নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...
ঊর্ণনাভ
কী সুক্ষ চতুরতায় বুনে যাও
তন্তুবিহীন স্বপ্নের মায়াজাল ,
এক ভয়াল কারিগর যেন
পেতে রাখো দাড়িম্ব ডালে
ধূঁপছায়া রঙ ফাঁদ এক অকালে।
কী অবাক কারচুপি কাজে ভরাও
হিরন্ময় দ্যুতি জ্বেলে রাখো,
সিঁথির মতো পথ রাখো খুলে
সিঁড়ি ভেঙে ভেঙে অনায়াসে
যেন কেউ উঠে আসে ।
জানেনা অবোধ কেউ
পেতে রাখা উর্মিমালা জাল
টেনে নেবে কোন গহীনে ,
অজগরী বাহুডোরে সংগোপনে
ঊর্ণনাভ রাত শুধু প্রহর গোনে ।
বিজন ঘাসে দুলে যায় ছায়া
মরনডাক ডেকে ডেকে যায়
ভয়ার্ত তক্ষক এক অবাক চোখে ।
ধীরে ধীরে আসো কাছে নিঃসাড়ে
শিকার গেঁথে ফেল নির্ভূল একেবারে ।
কতোদিন কতোরাত ধরে
বিশ্রাম বিহীন অপেক্ষার পরে
কেউ ধরা দেবে যত্নে পাতা ফাঁদে,
সুপ্ত বাসনায় বোনা এই জাল
ধ্রুপদী ছলে হয়না বিফল ।
শুধু ধরা পড়া অবুঝ শিকার
জানেনা, এ বাঁধন ছেড়ে শক্তি কার !
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫০
আহমেদ জী এস বলেছেন: কালপুরুষ কালপুরুষ ,
কবিতাটি প্রথম পাঠে প্রথম ধন্যবাদ ।
শুভ সকাল আপনার জন্যেও ।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৫
দেবজ্যোতিকাজল বলেছেন: সেই...তো
ভাল হয়ে ছে
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৪
আহমেদ জী এস বলেছেন: দেবজ্যোতিকাজল ,
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো । ধন্যবাদ ।
এভাবেই সাথে থাকুন আর থাকুন ভালো ।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৬
অগ্নি সারথি বলেছেন:
জানেনা অবোধ কেউ
পেতে রাখা উর্মিমালা জাল
টেনে নেবে কোন গহীনে ,
অজগরী বাহুডোরে সংগোপনে
ঊর্ণনাভ রাত শুধু প্রহর গোনে । - ভালোলাগা। ঊর্ণনাভ অর্থ কি কবি?
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১০
আহমেদ জী এস বলেছেন: অগ্নি সারথি ,
আপনার ভালোলাগাতে আমার ও ভালোলাগা ।
ঊর্ণনাভ অর্থ মাকড়সা ।
মাকড়সা শুধু প্রহর গুনে যায় কখন ধরা পড়বে কাঙ্খিত শিকার .................
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার মত সুন্দর করে মন্তব্য করতে পারলে অনেক কিছু হয়ত বলা যেতো।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৫
আহমেদ জী এস বলেছেন: কাল্পনিক_ভালোবাসা ,
এমন বিনয়ী মন্তব্য সেই-ই করতে পারে , যে পোস্টকে ভালোবাসে সত্যিকার ভাবে , কাল্পনিক নয় ।
ভালো থাকুন এবং সাথেই থাকুন বরাবরের মতোই ।
শুভেচ্ছান্তে ।
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪১
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
অনেকদিন পরে আপনাকে দেখে ভালো লাগলো । ভালো আছেন তো ?
মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৮
বিজন রয় বলেছেন: এক ভয়াল কারিগড় যেন .. কারিগর হবে বোধহয়।
ধূঁপছায়া রঙ ফাঁদ এক অকালে।........... অকালে বললেন কেন? তাদেরও তো ধর্ম আছে নিজস্ব।
বিজন ঘাসে দুলে যায় ছায়া ............ কবিতায় আমি আছি, কিন্তু আমি নই।
ধীরে ধীরে আসো কাছে নিঃসারে ........... নিঃসাড় হবে কিনা।
কতোদিন কতোরাত ধরে........... এগুলো নতুন বানান কিনা, আগেও দেখেছি আপনাকে এগুলো লিখতে, বানানের সাথে আমি ঠিক আপডেট নই।
শুধু ধরা পড়া অবুঝ শিকার ............ অবুঝরাই তো ফাঁদে পড়ে!!
ঊর্ণনাভের জয় দেখে গেলাম।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৩
আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,
সুহৃদ সহব্লগার একেই বলে ।
ক্রুটি ধরিয়ে দিয়ে অশেষ কৃতজ্ঞ করে রাখলেন । ঠিক করে দিয়েছি আগেই । কিন্তু প্রথা ও নিয়ম ভেঙে আপনার মন্তব্যের জবাব দেয়া আমার রূচি বিরূদ্ধ বলে আগে আপনার মন্তব্যের জবাব দেয়া সম্ভব হয়নি ।
ব্যস্ত বলে আপনার বাকী জিজ্ঞাসার জবাব এখন দিচ্ছিনে । শুধু আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেই এখন আসা ।
ভালো থাকুন ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৫
আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,
হা......হা..........হা..........অকালেরও তো ধর্ম আছে !!!! আছেই তো । সেটা অধর্ম । অধর্মও তো একটা ধর্ম !
তাই অকাল বলা এ জন্যে যে , হ্যা..রে ব্যাটা সময় (কাল) নেই অসময় নেই এসেই হাজির ।
বিজন ----- ভূল করেছেন । কবিতায় শুধু আপনার নামই রয়েছে । আপনি নেই ।
আপনি স্বশরীরে হয়তো নেই , তবে এই যে মন্তব্যের ঘরে এসে গেলেন তাতেই আপনার হাজিরা কাউন্ট হয়ে গেছে ।
কতোদিন কতোরাত ------ না ; এগুলো নতুন বানান নয় । "ও" কার দিয়ে লিখতে লিখতে বদঅভ্যেস হয়ে গেছে ।
অবুঝরাই শুধু নয় , পরিস্থিতি অনেক বুঝদারকেও ফাঁদে ফেলে দেয় ।
সকালের শুভেচ্ছা ।
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কতোদিন কতোরাত ধরে
বিশ্রাম বিহীন অপেক্ষার পরে
কেউ ধরা দেবে যত্নে পাতা ফাঁদে,
সুপ্ত বাসনায় বোনা এই জাল
ধ্রুপদী ছলে হয়না বিফল ।
চমৎকার !!
আমরা প্রেমের মাকড়শা জাল বুনে প্রতিক্ষায় থাকি কখন ধরা দিবে আমাদের কাংখিত প্রেমাস্পদ ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৬
আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,
আমরা প্রেমের মাকড়শা জাল বুনে প্রতিক্ষায় থাকি কখন ধরা দিবে আমাদের কাংখিত প্রেমাস্পদ ।
হা.....হা.........হা....... একদম সঠিক কথাটি বলেছেন এই জমানার ট্রেন্ড এর সাথে মিলিয়ে । আর জাল পাতা ধরা পড়ে গেলে ইনিয়ে বিনিয়ে কত্তো কিছু যে অজুহাত তুলি !!!!!!!!!
চমৎকার মন্তব্যে একটি চমৎকার সাধুবাদ ।
শুভেচ্ছান্তে ।
৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ লাগল।
নির্ভরযোগ্য অপেক্ষা। +
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৮
আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,
ফাঁদ পেতে অপেক্ষা অনেক সময় নির্ভরযোগ্য হয় বটে তবে সেই প্রাপ্তি আপন হয়না মোটেও , দিশেহারা করে দিতেও পারে !!!!!!
প্লাস দেয়া ও মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
শুভেচ্ছান্তে ।
৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৫
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪১
আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,
ধন্যবাদ । সব সময় সঙ্গ দিয়ে যান বলে কৃতজ্ঞ ।
শুভেচ্ছান্তে ।
১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৫
শামছুল ইসলাম বলেছেন: গভীর ব্যঞ্জনাময় কবিতা ।
খুব ভালোলাগলো ।
এ শক্ত বাঁধন ছেড়ার কেউ নেইঃ
//শুধু ধরা পড়া অবুঝ শিকার
জানেনা, এ বাঁধন ছেড়ে শক্তি কার !//
কবিতায় +++ ।
ভাল থাকুন । সবসময় ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৭
আহমেদ জী এস বলেছেন: শামছুল ইসলাম ,
খুব ভালো লাগলো মন্তব্যে আপনার কথাগুলো ।
অনেকদিনের পরে আপনাকে দেখে ভালো লাগলো ।
ভালো থাকুন আপনিও নিরবধি ....................
১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৬
ভ্রমরের ডানা বলেছেন:
অজগরী বাহুডোরে সংগোপনে
ঊর্ণনাভ রাত শুধু প্রহর গোনে ।
মাকড়শার জাল নিয়ে এত সুন্দর কিরীট আগে ফোটেনি!
সুপ্রিয় জী এস ভাই, তা ফোটালেন!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৯
আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,
বাহ্ .... কী সুন্দর করে বললেন ! অজস্র ধন্যবাদ মন্তব্যে ।
ভালো থাকুন আর সাথেই থাকুন ।
শুভেচ্ছান্তে ।
১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫২
এডওয়ার্ড মায়া বলেছেন: কবিতা পড়,অনেক কবিতা বোঝতে অসবিধা হয়
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩০
আহমেদ জী এস বলেছেন: এডওয়ার্ড মায়া ,
বুঝতে অসুবিধা হলেও এই যে মন্তব্য করে গেলেন তাতেই লেখক খুশি ।
হ্যা........ অনেকেরই তেমন হয় বটে তবে বারবার পড়ে দেখলে আর বুঝতে অসুবিধে হয়না খুব একটা ।
ভালো থাকুন আর কবিতার সাথেই থাকুন ।
১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৮
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল কবিতা
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৪
আহমেদ জী এস বলেছেন: ব্লগ সার্চম্যান ,
সার্চ করে করে কবিতাটি পড়ে এই যে ভালো লাগা জানিয়ে গেলেন , তাতে কৃতজ্ঞ হয়ে রইলুম ।
ভালো থাকুন আর কবিতার সাথেই থাকুন ।
শুভেচ্ছান্তে ।
১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৫
গেম চেঞ্জার বলেছেন: বনলতার স্রষ্টাকে মনে পড়ে গেল! আচ্ছা!! উর্ণনাভ কী?
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৪
আহমেদ জী এস বলেছেন: গেম চেঞ্জার ,
হায়রে ...... বলে কি !!!!!!!!!!!!!
এরপরে আমার আর বলার কিছু রাখলেন না !
শুধু মাকড়সার জালের মতো শুভেচ্ছা বিছিয়ে গেলুম ।
( আশা করি "ঊর্ণনাভ " শব্দটি কি তা ধরতে পেরেছেন )
১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৯
জনৈক অচম ভুত বলেছেন: অনবদ্য!
ভাললাগা রেখে গেলাম।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪২
আহমেদ জী এস বলেছেন: জনৈক অচম ভুত ,
আপনার রেখে যাওয়া ভালোলাগা সযত্নে তুলে রাখলুম ধন্যবাদের সাথে ।।
ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।
১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১১
অপ্সরা বলেছেন: সব ভয়ংকর ভয়ংকর প্রাণীষ্কুলীও উপমায় মায়াময় কবিতা লিখেছো ভাইয়া।
মুগ্ধ হয়ে গেলাম!!!!!!
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০২
আহমেদ জী এস বলেছেন: অপ্সরা ,
মায়াময় নয় , মায়াবী কবিতা ।
ভয়ংকর ভয়ংকর প্রাণীষ্কুলীও নয় , শুধুমাত্র একটি নরম-সরম দেহের প্রানী; মাকড়সার কথা নিয়ে লিখেছি । অবশ্য 'ব্লাক উইডো স্পাইডার" এর কথা আলাদা ।
তবে আপনার "প্রাণীষ্কুলীও' শব্দটি অভিনব সংযোজন ।
ধন্যবাদ জানিয়ে রাখি ।
১৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৯
জেন রসি বলেছেন: জাল মানেই ফাঁদ। ফাঁদের কৌশলটা শিখে ফেললেই সেটা উইপন হয়ে যায়। মানুষ একের পর এক ফাঁদের রহস্য ভেদ করে সেটা দিয়ে আবার নিজেদের জন্যই ফাঁদ সৃষ্টি করছে। নিজেদের সাথে, প্রকৃতির সাথে সে এক অসম লড়াই......
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৫
আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,
যথার্থই বলেছেন ।
মানুষ নিজেই যেন তার নিজের পাতা ফাঁদে গোপনেই ধরা পড়ে যায় । যেন " শিকার করনে আঁয়ে তো ম্যায় শিকার হো কে চলা..। "
অসম লড়াই হয়তো সব সময় হয়না । সমতাও চলে আসে যখন শিকার আর শিকারীর লক্ষ্য একই সুতোয় বাঁধা থাকে ।
ধন্যবাদের সাথে শুভেচ্ছাও রইলো ।
১৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২২
জেন রসি বলেছেন: কবিতা ভালো লেগেছে জী এস ভাই।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪১
আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,
হুমমমমমমমম, ভালো লাগলো জেনে ।
শুভেচ্ছান্তে ।
১৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০১
প্রথমকথা বলেছেন:
এক কথায় অনন্য। খুব ভাল লেগেছে কবি।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২০
আহমেদ জী এস বলেছেন: প্রথমকথা ,
ভালো লাগলো মন্তব্যখানা ।
তবে আমি "কবি" নই, কবিতা লেখার কোশেশ করি মাত্র ।
ভালো থাকুন আর সাথেই থাকুন ।
২০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
সাহসী সন্তান বলেছেন: উর্ণনাভ শব্দটার অর্থ জানতে চেয়েছিলাম। তবে সেটা জানা হয়ে গেল! কবিতা খুব সুন্দর হয়েছে জীএস ভাই! ফাঁদ পেতে অপেক্ষা করার মধ্যে আমি কেন জানি আলাদা একটা ইন্টারেস্ট পাই! তবে অপেক্ষা শেষে যখন শুণ্য ফাঁদ গুটিয়ে নিতে হয়, তখন সেই ইন্টারেস্টের থেকে বেদনাটাই বেশি থাকে!
শুভ কামনা জানবেন!
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২২
আহমেদ জী এস বলেছেন: সাহসী সন্তান ,
ফাঁদ যারা পাতে আর শেষতক সেই ফাঁদে কিছু ধরা না পড়লে ফাঁদ পাতনেওয়ালাদের কিছু যায় আসে না । তারা, সব ফাঁদেই যে কিছু না কিছু ধরা পড়বে এমনটা আশাও করেনা । তবে ফাঁদ পেতে অনেকেই আলাদা একটা ইন্টারেস্ট পায় হয়তো । সেটা তাদের অভ্যেস, ঐ ফাঁদ পাতার খেলা ।
তবে সাহস করে আপনি ঐ অভ্যেসের কথাই জানান দিয়ে গেলেন কিন্তু ...
আপনার কাছে কবিতাটি সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো ।
শুভকামনা রইলো আপনার জন্যেও ।
২১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৩
নেক্সাস বলেছেন: এই কবিতায় কিভাবে মন্তব্য করবো আমার জানা নাই। সুধু বলবো অনেকদিন পর সত্যিকার একটা কবিতা পড়লাম
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৫
আহমেদ জী এস বলেছেন: নেক্সাস ,
আমিও জানিনে কিভাবে এই মন্তব্যের জবাব আমি দেবো ! জবাব দেয়ার মতো অতোখানি সাহস আমার আছে কি !!!!!!!!!
না বলেও তো সাগরের মতো গভীর অনেক কথা বলা যায়, আমিও না হয় কিছু না-ই বললুম ।
২২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৬
রূপক বিধৌত সাধু বলেছেন: পড়তে ভাল্লাগছে...
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৩
আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,
আপনাকে মন্তব্যের জন্যে ধন্যবাদ জানাতে আমারও ভালো লাগছে ..........।
২৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৯
গেম চেঞ্জার বলেছেন: আশা করি "ঊর্ণনাভ " শব্দটি কি তা ধরতে পেরেছেন
আলবৎ!!! জব্বর সমজ গেয়া
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৫
আহমেদ জী এস বলেছেন: গেম চেঞ্জার ,
সরাসরি না খেলে গেমটা একটু চেঞ্জ করে দিয়েছি আর কি...........
২৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৮
অরুনি মায়া অনু বলেছেন: চমৎকার। ব্যতিক্রমধর্মী বিষয়বস্তু। খুব খুব ভাল লেগেছে। সত্যিই মাকড়শা এক শৈল্পিক শিকারি।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৬
আহমেদ জী এস বলেছেন: অরুনি মায়া অনু ,
হ্যা............. কবিতার বিষয়বস্তু হিসেবে ব্যতিক্রমী হয়তো তবে মাকড়সার পাতা জালে শিকার ধরা পড়ার ঘটনা একেবারেই বাস্তব ।
মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।
২৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১৪
শাহরিয়ার কবীর বলেছেন: দারুন +++++
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৯
আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,
ভালো লাগলো মন্তব্যখানি ।
অনেক প্লাস দেয়া ও দারুন বলাতে কৃতজ্ঞতা ।
শুভেচ্ছান্তে ।
ঃ
২৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:২৫
রক্তিম দিগন্ত বলেছেন: ঊর্ণনাভ মানে মাকড়সা না?
কবিতাটা চমৎকার লাগলো।
ত্রয়োদশ প্লাস।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৩
আহমেদ জী এস বলেছেন: রক্তিম দিগন্ত ,
ঠিক বলেছেন ।
ভালো লাগলো জেনে ।
ত্রয়োদশ প্লাস দেয়ার জন্যে তের'শ বার শুভেচ্ছা ।
ভালো থাকুন আর সাথেই .................
২৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৭
দিয়া আলম বলেছেন: চমৎকার
ধন্যবাদ জী এস ভাইয়া
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৭
আহমেদ জী এস বলেছেন: দিয়া আলম ,
অনেকদিনের পরে আপনার দেখা মিললো আমার এই কবিতায় ।
মন্তব্যে চমৎকার বলায় ধন্যবাদ ।
ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।
২৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫৩
হাসান মাহবুব বলেছেন: বাঁধন, মায়া এবং ফাঁদ। এই দৈনন্দিন অভ্যস্ততার গহীনে প্রবেশ করিয়ে দিলেন। উঁকি মেরে দেখলাম মহাযজ্ঞ। কত কিছু ঘটে যাচ্ছে! অথচ আমি ভাবতাম জীবন একঘেয়ে।
ভাবনার খোরাক যোগানো সম্মোহনী শব্দজাল।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৯
আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,
জীবনটা একঘেয়ে হয়না যদি নিত্যদিনের শ্রমক্লেদের আঠায় আটকে থাকা জীবনের পাতাগুলো খুলে খুলে পড়া যায় ।
তখনই পাতা খোলার শব্দে বেজে ওঠে আর এক রাগিণী । মেঠো পথের মিষ্টি মধুর সুর ।
ঋদ্ধ একটি মন্তব্যের ফাঁদে আমায় আটকে দিলেন । এমন মন্তব্যটাকে কি বলি, বলুনতো !!!!!!!!
শুভেচ্ছান্তে ।
২৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৩
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন।
আরো ভালো ভালো লেখা পেতে অনুসরণ করা শুরু করলাম।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৪
আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,
কৃতজ্ঞ হয়ে রইলুম এই অধমকে অনুসরণ করছেন বলে ।
সাথেই থাকুন । আমার ব্লগঘরে পদধূলি দিলে ভালো কিছু লেখা পেতেও পারেন ।
শুভেচ্ছান্তে ।
৩০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৬
অদৃশ্য বলেছেন:
চমৎকার...
শুভকামনা...
৩১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২১
আহমেদ জী এস বলেছেন: অদৃশ্য ,
ছোট এই মন্তব্যে চমৎকৃত ।
শুভকামনা আপনার জন্যেও ।
৩২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো । ++
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৫
আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলুম ।
প্লাসের জন্যে ধন্যবাদ ।
ভালো থাকুন । আসছে শরৎ উৎসবের শুভেচ্ছা ।
৩৩| ০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪৯
ডঃ এম এ আলী বলেছেন: কবিতায় এত সুন্দর কথামালার জাল বুনা সত্যিই ঊর্ণনাভ ।
শুভেচ্ছা রইল ।
০১ লা অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৬
আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী ,
ভালো লাগলো আপনার এমন মন্তব্য । ধন্যবাদ জানাই ।
সামু দেখছি বেশ ধীর গতিতে চলছে । পোস্ট খোলা ও মন্তব্য প্রকাশ হতে তাই দীর্ঘ সময় নিচ্ছে । কতোক্ষনে এটা প্রকাশিত হবে, সংশয় রইলো ।
ভালো থাকুন ।
৩৪| ০২ রা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
খায়রুল আহসান বলেছেন: ঊর্ণনাভ এর মতই কবিতায় কথার জাল ফেলে রেখেছেন, তবে এর শিকার কিছু কবিতাপ্রেমী পাঠক যারা এই স্বপ্নের মায়াজাল এ আটকা পড়ে কাব্যের স্বপ্ন বুনে, কোন অজগরী বাহুডোরের চাপ অনুভব করেনা।
৬ নম্বরে বিজন রয় এর মন্তব্য এবং আরো কয়েকজনের মন্তব্য ভালো লেগেছে, তবে তার চেয়ে আপনার প্রতিমন্তব্য ভাল লেগেছে, সেটার সংখ্যাটাই বেশী। এসবেও "লাইক" দিয়ে গেলাম। আর কবিতা খুব সুন্দর হয়েছে, এটাতেও ১৮তম "লাইক"।
০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩১
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,
হা ...হা....হা.... চমৎকার বলেছেন - এর শিকার কিছু কবিতাপ্রেমী পাঠক যারা এই স্বপ্নের মায়াজাল এ আটকা পড়ে কাব্যের স্বপ্ন বোনে....
তবে তেমন কবিতাপ্রেমী পাঠক আর পেলুম কই ? অনেকেই তো জালে ধরা পড়ার ভয়ে এ পথ মাড়ালেন না । ব্লগে তো কবি আমরা কম নই ! হতে পারে, আমাদের সব কবিকেই কবিতার কোনও অজগর হয়তো ভাবের বাহুডোরে বাঁধতে পারেনা । এরা অজগরের বাহুডোর থেকে কাৎলা মাছের মতো সড়াৎ করে পিছলে যায় । এই যাহ্... এই লাইনটি লিখতে লিখতে একটি গানের চরণ মনে পড়ে গেলো যা তুলে দেয়ার লোভ সামলানো গেলোনা ----
অনেক সাধের ময়না আমার
বাঁধন কেটে যায়
মিছেই তারে ....। ( বশীর আহমেদ এর গাওয়া )
আর আপনি এমন মনোরম করে যে মন্তব্য করে গেলেন তাতে মনে হচ্ছে , একজন একনিষ্ঠ কবিতাপ্রেমীকে কবিতার জালে আটকাতে পেরেছি । আর আপনি তো তা-ই , যদি আমার বুঝতে ভুল না হয়ে থাকে ।
মন্তব্যের সবটা মিলিয়ে আপনার কবিতা প্রেম, পেতে রাখা উর্মিমালা জালে যে জড়িয়ে গেলো ! এমন কবির জন্যে আমার উঠোন খোলা থাকলো সবসময়ের জন্যে । ভয় নেই এটা অজগরী বাহুডোর নয় , স্নিগ্ধ আবাহন ।
ভালো থাকুন । অনেক শুভেচ্ছা ।
৩৫| ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ৯:২৫
পেন আর্নার বলেছেন: আমি আক্ষরিক অর্থেই সুর করে আবৃত্তি করে পড়েছি আপনার এই কবিতাটি।
খুব ভালো লেগেছে।
শুভকামনা।
০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৩
আহমেদ জী এস বলেছেন: পেন আর্নার ,
হায়রে .... এই অসুরীয় কবিতা আপনি সুর করে আবৃত্তি করেছেন ! এই অতুলনীয় কাজটি করে আপনি যে অসংখ্য ধন্যবাদ আর্ন করে নিলেন, এটা জেনে রাখুন ।
সম্ভবতঃ ব্লগ বেশ স্লো । পোস্ট খুলতে, সবটা ডাউনলোড হতে , মন্তব্য প্রকাশ হতে সময় লাগছে অনেক । রাগ ধরে যাচ্ছে !
৩৬| ০৩ রা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
খায়রুল আহসান বলেছেন: সম্ভবতঃ ব্লগ বেশ স্লো । পোস্ট খুলতে, সবটা ডাউনলোড হতে , মন্তব্য প্রকাশ হতে সময় লাগছে অনেক । রাগ ধরে যাচ্ছে --
আমারও একই অবস্থা! কতজনের কত লেখা পড়ার বাকী আছে, কত কিছু নিজেরও বলার আছে, অথচ শুধু পিছিয়েই পড়ছি আর পিছিয়েই পড়ছি!
০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৬
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,
আবারও এলেন বলে ধন্যবাদ ।
তবে অসহ্য লাগছে, ব্লগটি একদম ঢিমেতালে চলছে দেখে। সেই যে অসুস্থ্য হলো তারপর আর চাঙা হলোনা ।
হুমমমমম.. শুধু পেছিয়ে পড়া । তবে "স্লো বাট ষ্টেডি উইনস্ দ্য রেস " এই বলে আমরা খানিকটা শ্বান্তনা পেতে পারি । এই আপ্তবাক্যটিই এখন সম্ভবতঃ আমাদের পুঁজি ।
ভালো থাকুন আর সুস্থ্য ।
৩৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১০:০৯
কথাকথিকেথিকথন বলেছেন: বেশ ভাবের রেশে লেখা পদ্য । ভাল লেগেছে শব্দভঙ্গি ।
০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:১৫
আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,
দীর্ঘ নির্বাসন শেষে ফিরে আসায় ভালো লাগলো ।
মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
সাথেই থাকুন বরাবরের মতোই । আবার ঝট করে উধাও হয়ে যাবেন না যেন !
৩৮| ০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৬
গোফরান চ.বি বলেছেন: কতোদিন কতোরাত ধরে
বিশ্রাম বিহীন অপেক্ষার পরে
কেউ ধরা দেবে যত্নে পাতা ফাঁদে,
সুপ্ত বাসনায় বোনা এই জাল
ধ্রুপদী ছলে হয়না বিফল ।
শুধু ধরা পড়া অবুঝ শিকার
জানেনা, এ বাঁধন ছেড়ে শক্তি কার !
ভালো লাগলো ।
০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৪৬
আহমেদ জী এস বলেছেন: গোফরাবন চ.বি ,
অনেকদিন পরে আপনাকে দেখে ভালো লাগলো ।
মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
৩৯| ০৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২৬
গোফরান চ.বি বলেছেন: কোনায় ব্যাঙ এর মত একটা মাইনাছ বাটন ছিল বহু আগে। ঝামেলায় পড়ে মাইনাছ খেয়ে গেসিলাম কিছু দিন আগে।
শুভেচ্ছা নিরন্তর।
০৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৯
আহমেদ জী এস বলেছেন: গোফরাবন চ.বি ,
আবারও এসেছেন বলে অসংখ্য ধন্যবাদ ।
ব্লগে থাকুন , সুন্দরতার সাথে থাকুন , থাকুন সকলের হৃদয়ে ।
আপনাকেও শুভেচ্ছা ।
৪০| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:৪৬
পেন আর্নার বলেছেন: :-)
কৃতজ্ঞতা।
০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩২
আহমেদ জী এস বলেছেন: পেন আর্নার ,
উর্মিমালা জালে আবারও ধরা দিয়েছেন দেখে ভালো লাগলো ।
ভালো লাগলো এমন করে ফিরে আসাটুকু ।
ভালো থাকুন দিনভর ।
শুভেচ্ছান্তে ।
৪১| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৪৫
মেহেদী রবিন বলেছেন: অসাধারণ লাগল
০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৫৯
আহমেদ জী এস বলেছেন: মেহেদী রবিন ,
ব্লগে আমার ঘরে স্বাগতম ।
অসাধারন বলাতে কৃতজ্ঞ ।
রাতের শুভেচ্ছা ।
৪২| ১০ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
উদাসী স্বপ্ন বলেছেন: পল্লীভাবের রোমান্টিকতাকে নাগরিক ছাচে লেখা পংক্তিগুলো....বেশ সুখপাঠ্যই ধরা যায়
১০ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৪০
আহমেদ জী এস বলেছেন: উদাসী স্বপ্ন ,
বিশ্লেষণাত্বক মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
শুভেচ্ছান্তে ।
৪৩| ১১ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: মহাকালের উর্ধে উঠে যেতে যেতে
সময়ের চক্র ছেড়ে
দৃষ্টি জুম ইন করে দেখি
পুরোটাই এক
মোহময়, রঙিন সৃষ্টিচক্রের
উর্ণনাভ জাল!
হাসফাস মুক্তির আশায়
সন্তরনশীল আমি
বারবার আরো বেশি ফেঁসে যাই
মায়া, কাম আর মোহের তন্তুতে
+++++++++++
১২ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৩
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,
ঠিক তাই
মরে যাই
পৃথিবীটা দেখে ।
মোহময় রঙ
আর যতো ঢঙ
তা-ই মেখে মেখে ।
জাল সবখানে
শুধু টেনে আনে
আমার "আমি" থেকে !
৪৪| ১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৪
নায়না নাসরিন বলেছেন: ভাইয়া,
মাকড়সা তো দেখছি ভয়ংকর
++++++
১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
আহমেদ জী এস বলেছেন: নায়না নাসরিন ,
আমার ব্লগে আপনাকে স্বাগতম ।
ভয়ংকর মাকড়সাই দেখলেন , কবিতার নরম শরীরটা দেখলেন না ?
অনেকগুলো প্লাস দেয়াতে বুঝলুম কবিতা ভালো লেগেছে । কিছু একটা বললে নিজের ত্রুটিটুকু বুঝতে পারতুম ।
ভালো লাগলো প্লাস সহ আপনার উপস্থিতি ।
শুভেচ্ছান্তে ।
৪৫| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২৮
নায়না নাসরিন বলেছেন: ভাইয়া কবিতা পরেছিতো । কশিতায় নরম শরীর কোথায় ? সেখানেওতো নরকের কীট ঐ ভয়ানক মাকড়সার চতুরতার কথাই লিখেছেন দেখছি । কবিতা পড়তে অনেক ভালোবাসি ভাইয়া । আপনার কবিতাও ভালোলেগেছে ।
১৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৪
আহমেদ জী এস বলেছেন: নায়না নাসরিন ,
হা..হা...হা... ভালো বলেছেন , কবিতায় নরম শরীর কোথায় ?
মাকড়সা হয়তো ভয়ানক ( যদিও জানতুম , মেয়েরা তেলাপোকায় ভয় পায় খুব ) কিন্তু কবিতার শরীর আসলেই নরম ।
কেন এই লাইন ক'টি -----
কী অবাক কারচুপি কাজে ভরাও
হিরন্ময় দ্যুতি জ্বেলে রাখো,
সিঁথির মতো পথ রাখো খুলে
সিঁড়ি ভেঙে ভেঙে অনায়াসে
যেন কেউ উঠে আসে ।
নরম নয় ?
কবিতা পড়তে ভালো লাগে জেনে ভালো লাগলো । আমার ব্লগের কবিতার উঠোনে ঘুরে ফিরে আসতে পারেন ।
শুভেচ্ছান্তে ।
৪৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৪
অপ্সরা বলেছেন: এইসব ছবি কি সে আঁকা ভাইয়া!!!!!!!!!!
মানে মাধ্যম কি ?
গ্রাফিক ইমেজের মত লাগছে!!!!!!
১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৮
আহমেদ জী এস বলেছেন: অপ্সরা ,
না , এটা আমার আঁকা নয় । খেয়াল করেননি , নীচে আমার স্বাক্ষর নেই ।
ঠিকই ধরেছেন , এটা একটা গ্রাফিক ইমেজ ।
৪৭| ০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৭
ল বলেছেন: ঊর্ণনাভ অর্থ মাকড়সা সেটা জানলাম .....................
১১ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৪৫
আহমেদ জী এস বলেছেন: ল,
জ্বী।
ঊর্ণনাভ হলো - ঊর্ণা নাভিতে যাহার। আর "ঊর্ণা" শব্দের অর্থ হলো - লোম বা পশম । সব মিলিয়ে দাঁড়ালো নাভিতে যার পশম আছে। মাকড়শার বেলায় পশম বা লোম বলতে বোঝায় " সূতো / সূতা"।
মাকড়শা পেট থেকে সূতো বের করেই তো জাল বোনে।
ধন্যবাদ এই পুরোনো লেখাটি দেখার জন্যে।
©somewhere in net ltd.
১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৫
কালপুরুষ কালপুরুষ বলেছেন: ভালো লাগলো।
সুপ্রভাত।