নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...
নহে সহজ এই পথচলা
কতো কিছু যে হয়েছে বলা
এতোদিনে কতোবার …..
তাহারে স্মরণে রাখি
সবাই উন্মুখ থাকি
জন্ম হোক তার পূণর্বার ।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৫
শাহরিয়ার কবীর বলেছেন: জুন আপুর প্রতি শ্রদ্ধা ও ভালবাসা অবিরত।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২২
আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,
"জুন আপু" র প্রতি আপনার এই শ্রদ্ধা ও অবিরত ভালবাসা, "জুন"কে নিয়ে যাক ব্লগের আরো সুদীর্ঘ পথে............
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৩
বিজন রয় বলেছেন: বাহ!
আপনার হলো ৬ বছর এক মাস!! কম না!
জুন আপনার জন্য অনেক অনেক শুভকমনা।
আর আপনাকেও অজস্র ধন্যবাদ।
ভাল থাকুন সবাই।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৬
আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,
আপনাকেও অজস্র ধন্যবাদ এমন করে শুভেচ্ছা জানানোতে ।
ভালো থাকুন , থাকুন সুখে ..............
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩১
বিজন রয় বলেছেন: আবারো শুভেচ্ছা..............
জানা নেই, জানা নেই
কী এমন জন্মসূত্র!
ক্ষণিকের অস্তিত্ব শুধু
মলিন হয়, বিলীন হয়
আমি এই কোন মানবপুত্র!
আমার কোন ঠিকানা নেই,
নেই কোন সীমানার বন্ধন!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৮
আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,
চমৎকার কবিতা ।
আমাদের কোথাও থাকেনা জন্মসূত্র
আমি- আমরা এক অমৃতস্যপূত্র ,
ক্ষনিক আছি, ক্ষনিকে বিলীন
তবুও সীমানা খুঁজে মরি সারাদিন ...................
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: জুনাপুর জন্য শুভকামনা। আরো দীর্ঘ আর বৈচিত্র্যময় হোক পথচলা।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৮
আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,
জুনাপুর জন্য শুভকামনা। আরো দীর্ঘ আর বৈচিত্র্যময় হোক পথচলা।
আপনার এমন আশাবাদ নিশ্চয়ই "জুন"কে সাহস জোগাবে ।
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৮
চাঁদগাজী বলেছেন:
জুনকে অভিনন্দন।
৮ বছরে অনেক ব্লগার যোগ হয়েছেন, কিছু ব্লগার নিস্ক্রিয় হয়ে গেছেন, জুন শক্তিশালী পর্যবেক্ষক হিসেবে আপন মহিমায় দীপ্তমান।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৬
আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,
"জুন" আপন মহিমায় দীপ্তমান , সন্দেহ নেই । তার ভ্রমনকাহিনী যেমন ইতিহাসে ঠাসা তেমনি তার বিভিন্ন লেখায় ঠাসা থাকে প্রকৃতি প্রেমের কথা । বিভিন্ন মন্তব্যেও তার প্রগাঢ় পান্ডিত্যের দেখা মেলে ।
"জুন" এর এই পথচলা চলুক অনন্তকাল ....................
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৪
সৈয়দ ইসলাম বলেছেন:
বেগম জুনের জন্য অভিনন্দন। এই সুদীর্ঘ সময়ে তাকে অনেক কিছুই ডিঙিয়ে আসতে হয়েছে, যা কেবল তার সুধৈর্য ও গভীর মনোযোগেরই ফল। এই সার্থকতার জন্য তার প্রতি নিরন্তর শুভকামনা থাকলো।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৮
আহমেদ জী এস বলেছেন: সৈয়দ ইসলাম ,
চমৎকার বলেছেন ---এই সুদীর্ঘ সময়ে তাকে অনেক কিছুই ডিঙিয়ে আসতে হয়েছে, যা কেবল তার সুধৈর্য ও গভীর মনোযোগেরই ফল।
হ্যা ... আমাদের অনেক পুরোনো ব্লগার আছেন যারা সবাই ধৈর্য আর গভীর মনোযোগের সাথে ব্লগে নিবেদিত । "জুন" এর সাথে সাথে তাঁদের সবাইকেই দীর্ঘ ব্লগ পরিভ্রমনের জন্যে শুভেচ্ছা ।
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৭
তারেক ফাহিম বলেছেন: আট বছর ব্লগে
শুভ কামনা জুনাপু’র জন্য।
আপনাকেও ধন্যবাদ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৮
আহমেদ জী এস বলেছেন: তারেক ফাহিম ,
আপনার শুভকামনা নিশ্চয়ই "জুন" দেখে থাকবেন এখানে ।
ধন্যবাদ আপনাকেও মন্তব্যের জন্যে ।
৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জুন আপু আমার দেশি আপু। আট বছর পূর্তিতে আপুর জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো।
একবার জুন আপুকে আমার একটা লেখায় লিখেছিলাম। তারকাজরিপ
আপনার ৬ লাইন চমৎকার লেগেছে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫২
আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,
আপনারা দু'জনে একই মেরুর, আমি "কাবাব মে হাড্ডি"র মতো আরেক মেরুর । আপনার দেশি আপু এতোক্ষনে আপনার শুভেচ্ছাবার্তা পেয়ে গেছেন মনে হয় ।
ঐ ৬ লাইন দিয়েছি পরে। প্রথমে শুধু পেইন্টশপে করা শুভেচ্ছাবাণীর ছবিটি ছিলো । পরে ভাবলুম একদম খালি খালি লাগছে । তাই ঝটপট ঐ ৬ লাইন দিতে হয়েছে । আপনার কাছে চমৎকার লেগেছে জেনে ভালো লাগলো ।
শুভেচ্ছান্তে ।
১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০১
শামচুল হক বলেছেন:
৮ বছর পূর্তিতে অভিনন্দন
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৭
আহমেদ জী এস বলেছেন: শামচুল হক ,
এতো এতো মিষ্টি কি সহব্লগার জুন এর বাড়ীতে এসএমএস করে পাঠানো যেতোনা ???????
১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৭
প্রামানিক বলেছেন:
জুন আপার ব্লগে আট বছর পূর্তিতে কি দিয়ে অভিনন্দন জানাবো খুঁজে পাচ্ছি না, তাই আপাতত গরম গরম জিলাপী দিলাম।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৩
আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,
ঈশশশশশশশশশ , গরমা গরম জিলাপী কতোদিন খাইনা !
তা, আপনার পেটে তো আসলেই জিলাপীর প্যাঁচ ----- প্রথমে "শামচুল হক" হয়ে চমচম পাঠালেন আবার পরে " প্রামানিক " হয়ে জিলাপী পাঠালেন যা খাওয়া তো দূর, দেখতেও পয়সা লাগেনা !
এখন যে খেতে মুঞ্চায় .. তার কি হবে ?
১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৯
সেলিম আনোয়ার বলেছেন: জুনাপিকে অভিনন্দন। আর শুভ কামনা। অনেক ব্লগার ৮ বছর পার করেছেন। তাঁর মতো সমৃদ্ধ লেখা খুব কম জনের আছে। আপনাকেও অভিনন্দন ও কৃতজ্ঞতা একজন গুণী জনের আট বছর পূর্তি উপলক্ষে পোস্ট দেয়ার জন্য। আপনিও একজন দারুন ব্লগার। জুনাপি আরও দীর্ঘ দিন লিখুন।তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০০
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
আপনার অবজারভেশান ঠিক --- তাঁর মতো সমৃদ্ধ লেখা খুব কম জনের আছে।
তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করায় "জুন" নিশ্চয়ই খুশি হবেন ।
১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১০
বিলিয়ার রহমান বলেছেন: আট এ যেন আঠারোর আগাম বার্তা
এক দুই করে
আট একদিন ঠেকো তুমি
আঠারোর ঘরে!!!
জুনাপি অষ্টম বর্ষ পূর্তির শুভেচ্ছা!
শুভেচ্ছা প্রিয় জী এস মেয়াবাইকেও, বিষয়টা আমাদের গোচরীভূত করানোর জন্য!
ও হ্যা কাব্য কথনটা কিন্তিক সেই ছিল!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,
এক দুই করে
আট একদিন ঠেকো তুমি
আঠারোর ঘরে!!!
দারুন বলেছেন । অষ্টম বর্ষ পূর্তির শুভেচ্ছা আপনার জুনাপি জেনে গেছেন এবং আপনাদের সকলকে প্রতি শুভেচ্ছাও জানিয়েছেন ।
১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৬
তারেক_মাহমুদ বলেছেন: জুনাপির জন্য শ্রদ্ধা ভালবাসা, আট বছর অনেক সময় আমরা এতদিন টিকে থাকতে পারবো কিনা জানিনা।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৭
আহমেদ জী এস বলেছেন: তারেক মাহমু৩২৮ ,
কেন টিকতে পারবেন না বলে ভাবছেন ? নিজের প্রতি আস্থা রাখুন তবেই যুগ যুগ টিকে থাকতে পারবেন ।
আপনার শ্রদ্ধা ভালবাসার জবাবে জুন আপনাদের সকলকে প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ।
১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪২
জাহিদ অনিক বলেছেন:
ব্লগের ইবনে বতুতা জুন আপুকে আট বছর পূর্তির শুভেচ্ছা!!
আপনাকে অনেক ধন্যবাদ আহমেদ জী এস
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৪
আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক ,
মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
আপনার শুভেচ্ছার জবাবে জুন আপনাকেও প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ।
১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২২
শায়মা বলেছেন: জুন আপুর জন্য ভালোবাসা......
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৩
আহমেদ জী এস বলেছেন: শায়মা ,
২২ নম্বর মন্তব্যে জুন আপনাকেও আন্তরিক শুভকামনা জানিয়েছেন ।
১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৩
মলাসইলমুইনা বলেছেন: প্রিয় ব্লগার জুনের সাথে প্রায় অর্ধেক পৃথিবী ঘুরে ফেললাম প্রচন্ড ঘর কুনো হয়েও | ইলান মূসকের Space X -এর মহাশূন্যে অভিযানের যুগে আগামী এক দশকের মধ্যেই হয়ত মঙ্গলেও মানুষের পায়ের ছাপ পড়বে | মঙ্গল গ্রহে নিজে যেয়ে তার সচিত্র বর্ণনা ব্লগে না দেওয়া পর্যন্ত আশাকরি আরো একদশক জুন তার ভ্রমণ কাহিনী লিখেই যাবেন আমাদের জন্য | আজকের ব্লগ লেখা আট বছর পেরিয়ে আটাশ বছর হোক না হলে অন্তত আরো আঠারো বছর সচল থাকে সেই কামনা রইলো প্রিয় ব্লগার জুনের জন্য | জিএস ভাই আপনাকেও ধন্যবাদ এই খবর আমাদের জানবার জন্য |
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৫
আহমেদ জী এস বলেছেন: মলাসইলমুইনা ,
মঙ্গল গ্রহে নিজে যেয়ে তার সচিত্র বর্ণনা ব্লগে না দেওয়া পর্যন্ত আশাকরি আরো একদশক জুন তার ভ্রমণ কাহিনী লিখেই যাবেন আমাদের জন্য |
যে হারে ঘুরে বেড়াচ্ছেন জুন , তাতে বলা যায়না ; একদিন দেখবো ব্লগে তাঁর একখানি পোস্ট - " মঙ্গলের লাল মাটিতে প্রোথিত ইতিহাস "
১৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: জুনাপুর জন্য শুভকামনা অবিরত। আরো দীর্ঘ আর বৈচিত্র্যময় হোক পথচলা। সবসময় সুন্দর সব পোস্ট নিয়ে আমাদের মাঝে থাকুন তিনি যুগ যুগ ধরে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৮
আহমেদ জী এস বলেছেন: মাহমুদুর রহমান সুজন ,
আপনার শুভকামনা "জুন' দেখেছেন এবং আপনাকেও আন্তরিক শুভকামনা জানিয়েছেন ।
ধন্যবাদ মন্তব্যের জন্যে ।
১৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৮
কালীদাস বলেছেন: হ্যাঁ, অনেক বছর ধরেই আছেন নিয়মিতভাবে, থাইল্যান্ডের গুগলম্যাপের হিউম্যান-ইন্টারফেস হয়ে গেছেন অনেকটাই। শুভেচ্ছা রইল সর্বপ্রকার ক্যাঁচাল/শব্দদূষণ এড়িয়ে চলা ব্লগার জুনের প্রতি।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৯
আহমেদ জী এস বলেছেন: কালীদাস ,
সর্বপ্রকার ক্যাঁচাল/শব্দদূষণ এড়িয়ে চলা "জুন" এর একটা ভালো দিক নিঃসন্দেহে ।
আপনার মতো আমারও মনে হয়েছে - জুন যেন থাইল্যান্ডের গুগলম্যাপের হিউম্যান-ইন্টারফেস হয়ে গেছেন অনেকটাই।
আপনার শুভেচ্ছা "জুন' দেখেছেন এবং আপনাকেও আন্তরিক শুভকামনা জানিয়েছেন ।
মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
২০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৩
কথাকথিকেথিকথন বলেছেন:
জন্ম কেন পুণর্বার ! তিনিই বেঁচে থাকুক এভাবে...
দুই হালি বছরের শুভেচ্ছা !
এই পথ যদি না শেষ তবে কেমন হতো..... তিনি যেন এই কেমন হতো এর উত্তরে পৌছে যেতে পারেন সেই শুভ কামনা রইলো ।
আপনার কয় বছর !! আপনি চলুন এভাবে.... পথ না শেষ হওয়ার পথে...
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৫
আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,
এ জন্ম যে সে জন্ম নয় ! এ জন্ম নতুন নতুন রূপে জেগে উঠবার !
আপনার শুভকামনা "জুন' দেখেছেন এবং আপনাকেও আন্তরিক শুভকামনা জানিয়েছেন ।
আমার ? পৌনে দু'হালির কাছে ..............
২১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
ওমেরা বলেছেন: আট বছর পূর্তিতে জুন আপুর জন্য অনেক অনেক শুভেচ্ছা । আপনার জন্য ধন্যবাদ ভাইয়া।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০১
আহমেদ জী এস বলেছেন: ওমেরা ,
মন্তব্যের জন্যে শুকরিয়া ।
আপনার মন্তব্যের উত্তরে "জুন' আপনাকেও আন্তরিক শুভকামনা জানিয়েছেন ।
২২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
জুন বলেছেন: আহমেদ জী এস,
লগ ইন হয়ে আপনার এই লেখাটি আলোচিত পাতায় দেখে আশ্চর্য্য সাথে আপ্লুতও হোলাম । আমার আট বছর পুর্তিকে অত্যন্ত সুন্দর একটি চিত্র আর কাব্যের সাথে স্মরন করেছেন সহ ব্লগারদের প্রতি আপনার স্বভাবজাত দরদ দিয়ে তার জন্য কি বলে ধন্যবাদ জানাবো ভেবেই পাচ্ছি না। আট বছর কিন্ত আমার মত একজন অস্থির চিত্তের মানুষের জন্য মেলা দেন। শুধু মাত্র আপনাদের অনুপ্রেরনা, উৎসাহ আর ভালোবাসায় কেমন করে দেখতে দেখতে এতগুলো বছর পার করে ফেল্লুম তা ভেবে নিজেও অবাক হই বইকি !
যে সমস্ত সহ ব্লগাররা এই পোষ্টে এসে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন তারা প্রত্যেকে আমার অত্যন্ত প্রিয় । আপনার মাধ্যমে জানাই তাদের সবার জন্য রইলো আমার আন্তরিক শুভকামনা ।
ভালো থাকুন, সুস্থ থাকুন আর সজীব থাকুন সেই প্রত্যাশাই রইলো ।
+ ও প্রিয়তে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫০
আহমেদ জী এস বলেছেন: জুন ,
সামু একটি পরিবার । একথা মাথায় রেখেই আপনার বর্ষপূর্তিটাকে তুলে ধরলুম যেহেতু আপনি ব্লগে সকলের প্রিয় একজন । সামুর প্রতি আপনার নিবেদন অটুট থাক পিছনের দিনগুলির মতোই ।
রঙিন ছবিটি নিঃসন্দেহে রঙে দুলিয়ে দিয়ে যাবে সকল সহব্লগারদের ।
আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন আর সজীব থাকুন চিরকাল ।
২৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন:
সময় চলে যায় রয়ে যায় স্মৃতি
স্মৃতিতে জুনাপু তুমি ভাল অতি
কত অজানা হল জানা, কত অদেখারে দেখালে
কত ইতিহাস কত সভ্যতার সাথে পরিচয় করালে!
রয়ে গেল ঋন অগণণ
শুভকামনায় দোয়া ভাল থেকো আজীবন
সব সূখ চুমে যাক চরণ
আমাদের সংগ দিও আমরণ।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় আহমেদ জিএস ভায়া স্মরণ করিয়ে দেয়ায়।
আপনার জন্যেও অন্তহীন শুভ কামনা।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৬
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,
সহব্লগার "জুন" এর জন্যে আপনার কবিতার এই লাইন ক'টা যথোপযুক্ত ----
সময় চলে যায় রয়ে যায় স্মৃতি
স্মৃতিতে জুনাপু তুমি ভাল অতি
কত অজানা হল জানা, কত অদেখারে দেখালে
কত ইতিহাস কত সভ্যতার সাথে পরিচয় করালে!
আপনার এমন সুন্দর শুভকামনা "জুন' দেখেছেন এবং আপনাকেও আন্তরিক শুভকামনা জানিয়েছেন ।
শুভেচ্ছান্তে ......................
২৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৫
ধ্রুবক আলো বলেছেন: গাজী ভাইয়ের মন্তব্য সুন্দর লাগলো বেশ। আট বছর সত্যি কম সময় নয়। বিশাল একটা সময়, তাও আবার ব্লগে। এই সময়ে পৃথিবীতে অনেক কিছু ঘটে গেছে, বদলে। এই সময়ের মধ্যে জুন আপু দীপ্তমান, যা সত্যি প্রশংসার উর্ধে।
জুন আপুর জন্য অনেক শুভ কামনা, উনার দীর্ঘ আয়ু ও দীর্ঘ ব্লগ আয়ু কামনা করি।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩২
আহমেদ জী এস বলেছেন: ধ্রুবক আলো ,
জ্বী... সহব্লগার চাঁদগাজী র অনেক মন্তব্যই সুক্ষ বিশ্লেষণে প্রাজ্ঞ ।
সুন্দর বলেছেন --- এই সময়ে পৃথিবীতে অনেক কিছু ঘটে গেছে, বদলে। এই সময়ের মধ্যে জুন আপু দীপ্তমান, যা সত্যি প্রশংসার উর্ধে।
"জুন" সম্ভবত আপনার এই শুভকামনার বার্তাটি দেখে থাকবেন ।
আর আমার পক্ষ থেকে মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
২৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৫
নূর-ই-হাফসা বলেছেন: জুন আপু অনেক অনেক শুভেচ্ছা
আর অনেক শুভকামনা ।
ব্লগে আরো বহু বছর এমনি ভাবে থাকুন সেই কামনা র ইলো ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৩
আহমেদ জী এস বলেছেন: নূর-ই-হাফসা ,
"জুন" আপনার এই শুভকামনার বার্তাটি দেখেছেন এবং ৩৮ নম্বর মন্তব্যে তাঁর শুভ কামনাও জানিয়েছেন আপনাকে ।
আর আমার পক্ষ থেকে মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
২৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৬
ডঃ এম এ আলী বলেছেন: জনপ্রিয় ব্লগার জুন আপুর জন্য ভালবাসা ও নিরন্তন শুভেচ্ছা রইল ।
আপনার প্রতিও রইল অনেক অনেক ধন্যবাদ ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৬
আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী ,
"জুন" আপনার এই শুভেচ্ছা বার্তাটি দেখেছেন এবং ৩৮ নম্বর মন্তব্যে তাঁর শুভ কামনাও জানিয়েছেন আপনাকে ।
শুভেচ্ছা জানবেন ।
২৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: জুনকে অভিনন্দন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৮
আহমেদ জী এস বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম
জুন, আপনাকেও অভিনন্দন জানিয়েছেন ৩৮ নম্বর মন্তব্যে।
মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
২৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২০
মনিরা সুলতানা বলেছেন: অভিনন্দন জুন আপু !!
অনেক ভালোবাসা ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৪
আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,
জুন, আপনাকেও অভিনন্দন জানিয়েছেন ৩৮ নম্বর মন্তব্যে এরকমটি বলে -- "অসাধারন কাব্য প্রতিভার অধিকারী মুনিরা আমার প্রিয় একজন যিনি আমার প্রিয় শালিক পাখি নিয়ে সম্প্রতি এক অসাধারন কবিতা লিখেছেন, "
আর আমার পক্ষ থেকে মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
২৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আট বছ র আমার জন্য অনেক সময়। জানিনা তত দিন ব্লগে আমাকে টিকিয়ে রাখা হবে কিনা। জুন আপুকে শুভেচ্ছা।।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১০
আহমেদ জী এস বলেছেন: শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) ,
ব্লগে টিকে থাকতে হলে সব সময় সত্যের ছায়া অবলম্বন করতে হবে । সত্য-মিথ্যা নিয়ে এদিক ওদিক ক্যাঁচাল করলে কদ্দিন টেকেন বলা মুশকিল !!!!!
৩৮ নম্বর মন্তব্যে জুন আপনাকেও শুভেচ্ছা জানিয়েছেন ।
মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
৩০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৩
সুমন কর বলেছেন: জুন আপুর জন্য অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন !!
বিষয়টি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকেও ধন্যবাদ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২২
আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,
আমাকে ধন্যবাদ দেয়াতে আপনাকেও ধন্যবাদ ।
জুন, আপনাকেও তাঁর শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়েছেন ৩৮ নম্বর মন্তব্যে।
৩১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:০৭
জানা বলেছেন:
তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন
সূর্যের মতন-------
৮ম বর্ষপূর্তির শুভেচ্ছা জুন আপু। ভালবাসা।
ধন্যবাদ গাজী ভাই। শুভেচ্ছা এবং ভালবাসা আপনাকেও।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৮
আহমেদ জী এস বলেছেন: জানা ,
অভাবিত ভাবে আপনি এলেন ! আমার উঠোনের জমিনে যেন সিঞ্চিত হলো জল ।
যে কুহেলিকা উদ্ঘাটন করে সূর্যের মতন ভালবাসা জানালেন জুনকে তার আলোয় হিরন্ময় হলো আমার উঠোনখানি ।
কোকিলা বসন্তের শুভেচ্ছা এবং ভালবাসা আপনাকেও ।
৩২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৪২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন,
এভাবেই করতে থাকুন বিচরণ, জেগে থাকুক বাংলা প্রেম হাজার লক্ষ কোটি বছর।
অনেক শুনেছি, দেখেছি অনেক বাঙালি প্রাণ,
সবার মাঝে অন্যতম বাংলার প্রতি প্রেম তার;
সূর্যর মত নিজে জ্বলে করেন বাংলার জয়গান,
ভালোবাসা তার প্রতি মোর বিনম্র শ্রদ্ধা সম্মান।
শুভ সকাল
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৩
আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,
ভালোবাসা তার প্রতি মোর বিনম্র শ্রদ্ধা সম্মান।
সহ-ব্লগার জুন এর জন্যে এ আপনার শ্রদ্ধামন্ডিত এক আন্তরিকতারই প্রকাশ ।
৩৮ নম্বর মন্তব্যে জুন আপনাকেও তাঁর শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়েছেন ।
রাতের শুভেচ্ছা আপনার জন্যে ।
৩৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আট বছরের সুদীর্ঘ পথচলাতে অনেক অনেক অভিনন্দন আপু। এতদিন ধরে ব্লগের সাথে যুক্ত থেকে লেখালেখি চালিয়ে যাওয়া কম কথা নয়। কামনা করি আরও সুদীর্ঘ হোক আপনার পথচলা।
পোস্টের জন্য আহমেদ জী এস ভাইকে অনেক অনেক ধন্যবাদ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৫
আহমেদ জী এস বলেছেন: সম্রাট ইজ বেস্ট ,
আহমেদ জী এস ভাইকে অনেক অনেক ধন্যবাদ না হয় দিলেন, তার আগে আপনার অভিনন্দনের জবাবে জুন যে প্রতি শুভেচ্ছা
আপনাকে জানিয়েছেন তা জানিয়ে যাই -----মন্তব্যে অনুপ্রানিত সম্রাট ইজ বেষ্ট , আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা । আপনাদের সহযোগীতা না পেলে এই দীর্ঘ পথ চলা আমার পক্ষে হয়তো সম্ভবই হতো না ।
(৩৮ নং মন্তব্য )
৩৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩২
সোহানী বলেছেন: ও মাই গড, খেয়ালইতো করিনি............... অনেক অনেক ধন্যবাদ প্রিয় জী ভাই স্মরণ করানোর জন্য।
জুনাপু তার আপর মহীমায় সর্বদায়ই উজ্জ্বল। আটটি বছর, সুদীর্ঘ সময়.... এ দীর্ঘ সময়ে অসাধারন সব লিখা উপহার দিয়ে চলেছেন আমাদের। অনেক অনেক কিছু জেনেছি, অনেক কিছু শিখেছি, নতুন সব স্থানে ভ্রমণ করেছি উনারই সাথে।.....
এভাবে চলুক একসাথে পথ চলা দিনের পর দিন পাশাপাশি হাজার বছর.................
(আমি তাইলে সিনিয়র..........হাহাহাহাহাহা)
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১০
আহমেদ জী এস বলেছেন: সোহানী ,
আপনার আন্তরিক মন্তব্যের জবাবে জুন যে প্রতি শুভেচ্ছা আপনাকে জানিয়েছেন তা জানিয়ে যাই -- হাসিতে খুশীতে রসে রসিকতায় ব্লগ মাতিয়ে রাখা ব্লগার সোহানী, আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা । আপনাদের সহযোগীতা না পেলে এই দীর্ঘ পথ চলা আমার পক্ষে হয়তো সম্ভবই হতো না । (৩৮ নং মন্তব্য )
ঠিকই বলেছেন, সামুতে আমরা যেন এভাবে চলি একসাথে পথ , দিনের পর দিন পাশাপাশি হাজার বছর..........
রাতের শুভেচ্ছা ।
৩৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: অভিনন্দন।
উভয়ের জন্য শুভকামনা।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৪
আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার ,
আপনার অভিনন্দনের জবাবে জুনও আপনাকে শুভকামনা জানিয়েছেন এভাবে --- অত্যন্ত সক্রিয় ব্লগার মাইদুল সরকার, আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা । আপনাদের সহযোগীতা না পেলে এই দীর্ঘ পথ চলা আমার পক্ষে হয়তো সম্ভবই হতো না ।
৩৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০১
মোস্তফা সোহেল বলেছেন: জুন আপুর জন্য শ্রদ্ধা ও ভালোবাসা......
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৯
আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,
আপনার জুন আপু এই ভালোবাসার জবাবে কি বলেছে দেখুন ---- আমার মতই বিড়াল প্রেমী কবি মোস্তফা সোহেলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা ।
৩৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১০
নতুন নকিব বলেছেন:
যুগান্তরের মাইলফলক পেরিয়ে পথচলা হোক আরও দৃপ্ত।
মোবারকবাদ আমার সুদক্ষ পর্যটক বোনকে। সামুর আঙিনাকে অতিব যত্নে তুলির আঁচরে ভ্রমনময় করে তুলেছেন তিনি। অভিনন্দন শ্রদ্ধেয় আহমেদ জী এসকে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ছোট্ট কবিতায় বিমলিন আন্তরিকতার বহিপ্রকাশ ঘটানোয়।
মলাসইলমুইনার সুন্দর মন্তব্যের প্রত্যুত্তরটাও মজার হয়েছে- যে হারে ঘুরে বেড়াচ্ছেন জুন , তাতে বলা যায়না ; একদিন দেখবো ব্লগে তাঁর একখানি পোস্ট - " মঙ্গলের লাল মাটিতে প্রোথিত ইতিহাস "
এমনটা হলেও হতে পারে!
বিজন রয়, বিদ্রোহী ভৃগু এবং নাঈম জাহাঙ্গীর নয়ন ভাইয়ের কবিতা ভাল লাগলো।
অনেকের মন্তব্য ভাল লেগেছে। চাঁদগাজী ভাইয়ের সংক্ষিপ্ত মন্তব্যটি দারুন।
যারা শুভকামনা জানিয়ে গেলেন- অনেক ধন্যবাদ সকলকে। প্রত্যেকের জন্য শুভকামনা নিরন্তর।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৭
আহমেদ জী এস বলেছেন: নতুন নকিব ,
চমৎকার একটি মন্তব্য ।
হ্যাঁ ....যুগান্তরের মাইলফলক পেরিয়ে আমাদের সকলেই পথচলা হোক আরও দৃপ্ত।
" মঙ্গলের লাল মাটিতে প্রোথিত ইতিহাস " এমনটা হলেও হতে পারে ! ইবনে বতুতা জুনের কাছে এটা কোনও ব্যাপারই না ..
"বিজন রয়" , "বিদ্রোহী ভৃগু" এবং "নাঈম জাহাঙ্গীর নয়ন" , এদের কবিতা আসলেই সুন্দর হয়েছে । "চাঁদগাজী" তালে সব সময়ই ঠিক , সুক্ষ্ণদর্শী ।
জুন নিশ্চয়ই আপনার এই মোবারকবাদ পেয়ে খুশি হবেন ।
নিরন্তর আর অকৃপন শুভেচ্ছা আপনার জন্যেও ।
৩৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪২
জুন বলেছেন: প্রিয় ব্লগার শাহরিয়ার কবীর,বিজন রয়, দিশে হারিয়ে আমার লেখায় ইদানীং গরহাজির দিশেহারা রাজপুত্র, রাজনৈতিক বিষয় নিয়ে লেখালেখি আর চাছাছোলা মন্তব্যে সবার হৃদয়ে দাগ কেটে যাওয়া ব্লগার চাঁদগাজী, সৈয়দ ইসলাম, তারেক ফাহিম, আমার দেশী ভাই ছাই ভাই, মিষ্টি নিয়ে শামচুল হক আর ছড়াকার প্রামানিক ভাই, যে কোন বিষয় নিয়ে মুহুর্তের মধ্যে একটি কবিতা লিখতে পটু সেলিম আনোয়ার, লেখাচুরির বিরুদ্ধে প্রতিবাদী ব্লগার বিলিয়ার রহমান, তারেক মাহমু৩২৮, কবি জাহিদ অনিক, ব্লগ আইকন প্রিয় মুখ শায়মা, নতুন এসেও আন্তরিক মন্তব্যে সবার মনে স্থান করে নেয়া প্রিয় ব্লগার মলাসইলমুনা, আমার আড্ডা ভাই বহুদিনের ব্লগ সাথী মাহ্মুদুর রহমান সুজন, আট বছর ধরে আমার সকল অখাদ্য লেখার একনিষ্ঠ পাঠক কালীদাস, কথাকেথি যার নামটি উচ্চারন আমার জন্য কষ্টকর হলেও ঐ নামটির জন্যই মনে থাকে তার কথা ,লেখালেখিই তো বটেই, ওমেরা স্বল্প সময়ের মাঝে সবাইকে আপন করে নেয়া এক নাম, , বিদ্রোহী ভৃগু যার নামেই তার পরিচয়, কি কবিতায় কি পারিপার্শিক বিষয় নিয়ে লেখালেখিতে, ধ্রুবক আলো যার লেখার আমি এক ভক্ত, বহুদিন পর সক্রিয় হয়ে ওঠা অনেক পুরনো একজন উল্লেখযোগ্য ব্লগার নুর ই হাফসা,ব্লগের এক বিদগ্ধ জ্ঞ্যানী ব্যক্তি যার সহজ সরল লেখায় উঠে আসে দুরুহ সব বিষয় সেই প্রিয় মুখ ডঃ এম আলী, আশেপাশের নানা বিষয় নিয়ে প্রাঞ্জল লেখায় সবাইকে মুগ্ধ করা হেনা ভাই, অসাধারন কাব্য প্রতিভার অধিকারী মুনিরা আমার প্রিয় একজন যিনি আমার প্রিয় শালিক পাখি নিয়ে সম্প্রতি এক অসাধারন কবিতা লিখেছেন, প্রিয় মুখ শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া), যে কোন কিছু লিখেই যার ছোট্ট দু লাইনের এক মন্তব্যের প্রত্যাশায় থাকি সেই সুমন কর, জানা সারাদিনের দক্ষ যজ্ঞের পরও সামান্য একজনকে শুভেচ্ছা জানাতে এসেছেন তার জন্য খুব খুশী হয়েছি , নীচে আপনার থাই নামের একটি ছবি দিয়েছি সময় পেলে দেখবেন আশাকরি নাঈম জাহাঙ্গীর নয়ন কবিতায় দক্ষ এক সহ ব্লগার আমার, মন্তব্যে অনুপ্রানিত সম্রাট ইজ বেষ্ট ,হাসিতে খুশীতে রসে রসিকতায় ব্লগ মাতিয়ে রাখা ব্লগার সোহানী, অত্যন্ত সক্রিয় ব্লগার মাইদুল সরকার, আমার মতই বিড়াল প্রেমী কবি মোস্তফা সোহেলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা । আপনাদের সহযোগীতা না পেলে এই দীর্ঘ পথ চলা আমার পক্ষে হয়তো সম্ভবই হতো না ।
সবশেষে এই বিশেষ দিনটিকে ছবিতা আর কবিতায় রাঙ্গিয়ে তোলার জন্য অনেক দিনের সহ ব্লগার আহমেদ জী এস কে অন্তর থেকে ধন্যবাদ ও শুভকামনা ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৪
আহমেদ জী এস বলেছেন: জুন ,
আপনার এই সুলিখিত ও সুবিধৃত মন্তব্যটি আমার খাঁটুনি অনেকখানি কমিয়ে দিয়েছে । ধন্যবাদ ।
আপনার এই মন্তব্য পেয়ে মন্তব্যদাতা সব সহ-ব্লগাররা খুশি হবেন নিশ্চয়ই !
আপনার জন্যেও রইলো ধন্যবাদ ও শুভকামনা । শুভ সকাল ...............
৩৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫১
শামছুল ইসলাম বলেছেন: এতো সুন্দর একটা কবিতায় এতো সুন্দর করে জুন আপার আট বছর পূর্তির স্নিগ্ধ বার্তা পড়ে যারপর নাই আনন্দিত ।
আহমেদ জী এস ভাইয়ের আন্তরিকতার ছোঁয়াটা অনুভব করে অভিভূত ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৫
আহমেদ জী এস বলেছেন: শামছুল ইসলাম ,
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের আন্তরিকতায় ।
জুন নিশ্চয়ই আপনার এই মন্তব্যটি দেখে খুশি হবেন ।
৪০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০০
নীলপরি বলেছেন: পড়তে একটু দেরী করে ফেলেছি ।
আপনাদের দুজনের জন্যই শুভকামনা রইলো ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০২
আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,
আমিও জবাব দিতে খানিকটা দেরী করে ফেললুম ।
শুভকামনার জন্যে আমার পক্ষের ধন্যবাদটি জানিয়ে দিলুম ।
আর বাকী শুভকামনার জন্যে জুন নিশ্চয়ই আপনাকে শুভকামনা জানাবেন ।
৪১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
করুণাধারা বলেছেন: আপনার শুভেচ্ছা কার্ডে দয়া করে আমার নামখানাও যোগ করে দেবেন।
কার্ড চমৎকার, দৃষ্টিনন্দন হয়েছে, সাথের কবিতাটাও দারুন। আপনাকেও অভিনন্দন!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪১
আহমেদ জী এস বলেছেন: করুণাধারা ,
আপনার কল "বগি.....বগি.........." ( হাউজি খেলায় ভুল কল ) হয়েছে !!!!! আপনার বয়স দেড় বছর হয়েছে মাত্র । দেড় বছরে বর্ষপূর্তি হয়না । বগি কলে পাবলিক যেমন ফূর্তি পায়, তেমন ফূর্তি হতে পারে ।
চেক ইওর নেক্সট লাইন ( বছর ) .......................
খুব ভালো লাগলো আপনার মন্তব্যখানি। প্রস্তুতি নিয়ে রাখছি , বেঁচে বর্তে থাকলে ছয় মাস পরে কার্ডে আপনার নাম উঠতে পারে । এখন কথা হলো, আগে আসিলে আগে পাইবেন ভিত্তিতে হলেও আপনার বুকিং আগে । সো বি কনফিড্যান্ট !!!!!!!
ভালো থাকুন , সুস্থ্য থাকুন । শুভেচ্ছান্তে ।
৪২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৯
আরজু পনি বলেছেন: প্রিয় ব্লগার, জুন...অসাধারণ তাঁর ব্লগিং এ ৮ বছর!!!
দারুণ!!!
অনেক অভিনন্দন রইলো, প্রিয় ব্লগারের জন্যে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
আহমেদ জী এস বলেছেন: আরজু পনি ,
অনেকদিন পরে এসে দারুন বলে যাওয়াতে ভালো লাগলো ।
যার জন্যে এই মন্তব্য সেই সহব্লগার "জুন" নিশ্চয়ই আপনার এই মন্তব্যটি দেখে খুশি হবেন ।
৪৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩৭
উম্মে সায়মা বলেছেন: জুন আপুর ব্লগিংয়ের আট বছর পুর্তিতে অভিনন্দন ও শুভেচ্ছা!
আর সহব্লগারদের প্রতি আপনার আন্তরিকতা দেখে আপ্লুত আহমেদ জী এস ভাই!
শুভকামনা দুজনের জন্য।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৩
আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,
আমরা একটি সামু পরিবার, তাইনা ! সবাই নিজেদের মধ্যে একটা আন্তরিক আবহাওয়া তৈরী করে নিতে পারলে , লাভটা তো আমাদেরই । একটা ধূলি ধূসরিত শহরের মাঝে থেকেও খানিকটা নির্মল বাতাসে শ্বাস টেনে নেয়ার মতোন !
আমাকে শুভকামনার জন্যে ধন্যবাদ ।
আর জুন তাঁর ব্লগিংয়ের আট বছর পুর্তিতে আপনার দেয়া অভিনন্দন ও শুভেচ্ছা পেয়ে নিশ্চয়ই আপ্লুত হবেন ।
শুভেচ্ছা রইলো আপনার জন্যেও ।
৪৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০১
খায়রুল আহসান বলেছেন: প্রথমতঃ, একজন সহব্লগারের প্রতি এ সম্মান প্রদর্শনের জন্য এবং তার প্রাজ্ঞ, মেধাবী ব্লগিংকে স্বীকৃ্তি জানানোর জন্য আপনাকেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরাও আপনার সহগামী হয়ে জুনকে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এখানে তার আট বছর পূর্তির এ মাহেন্দ্রক্ষণে।
জুন ব্লগের ইবনে বতুতা নামে সুপরিচিত এবং সাদরে সম্বোধিত। তার ভ্রমণ কাহিনীগুলো যুগপৎভাবে ইতিহাস, ভূগোল ও সাহিত্যের আধার। ভ্রমণ কাহিনী ছাড়াও তার চমৎকার কয়েকটি কবিতা, এমনকি ছোটগল্পও আমি পড়েছি এবং অভিভূত হয়েছি। নিঃসন্দেহে তিনি এই ব্লগের একজন উচ্চমানের ব্লগার।
আমি যখন থেকে এই ব্লগে ব্লগিং শুরু করেছি, প্রায় তখন থেকেই জুন এর সাহচর্য পেয়েছি, কখনো কখনো পরামর্শও পেয়েছি। তিনি অকাতরে নবাগত ব্লগারদের লেখা পড়েন এবং তাদেরকে উৎসাহিত করে থাকেন। তার মত বিনয়ী ব্লগার এই ব্লগে খুব কমই আছেন। শান্তিপ্রিয় এই ব্লগার সম্পর্কে বোধহয় কালীদাসই সবার সেরা কথাটা বলে গেছেন ১৯ নং মন্তব্যেঃ শুভেচ্ছা রইল সর্বপ্রকার ক্যাঁচাল/শব্দদূষণ এড়িয়ে চলা ব্লগার জুনের প্রতি।
অনেকের মন্তব্য এবং তদুত্তরে আপনার প্রতিমন্তব্য ভাল লেগেছে। তার মধ্যে চাঁদগাজী, মলাসইলমুইনা, বিদ্রোহী ভৃগু, জানা এবং নতুন নকিব এর নামোল্লেখ না করলেই নয়। আর কালীদাসএর কথাতো আগেই বলেছি।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৬
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,
সব সময়ের মতো পোস্ট ও তার মন্তব্য মন্থন করা মন্তব্যে আপনার জুড়ি নেই । যে বিশেষণে বিভূষিত করেছেন "জুন" কে তা কেবল তাঁকেই মানায় ।
"তিনি অকাতরে নবাগত ব্লগারদের লেখা পড়েন এবং তাদেরকে উৎসাহিত করে থাকেন। " এই লাইনটি পড়ে আমারও অনেক পুরোনো কথা মনে পড়ে গেলো । ব্লগে আমার প্রথমদিককার একটি উপন্যাসিকা ছিলো " শুদ্ধতম পরকীয়া " নামে । পর্ব করে প্রকাশিত । শিরোনামটিতে সঙ্গত (?) কারনেই অনেকেই নাক সিটকিয়ে ছিলেন । তার উপর আমি নবাগত । ভয় পাচ্ছিলুম । পাঠকরা ছিলেন গুটি কয়েক । পরকীয়া শব্দটিকে অচ্ছুৎ ভেবে যদ্দুর মনে পড়ে কোনও পাঠিকাই তাতে মন্তব্য করেন নি । কিন্তু ব্লগার জুন সে সময় আমার ঐ লেখায় প্রায় নিয়মিত হাজির হতেন । মন্তব্য করতেন । সংস্কার বিহীন " জুন" এর এই মন্তব্য আমাকে অনুপ্রানিত করতো । নবাগত আমি, আমার প্রায় লেখাতেই তেমনি করে তাঁর উপস্থিতি আর উৎসাহ পেয়েছি । আজও জুন আমার একজন প্রিয় সহব্লগার এবং উৎসাহদাত্রী থেকে গেছেন ।
আমার তো মনে হয়, জুন এর সুন্দর ও নির্মল মনটি সম্পর্কে আমি সব বলে ফেলেছি ।
আপনার এমন উচ্ছসিত প্রশংসা সম্বলিত মন্তব্য নিশ্চয়ই "জুন"কে আপ্লুত করবে ।
আমার পক্ষ থেকে আপনার জন্যে রইলো ভালোবাসার গন্ধ মাখানো একরাশ শুভেচ্ছা ।
৪৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:২৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ৩৭ নং মন্তব্য ও প্রতিমন্তব্য এবং ৩৮ নম্বর মন্তব্যে স্নেহ, আন্তরিকতা আর ভালোবাসার বিশালত্ব পেয়ে নিজের আনন্দটুকু না জানিয়ে যেতে পারলাম না। আমি ধন্য হয়েছি আজ ধন্য, সামু ব্লগ আর ব্লগারদের জন্য। অনেক অনেক খুশি নিয়ে ফিরলাম আপনাদের থেকে।
আমি পেয়েছি, চাওয়ার চেয়েও পেয়েছি ঢের, নিয়েছি দুহাত ভরে;
কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধ ভরে সু-যতনে রাখিব এ'খুশি ভালোবাসে অন্তরে।
৪৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ৩৭ নং মন্তব্য ও প্রতিমন্তব্য এবং ৩৮ নম্বর মন্তব্যে স্নেহ, আন্তরিকতা আর ভালোবাসার বিশালত্ব পেয়ে নিজের আনন্দটুকু না জানিয়ে যেতে পারলাম না। আমি ধন্য হয়েছি আজ ধন্য, সামু ব্লগ আর ব্লগারদের জন্য। অনেক অনেক খুশি নিয়ে ফিরলাম আপনাদের থেকে।
আমি পেয়েছি, চাওয়ার চেয়েও পেয়েছি ঢের, নিয়েছি দুহাত ভরে;
কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধ ভরে সু-যতনে রাখিব এ'খুশি ভালোবেসে অন্তরে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৬
আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,
আমরাও আপনার এমন মন্তব্য কৃতজ্ঞচিত্তে ,সু-যতনে রাখিব ভালোবেসে অন্তরে।
ভালো থাকুন আর সাথেই থাকুন ।
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০২
শাহরিয়ার কবীর বলেছেন: জুন আপুর জন্য শ্রদ্ধা ও ভালবাসা অবিরত।