নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...
এখন রাত্রি । এখন শুধু জেগে আছে ভালোবাসার সঙ্গীতগুলো । তার সুরে সুরে আমরাও প্রতীক্ষায় আছি পুরোনো জনাজীর্ণ ফসল ফেলে নতুন ফসলের, চাষী যেমন ক্ষেতে বীজ বুনে অপেক্ষা করতে থাকে ফসলের জন্যে, তেমনি !
রাত কেটে দিন ফুটবে নতুন আলো নিয়ে। আসুন, সে আলোকের স্তন থেকে আমরা পান করি আনন্দের সুধারস ।
বাদামের খোসা ভাঙার মতো শব্দ তুলে মানুষে মানুষে সামাজিকতার ,সংস্কৃতির, সহযোগিতার, সহমর্মিতার অচ্ছেদ্দ বন্ধন দিয়ে গড়ে তুলি নতুন এক ভূখন্ড.......
শুভেচ্ছা নতুন বছরের, সবাইকে ।
০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১২:২১
আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,
শুরু হোক পথচলা, নতুন করে।
শুভ নববর্ষ..........
২| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১২:২৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা, শ্রদ্ধেয় আহমেদ জী এস ভাই।
০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১২:২৬
আহমেদ জী এস বলেছেন: সত্যপথিক শাইয়্যান,
এই রাত ফুরোলেই দিন! দিনের আলো বার্তা নিয়ে আসুক সত্যসুন্দরের...........
শুভ নববর্ষ।
৩| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১২:৩২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বছর শুভ হোক।
০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১২:৩৯
আহমেদ জী এস বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক,
নতুন বছরটি বার্তা নিয়ে আসুক সত্যসুন্দরের...........
নববর্ষের শুভেচ্ছা।
৪| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১২:৩৯
সোবুজ বলেছেন: নতুন বছরে সবার জীবন আন্ন্দনে ভরে উঠুক।
০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১২:৪৩
আহমেদ জী এস বলেছেন: সোবুজ,
নতুন বছরে সবুজ-সতেজ মানসিকতার ফসলে ভরে উঠুক সবার মনের জমিন!
শুভ নববর্ষ।
৫| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১২:৪০
তারেক_মাহমুদ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা আহমেদ জি এস ভাইয়া
০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১২:৫৮
আহমেদ জী এস বলেছেন: তারেক_মাহমুদ,
আসুন, বাদামের খোসা ভাঙার মতো শব্দ তুলে মানুষে মানুষে সামাজিকতার ,সংস্কৃতির, সহযোগিতার, সহমর্মিতার অচ্ছেদ্দ বন্ধন
দিয়ে সবাই মিলে গড়ে তুলি নতুন এক ভূখন্ড.......
নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও........
৬| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১২:৪৪
সিগনেচার নসিব বলেছেন: নববর্ষের শুভেচ্ছা
আনন্দে কাটুক আপনার নতুন বছর
০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১:০০
আহমেদ জী এস বলেছেন: সিগনেচার নসিব,
আনন্দে কাটুক সকল সহব্লগারদের নতুন বছর। নতুন বছরটি ব্লগপাতায় বার্তা নিয়ে আসুক সত্যসুন্দরের.......
শুভেচ্ছা নতুন বছরের।
৭| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১:২১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪০
আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ সৌরভ,
স্বপ্নের মতো কাটুক আপনার আসছে বছরের দিনগুলি।
ভালো থাকুন নতুন বছরে।
শুভ নববর্ষ।
৮| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ২:০১
জটিল ভাই বলেছেন:
জীবন সুন্দর হোক।
০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩২
আহমেদ জী এস বলেছেন: জটিল ভাই ,
নববর্ষে ঠিক বলেছেন - "জীবন সুন্দর হোক"। আমিও বলি - "জীবন সরল- সুন্দর হোক, জটিল নয়" ।
শুভেচ্ছা নতুন বছরের।
৯| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ২:২২
নেওয়াজ আলি বলেছেন: নতুন বছর হোক সুখ ও সুস্থতার। শুভ কামনা।
০১ লা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০৭
আহমেদ জী এস বলেছেন: নেওয়াজ আলি,
নতুন বছর হোক সুখ ও সুস্থতার, আকাঙ্খা পুরনের ও সমৃদ্ধির, ভালো থাকা আর ভালোলাগার।
শুভেচ্ছান্তে।
১০| ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৭:০২
জুল ভার্ন বলেছেন: নতুন সকাল। নতুন আশা।
আপনার মনোবলই ভরসা।
Happy New Year: Postmortem of the last one era:
নতুন বছর আসে শুভ কামনায়। কিন্তু শুরু এবং শেষ হয় লুটপাট গুম গ্রেফতার নির্যাতন অপমৃত্যু আর হতাশায়...নতুন বছরে সেটা আরও বেশী হবে। সর্বপরি, যে বছটা শুরুই হয় মদ - মাদক, বেলেল্লাপনা, চিৎকার চেচামেচি পটকা-বাজিতে মানুষের শান্তি বিঘ্নিত করে- সেই বছর ভালো হবার কোনো কারণ আমি দেখিনা।
তবুও প্রার্থনা করি-
আল্লাহ রাব্বুল আল আমীন আমাদের সবাইকে হেফাজত করুন।
০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:৪৩
আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,
হ্যা... . নতুন বছরে ক্যালেন্ডারের পাতাই শুধু ওল্টায় আমাদের ভাগ্য ওল্টায় না!
ভালো থাকুন নতুন বছরে।
১১| ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৯:৩৭
শেরজা তপন বলেছেন: চমৎকার কথার মালা সাজিয়ে বরাবরের মত বিমোহিত করলেন!
ভাল কাটুক আপনার আগামীর দিনগুলো- সুস্থ থাকুন প্রিয় ব্লগার
০২ রা জানুয়ারি, ২০২২ রাত ১২:০৭
আহমেদ জী এস বলেছেন: শেরজা তপন,
আপনারও আগামী দিনগুলো ভাল কাটুক। উল্টে যাক জীবনের পুরোনো পাতাগুলো।
শুভেচ্ছান্তে।
১২| ০১ লা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০০
অন্তরন্তর বলেছেন: ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। পৃথিবীর সকল জীব ভাল থাকুক মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা।
০২ রা জানুয়ারি, ২০২২ রাত ১২:৫০
আহমেদ জী এস বলেছেন: অন্তরন্তর,
শুধু ক্যালেন্ডারের পাতা ওল্টানোই নয় সাথে সাথে পৃথিবীর সকল জীবের দূর্ভাগ্যের পাতাও উল্টে যায়।
শুভ নববর্ষ।
১৩| ০১ লা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০২
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা- শুভ নববর্ষ ২০২২!
ছোট্ট পোস্ট, কিন্তু অতি চমৎকার প্রতিটি লাইনের ব্যঞ্জনা! ছবিটাও সুন্দর!
পোস্ট 'লাইকড'। + +
০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ৮:৫৮
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,
শুভ নববর্ষ।
অনেকদিন ব্লগে কিছু লেখা হয়নি তাই নতুন বছরের মাহেন্দ্রক্ষনে শুভেচ্ছা জানিয়ে অল্প কথায় লেখার সুযোগ আছে বলে, লিখে ফেললুম এই নববর্ষের শুভেচ্ছা।
আসছে দিনগুলো উড়ে যাক হাওয়ায় হাওয়ায়...............
১৪| ০১ লা জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৫
জ্যাকেল বলেছেন: শুভেচ্ছা! শুভ হোক ২০২২ বর্ষ!
০২ রা জানুয়ারি, ২০২২ রাত ১১:৪৪
আহমেদ জী এস বলেছেন: জ্যাকেল ,
শুভ হোক নতুন বছর। শুধু ক্যালেন্ডারের পাতা উল্টে যাওয়াই নয়, উল্টে যাক জীবনের কষ্টগুলোও!
শুভেচ্ছা নতুন দিনের।
১৫| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৯
সেলিম আনোয়ার বলেছেন: হ্যাপি নিউ ইয়ার সুপ্রিয় আহমেদ জিএস।
০২ রা জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৯
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,
দিনগুলো বন্দি হয়ে থাকুক সোনার খাঁচায়...........
শুভ নববর্ষ।
১৬| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩০
রাজীব নুর বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা জানবেন।
০৩ রা জানুয়ারি, ২০২২ সকাল ৭:২৯
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,
শুভ নববর্ষ।
ভালো থাকুন নিয়ত.................
১৭| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:৩৯
আখেনাটেন বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা---শ্রদ্ধেয় ব্লগার।
০৩ রা জানুয়ারি, ২০২২ সকাল ৯:০৪
আহমেদ জী এস বলেছেন: আখেনাটেন,
ভালো লাগলো নতুন বছরে এই মুখখানাকে চোখ মেলে চাইতে দেখে।
শুভেচ্ছা আপনাকেও।
১৮| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:৪২
শায়মা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ভাইয়ামনি!
০৩ রা জানুয়ারি, ২০২২ সকাল ১০:১০
আহমেদ জী এস বলেছেন: শায়মা,
নতুন বছর যেন ক্যালেন্ডারের পাতা ওল্টানোই শুধু না হয়, হয় যেন ব্লগ ওল্টানো লেখার পাতা উল্টে যাওয়া!
নতুন বছর আরো আকর্ষনীয় লেখা দিয়ে ভরে তুলুন।
নতুনের শুভেচ্ছা।
১৯| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন:
পল, দন্ড, প্রহর দিন রাত্রি
মাত্রা পেরিয়ে গেলে
অনন্তে সবাই, অন্তহীন
মহাকালের অনন্ত যাত্রী।।
হ্যাপি নিউ ইয়ার
০৩ রা জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৫
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু,
এমনি করেই ক্যালেন্ডারের পাতা উল্টে উল্টে শেষ পারানীর ঘাটে পৌঁছুতে হবে মহাকালের অনন্তযাত্রার জন্যে।
তাই প্রতিটি বছরকেই করতে হয় স্বাগতম।
স্বাগতম নতুন বছরে আপনাকেও।
২০| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৯:০৫
জুন বলেছেন: আপনাকেও নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানাই
০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১১:২৭
আহমেদ জী এস বলেছেন: জুন,
নতুন বছরে শুধু ক্যালেন্ডারের পাতা-ই উল্টে যাবেন না, জীবনের পাতাটাও উল্টে যেতে হবে অবলীলায়।
আন্তরিক শুভেচ্ছা আপনাকেও।
২১| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:১২
ঢুকিচেপা বলেছেন:
আপনার আহ্বান প্রতিফলিত হোক নতুন বছরে।
০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১১:৪৮
আহমেদ জী এস বলেছেন: ঢুকিচেপা,
শুভেচ্ছা নতুন বছরের।
"বাদামের খোসা ভাঙার মতো শব্দ তুলে মানুষে মানুষে সামাজিকতার ,সংস্কৃতির, সহযোগিতার, সহমর্মিতার অচ্ছেদ্দ বন্ধন দিয়ে গড়ে তুলি নতুন এক ভূখন্ড......." এই আহ্বান প্রতিফলিত হোক সবার অন্তরে।
২২| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:২৭
গুলশান কিবরীয়া বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা রইল।
০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ৮:৫৭
আহমেদ জী এস বলেছেন: গুলশান কিবরীয়া,
নতুন বছর শুধু যেন ক্যালেন্ডারের পাতা ওল্টানোই না হয়, হয় যেন ব্লগ ওল্টানোও.................
নতুন বছরের শুভেচ্ছা আপনার জন্যেও।
২৩| ০২ রা জানুয়ারি, ২০২২ রাত ১২:০৬
রাজীব নুর বলেছেন: গত বছরের চেয়ে এ বছর সামুর অবস্থা ভালো হবে। ব্লগার বাড়বে। পোষ্ট ও মন্তব্য বেশি আসবে।
০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ৯:৩৭
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,
আপনার এই আশাবাদ সত্যি হোক।
২৪| ০২ রা জানুয়ারি, ২০২২ রাত ৯:১৬
আখেনাটেন বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা
সুস্থ ও সুন্দর কাটুক আগামী দিনগুলো।
০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৭
আহমেদ জী এস বলেছেন: আখেনাটেন,
অনেকদিন পরে নতুন বছরের শুরুতেই আপনাকে দেখে ভালো লাগলো।
শুভ....শুভ নববর্ষ।
২৫| ০৩ রা জানুয়ারি, ২০২২ ভোর ৬:৪৪
ডঃ এম এ আলী বলেছেন:
ইরেজী নব বর্ষের শুভেচ্ছা।
আগামী দিনগুলি সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক ।
০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ১১:১৮
আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী,
এ লেখায় আপনার উপস্থিতি প্রেরণাদায়ক।
আপনার মতো আমিও বলি --- রাত কেটে দিন ফুটুক নতুন আলো নিয়ে।
নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও।
২৬| ০৩ রা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪১
মিরোরডডল বলেছেন:
অল্প কিছু কথায় কি সুন্দর পরিবেশনা !
আবারও জী এসের জন্য শুভকামনা ।
০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:২৩
আহমেদ জী এস বলেছেন: মিরোরডডল,
প্রতিউত্তর দিতে সময়ক্ষেপনের জন্যে দুঃখিত।
লেখাটির পরিবেশনা যে সুন্দর হয়েছে তা বলার জন্যে ধন্যবাদ।
বিলম্বিত শুভকামনা আপনার জন্যেও!
২৭| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪৫
সোহানী বলেছেন: ছবিটা অসাধারন।
হ্যাপি নিউ ইয়ার।
০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৭
আহমেদ জী এস বলেছেন: সোহানী,
নতুন বছরের বিলম্বিত শুভেচ্ছা আপনাকেও।
২৮| ২৮ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩০
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: শ্রদ্ধেয় প্রিয়জন, দেরিতে হলেও নতুন বছরের শুভেচ্ছা জানবেন!
০২ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২২
আহমেদ জী এস বলেছেন: সৈয়দ তাজুল ইসলাম,
ধন্যবাদ।
শুভেচ্ছা আপনাকেও।
ভালো থাকুন আর সুস্থ্যে....................
২৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বছর তো আর নতুন বউ নয় যে এক মাসে পুরনো হয়ে যাবে!
নতুন বছরের শুভেচ্ছা নিন জনাব।
১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:০৫
আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন,
ওহ........উছিলা দিয়ে অন্যের পুরনো বউকে "নতুন" বলে দেখার খাসলত এখনও গেলোনা !!!!!!!
নতুন বউ একমাসে পুরনো হবার কথা নয় যদি না রোজ রোজ ঝামা দিয়ে ঘসে ঘসে পরিষ্কার করার চেষ্টা করেন!
৩০| ১৫ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৫৮
নীল আকাশ বলেছেন: গুরুজী,
আমি গতবারও আপনাকে আমার বই পাঠাতে পারিনি কারন আমি আপনার কোন ঠিকানা জানি না।
ফেসবুকে আপনার আইডী না জানা কারনে সরাসরি যোগাযোগও করতে পারিনি।
আমি ফেসবুকে
আমাকে অনুগ্রহ করে আপনার যোগাযোগের কোন কিছু দিলে খুব ভাল হতো।
ধন্যবাদ
১৫ ই মার্চ, ২০২২ বিকাল ৫:২০
আহমেদ জী এস বলেছেন: নীল আকাশ ,
খুব ভালো লাগলো মন্তব্যখানি।
গত বছর দুই বা তিন বই মেলায় যাইনি। যাওয়ার তেমন তাগাদা পাইনি ভেতর থেকে। আগে মেলায় গেলেই ব্লগারদের বই এবং ষ্টল নম্বরের লিষ্ট নিয়ে যেতুম। অনেক ব্লগারের বই-ই আছে আমার কাছে। দুঃখিত,আপনার বই মেলাতে না যেতে পারার কারনেই আমার ঝুলিতে নেই।
ফোন নম্বর দিচ্ছি কাজ চালিয়ে নিতে পারেন - ০১৭১১২২৬৬২০
শুভেচ্ছান্তে।
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১২:১৩
ইসিয়াক বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা রইলো প্রিয় ব্লগার।
শুভ কামনা সবসময়।