দেবেন না । সংক্ষেপে আপনার জন্যে এটুকুই ।

একদিন আপনিও ভালো , ঋদ্ধ এক কবি হয়ে উঠবেন প্রত্যাশা রইলো ।

৫৩| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার লিখেছেন প্রিয় আহমেদ জী এস ভাই। আপনি কবিতা ভালো লিখেন এটা জানতাম তবে এত ভালো ছবিও যে আঁকেন তা জানা ছিলো না।

যাইহোক, আপনার কবিতা এবং জুনাপুর মন্তব্যটি পড়ে কবিতা পাঠের পুর্ন আনন্দ পেলাম।

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৮

আহমেদ জী এস বলেছেন: কাল্পনিক_ভালোবাসা ,




হাযার কাজের ভীড়েও সময় করে মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো ।
হ্যা........ সহ-ব্লগার জুন পথের পাঁচালীর প্রসঙ্গ টেনে আমার এই কবিতার প্রেক্ষাপটটি তেমন দিনের সাথে সুন্দরভাবে একাত্ম করে দিয়েছেন ।
আঁকি না , আঁকার চেষ্টা করি । বকলম বলতে পারেন । এটা পিসিতে পেইন্টশপের শুধু স্প্রে-ব্রাশ টুলটি দিয়ে আঁকা । মাঝে সাঝে পেন্সিল । খুব খাটুনির কাজ ।
আক্ষেপ আমার সারা জীবনের - কেন ভিঞ্চি, রাফায়েল, মাইকেল এঞ্জেলো হতে পারলুম না ! হতে পারলুম না আমাদের দেশীয় চিত্রকরদের কারও মতো !!!!!! নিদেন পক্ষে আমাদের কাল্পনিক_ভালোবাসা'র মতোও বা কেন নয় ..........................

৫৪| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন: লেখনীর অর্থ দুঃখ দুর্দশায় নিমজ্জিত । তাই বললাম ।!

'হাযার' শব্দের অর্থ কী ?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৪

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,



জ্বী হ্যা.. লেখনীর অর্থ আকালের খরায় পড়েছে !
আর " হাযার" শব্দের অর্থ ? এতো কথা কইতে কি ভালো লাগে .....!!!!!!!
অর্থ হলো গিয়ে চার মাত্রার একটি সংখ্যা যেমন - ১০০ X ১০ = ১০০০ । এটা হবে এক হাযার । অতবা আপনি বলতে পারেন এক শতকের দশগুন হলো গিয়ে এক হাযার ....... :( B-)

৫৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১০

কথাকথিকেথিকথন বলেছেন: কিন্তু তার বানান তো 'হাজার' । তাই তো টেনশানে পড়ে গেলাম !!!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩১

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,



'হাজার' এবং "হাযার" দুটোই সঠিক । বাংলা অভিধান দেখুন ।

৫৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন: আমার বাংলা অভিধানটা মিনি সাইজের তাই হয়তো শব্দটা খুঁজে পাই নি ।

বারবার আপনাকে বিরক্ত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৫

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,




এবার একটা মেগা সাইজের অভিধান কিনুন ... :P
দুঃখিত হবার কিছু নেই । অল ইজ ওয়েল ।
ভালো থাকুন ।

৫৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫১

রিকি বলেছেন: আহা কবিতা, সেই কবিতা, খাসা কবিতা জি এস ভাই :) :) :) :) :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭

আহমেদ জী এস বলেছেন: রিকি ,



এমন খাসা মন্তব্য রিকি ;
কোথায় যে রাখি !!!!!!!!!!!!!!!!!!!!!!!

অনেকদিনের পরে ........

৫৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন!

এই তিয়াস অনন্তের! চাতকের চেয়েও গভির সে তৃষ্ণা! জলের গভীরে ডুবে থেকেও মেটেনা যে তিয়াস~~~

দারুন লাগল -
যতোই তিয়াসে ফাটুক মরুময় বুক
তৃষ্ণার সে খোয়াব মিটবেনা আর
তোমার সেই ভরা কালিন্দীরও জলে ।

+++++++++++++++++++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,




কালিন্দীর জলে খলবলে মাছের মতো সাঁতার কেটে কেটে এই যে আমার পোষ্টে হুটহাট চলে আসেন তাতেই তো মিটে যায় যতো তৃষ্ণা।
সব সময় সাথে থেকে অনুপ্রেরনা দেয়ায় কৃতজ্ঞ ।
শুভেচ্ছান্তে ।

৫৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৭

নীলপরি বলেছেন: অসাধারণ চিত্রকথা । ভালো লাগলো ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১০

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




অসাধারন বলায় কৃতজ্ঞতা ।
সাথেই থাকুন যেমন থাকেন ।

শুভেচ্ছান্তে ।


৬০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৭

এযুগেরকবি বলেছেন: সেবার যে খরা গেল মাঠে
দু’পালা ধান চেয়েছিলে তুমি ।

আশ্বিনে পালে লাগলে হাওয়া
ভরা কালিন্দীর জলে খলবলে
মাছ এনে দেবে বিনিময়ে ।
সে কথা কি আছে মনে ?

আমি হুকো হাতে আঙিনায়,
দাঁড়ালে ভিরু পায়ে এসে নিরাভরন,
কবেকার শরীরের বুলন্দ যৌবন
খেলা করে গেলো যেন চোখে ।
মলিন বসনের ফাঁকে একদার হলদেটে স্তন
বড় বেশী বেমানান মনে হলো ।
সেই ঢিলেঢালা দীঘল কালো চুল
কতোদিন যেন করো নাই যতন
চৈত্রে পুড়ে যাওয়া ঘাসের মতোন
বিবর্ণ লুটায়েছে তার জটা,
মেঘডম্বুর লাজ তার গেছে যেন খসে
মনে হয় কিছু ছেঁড়াখোড়া মেঘ তুমুল আকাশে ।
এঁড়ে বকনার মতো যে দেমাগ
বাঁকানো গ্রীবায় ছিলো এককালে
রাশ টানা ঘোড়ার বাঁধন ছিলো গতরে,
তার জেল্লা ধুঁয়ে মুছে গেছে যেন
কালিন্দীর জলে ।
তোমার বুকে যে তিলটি ছিলো
আছে কি এখোনও সেখানেই বসে ?

সেবারের খরা বেশ কাবু করে গেছে তোমাদের গাঁ
মাচার লাউ গেছে মরে । ঊঠোনে ধানের পালা
নিঃশেষ ,মরা কালিন্দীর মতো নিথর গ্রাম-গাঁও
পড়ে আছে চৌচির মাঠের পাশে, অনাথিনী বেশে ।
মরার আকাল নিঙরে নিয়ে গেছে শরীরের রস
যেন কবে, ঈশান হাওয়ায় ভেসে গেছে শ্রী
মলিন শাড়ীর ভাজে তারই সোঁদা ঘ্রান
উঁকি দিয়ে দিয়ে ফিরে আসে শেষে ।
বিছে হার বন্দকী হয়ে আছে হারু স্যাকরার কাছে ।
যেমন বন্ধক রেখেছিলে হৃদয় তোমার । আজও আছে
সিন্দুকে তোলা , গোপন চাতালে বিছিয়ে
তারে রাখি , নেড়েচেড়ে দিই দু হাতে, পাছে
অরোদ্দুরে নষ্ট হয়ে যায় এই ভয় কেবলি বুকে বাজে ।
এই ভাঙা শরীরে
মুগ্ধ করার মতো একখানা মন
এখনও যে থরথর কাঁপে লাজে !

কোলে ছেলের প্যাঁকাটি শরীর বড় বেশী উদোম
লেগে থাকা সিকনীতে জমাট নাক , বেদম
কাশিতে হাপরের মতো ওঠানামা বুক
মনে পড়ে ?
ডেকেছিলে , “ বড়মিঞা
দুইডা পাল্লা ধান যে দেতে হইবে ধরে ।
আশ্বিনে আইন্না দিমু মাছ আপনেরে
এই কতা ফরিদের বাপ বইল্লা দিছে মোরে ।“

কোত্থেকে যে কী হয়ে যায় জয়নব বিবি !

শুকনো মাঠের পরে গতায়ু ছায়া ফেলে
তুমি চলে গেলে হেই দুরে , বুকের ভেতরে
সহস্র বছরের খরা যেন জমা করে দিয়ে গেলে
দেখলেনা ফিরে, কি চাওয়া রেখেছি দু’চোখ ভরে ।
যতোই তিয়াসে ফাটুক মরুময় বুক
তৃষ্ণার সে খোয়াব মিটবেনা আর
তোমার সেই ভরা কালিন্দীরও জলে ।
স্মৃতির মাছেরা খলবলে
খেলা করে যাবে শুধু আকালের চরে ।
তুমি হীন প্রান্তরে রয়ে যাব একা
চৈত মাস বুকে করে হাযার বছর ধরে
নিশীথে স্বপ্ন হবে , খরার তাপে দাউদাউ
মাঠঘাট, ফসলের পালা, পুড়ে যাবে সবি...

পুরো কবিতাই আমার
প্রিয়তে নিলাম

বড়ই কাব্যিক বড়ই সাহিত্য গাথা
আমার প্রথম ভাললাগা
++++++++++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৬

আহমেদ জী এস বলেছেন: এযুগেরকবি ,




প্রায় সবটুকু কবিতা তুলে দিয়ে যে ভাবে প্রথম ভালোলাগা জানিয়ে গেলেন তা মন্তব্যের এই ঘরটিকে আলোকিত করে গেলো ।
প্রিয়তে নেয়ার জন্যে ধন্যবাদ ।
আর .... আমার এখানেও আপনাকে স্বাগতম ।
অনিঃশেষ শুভেচ্ছা জানবেন ।

৬১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৩

কল্লোল পথিক বলেছেন: অসাধারন কবিতা।
অনিঃশেষ শুভ কামনা জানবেন কবি।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫০

আহমেদ জী এস বলেছেন: কল্লোল পথিক ,



খুব ভালো লাগলো আপনার মন্তব্যের কথাগুলো ।

শুভ কামনা আপনার জন্যেও রইলো , আজ এবং আগামীর ।

৬২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৯

মাহমুদ০০৭ বলেছেন: সবাই ত দেখি যা যা বলার বলে দিল । আমি সেই মতে আমল করলাম :D B-)
কবিতায় ভাল লাগা জানালাম ।
আর হ্যা ছবিটাও দারুণ ।
আপনি শিল্পমনস্ক লোক সন্দেহ নেই ।
শুভকামনা রইল

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২০

আহমেদ জী এস বলেছেন: মাহমুদ০০৭ ,



সেই মতে আমল করলেন ??? আমিন .... সুম্মা আমিন ........।
শুধু "শিল্পমনস্ক" কেন বললেন ? কেন বললেন না , আপনি একজন জাত শিল্পী ? বাঙালীর ঐ এক দোষ , কারো প্রশংসা করতে বুকটা ফাইট্টা যায় !!!!!!!!!!!!!!!! :P :(

যাকগে , তবু তো এট্টুসখানি কিছু কইলেন । এটাই বা বলে কয়জনা ???? B-)

ভালো লাগলো এভাবে হাসি ছড়িয়ে আপনার আসা । সাথেই থাকুন এভাবেই ।
অনেক অনেক শুভেচ্ছা ।

৬৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

পাগশ্রাবনের মেঘ বলেছেন: http://www.facebook.com/limelightbook

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৮

আহমেদ জী এস বলেছেন: পাগশ্রাবনের মেঘ ,



:(

৬৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অসম্ভব সুন্দর একটা কবিতা। শুধু মামুলী ভালো লাগা অনেক কবিতাকেই বলা যায় এর বেলা উচ্ছ্বাস মন ঝরে পড়ছে।নিযুত শুভকামনা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪

আহমেদ জী এস বলেছেন: রেজওয়ানা আলী তনিমা ,



শুধু মন্তব্যের জন্যেই সৌজন্য মন্তব্য নয় , আমি তো আশা করি আমার লেখাকে সত্যিকারের সমালোচনাই করবেন পাঠক ।
এটা আমাকে শুদ্ধ করে তুলবে ।

আপনার মন্তব্য আমাকে আরও ঋদ্ধ করে তুলুক ।
শুভকামনা রইলো আপনার জন্যেও ।

৬৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫০

আরুশা বলেছেন: যতোই তিয়াসে ফাটুক মরুময় বুক
তৃষ্ণার সে খোয়াব মিটবেনা আর
তোমার সেই ভরা কালিন্দীরও জলে ।

আহমেদ জী এস অনেক দিন পর ব্লগে এসেই পুরানা মুখগুলি খুজলাম । আপনার কবিতা পড়ে তো আমি মুগ্ধ। এই তুখোড় কবিতাতে আমার যেন তৃষ্ণেটুকু মিটলো না । তাই সোজা প্রিয়তে নিয়ে গেলাম।
কোনায় নাম লেখা এর অর্থ কি ? ছবিটা কি আপনার আঁকা ? যদি তাই হয় তবেতো বলতেই হবে কবিতা আর ছবিতায় মানিকজোড়।
+++++++++্

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৮

আহমেদ জী এস বলেছেন: আরুশা ,



খুব ভালো লাগছে আপনাকে অনেক অনেক দিন পরে দেখে ।
এই কবিতাতেও যদি তেষ্টা না মেটে তবে বুঝতে হবে , ভরা কালিন্দীর জলে ভাটা লেগেছে । প্লাস দেয়া ও প্রিয়তে নিয়ে গেলেন বলে কৃতার্থ ।

আর কোনায় নাম লেখার অর্থ ? ওটা, যিনি ছবি আঁকেন তার স্বাক্ষর । জ্বী, ছবিটা এই অধমেরই আঁকা । খেয়াল করলে দেখতে পাবেন, আমার সব গল্প বা কবিতায় আমি নিজের আঁকা ছবিই দিয়ে থাকি ।

মধ্য বসন্তের শুভেচ্ছা জানবেন ।

৬৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমি ভুলে গেছি এই কবিতা পড়া হয়েছে কিনা আগে আমার কবু তবে মন্তব্যর লিষ্টে নাম না দেখে আফসোস হল পড়া হয়নি । অসাধারণ কবিতা ভাই ।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:১০

আহমেদ জী এস বলেছেন: মাহমুদুর রহমান সুজন ,



অনেক ধন্যবাদ খুঁজে খুঁজে কবিতাটি পড়েছেন বলে ।
ভালো থাকুন ।

৬৭| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৬

সায়ান তানভি বলেছেন: দারুন লাগলো

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:১১

আহমেদ জী এস বলেছেন: সায়ান তানভি ,



মন্তব্যে ধন্যবাদ ।
আমার ব্লগে সম্ভবত এই প্রথম এলেন । স্বাগতম ।
ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।

৬৮| ২৭ শে মে, ২০১৬ রাত ৯:৩৪

কালনী নদী বলেছেন: অসাধারণ হয়েছে ভাইয়া।

০১ লা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

আহমেদ জী এস বলেছেন: কালনী নদী ,



ব্লগের টেকনিক্যাল কারনে বেশ কিছুদিন ব্লগে ঢুকতে পারিনি ।
আর নোটিফিকেশানেও গড়বড় রয়ে গেছে । সব মিলিয়ে আপনাদের মন্তব্যের জবাব দিতে দেরী হলো বলে দুঃখিত ।

সুন্দর মন্তব্যের জন্যে ধন্যবাদ জানিয়ে রাখছি ।

৬৯| ২৬ শে জুন, ২০১৬ দুপুর ২:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''মলিন বসনের ফাঁকে একদার হলদেটে স্তন
বড় বেশী বেমানান মনে হলো ।''
আমার কাছেতো বেশ ''মানান'' মনে হল । :P
আর পিকটাযে আপ্নে আঁকছেন সেইটা আগে কইলেন না যে ?

২৭ শে জুন, ২০১৬ রাত ৯:১৫

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,



ঐ ছবিটাতো যৌবনকালের স্মৃতির যা চোখে লেগে আছে আজও , তাই মানান সই । এখন তো সেই মানান সইটাই বড় বেশী বেমানান মনে হলো । ;)

এডা যে মুই আকছি হেডা কওনের কাম কি ? প্রাইজ দেবেন ? :(

মানান , বেমানান সব মিলিয়ে ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।

৭০| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:
দুর্দান্ত কবিতা! কাহিনী আর তার চরিত্রগুলো জ্বলজ্বল করে জ্বলছে!

১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:০১

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,




ভালো লাগলো আপনার এমন করে করা মন্তব্য ।
অনেক অনেক ধন্যবাদ ।
শুভেচ্ছান্তে ।

৭১| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৪

অপ্‌সরা বলেছেন: আগে ছবির নামে খেয়াল করিনি !

এখন বুঝতে পারছি শিল্পী কে..... :)

১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫০

আহমেদ জী এস বলেছেন: অপ্‌সরা ,




খুব খারাপ এঁকেছি কি ?
ব্লগে আমার আঁকা সব ছবিই কম্প্যুতে আঁকা । সিংহভাগই পেইন্ট শপে । ইঁদুরের লেজ ধরে টেনে টেনে । খাঁটুনির কাজ । মাঝে মাঝে অন্য শফটওয়্যারও ব্যবহার করি পেইন্ট শপের সাথে সাথে ।

ধন্যবাদ এতোদিন পরে এখানে এলেন বলে ।

৭২| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১২:০৫

অতঃপর হৃদয় বলেছেন: বিশাল বড় কবিতা...।।

০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫১

আহমেদ জী এস বলেছেন: অতঃপর হৃদয় ,





ধন্যবাদ দেখে যাওয়া আর মন্তব্যের জন্যে ।

বিশাল এর ক্যানভাস বলেই কবিতাটি বিশাল ।



৭৩| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪০

ধ্রুবক আলো বলেছেন: প্রথমে, কবিতায় অশেষ মুগ্ধতা +++++++++

এরকম কবিতা পড়ার সৌভাগ্য হয়েছে আমার এটাই অনেক। একদম অসধারণ।
বেশ আত্মজীবনী মূলক লেখা কবিতা। অনেক জীবন জড়ানো এই কবিতার প্রেক্ষাপটে, যদি বুঝতে কোনোরূপ ভুল না হয়!



( এই কবিতাটির লিঙ্ক আমি সেভ করে রেখেছিলাম, নানাবিধ সমস্যার মুখোমুখি হওয়ার কারণে পড়া হয় নি)

২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৮

আহমেদ জী এস বলেছেন: ধ্রুবক আলো ,




অনেকদিন পরে হলেও সময় নিয়ে পড়া ও মন্তব্যের জন্যে ধন্যবাদ ।


এটা গ্রাম্য এক প্রেমিকের নষ্টালজিক ভাবনা । যার হারানো প্রেমিকা দারিদ্রতায় নিমজ্জমান । খরার কারনে অভাবের তাড়নায় সেই প্রেমিকাই বিত্তবান প্রাক্তন প্রেমিকের সাহায্যপ্রার্থী । কৈশোরের ভালোবাসার জনকে অমন দারিদ্রবেশে দেখে প্রেমিকের মনে পুরোনো দিনের স্মৃতি আর হারানো প্রেমিকার জন্যে হাহাকার ও শঙ্কার কথাই কবিতায় ফুঁটিয়ে তোলা হয়েছে ।

কবিতাটি আত্মজীবনী মূলক নয় বরং কারো না কারো জীবনের গল্প ।

ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।

৭৪| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০৬

ধ্রুবক আলো বলেছেন: ভাই, প্রতিউত্তরের জন্য ধন্যবাদ।
আপনার কবিতার ব্যাখ্যার জন্য ধন্যবাদ।

কবিতাটি আত্মজীবনী মূলক নয় বরং কারো না কারো জীবনের গল্প । আসলেই জানার কোনো শেষ নেই।
আপনার এই বিশ্লেষণ থেকেও আমার অনেক কিছু শেখার আছে।

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৫

আহমেদ জী এস বলেছেন: ধ্রুবক আলো ,




ভালো লাগলো আবারও এসেছেন দেখে ।
সুন্দর মন্তব্যের জন্যে আবারও ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.